নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

উন্নত সভ্যতার উন্নত নীতিতে

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:০২



যুদ্ধে শেষ পুরাতন বছর। যুদ্ধে শুরু নতুন বছর। শান্তি হয়েছে ফেরার।
মনব রূপি শকুনেরা খাবলে খায় মানুষের বেওয়ারিশ লাশ মহোৎসবে।
মায়া, দয়া, মানবতা ইত্যাদি শব্দগুলো মুছেগেছে মানুষের অভিধান থেকে।
সেথায় নিষ্ঠুরতা স্থান নিয়ে পাল্টে দিয়েছে মানুষের অধিকার তত্বের সকল শব্দ।

আনন্দ শব্দটির মাঝে ধুলোবালি জমে এটি অনেক পুরাতন হয়ে গেছে নিরিহ মানুষের নিকট।
জংলি জানোয়াররা এখন আনন্দ প্রকাশ করে বিকট চিৎকারে ওদের প্রতিরোধে কেউ নেই বলে।
দূর্বলদের মুখ ফুটে কথা কইতে নিষেধ। কইলে প্রবলরা ওদের মুখ থেঁতলে দেয়।
ওদের সামনে অশ্রুজল ফেললে ওরা আরো উগ্রহয়ে ভৎসনা করে। বলে এসব সন্ত্রাস।

পৃথিবীর আইন এখন বদলেছে। এখন রক্ত ঝারানো সন্ত্রাস নয়। এখন সন্ত্রাস হলো অশ্রুপাত।
যে মারে সে তো দরকারেই মারে। কিন্তু যে মরে সে কেন শব্দ করে এটা তার অপরাধ।
শান্তিকামী হত্যাকারীর হত্যায় শব্দহীন মরে যেতে হবে। এটাই এখন বিধান সাব্যস্ত হয়েছে।
এখন শিশুদেরকে মরে যেতে হবে জন্মগ্রহণ করার অপরাধে উন্নত সভ্যতার উন্নত নীতিতে।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আফসোস।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সামু ব্লগের বছরের প্রথম মন্তব্য ‘আফসোস’। মন্তব্যটি করেছেন নন্দীত ব্লগার জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বছরের প্রথম মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

২| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:১১

বিজন রয় বলেছেন: ২০২৪ এর প্রথম পোস্ট।
আপনাকে স্বাক্ষী রেখে আমিও কথা বলে গেলাম।
আপনাকে অনেক ধন্যবাদ আর শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছরের শেষ পোষ্ট কারির নিকের শেষাংশ রয় এবং বছরের প্রথম পোষ্ট কারির নিকের শেষাংশ চিন্তা। দুটো মিলে ‘চিন্তা রয়’।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৭

নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা...

০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনিও শুভেচ্ছা জানবেন।

৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ইহা ইহুদি নাসারাদের কালচার। মমিন মুসলমানরা ইহা পালন করিতে পারে না।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশ্ব ইহুদি নাসারাদের নিয়ন্ত্রণে থাকায় কিছু ক্ষেত্রে মমিন মুসলমানরা তাদের কালচার ছাড়তে পারছে না।

৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ২:৩৭

জিকোব্লগ বলেছেন:

মারামারি সন্ত্রাস নিয়ে বাংলাদেশ সহ পুরা পৃথিবীতেই রাজনীতিবিদদের
মধ্যে চলিতেছে সার্কাস। সাধারণ মানুষদের জন্যে তাদের ভাবার সময় নাই।

আর মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর জন্যে আফসোস আফসোস আফসোস
বলে ব্লগে জিকির করছেন

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সার্কাস দেখে তাঁর আফসোস হচ্ছে।

৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


উন্নত সভ্যতায় যুদ্ধবিগ্রহ ও যুদ্ধবিরতি উভয়েই থাকবে পাশাপাশি।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: উন্নত সভ্যতায় যুদ্ধবিগ্রহ থাকা ঠিক নয়।

৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসসালামু আলাইকুম।
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: জয় বাংলা। জিতবে এবার নৌকা।

৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:



শুভ নববর্ষ ২০২৪
নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপনার জন্য।

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার জন্যও শুভ কামনা।

৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৫

সোনালি কাবিন বলেছেন: শক্তিশালী শব্দ চয়ন

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.