|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

আমি নই ভোমরার গুন গুন গান
আমি নই শরতের চন্দ্রিমা উদ্যান
আমি নই নদীদের তীর ভাঙ্গা ঢেউ
আমি নই সমাজের গুণীজন কেউ।
নিরবে আড়ালে থেকে আমি দেখি সব
শুনি বসে পাখিদের মিষ্টি কলরব
হেথায় হোথায় যাঁরা সুধীজন আছে
সদাচার চাই আমি সে তাঁদের কাছে।
ক্ষণিকের এ জীবন কতদূর পার 
করে বুঝি কি রতন পেয়েছি অপার 
পাইনি কি সে হিসাব করা ভালো নয়
তাতে হয় অহেতুক মস্তিষ্কের ক্ষয়।
খুশী মনে আছি হেথা অল্পতে আনন্দ
অতি আশা নষ্ট করে জীবনের ছন্দ।
 ১৬ টি
    	১৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৬ ই জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৪৯
১৬ ই জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুমন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন জনাব।
২|  ১৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ১:০৯
১৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ১:০৯
ডঃ এম এ আলী বলেছেন: 
চতুর্দশপদী সনেট অক্ষরবৃত্ত রীতিতে রচিত পয়ার ও মহাপয়ারের উপর স্থাপিত কবিতায় 
আবহমান বাংলার ফুল-জল- পাখি -ভালবাসা-ভাললাগা সবকিছু  নিয়ে জীবনের ছন্দ  
কাব্যিক সুষমায়  আমাদের সামনে হাজির করেছেন, পাঠে মুগ্ধ । 
১৪ মাত্রার   চরণের মত ১৮ মাত্রার চরণেও  লিখতে পারেন কবিতা, তাতে আপনার কবিতার 
মহুমাত্রিকতার প্রকাশ ঘটবে বলে মনে করি । 
উল্লেখ্য  মহাপয়ারের উপর প্রতিষ্ঠিত সনেটে প্রতিটি চরণে  ১৮ টি মাত্রা নিয়ে লেখা কবিতার প্রবর্তক
 হলেন আমাদের বিশ্বকবি  রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর লেখা  ‘রাত্রি’ কবিতাটি এর প্রকৃষ্ট উদাহরণ । 
রাত্রী কবিতাটি নীচে তুলে দিলাম । 
রাত্রি     
- রবিন্দ্রনাথ ঠাকুর 
মোরে করো সভাকবি ধ্যানমৌন তোমার সভায়
           হে শর্বরী, হে অবগুণ্ঠিতা!
তোমার আকাশ জুড়ি যুগে যুগে জপিছে যাহারা
          বিরচিত তাহাদের গীতা।
তোমার তিমিরতলে যে বিপুল নিঃশব্দ উদ্যোগ
          ভ্রমিতেছে জগতে জগতে
আমারে তুলিয়া লও সেই তার ধ্বজচক্রহীন
          নীরবঘর্ঘর মহারথে।
 
তুমি একেশ্বরী রানী বিশ্বের অন্তর-অন্তঃপুরে
          সুগম্ভীরা হে শ্যামাসুন্দরী,
দিবসের ক্ষয়হীন বিরাট ভাণ্ডারে প্রবেশিয়া
          নীরবে রাখিছ ভাণ্ড ভরি।
নক্ষত্র-রতন-দীপ্ত নীলাকান্ত সুপ্তিসিংহাসনে
          তোমার মহান্ জাগরণ।
আমারে জাগায়ে রাখো সে নিস্তব্ধ জাগরণতলে
          নির্নিমেষ পূর্ণ সচেতন।
 
কত নিদ্রাহীন চক্ষু যুগে যুগে তোমার আঁধারে
          খুঁজেছিল প্রশ্নের উত্তর।
তোমার নির্বাক মুখে একদৃষ্টে চেয়েছিল বসি
          কত ভক্ত জুড়ি দুই কর।
দিবস মুদিলে চক্ষু, ধীরপদে কৌতূহলীদল
          অঙ্গনে পশিয়া সাবধানে
তব দীপহীন কক্ষে সুখদুঃখ জন্মমরণের
          ফিরিয়াছে গোপন সন্ধানে।
 
স্তম্ভিত তমিস্রপুঞ্জ কম্পিত করিয়া অকস্মাৎ
          অর্ধরাত্রে উঠেছে উচ্ছ্বাসি
সদ্যস্ফুট ব্রহ্মমন্ত্র আন্দোলিত ঋষিকণ্ঠ হতে
          আন্দোলিয়া ঘন তন্দ্রারাশি।
পীড়িত ভুবন লাগি মহাযোগী করুণাকাতর,
          চকিতে বিদ্যুৎরেখাবৎ
তোমার নিখিললুপ্ত অন্ধকারে দাঁড়ায়ে একাকী
          দেখেছে বিশ্বের মুক্তিপথ।
 
জগতের সে-সব যামিনীর জাগরূকদল
          সঙ্গীহীন তব সভাসদ্
কে কোথা বসিয়া আছে আজি রাত্রে ধরণীর মাঝে,
          গনিতেছে গোপন সম্পদ--
কেহ কারে নাহি জানে, আপনার স্বতন্ত্র আসনে
          আসীন স্বাধীন স্তব্ধচ্ছবি--
হে শর্বরী, সেই তব বাক্যহীন জাগ্রত সভায়
          মোরে করি দাও সভাকবি। 
আক্ষেপ করার কিছুই নাই ,
কামনা করি  কাব্য গুণে অচিরেই
যেন পরিনত হন সামুর সভাকবি রূপে । 
 শুভেচ্ছা রইল ।
  ১৬ ই জানুয়ারি, ২০২৩  সকাল ১০:২২
১৬ ই জানুয়ারি, ২০২৩  সকাল ১০:২২
মহাজাগতিক চিন্তা বলেছেন: 
আপনার উপদেশ শুনে মুগ্ধ হই
সভা কবি হতে পারি সে যোগ্যতা কই?
কবিতার ভাব এলে হয়তবা লেখি
তখন কে কি বলেন আনমনে দেখি।
অনেকে বিরক্ত হন কবিতার পাঠে
তখন কাব্যের ভাব উঠে যায় লাঠে
কবিরা না খেয়ে মরে বলতেন পিতা
তখন তো কবিতার কেটে যেত ফিতা।
কাব্যের সমজদার আছে কম লোক
অনেকে চায় না কাব্যে কোন কথা হোক
ফিচার এখন প্রিয় গুণীজন লেখে
এখন পাঠক দল সেটা পড়ে দেখে
কবিতা লিখিত হয় আবেগে অনন্য
হেথায় নিবাস এর অবজ্ঞা অরণ্য।
৩|  ১৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ২:০৮
১৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ২:০৮
কামাল১৮ বলেছেন: কবিতাতেই থাকুন।বই বেরোলে জানাবেন।
  ১৬ ই জানুয়ারি, ২০২৩  সকাল ১০:৩০
১৬ ই জানুয়ারি, ২০২৩  সকাল ১০:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা সখের বসে লেখি। প্রকাশককে কবিতার বই বের করার কথা বলে ছিলাম। প্রকাশক বললেন, কবিতার বইয়ের ক্রেতা তেমন নেই। নিজ খরচায় ছাপিয়ে প্রিয়জনকে উপহার দেওয়ার কথা বললেন প্রকাশক। তাও আবার কুরিয়ারে প্রিয়জনের ঠিকানায় পাঠানোর ঝামেলা অনেক। তারচে বরং ব্লগে পোষ্ট দেই। অনেকে বিরক্ত হয়, আর অনেকে কিঞ্চিত সুনাম করে।
৪|  ১৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ২:৫৫
১৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ২:৫৫
সোনাগাজী বলেছেন: 
সুখী হতে খব বেশীর দরকার হয় না, সামান্য হলেও চলে; সমস্যা  হলো, এই সামান্যটুকুই অনেকে পাচ্ছে না; কারণ,সামান্য সংক্ষক মানুষ অনেক বেশী বেশী দখল করে রেখেছে অন্যায়ভাবে।
  ১৬ ই জানুয়ারি, ২০২৩  সকাল ১০:৩৭
১৬ ই জানুয়ারি, ২০২৩  সকাল ১০:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই সামান্য সংখ্যক মানুষকে উৎখাত করে স্যোসালিষ্ট শাসন চালাবার মত যোগ্য লোক আমাদের এখানে নেই। বাকশালের মাধ্যমে বঙ্গবন্ধু কিছু একটা করতে চেয়েছেন। এর জন্য তাঁকে ও আওয়ামী লীগকে অনেক মূল্য চুকাতে হয়েছে। এখন আওয়ামী লীগ আর ওমুখো হচ্ছে না। সুতরাং স্যোসালিষ্ট ভাবনা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। ধর্মানুরাগীগণ স্যোসালিষ্টদেরকে শত্রু মনে করে। ব্লগে আপনাকে হেয়নস্তা করার প্রধান কারণ এটি। আর আপনার বয়স হয়েছে। বাংলাদেশে স্যোসালিষ্ট জাতীয় কিছু দেখে যেতে পারবেন বলে মনে হয় না। আপনার কথা আমরা বুঝি তবে এ বিষয়ে এখানে আসলে আমাদের কিছুই করার নেই।
৫|  ১৬ ই জানুয়ারি, ২০২৩  দুপুর ১:১২
১৬ ই জানুয়ারি, ২০২৩  দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
  ১৭ ই জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৫৪
১৭ ই জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ জনাব রাজীব নুর।
৬|  ১৬ ই জানুয়ারি, ২০২৩  বিকাল ৩:৪৭
১৬ ই জানুয়ারি, ২০২৩  বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
  ১৭ ই জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৫৫
১৭ ই জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ প্রিয় ছবি কবি।
৭|  ১৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ৯:৪২
১৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ৯:৪২
নেওয়াজ আলি বলেছেন: ভীষণ সুন্দর লিখেছেন।
  ১৭ ই জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৫৬
১৭ ই জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ জনাব নেওয়াজ আলী।
৮|  ১৭ ই জানুয়ারি, ২০২৩  ভোর ৬:৫৬
১৭ ই জানুয়ারি, ২০২৩  ভোর ৬:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: 
প্রতি উত্তরে সুন্দর কবিতা , পাঠে মুগ্ধ ।
আসল কথাটি বলেছেন অতি চমৎকার ভাবে-
কবিতার ভাব এলে হয়তবা লেখি
আপনার মধ্যে মনে হয় কবিতার ভাব সদাই থাকে
তাইতো,  অনায়াসেই লিখে ফেলেন সনেটের মত 
অনেক কঠিন কবিতা যা গুণে মানে অমুল্যতা আনে।
সভাকবি হতে কিছুটা সময় নিলেও এখনই আপনাকে
স্বভাব কবি  হিসাবে  অভিহিত করা যায়  অনায়াসে ।
৯|  ১৭ ই জানুয়ারি, ২০২৩  সকাল ১০:১০
১৭ ই জানুয়ারি, ২০২৩  সকাল ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ১২:০৮
১৬ ই জানুয়ারি, ২০২৩  রাত ১২:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সহজ সরল সুন্দর কবিতা হয়েছে।