নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
এবেলা একলা কেন কুমারী কুসুম?
কুসুম চকিতে হাসে টোল পড়ে গালে
কানন এদিকে কেন? এলে কোন কালে?
কুসুম-কানন মিল আসি মনটানে।
আমি ডিমের কুসুম; দিবে তবে উম?
হ্যাঁ তো পরে তুমি পাবে বাচ্চাদের পালে
দেখবে কানন সেথা নাচে তালে তালে
বিমর্ষ কুসুম বলে, কি হয় কে জানে?
এত ভালোবাস বলে ভালোবাসি প্রিয়
কুসুম তোমার সাথে কত সুখে আছে
বিচ্ছেদ এমন ক্ষেত্রে কি অসহনিয়
হারবে কুসুম তাতে জীবনের কাছে।
অলক্ষুণে কথা ছাড় মনে রাখ আশা
কানন তোমার শুধু বিতাড় হতাশা।
২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য অনেক ধন্যবাদ জনাব সুজন।
২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৫
ডঃ এম এ আলী বলেছেন:
কুসুম -কানন নিয়ে খুবই সুন্দর ভাবমুলক কবিতা ।
কানন তথা বাগানকে নিয়ে ভাবমুলক কবিতা
মন কে নিয়ে যেতে পারে সেই অনিন্দ সুন্দর
আরসকে ঘিরে থাকা মনোহর বেহেস্তি কাননে
নবি গান/শান গেয়ে পৌঁছানো যায় সেই কাননে।
একটি উর্দু গজলে শুনা সে রকম একটি নাতে রসুল
তুলে দিলাম এখানে,সম্ভব হলে কাব্যিক ছন্দে বাংলা
অনুবাদ করে দিতে পারলে খুবই বাধিত হব ।
বাতুহা কা বাসি মন মোহিন জা -
আরশপে আ-য়ো আন ন মে।।
আব কিছকে কহোঁ ম্যায় আয়রে ছাথী
যো ধূমতি কওন মো কানন মে।
বাতুহা কা বাসি মন মোহিন জা
আরশপে আ-য়ো আন ন মে।।
যবও মোহিনী আন্মোলী উঠা
মোহ্ পরশে পরদা তব খোলি উঠা
লা ইলাহা ইল্লাললা মোহাম্মাদুর
রাসুলিল্লাহ (সঃ) কলমা বুলি উঠা
ওছি উম্মিলা কব্কি শানন মে।
বাতুহা কা বাসি মন মোহিন জা
আরশপে আ-য়ো আন ন মে।।
তোয়াহা ইয়াছিন লেকে সনম
ইন্না আতায়না দীন-এ এলেম
তব খোল গায়া ওয়াকি সারে ভরম
যব আয়ে ও লাকিমো কানন মে।।
বাতুহা কা বাসি মন মোহিন জা
আরশপে আ-য়ো আনন মে।।
লায়েল ওয়াহ কি জুলফে দুতা
ওয়া আল শাম্ছ মুখড়া চাঁদনেশা
মোরছে কিয়াহো বোলা উছকি ছানা
যাকি ছিফত লিখি হ্যায় কোরাননমে
বাতুহা কা বাসি মন মোহিন জা-
আরশপে আ-য়ো আনন মে।।
হুর মালায়েকে জিন্ বাসার
চৌদ ফলক আউ সারে নবী থি
ছাল্লো আলাইকা ধুম মাচি
আই থী সদা এহি কানন মে।
বাতুহা কা বাসি মন মোহিন জা
আরশপে আ-য়ো আনন মে।।
ঘরকে গুনাহ সাগরে আসি
মাশহুর তোমহারা এ উম্মতি
ইয়্যা মোহাম্মদ ছাইয়াদেনা
তোম কারদো বেড়া পাড়।
বাতুহা কা বাসি মন মোহিনী জা
আরশপে আ-য়ো আনন মে।।
শুভেচ্ছা রইল
২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন:
কুসুম কানন দুই মানবী মানব
তাদের প্রেমের কথা সনেট বিষয়
স্বল্প পরিসর বলে বিস্তারিত নয়
ভাব কবিতাও এটি বলা যেতে পারে।
বিপরীত লিঙ্গসঙ্গ করে অনুভব
জীবন্ত সকল প্রাণী। পরিপূর্ণ হয়
ধরিত্রির সকলের জীব পরিচয়
নয়া প্রজম্মের দীপ্তি প্রীতি উপহারে।
মহোদয় আপনার সুমন্তব্য পেলে
অন্তর উদ্দীপ্ত হয়। মননদী বহে
তরঙ্গে তরঙ্গে ঢেউ পলে পলে তুলে
আপনার উপদেশে জনগণ কহে।
আপনার ভালো হোক সুস্থ্য দেহ-মনে
এমন কামনা করে ব্লগে প্রতি জনে।
৩| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুমন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৮
কালো যাদুকর বলেছেন: সনেট ভাল লেগেছে। গ্রামের ছোয়াঁ আছে।
২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: যাক যাদু করলেও ভালো কইরেন, কালো কইরেন না।
৫| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:০০
সোনাগাজী বলেছেন:
আপনি রোমান্টিক বিষয়, ধর্মীয় ও রাজনীতি নিয়ে লিখছেন; কোনটাতে লিখতে গিয়ে বেশী টান অনুভব করেন?
২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ধর্মীয় বিষয় নিয়ে লিখতে টান অনুভব করলেও তাতে হেয়নেস্তা হতে হয় খুব বেশী।
৬| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে সনেট
২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন:
অবশেষে প্রিয় কবি সভায় এলেন
করলেন সনেটের খুব সমাদর
উদ্দীপ্ত হলাম তাতে জুড়াল অন্তর
ধন্যবাদ জানবেন ওহে প্রিয় কবি।
আপনিও কাব্য কথা সুন্দর বলেন
তাতে বহে অবিরত ছন্দের নহর
সুকথায় সুসজ্জিত রত্নের বহর
সেকাব্য দেখতে যেন প্রকৃতির ছবি।
কবির কবিত্বে আসে বাণী মধুময়
জ্ঞানময় সেইবাণী করে টলমল
খোলে তাতে পাঠকের সুপ্ত বোধদয়
আপনার কাব্য গাঁথা তেমন উজ্জ্বল।
চলমান থাক চাই সুছন্দের গতি
আপনার চাই থাক সত্যের সুমতি।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:১২
নজসু বলেছেন:
আপনার সনেট অসাধারণ লাগে!