নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুরঞ্জনা, বলো নাকো কথা ঐ যুবকের সাথে.. :)

একজন বোকা মানুষ

একজন বোকা মানুষ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি !! বৃষ্টি !!

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আহা , আষাঢ় মাসের প্রথম বৃষ্টিতে আমি কোথায় ?

আমি কি আমার বাসা , যার নাম Reader's Den ,এর ব্যালকনিতে বসে চায়ে চুমুক দিতে দিতে দিতে 'আরন্যক' পড়ছি? অল্প বৃষ্টির ছাট পড়ছে আমার গায়ে ?



নোওপ :( আমি ভীড় বাসের কোনার সিটে চ্যাপ্টা হয়ে আছি , ভিজে যাওয়ার ভয়ে সব জানালা বন্ধ তাই বাসের ভেতরে কয়লা খনির আবহাওয়া । কার্বন ডাই অক্সাইড যা জমেছে তাতে সুন্দরবনের সব গাছের একমাসের নাস্তা হয়ে যাবে ।

আমার ঠিক সামনের সিটে বসে থাকা মহিলার কাছ থেকে বিপদজনক শব্দ আসছে , যে কোনো মুহুর্তে বেচারীর দুপুরের লান্চটা আনলোড হয়ে যেতে পারে । গতিবিদ্যার তত্ত্বানুসারে সেই আনলোডেড জিনিসটা আমার দিকেই ছুটে আসবে, আমার পরিকল্পনা কোনো ভাবে সেটাকে ডজ দেয়া, তাই আপাতত স্পোর্টিং মুডে আছি ।



ঘ্যাচ করে বাসটা থেমে গেলো, সাথে সাথে টপ টপ করে বেশ খানিকটা পানি আর পাশে দাড়িয়ে থাকা একজন যাত্রী আমার পাশের জনের কোলে এসে পরলেন । ভদ্রলোক 'আরে আরে' জাতিয় কিছু একটা শব্দ করলেন । " বাঙ্গালী কি অদ্ভুত জাত দেখেন , পুরো বাস খালি তবু সবাই এই গেটের কাছের সিট গুলোর আশে পাশেই ভীড় করে দাড়িয়ে থাকবে , একচুল নড়বে না !

আমি মুচকি হেসে আবার সামনের দিকে সাবধানী নজর রাখলাম ।



জ্যাম ছেড়ে গেছে , বাস তুফান বেগে ছুটছে আবার । একহাত দুরের কিছু দেখা যাচ্ছে না বৃষ্টিতে, ড্রাইভার এর মধ্যেই পাগলা ষাড়ের মত দৌড়াচ্ছেন বাসটাকে । উনার তাড়া আছে বোঝা যাচ্ছে, তবে কোথায় পৌছানোর তাড়া, ঢাকা নাকি কবরে সেটা নিশ্চিত নয় ।



পাশের জন এরই মধ্যে ঘুমিয়ে গেছেন । কোলা ব্যাঙের সুরে নাক ডাকতে ডাকতে আমার ঘাড়ের ওপর মাথাটা ছেড়ে দিলেন|

সামনের মহিলার শরীর থেকে নতুন ধরনের শব্দ আসছে । তিনি একহাতে মুখ চেপে আরেক হাতে প্রানপণে জানলা খোলার চেষ্টা করছেন । পাশে বসা তার পুরুষ সঙ্গী নির্বিকার ভাবে সদ্য কেনা আমড়ার টুকরো চিবুচ্ছে ।



"" বৃষ্টি পরছে একটানা ।

বিপদ অনেক , একটা না ! "" :)

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৩০

খেয়া ঘাট বলেছেন: খুবই সরস লিখা।

শেষের লাইনদুটো চমৎকার।
এরকম বাংলা ভাষায় অনেক গুলো লাইন পাওয়া যায়। এগুলো পড়তে ভালো লাগে, ভাবতেও ভালো লাগে।

২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৩১

খেয়া ঘাট বলেছেন: আপনি ভাই ভালো লিখেন। অনেক ভালো লিখেন।

৩| ১৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:০০

একজন বোকা মানুষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) আপনাদের মত দারুন লেখকরা যদি এমনভাবে বলেন তবে তো আবেগে চোখের জল ধরে রাখাটাই মুশকিল হ​য় :')

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.