নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুরঞ্জনা, বলো নাকো কথা ঐ যুবকের সাথে.. :)

একজন বোকা মানুষ

একজন বোকা মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঈদ শপিং

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:০২

বিশাল ইফতার পার্টিতে সক্রিয় অংশগ্রহন শেষে হাঁসফাঁস করতে করতে সদলবলে গেলাম বসুন্ধরা সিটিতে । অভ্যন্তরীণ সৌন্দর্য উপভোগ করতে করতে খানিকটা দলছুট হয়ে গিয়েছিলাম , হঠাৎ দেখি হইহই করতে করতে এক দুঃসম্পর্কের ভাবি ছুটে আসছে আমার দিকে ।

- আরে অনন্ত ! হাহাহাহা ! কেমন আছিস তুই? হাহাহা ! কোনো দেখা সাহ্মাৎ নেই ! হাহাহাহা...

আমি আমার কোনো আত্মীয় স্বজনের সাথেই কোনো যোগাযোগ রাখি না , তাই দেখা হলে সবাই এমনই করতে থাকে । আমি হাই চাপতে চাপতে ভাবির হাসি থামার অপেহ্মা করি ।

- ঈদের শপিং করতে এসেছিস ?

- হুম ।

- কি কি কিনলি??

- দুইটা নেইল কাটার । একটা হাতের নখের জন্য, একটা পায়ের নখের জন্য ।

ভাবি হতভম্ব । এই তোর ঈদের শপিং? দুইটা নেইল কাটার !

- হুম ।

ভাবি তাকিয়ে আছে । তারপর ,' মজা করতেছিস , হাহাহা , তাই না ? মজা করতেছিস আমার সাথে ? হাহাহাহা .. ।'

বলে এলিয়ে পড়তে আসে আমার ওপর । আমি আতকে উঠে এক লাফে তিন হাত পিছনে ।

- শোন, তুই তো কম্পিউটার টম্পিউটার বুঝিস । একটা হেল্প করনা প্লিজজজজ ।

- 'কি হেল্প ।' আমি নিরাপদ দুরত্ব থেকে বলি ।

- ফেসবুক একাউন্ট জিনিসটা কি রে ?সবাই আজকাল এটার কথা বলে ।

আমি একটু হিসেব করে বলি,' এটা একটা পত্রিকার মতো, যেখানে প্রতিদিনই তোমার মনের কথা ছাপতে পারবে !'

ভাবি কি যেন ভাবে ।

- আমার একাউন্ট খুলতে কি লাগবে রে?

- তেমন কিছু না । দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আর একটা একাউন্ট ওপেনিং চার্জ । তোমার জন্য ভালো খবর হচ্ছে ফেসবুক একাউন্ট এখন ৫০% ডিসকাউন্টে খোলা যাচ্ছে ঈদ উপলহ্মে ।

- 'তাই নাকি ?' ভাবি উৎসুক হলেন ,' কতো টাকা লাগছে এখন ফেসবুক একাউন্ট খুলতে?'

- আগে লাগতো ৪ হাজার টাকা । এখন দুই হাজারে ।

- দু .. ই.. হাজার ! ভাবি একটু দমে গেলো নাকি?

- তাও তো আমার রেফারেন্স এর জন্য , নাহলে ৪ হাজারই লাগবে ঈদের পরে ..

'ওকে', ভাবি বলে, 'তোকে টাকাটা দিলে তুই খুলে দিতে পারবি একটা একাউন্ট ?'

- 'আমি?? ইয়ে.. ' আমি খোচাখোচা দাড়ি চুলকাতে থাকি উদাস নয়নে ।

- প্লিজজজ।

- আচ্ছা, আমি আবার মেয়েদের অনুরোধ ফেলতে পারি না ।...

থ্যাঙ্কু থ্যাঙ্কু ইত্যাদি আহা উহু করতে করতে ভাবির প্রস্থান ঘটে । আমিও টাকাটা গুনে দ্রুত পকেটস্থ করে ইনোসেন্ট ইনোসেন্ট চেহারায় আবার গ্যাংয়ের সাথে ভিড়ে যাই...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.