নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

যোগ্যতমের জয়ে আল্লাহ বিদ্যমাণ

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:৪৮



সূরাঃ ১১২ ইখলাস, ১ নং আয়াতের অনুবাদ-
১। বল, তিনি আল্লাহ, এক-অদ্বিতীয়।

* আল্লাহ এক, তাঁর পূর্বে শূন্য। শূণ্য পূর্ণ হতে চায়। শূন্যকে পূর্ণ করার দৌড়ে পদার্থকে পরাজিত করলো শক্তি। সুতরাং সকল শক্তি পদার্থের আগেই শূন্যকে পূর্ণ করে দিল। তখন সকল শক্তি একত্রে মিশে সর্বমক্তিমাণ আল্লাহ হলেন।শূন্য অসীম থাকায় শূন্যকে পূর্ণ করা সর্বশক্তিমাণ আল্লাহ অসীম হলেন।

সূরাঃ ৫৫ রাহমান, ২৬ নং ও ২৭ নং আয়াতের অনুবাদ-
২৬। তাতে সব বিলিন হয়
২৭। আর বাকী থাকে তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময়, মহানুভব।

* আল্লাহ অসীম হওয়ায় তিনি অফুরন্ত হলেন। সেজন্য সব কিছু ফুরিয়ে বিলিন হলেও আল্লাহ বিলিন না হয়ে বাকী থাকেন।

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তাঁর।কে সে যে তাঁর অনুমতি ছাড়া তাঁর নিকট সুপারিশ করবে? তাঁর সামনে পিছনে যা কিছু আছে তা’ তিনি জানেন।তাঁর ইচ্ছা ছাড়া তাঁর জ্ঞানের কিছুই কেউ আয়ত্ব করতে পারে না।তাঁর ‘কুরসী’ আকাশ ও পৃথিবী জুড়ে বিস্তৃত।এ দু’টির হেফাজত তাঁকে ক্লান্ত করে না।আর তিনি পরম উচ্চ-মহিয়ান।

* অসীম প্রাণ শক্তির কারণে আল্লাহ চিরঞ্জীব। অসীম হওয়ার কারণে তিনি চিরবিদ্যমাণ।সুতরাং তাঁর শত্রুদের তাঁর প্রেফতারী থেকে রক্ষা পাওয়ার কোন সুযোগ নেই। সেজন্য মুমিনগণ তাঁর অবাধ্য না হয়ে তাঁর বাধ্য থাকার চেষ্টা করে যেন তারা আল্লাহর গ্রেফতারী থেকে রক্ষা পায়। আল্লাহ তাঁর অবাধ্যদের আত্মাকে মৃত্যুর পর গ্রেফতার করে শাস্তি প্রদান করা শুরু করেন। বিষয়টা জীবিতদের অজ্ঞাত থাকায় তারা তা’ বুঝতে পারে না।


# যোগ্যতার কারণে জিরাফ গাছের উপরের পাতা খায় এবং অযোগ্যতার কারণে ছাগল গাছের নীচে পড়া ঝরা পাতা খায়। পোষ্ট দিয়ে দেখি কামাল স্যার ব্লগে বিদ্যমাণ। তাঁর মন্তব্য বেশীরভাগ সময় আমার মাথার উপর দিয়ে যায়। শুভ সকাল কামাল১৮ স্যার।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৫

বিটপি বলেছেন: আপনার এই পোস্ট আমার মাথার উপর দিয়ে গেল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মাথা অনেক নীচে থাকায় এ সমস্যা হয়েছে।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৩

রানার ব্লগ বলেছেন: কিন্তু এখন তো অযোগ্যদের জয়জয়াকার !!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: যে জয়ী হতে পারলোনা সে যোগ্য হয় কেমন করে? সে কোন কোন ক্ষেত্রে যোগ্য হলেও জয়ী হওয়ার মত যোগ্য নয়।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৭

জ্যাক স্মিথ বলেছেন: জ্বী ঠিক বলেছেন। প্রকৃতিকে যোগ্যতমরাই টিকে থাকে বা যোগ্যতমেরই জয় হয় এ কথা কুরআনে বহু আগেই বলা আছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোরআনে কি বলা আছে সেই রেফারেন্স আমি দিয়েছি। আর যোগ্যতমের জয়ের বিষয়টি সচরাচর বিষয়। অযোগ্যরা টিকে থাকতে না পেরে বিলুপ্ত হয়।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪১

কামাল১৮ বলেছেন: পদার্থকে শক্তিতে রূপান্তর করা যায় আবার শক্তিকে পদার্থে রূপান্তর করা যায়।এগুলি ছোটদের বিজ্ঞান বইতে আছে।এমনকোন জ্ঞানগর্ভ কথা না।এমনভাবে বলতে ছিলেন যেন মনে হলো শক্তি আর পদার্ যুদ্ধ লেগে গেছে।ইউক্রেন আর রাশিয়ার মতো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: শূন্যের পর আল্লাহ এক হিসাবে কিভাবে আবর্ভূত হলেন এখাসে সেই হিসাব দেওয়া হয়েছে।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৪

বিষাদ সময় বলেছেন: আপনাার কথা খুব মারাত্মক দ্বিধা-দ্বন্দে পরিপূর্ণ.......

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখানে আমার কথা কোথায় দেখলেন। আল্লাহর কথা আমি যা বুঝেছি আমি শুধু সেটা লিখেছি।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: হুম। বুঝলাম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার এ মন্তব্য আমার নিকট অষ্টম আশ্চার্যের এক আশ্চর্য। আমি তো মনে করেছি দুনিয়ার সবাই বুঝলেও আপনি এ পোষ্ট বুঝবেন না। অথচ সবার আগে আপনি বললেন আপনি বুঝলেন। আপনার মন্তব্য পড়ে আমি অজ্ঞান। এত লুকিয়ে-ঝুঁকিয়ে লেখলাম, অথচ সেই আপনিই কিনা বুঝে গেলেন?

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৫

বিষাদ সময় বলেছেন: * এবং # চিহ্নিত কথা গুলো কার?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ওগুলো ফান হিসাবে লিখা। যার জন্য লিখা তিনি বুঝলেই আমি উদ্ধার হই।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১০

কামাল১৮ বলেছেন: আল্লাহ কি পদার্থ যে আবির্ভূত হলেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ পদার্থকে সৃষ্টি করেছেন।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৪

কামাল১৮ বলেছেন: আপনার গলা কি লম্বা না কি ছাগলের মতো বেটে।জিরাফের গলাটাই দেখলেন,পা টা দেখলেন না।পাও কিন্তুলম্বা।নিচেরটা খেতেও কিন্তু তার লম্বা কলাই লাগবে।এটাও প্রকৃতির নির্বাচন।যোগ্যরাই বেচে থাকে,অযোগ্যরা হারিয়ে যায়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: যোগ্যতার বলেই আল্লাহ চির বিদ্যমাণ।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩

নতুন বলেছেন: * আল্লাহ এক, তাঁর পূর্বে শূন্য। শূণ্য পূর্ণ হতে চায়। শূন্যকে পূর্ণ করার দৌড়ে পদার্থকে পরাজিত করলো শক্তি। সুতরাং সকল শক্তি পদার্থের আগেই শূন্যকে পূর্ণ করে দিল। তখন সকল শক্তি একত্রে মিশে সর্বমক্তিমাণ আল্লাহ হলেন।শূন্য অসীম থাকায় শূন্যকে পূর্ণ করা সর্বশক্তিমাণ আল্লাহ অসীম হলেন।

:|| :|| :|| :|| :|| :|| :|| :||

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যে সাংকেতিক মন্তব্য দিলেন তা আমি বুঝতে পারিনি।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: আমি চাইলে সব কিছুই বুঝতে পারি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার বিষয়ে ব্লগারগণ মোটামুটি অবগত।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৩

হাসান জামাল গোলাপ বলেছেন: যে যার মত চিন্তা করবেন, ব্যাখ্যা করবেন। সূরা ইখলাস আমাকে ভাবায়।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ সূরার পুরোটাই আল্লাহর বিবরণ। এ সূরা ভালো বুঝলে আল্লাহকে ভালো বুঝা যায়।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৫

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: @ জ্যাক স্মিথ, জ্বী ঠিক বলেছেন। প্রকৃতিকে যোগ্যতমরাই টিকে থাকে বা যোগ্যতমেরই জয় হয় এ কথা কুরআনে বহু আগেই বলা আছে। আপনি একথাটা ভূল বলছেন। আল্লাহ এ কথা বলেন নাই। তবে তিনি বলছেন তিনি যাকে ইচ্ছা করেন তাকে যোগ্য করে তোলেন। যোগ্যরা আল্লার ইচ্ছাতেই যোগ্য হয়। সমস্তটাই নির্ধারিত।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.