![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার যদি আগ্রহ থাকে, তাহলে এই ইন্টারনেটের যুগে ইংরেজি শেখাটা খুবই সহজ। ইংরেজিতে ভুল হোক, ঘাবড়াবেন না। ভুল করতে করতেই শিখবেন! ইংরেজি মুভি দেখার মাধ্যমে ভাষা শেখা অনেক বেশি কাজে দেয়। ইচ্ছেমত ইংরেজি মুভি দেখুন! খেলার খবরটি নাহয় ইংরেজিতেই পড়ুন। প্রিয় মুভির সাবটাইটেলগুলো মন দিয়ে দেখুন। আপনি নিজেই টের পাবেন এভাবে ইংরেজি শেখা কত্ত সহজ!!
কিভাবে মুভি দেখে ইংরেজি শিখবেন?
১. প্রথমে প্রতিটি ডায়ালগ পূর্ণ মনযোগ দিয়ে শোনার চেষ্টা করুন।
২. ডায়ালগ বুঝতে কষ্ট হলেও ঘাবড়াবেন না। কারন, পরে সাবটাইটেল দেখে সহজেই বুঝে নিতে পারবেন এটি।
৩. এ্যাক্টর যদি খুব দ্রুত কথা বলে থাকে এবং আপনার যদি মনে হয় সাবটাইটেলটি পড়তে ও বুঝতে আপনার আরও সময়ের দরকার তাহলে সেটি পজ করে ভালোভাবে পড়ে নিবেন।
যাদের ব্রডব্যান্ড ইন্টারনেট, ওয়াই ফাই (মানে আনলিমিটেড ইন্টারনেট) রয়েছে অথবা যারা মাসে পর্যাপ্ত পরিমানে ডাটা কিনে থাকেন তারা ইউটিউব থেকে খুব সহজেই ইংরেজি শিখতে পারবেন। ইউটিউবে অসংখ্য ইংরেজি শেখার চ্যানেল রয়েছে, রয়েছে হাজার হাজার ভিডিও লেসন। তার মধ্যে মুভি দেখে ইংরেজি শেখার চ্যানেল ও রয়েছে কিছু। এ রকম একটি চ্যানেল হলো Learn English Through Movies
এখান থেকে আপনি গ্রামার ছাড়াই ইংরেজি শিখতে পারবেন। Grammar এর ভীতি কে তালাক দিয়ে আনন্দের সাথেই ইংরেজি ইংরেজি শিখতে পারবেন এখান থেকে। ঠিক যেমন ছোট্ট শিশুরা নতুন খেলনা দিয়ে সীমাহীন আগ্রহ নিয়ে খেলে তেমনি আগ্রহ জন্মাবে এখান থেকে শিখলে।
এ পদ্ধতিতে প্রথমে,
ভিডিওটিতে এভরিডে ইউজএ্যাবল একটি সেন্টেন্স দেখাবে (যে বাক্যগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যাবহার করি এমন বাক্য, বাক্যটি মনে রাখুন)
তারপর,
সেই সেন্টেন্সটির মিনিং দেখতে পাবেন (এতে করে আপনার বাক্যটি বুঝতে সুবিধা হবে, বাক্যটির সাথে অর্থ মিলিয়ে নিন)।
এবং সবশেষে (সবথেকে ইফেকটিভ)
সেন্টেন্সটির ভিডিও ক্লিপটি থেমে থেমে পাচবার প্লে হবে (তখন আপনি মন দিয়ে পাচবার শুনলেই বাক্যটি সহজে মেমরাইজ হয়ে যাবে, ক্যারেকটারের বাচনভঙ্গি দেখুন, ক্যারেক্টারের সাথে সাথে নিজেও সেন্টেন্সটি উচ্চারণ করুন)।
এখানে একই সাথে আপনার লিসেনিং ও রিডিং এর কাজ হয়ে যাচ্ছে। আপনি ক্যারেক্টারের সাথে সাথে যদি বাক্যটি বলেন তাহলে স্পিকিংও হয়ে যাচ্ছে। চাইলে আপনি সেন্টেন্সটি শোনার সাথে সাথে খাতায় লিখে ফেলতে পারেন তাহলে রাইটিং এর কাজটিও হয়ে যাবে। এরপর বাক্যগুলো মুখস্ত না হয়ে যাবে কোথায়?
চ্যানেল লিংক
www.youtube.com/watchLETM
২৪ শে মে, ২০১৮ রাত ১২:৪৩
দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা ব্লগ বলেছেন: ধন্যবাদ ভাই। আমি এখানে নতুন। আশা করি পাশে পাবো
২| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:২৫
কাইকর বলেছেন: ব্লগে স্বাগতম। বেশি বেশি মন্তব্য করুন। সব ব্লগারদের সাথে পরিচিত হোন। সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন। আশা করি খুব তাড়াতাড়ি সেফ যাবেন।
২৪ শে মে, ২০১৮ রাত ১২:৪৪
দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা ব্লগ বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ। সাথে থাকবেন আশা করি
৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:১৭
ব্লগার_প্রান্ত বলেছেন: হ্যাপি ব্লগিং
২৪ শে মে, ২০১৮ রাত ১১:৪৩
দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা ব্লগ বলেছেন: ধন্যবাদ দাদা ভাই। হাত ধরুন। উপরে ওঠার সিড়ি খুজছি।
৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৪৯
ব্লগার_প্রান্ত বলেছেন:
বাসায় নকিয়া আছে তো?
২৫ শে মে, ২০১৮ রাত ১২:৩৪
দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা ব্লগ বলেছেন: নকিয়াগুলো সব মৃত আজ। সেই দুঃখেই তো আমি আজ আধবুড়া। আহা স্মৃতি, মনে পরলে কষ্টে বুকটা...
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৮ রাত ১২:২৪
মাহের ইসলাম বলেছেন: ব্লগে স্বাগতম।