নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক

ফানার

ফানার › বিস্তারিত পোস্টঃ

মেঘের ট্রেন

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩




আন্দ্রেজ সাগর স্তর থেকে 4,000 মিটার উপরে অবস্থিত, “ট্রেন এ লেস নিউবিস” অথবা "মেঘের ট্রেন" পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে গুলির মধ্যে একটি। এটি আর্জেন্টিনার সালতা নগর থেকে যাত্রা শুরু করে 1,187 মিটার উচ্চতা দিয়ে ভ্যালি দে লার্মার মধ্য দিয়ে গিয়ে কুইবার্ড দেল টোরে প্রবেশ করে এবং অবশেষে লা পোলোরিলা ভাইডাক্ট এ (4,200 মিটার) এর যাত্রা শেষ করে। 16 ঘন্টা ভ্রমণের সময় ট্রেনটি 217 কিমি পথ ভ্রমণ করে এবং 3,000 মিটার উচ্চতায় পৌঁছে। ট্রেনটি ২9টি সেতু, 1২ ভায়াডাক্টস (ওভারপাস/ফ্লাইওভার/ক্রসিং) ২1টি টানেল, দুটি বিরাট লুপ এবং দুটি সুইচব্যাকে (1800 বাঁক বিশিষ্ট রাস্তা) অতিক্রম করে। নাম না জানা অসংখ্য মেঘ প্রায়ই মেঘের ট্রেনটির চলাচলের পথে এবং ঢালের পাশে দেখা যায়।





19২0 সালে আমেরিকার প্রকৌশলী রিচার্ড ফন্টেইন মরির অধীনে রুটটি তৈরি হয়।

(নেট থেকে সংগৃহিত)

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

শাহিন-৯৯ বলেছেন:



দেখে মনে হচ্ছে খুবই রোমাঞ্চভরা এক যাত্রা হয় এই পথে।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০০

ফানার বলেছেন: সহমত।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: সময় পেলে যাবো একদিন।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০১

ফানার বলেছেন: সহসা ভ্রমন করা সুযোগ হউক --- এই কামনা রইল।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১

আহমেদ জী এস বলেছেন: ফানার,



মেঘের সাথে চলা আসলেই থ্রিলিং। শেয়ার করার জন্যে ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০১

ফানার বলেছেন: সহমত। আপনাকে ও ধন্যবাদ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১

মাহমুদুর রহমান বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

ফানার বলেছেন: সহমত।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

অবনি মণি বলেছেন: অসাধারণ পোস্ট!!

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০২

ফানার বলেছেন: ধন্যবাদ।।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

uzzalhosain বলেছেন: খুব সুন্দর হয়েছে ফটো গুলো

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩

ফানার বলেছেন: ধন্যবাদ।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার পোস্ট।

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৬

ফানার বলেছেন: ধন্যবাদ।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

কালীদাস বলেছেন: ব্রিজগুলো দেখলেও তো গা ছমছম করে। আর্জেন্টিনা কোনদিন গেলে ট্রাই করার ইচ্ছা থাকল :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.