নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুরঞ্জনা, বলো নাকো কথা ঐ যুবকের সাথে.. :)

একজন বোকা মানুষ

একজন বোকা মানুষ › বিস্তারিত পোস্টঃ

মিলিটারী

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৩

"দ্যাশের অর্ধেক টাকাই খায় মিলিটারী, ক্যামুন বাইজান কথাডা ঠিক কি না?



আমার আজকাল জনগুরুত্বপুর্ন সব বিষয় নিয়ে কথাবার্তা হয় বাসায় ফেরার সময় রিক্সাওয়ালার সাথে । তেজগাও- গুলশান লিংক রোডে উঠেই এই রিক্সাওয়ালা দেশের অর্থনৈতিক দুরাবস্থার লুক্কায়িত কারনখানা উন্মোচন করলো ।



আমি বললাম , মনে হয় তো ঠিকই ।



অত্যুসাহে এমন বেগে ঘুরে তাকালো আমার দিকে, ভয় পেলাম লুঙ্গি উড়ে গিয়ে না আবার বেচারার নিজের লুক্কায়িত দুরাবস্থার উন্মোচন হয় ।



"এই দেহেন আমারে , সারাদিন খাইট্টাও ৫০০ টাহা কামাই হয় কি হয় না। মিলিটারীরা কি কাম করে ? হেতেরা টাকা পায় বিয়াম কইরা । ঠিক কি না? বিয়াম করার জন্যে হেতেরা লাখ লাখ টাকা পায় ।"



মিলিটারীরা ব্যায়াম ও নানা ধরনের শারীরীক কসরতের জন্যে লহ্ম লহ্ম টাকা পেয়ে যাচ্ছে ভেবে চিন্তিত হলাম ।



রিক্সাওয়ালা তখনও থামেনি,

"আমি ফজলু রিক্সা চালাই , আমাগো গেরামের আরেক ফজলু আর্মিতে । হেতের যোগ্যতাখান কি? হেতে লাম্বা । লাম্বায় উচা দেইখ্যা হেই ফজলু আর্মিতে আর আমি ফজলু রিকসা চালাই ।"



কথা নাই বার্তা নাই এই ফজলু মিয়া হঠাৎ ডানে চেপে রিক্সা ঢুকিয়ে দিলো হাতির ঝিল প্রজেক্টে

। ঘাবড়ে গিয়ে বললাম , হাতির ঝিলে রিক্সা ঢোকানো মানা না?

- কিছু ওইবো না, ৯টার পরে পুলিশ টুলিশ কেউ থাহে না ।

মোড় ঘুড়তেই আর্মি ক্যাম্প , পরের দৃশ্য রিক্সা সহ ফজলু মিয়া আর্মিদের কবজায় ।



এক জোয়ান রেগেমেগে আমাকে বললো, আপনি শিহ্মিত লোক হয়ে রিক্সাওয়ালাকে এই রোডে ঢুকতে দিলেন কেনো? জানেন না এখানে রিক্সা ঢোকা মানা ?



আমি নির্বিকার ভাবে বললাম , আমি তো ঢাকায় নতুন এসেছি , এইটাই বুঝি হাতির ঝিল ? বাহ সুন্দর তো !



হেটে হেটে ভেতরের লিঙ্ক রোডে ফেরার সময় দেখলাম উল্টানো রিক্সার পাশে ফজলু কান ধরে দাড়িয়ে আছে, পাশেই ফ্লাশ লাইট জ্বালিয়ে আর্মিরা ব্যাডমিন্টন খেলছে । আহা, বেচারা আরেকটু লম্বা হলেই সেও হয়তো ওই ব্যাডমিন্টন কোর্টে থাকতো ।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: নাও দ্যাটস এ ক্লাসিক স্যাটায়ার। +

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫

একজন বোকা মানুষ বলেছেন: থ্যাংকু :)

২| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

মাথা ঠান্ডা বলেছেন: =p~ =p~ =p~

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭

একজন বোকা মানুষ বলেছেন: :)

৩| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণভাবে তুলে ধরলেন বাস্তবতা... ++

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮

একজন বোকা মানুষ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

৪| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২২

রাকিবুল হাসান ২০১০ বলেছেন: বর্তমানে দেশের যে অবস্থা তাতে রিকশাচালক ফজলু মিয়াদের দুঃখ থাকতে পারে । সেনা পরিবারের েএকজন সদস্য হিসাবে বলতে পারি- এরা শুধু ব্যায়ামই করে না । তাদের দৈনন্দিন প্রাতিষ্ঠানিক অনেক কার্য্যক্রম আছে । যেমন লেখাপড়া , অস্ত্র চালনা সহ বিবিধ প্রশিক্ষন প্রতিদিনই হয়ে থাকে । এরা বেকার বসে খায়না । একটি প্রশিক্ষিত সেনাবাহিনী হিসাবে প্রতিদিনই সেনা সদস্যরা কাজ করে যাচ্ছে । দেশকে স্থিতিশীল রাখতে এদের ভূমিকা অনস্বীকার্য । তারপরে দেশের প্রয়োজনে ঝড় ঝঞ্জার সময়ে বা রাজনৈতিক অস্থিতিশীলতার সময়ে সেনা সদস্যরা বা সশস্ত্র বাহিণীর সদস্যরা এগিয়ে আসে । একটি প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী দেশের সম্পদ - এটুকু মনে রাখতেই হবে । আমরা সাধারন নাগরিকরা কিন্তু অসহায় - তাই সেনা সদস্যদের প্রতি আস্থা আছে বলেই আমরা সশস্ত্র বাহিনীকে আমাদের পাশে দেখার জন্য সব সময়ই আগ্রহ নিয়ে চেয়ে থাকি ।

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২

একজন বোকা মানুষ বলেছেন: আপনার কথায় ভরসা পেলাম, ফজলুর সাথে আবার দেখা হলে বুঝিয়ে বলবোখন :প

৫| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহ, বেশ লিখেছেন তো!

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

একজন বোকা মানুষ বলেছেন: :) পড়ার জন্য ধন্যবাদ

৬| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩১

আমিনুর রহমান বলেছেন:




ওয়াও ! অসাধারণ।
=p~ =p~ =p~

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

একজন বোকা মানুষ বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

ইমাম হাসান রনি বলেছেন: বিয়াম করার জন্যে হেতেরা লাখ লাখ টাকা পায়

সেনাবাহিনী ছাড়া রাস্তার কাজ ঠিকমত হয় না , পাসপোর্ট অফিসে কাজ হয় না অচল হয়া যায় , তাগোরে ছাড়া এসএ গেমস করা যায় না, তাগোরে ছাড়া ন্যাশেনাল আইডি কার্ড হয় না, শান্তিরক্ষা মিশন হয় না , বন্যা খরায় তাগোরে লাগে,নির্বাচন হয় না, সিভিল প্রশাশন মাঝে মাঝে গ্যান্জাম লাগায়া তাগোর দিকে চায়া থাকে, তাদের ছাড়া হাতিরঝিল প্রজেক্ট হয় না । এসব কি ফজলু জানে ???

@@ রাকিবুল হাসান ২০১০ ভাই এর সাথে সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.