![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Chartered Financial Analyst (CFA)
একজনের পরামর্শে CFA করার ইচ্ছা হইসে। এখন আপনাদের কি মত (যারা এটা শেষ করেছেন বা এখনো করে যাচ্ছেন কিংবা যারা জানেন)।
জানার বিষয়গুলো হল
১। কেমন খরচ?
২। কত দিনের কোর্স?
৩। দেশের চাকুরির বাজারে সিএফএ’র কেমন চাহিদা?
৪। কত টাকা বেতন পাওয়া যেতে পারে?
৫। এর ছুতো ধরে বিদেশে যাওয়া সম্ভব কিনা?
৬। ACCA, CA, CFA - কোনটার করা যায়? বা ভালো হবে?
৭। আরো প্রশ্ন যেগুলা আমার মাথায় আসলো না...
অগ্রীম ধন্যবাদ পড়ার জন্য ও সাহায্য করার জন্য।
০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৮
ফালাক বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১৪
আনোয়ারুল আলম বলেছেন: CFA এর উপর কোনও কোয়ালিফিকেশন নায়, ফাইন্যান্স সেক্টরে কাজ করতে চাইলে। একজন ইকোনোমিক্সের পি এইছডি র চেয়ে এই সার্টিফিকেশনের দাম বেশি।
আমি ইনশআল্লাহ, সামনে বছরের জুনে লেভেল ১ এর পরীক্ষাটা দিব । লেভেল ১ এর ফী দেখলাম ১০৪৩ আমেরিকান ডলার। বাংলাদেশে কত টাকা লাগে তা বলতে পারছি না।
CFA এর সিলেবাসটা দেখেছেন? আমি তো প্রথমে ভাবছিলাম, এই ডিসেম্বরেই পরীক্ষাটা দিব, পরে আসলে কতটুকু শিখতে হবে তার নমুনা দেখে প্ল্যান চেন্জ করেছি। ফাঁকি টাকি দিয়ে হয়তো পাস করা যাবে, তবে আমি যেহেতু এই লাইনের না তাই পাসের চেয়ে শেখাটাকেই গুরুত্ব দিচ্ছি।
৩| ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১৭
আনোয়ারুল আলম বলেছেন: ওয়েবসাইট টা ....
http://www.cfainstitute.org/
সব পরীক্ষা যদি একবারে পাস করতে পারেন তাহলেও মিনিমাম ২ বছর লাগে। আর ফাইন্যান্স সেক্টরে তিন বছর কাজ করার অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত সব পরীক্ষা পাস করলেও সাথে সাথে চার্টার পাবেন না । ওয়েবসাইট টাতেই সব বিস্তারিত লেখা আছে।
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩৯
ফালাক বলেছেন: সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ
৪| ২৪ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৮
অপ্রয়োজন বলেছেন: আনোয়ারুল আলম বলেছেন: ইকোনোমিক্সের পি এইছডি র চেয়ে এই সার্টিফিকেশনের দাম বেশ
এইটা কি ভিত্তিতে বললেন আপনিই বলতে পারবেন।
যাইহোক, এই সার্টিফিকেশন নিয়ে (এবং এই সেক্টরে পড়ালেখা ও এক্সপেরিনেন্স সহ) নর্থ আমেরিকায় ভালো সুযোগ আছে।
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৯
ফালাক বলেছেন: ওকে!!!!!!
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০০
মোহন কাজী বলেছেন: যানজটে মানুষ মরে । গ্রামে এটা টাকাও যাতে না যায় সেই ব্যবসথা পাকা । সব মানুষ ঢাকার চোঙ্গায় ঢুকাও । আর দোতলা বিরিজ দোতলা রাসতা, কোটি কোটী টাকা মারার স্বপ্ন দেহ ।
আওয়ামী লীগ - দেশ চালানোর যোগ্যতা নাই, ইলেক্সনে দাড়াও ক্যান ?
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৪
শেখ ইরফান বলেছেন: ভাই আপনি কি শেষ পর্যন্ত সিএফএ দিয়েছিলেন? প্লিজ জানাবেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৩৩
লুথা বলেছেন:
ভবিষ্যত খুব ভালো...বিদেশ যাইতে পারবেন এবং গেলে অইখানেও ভালো করতে পারবেন...বেতন যা পাইবেন সেটা প্রথমে কেমন হবে বলা মুশকিল কিন্তু খুব জলদি বেতন তর তর করে বাডবো, সন্দেহ নাই...কইরা ফালান...যত জলদি পারেন শেষ করেন...