নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা প্রিয় থেকো

০৯ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৭



প্রিয়তমা প্রিয় থেকো খরচ কমিয়ে
আয় থেকে ব্যয় বড় হলেই বিপদ
ঋণেতে কমতে থাকে সঞ্চিত সম্পদ
অর্থ শূণ্যতায় হয় নিরর্থ অনেক।
বিলাশের ইচ্ছে গুলো রাখতে দমিয়ে
কিঞ্চিত সচেষ্ট হও! দেনার আপদ
ঘাড়েতে শোয়ার হলে অবস দু’পদ
চলায় অক্ষম হয় সময়ে প্রত্যেক।

স্বামী না সম্মান বড়? বুঝবে কি তবে?
অযথায় কেন তুমি কর বল রাগ?
স্বামীটা মরেই গেলে তখন কি হবে?
সেজন্য বাড়াতে হয় সঞ্চয়ের ভাগ।
অবশ্য তোমার সুখ কামনা আমার
তোমার বেজার মুখে দুনিয়া অসার।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২৩ সকাল ১১:৩৩

নতুন নকিব বলেছেন:



আহ! আমাদের মত সীমিত আয় ও সম্পদে, আরও পষ্ট করে বললে- ভাংতি পয়সার হিসেব মিলিয়ে চলা মানুষদের কত ভাবনা চিন্তার মধ্যে দিয়েই না জীবনটা পার করে দিতে হয়! কবিতার প্রতিটি লাইনে এই কথারই ছাপ স্পষ্ট।

প্রিয়তমাদের খুশি হয়তো সেইভাবে রাখতে আমরা অনেকেই পেরে উঠি না, তাদের প্রাপ্য এবং প্রত্যাশা পূরণ করাও পুরোপুরি সম্ভব হয়ে ওঠে না আমাদের বেশিরভাগ মানুষের পক্ষে- কিন্তু এই যে তারপরেও তাদের সুখ কামনায় আমাদের কমতি থাকে না, তাদের মুখে বিষন্নতার ছায়া পড়লে আমাদের জগতটা যে অসাড় হয়ে পড়ে- এটাই তো প্রমান করে তাদের প্রতি আমাদের আন্তরিকতার এতটুকু কমতি নেই। কবি যেন সকলের মনের কোনে জমে থাকা অব্যক্ত কথাটাই প্রকাশ করে দিয়েছেন।

ধন্যবাদ।

০৯ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক প্রিয়তমার কারণেই পুরুষরা অবশেষে অবৈধ পথে পা বাড়ায়। অনেক গল্প কবিতায় এসব কথা উঠে এসেছে। যে সব প্রিয়তমাগণ পড়াশুনা করেনি তারা এসব জানে না। আর যারা পড়াশুনা করে তারা এসব বুঝে না। স্বামীরা বলে আয় অনুযায়ী ব্যয় কর, আর প্রিয়তমাগণ বলেন ব্যয় অনুযায়ী আয় কর। সমাজে আমি অপমাণিত হতে পারব না। এদিকে প্রিয়তমার সম্মান বাঁচাতে অধিক প্ররিশ্রমেও অনেক সময় পুরুষেরা অকালে প্রাণ হারায়। তথাপি যে সব প্রিয়তমার স্বামী স্মার্ট আয় করতে পারে না, তারা অসম্মানিত হতে হতে মনের কষ্টে এক সময় অকালে প্রাণ হারায়। যে ক্ষেত্রে সকল পক্ষ সুবোধ। সেখানেই শান্তি বিরাজমাণ।

২| ০৯ ই জুন, ২০২৩ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: এখন স্বামীরা বেকায়দায়।

০৯ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি দেশ উন্নত হচ্ছে। জনসেবক দলেরও উন্নতি হচ্ছে। কিন্তু জনগণের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে না।

৩| ০৯ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩০

কাছের-মানুষ বলেছেন: জীবনমুখী এবং উপভোগ্য কবিতা! সেদিন বলছিলেন ব্লগাররা মূর্ছা যায় বিদায় আপনি স্বপ্রণোদিত হয়ে কবিতা লিখছেন না!
আমি বলব দু-চার জন ব্লগার মূর্ছা গেলে যাক আপনার কবিতা থামাবেন না!

০৯ ই জুন, ২০২৩ দুপুর ২:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন:




কাছের মানুষ

কে তিনি কি আপনার- কাছের মানুষ?
হৃদ পিঞ্জিরায় দেখি সুসজ্জিত থেকে
আপনার স্মৃতিকথা সুখে দেয় ঢেকে?
কাছের মানুষ! তাঁর সুহস্য উত্তর।
তবে তাঁর দিবেন না কোন কাজে দোষ
চির তাঁরে রেখে দিন হৃদয়েতে এঁকে
জীবন নদীর মত চলে এঁকে বেঁকে
সুখের সাগরে মিলে থাক অনন্তর।

এ হলো চমৎকার সেই মেয়ে এই
আপনার সাথে থেকে কাটায় সময়
লাগুক না ভালো তাঁর খোঁচাখোঁচিতেই
সেই তিনি আপনার অন্যকারো নয়।
যার জন্য প্রেম ছিলো ধরা তার হাত
প্রাণকুঞ্জে যেন কোন সুখের প্রপাত।

৪| ০৯ ই জুন, ২০২৩ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৯ ই জুন, ২০২৩ দুপুর ২:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপিও তা’ অনেকের সহ্য হয় না।

৫| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:১৫

কাছের-মানুষ বলেছেন: কবিতার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.