নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুরঞ্জনা, বলো নাকো কথা ঐ যুবকের সাথে.. :)

একজন বোকা মানুষ

একজন বোকা মানুষ › বিস্তারিত পোস্টঃ

চিঠি

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৫

সার্ট ভিজিয়েছিলাম দুদিন আগে গুড়ো সাবানে, উদ্দেশ্য অবশ্যই একঘণ্টা পরে ধুয়ে ফেলা । যাইহোক গত দুদিন এর কথা আর মনে ছিলো না , আজ হঠাৎ চোখে পরলো । বুক পকেট থেকে বেরুলো ঘরের চাবি, পেনড্রাইভ , তিনশো ছাব্বিশ টাকা আর একটা চিঠি । সার্ট আর চিঠিটার অবস্থাই সবচেয়ে করুন । পরিধান এবং পঠন অযোগ্য ।



চিঠিখানা দিয়েছিলো সামনের বাসার এক ছোট আপু । একটা বই সাতদিনের জন্য ধার নিয়ে তিনমাসেও ফেরত দেয় নাই । শেষমেশ তিন দিন আগে এসে বললো তার ভিসা হয়েছে অস্ট্রেলিয়ার , উচ্চশিহ্মার । বই ফেরত দিয়ে গম্ভীর ভাবে বললো, ভেতরে স্ট্যাপল করা একটা চিঠি আছে। এখন পড়বেন না, আমার ফ্লাইটের পরে পড়বেন , কালকে ।



বুক পকেটে চিঠি রেখে সেটা শুদ্ধ সার্টকে সার্ফ এক্সেলের জামানতে দিয়েছিলাম । কি লেখা ছিলো চিঠিতে ? বোধহয় দেরিতে বই দেয়ার জন্য হ্মমা প্রার্থনা । ব্যাপার না, দিলাম হ্মমা করে । :)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৭

দালাল০০৭০০৭ বলেছেন: লাভ / লস কি আশা করে ছিলেন

২৫ শে মার্চ, ২০১৪ ভোর ৪:১৮

একজন বোকা মানুষ বলেছেন: কিছু আশা করি নাই, করবো আশা একটা ঘটবে আরেকটা | মানে আছে কোনো ? :)

২| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩১

স্বপ্নসমুদ্র বলেছেন: প্রেমের চিঠি ছিল। খালেদার নির্বাচনের ট্রেনের মত মিস করলেন ট্রেনটা।

২৫ শে মার্চ, ২০১৪ ভোর ৪:২০

একজন বোকা মানুষ বলেছেন: গালাগালির চিঠিও হতে পারে. . . :)

৩| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ট্রেন ছুটে যাবার মতই অনুভূতি হচ্ছে!

৪| ২৫ শে মার্চ, ২০১৪ ভোর ৪:০৫

একজন বোকা মানুষ বলেছেন: বাহ প্রেম এত সহজ নাকি ? B:-)

৫| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০৬

আমিনুর রহমান বলেছেন:





দূর মিয়া এমন একটা কাজ কেমনে করলেন !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.