নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক: মৌরি মরিয়ম
মূল্য: ৬০০ টাকা
প্রচ্ছদ: আরিফুল হাসান
অন্যপ্রকাশ
#স্পয়লার_এলার্ট
রোমান্টিক একটা গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত অবিশ্বাস্য ঘটনা ঘটতে থাকে। পরতে পরতে টুইস্ট। চারপাশে আবেগের ছড়াছড়ি। পেট্রা, প্রিয় আর নিকিতার ত্রিভুজ প্রেম। যদিও চতুর্থ আরেকটা চরিত্র চতুর্ভুজ বানানোর চেষ্টায় ছিল কিন্তু পেট্রা ব্যক্তিত্বের কাছে পাত্তা পায় নি।
পেট্রা নামটা ভালো লেগেছে, ক্লিওপেট্রা থেকে পেট্রা! স্কুল জীবনে প্রেমের শুরু, ধর্ম ভিন্ন হবার কারণে বিয়ে হবার পরেও ডিভোর্স পর্যন্ত গড়ায় প্রিয় আর পেট্রার সম্পর্ক। প্রভাবক হিসেবে কাজ করে প্রিয়র পিতা বিশিষ্ট মন্ত্রী বাবর খান। প্রিয়র বউ করে ঘরে তোলেন মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিকিতাকে! ওদিকে প্রিয় আবার নিকিতাকে স্ত্রীর মর্যাদা দেয় না। মন থেকে পেট্রাকে সরাতে পারে না। পুরোটা সময় প্রিয়-পেত্রা একে অপরকে ভালোবেসেই যায়, কখনো লুকিয়ে লুকিয়ে, কখনো বা প্রকাশ্যে।
বেশি সস্তা গল্প মনে হচ্ছে? না, ততটা সস্তা নয়। কিছু সময় পরপর নতুন নতুন ঘটনা ঘটে, নতুন নতুন তথ্য সামনে আসে। যেমন, অবিবাহিত ভেবে পেট্রা প্রেমে পড়া সহকর্মী স্মরণ হঠাৎ আবিস্কার করে পেট্রা খৃৃস্টান (আমিও হঠাৎই আবিস্কার করি, কারণ এর আগে পেট্রার পরিবারে সমস্যা মা-শিখা, বোন-প্রিয়াংকার সাথে পরিচয় হয়, যাদের নাম থেকে জানা যায় না তারা কোন ধর্মের), পেট্রা ডিভোর্সি কিংবা ওর সাত বছরের এক ছেলে আছে! গল্পের আরেক অংশে আমরা জানতে পারি পুত্রটি পেট্রার নিজের গর্ভজাত নয়! ওদিকে পেট্রার ভাইর সাথে নিকিতার বোনের প্রেম- আরেকটা ধর্ম সংক্রান্ত জটিলতা দেখা দেয়! এখানে অবশ্য আরেকটা কথা ভাবা যেতে পারে, ঘুরেফিরে সবকিছু পরিচিত মানুষগুলোর মধ্যেই ঘটছে। যেমন, স্মরণ আর প্রিয় (পেট্রার দুই প্রেমিক) একই সাথে জিম করে!
লেখার ধরণ বিবেচনা করলে বলা যায়- সহজ পাঠ্য। ৩২০ পৃষ্ঠার বই সহজেই পড়ে ফেলা যায়। তেমন একটা চাপ তৈরি হয় না কিংবা কোনো অংশ একাধিকবার পড়ার প্রয়োজন পড়ে না। তবে এতো বড়ো উপন্যাসের বেশ কিছু ক্ষেত্রে খুব সংক্ষিপ্ত অংশে বর্ণনা সেরেছেন, চরিত্রগুলো সেসব স্থানে আরো বেশি গুরুত্ব দাবী করে। অন্যভাবে বলা যায়, লেখায় গভীরতা একটু কম মনে হয়েছে। আবার এটাও অস্বীকার করা যায় না যে, ৩২০ পৃষ্ঠার বই পড়তে কখনো বোরিং লাগেনি।
এখানে আরেকটা কথা উল্লেখ করা যেতে পারে, ইচ্ছে করলে বইটা ২০ ফর্মা থেকে ১৬/১৭ ফর্মায় বইটা বাঁধাই করা যেত (ফন্ট সাইজ-এলাইনমেন্ট বিবেচনায়), সেক্ষেত্রে বইয়ের দাম একটু কমানো যেত। উচ্চবিত্তের প্রেমকাহিনী মধ্যবিত্তের হাতের নাগালে থাকতো!
ব্যক্তিগত মতামত হলো, উপন্যাসটা মোটামুটি মানের।
রেটিং ৬.৫/১০।
২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২৭
ফয়সাল রকি বলেছেন: আমাদের দেশেরই লেখক তিনি, বেস্ট সেলার ক্যাটাগরীতে একাধিক বইও আছে!
গল্পের প্রেক্ষাপটে আমাদের দেশেরি সমাজ!
https://www.rokomari.com/book/author/60046/mouri-morium
২| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩০
সাড়ে চুয়াত্তর বলেছেন: বইটার দাম অনেক বেশী মনে হচ্ছে। যদিও ৩২০ পৃষ্ঠা।
ভালো বলেছেন 'উচ্চবিত্তের প্রেম কাহিনী মধ্যবিত্তের হাতের নাগালে থাকতো!'।
২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৬
ফয়সাল রকি বলেছেন: চাইলে অনায়াসে ৩/৪ ফর্মা বইয়ের আকৃতি কমানো যেতো সহজেই। আমার কাছে ব্যাপারটা ব্যবসায়ীক মনে হয়েছে!
ধন্যবাদ।
৩| ২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
পেট্রা, পুট্রা, ইত্যাদি নাম টাম শুনে মনে করেছিলাম কলিকাতার লেখক হবেন।
২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৭
ফয়সাল রকি বলেছেন: ক্লিওপেট্রা থেকে পেট্রা এসেছে! আর পেট্রা ধর্মে খৃষ্টান, কাজেই এরকম নাম রাখতেই পারে।
৪| ২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার বুক রিভিউ পড়তে বেশ ভালো লেগেছে। আপনাকে অশেষ ধন্যবাদ।
২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:১১
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ঠাকুরমাহমুদ ভাই।
৫| ২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: রিভিউ ভালো লেগেছে। উপন্যাস সম্পর্কে একটা ধারণা পেলাম।+
তবে দামটা নিঃসন্দেহ চড়া বলে মনে হল।
২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৩৫
ফয়সাল রকি বলেছেন: মূল্য চড়া হলেও মানে ততটা চড়া নয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ চৌধুরি সাহেব।
৬| ২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৩
ইসিয়াক বলেছেন: চমৎকার রিভিউ।
২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২৪
ফয়সাল রকি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই।
৭| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট লাইন পড়ে তো মুগ্ধ বিমুগ্ধ ও বিবাহিত হইয়া গেলাম চমৎকার বলেছেন। এত বড়ো বইয়ের হাফ পেজ রিভিউটা অসাধারণ হয়েছে।
একটা বই বোরিং না লাগাটাও একটা অসাধারণ ব্যাপার। সে হিসাবে দারুণ বই। ধর্ম সংক্রান্ত জটিলতা, অন্যের সন্তান পালন করা যাতে নিজের বলে মানুষ ভুল করে, এগুলো সিনেমা, নাটকে বহুল ব্যবহৃত প্লট। সে হিসাবে খুবই সাদামাটা সাবজেক্ট, একই ধাঁচের আরেকটা গল্প যোগ হলো আর কী।
এতবড়ো বইয়ের লেখকের নাম আগে শুনি নাই। লেখকের জন্য শুভেচ্ছা। পরের বইগুলোর দাম ২০০'র নীচে রাখবেন, এই প্রত্যাশা।
শুভেচ্ছা নিয়েন।
২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২৬
ফয়সাল রকি বলেছেন: সহজ পাঠ্য, তবে আসলেই বোরিং লাগেনি।
ধন্যবাদ সোনাভাই।
৮| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ২:৩৪
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের জীবনের সাথে মিল আছে?
২৩ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১৯
ফয়সাল রকি বলেছেন: নাহ, মোটেই মিল নেই। অন্তত আমার তাই ধারণা।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৬
আমি তুমি আমরা বলেছেন: কমন প্লট মনে হচ্ছে। বইটা পড়ার আগ্রহ জাগল না
১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৩
ফয়সাল রকি বলেছেন: বেস্ট সেলার লিস্টে নাম দেখে খুব আশা নিয়ে শুরু করেছিলাম, পড়েছি শেষ পর্যন্ত। তবে উনার লেখা আর খুব একটা পড়ার ইচ্ছা নাই।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১১
আখেনাটেন বলেছেন: ইনি বাংলাদেশি লেখিকা। আজই আপনার লেখা থেকে জানলাম যে উনি বেশ জনপ্রিয়।
তবে গল্পের প্লট আহামরি কিছু মনে হল না।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৬
ফয়সাল রকি বলেছেন: হুম, আহামরি মনে হয়নি। তবে যেহেতু বইটা পড়েছিলাম আর ফেসবুকে রিভিউটাও শেয়ার দিয়েছিলাম একটা গ্রুপে তাই এখানেও কপি পেস্ট মেরে দিয়েছি।
১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩০
জুল ভার্ন বলেছেন: বইটার দাম অনেক বেশী মনে হচ্ছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২
ফয়সাল রকি বলেছেন: হুম, তুলনামূলক বেশি।
১২| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: পাঠ প্রতিক্রিয়ায় যথেষ্ট মুন্সীয়ানার ছাপ রয়েছে। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই যেমনটি বলেছেন: "এত বড়ো বইয়ের হাফ পেজ রিভিউটা অসাধারণ হয়েছে"।
'উচ্চবিত্তের প্রেম কাহিনী মধ্যবিত্তের হাতের নাগালে থাকতো!' - চমৎকার বলেছেন কথাটা।
"তবে যেহেতু বইটা পড়েছিলাম আর ফেসবুকে রিভিউটাও শেয়ার দিয়েছিলাম একটা গ্রুপে তাই এখানেও কপি পেস্ট মেরে দিয়েছি" - এই সহজ সরল স্বীকারোক্তির জন্য আন্তরিক ধন্যবাদ।
পোস্টে প্লাস। + +
০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৮
ফয়সাল রকি বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ খায়রুল ভাই।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
কোন দেশের লেখক মৌরি মরিয়ম, কোন দেশের সমাজকে নিয়ে লেখা?