নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক

ফানার

ফানার › বিস্তারিত পোস্টঃ

দস্ত-ই-কাবীর - বৃহৎ লবন মরুভূমি

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭



ইরানে রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান "দস্ত-ই-কাবীর" এর। অনেকের কাছে যা বৃহৎ লবন মরুভূমি নামে পরিচিত। ৮০০ কিলোমিটার দীর্ঘ ও ৩০০ কিলোমিটার চওড়া এই মরুভূমি লবন মিশ্রিত কাদামাটি দ্বারা গঠিত।


দশ মিলিয়ন বছর পূর্বে মধ্য ইরানে ছোট্ট একটি অঞ্চল ঘিরে লবন সমৃদ্ধ মহাসাগর প্রবাহমান ছিল যা ধীরে ধীরে শুকিয়ে ৬-৭ কিলোমিটার পুরুত্বের লবনের এক স্তর তৈরী হয়। সময়ের সাথে সাথে এই লবন স্তর কাদা মাটি দ্বারা ঢেকে যায় তারপরও কাদা মাটির নীচে লবনের উপস্থিতি বিদ্যমান। লক্ষ লক্ষ বছর ধরে কাদা, লবন এবং শিলা'র একে অপরকে ধাক্কার জন্য লবনের স্তর ভেঙ্গে গম্ভূজের সৃষ্টি হয়। দস্ত-ই-কাবীর এর লবনের গম্ভূজ ভূতাত্ত্বিক ঘটনার এক শ্রেষ্ঠ উদাহরণ। ভূতাত্তিকগণ এখানে প্রায় ৫০টি লবনে গম্ভূজ চিহ্নিত করেছেন।






(ছবি এবং বর্ণনা নেট থেকে সংগৃহিত)

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: ধন্যবাদ।কিছু শিখতে পারলাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

ফানার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বিচিত্র এই ভুবন!
তার গঠন, তার ভূমি ব্যবস্থাপনা, তার ইতিহাস!

আমরা আসলেই সময়ের কতইনা ক্ষুদ্রতম অংশ নিয়ে জীবন ধারন করি!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২

ফানার বলেছেন: কত কিছু যে অজানা .........
ভাবলেই মনটা খারাপ হয়ে যায়

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০০

মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে। তবে এই মূহুর্তে রোদের মধ্যে গনপরিবহনের জন্য অপেক্ষারত মানুষের দূর্ভোগে মনটা খারাপ হয়ে আছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

ফানার বলেছেন: কবে যে আমরা ভালো গণপরিবহন ব্যবস্থা পাবো আল্লাহ্ই জানেন

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

তামান্না তাবাসসুম বলেছেন: নতুন কিছু জানলাম।ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

ফানার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার শেয়ার ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

ফানার বলেছেন: ধন্যবাদ।।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট।

শুভেচ্ছা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪

ফানার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

এস. এম. হাবিবুল্লাহ বলেছেন: আপনার লেখাটা এক নিঃশ্বাসে পড়ে নিলাম। লেখা যখন শেষ পর্যায় তখন ভাবছিলাম নীচে বোধহয় আরও লেখা আছে! ছবি শেষে নীচে যখন আসলাম তখন মন খারাপ হয়ে গেল। ইস! আরও কিছু যদি থাকতো!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৪

ফানার বলেছেন: ইস! আরও কিছু যদি থাকতো!!
আরও বিস্তারিত লিখতে পারলে আমারও ভাল লাগতো

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫

ফানার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: এই লবন কি খাওয়ার যোগ্য? তাইলে তো অফুরন্ত লবনের খনি।

ভালো পোষ্ট। জানার আছে অনেক কিছু। :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭

ফানার বলেছেন: যতদূর জেনেছি এখান থেকে লবন আরোহন করা হয় না

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২

দৃষ্টিসীমানা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০

ফানার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

থিওরি বলেছেন: তথ্যভিত্তিক লেখার জন্য ধন্যবাদ। কাবির-ই-নামাক বা দস্ত এ কাবির এক অসাধারণ নিদর্শন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

ফানার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

আজমান আন্দালিব বলেছেন: নতুনভাবে জানলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

ফানার বলেছেন: ;)

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

রিকি বলেছেন: অসাধারণ +++++++++++++++++++++++++++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

ফানার বলেছেন: +++ জন্য ধন্যবাদ

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

আসল পাগল বলেছেন: বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি
দেশে দেশে কত না নগর রাজধানী ।।।।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

ফানার বলেছেন: সহমত।।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

অবুঝ১ বলেছেন: অনেক কিছু জানতে পারলাম

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

ফানার বলেছেন: সহমত।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.