নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

সাথী

২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৮



তোমার ভাবনাগুলো শিউলি ঝরা রাতের শিশির
দখিনায় দোলা খাওয়া গোলাপের দল, অবিরাম
রাতের আঁধারে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা জোনাকি
অথবা মাঝ পুকুরে ফুটে থাকা মনোরমা জলপদ্ম।

তোমার থেকে বাচ্চাদের পেয়ে আমি মনে হয়
পেয়ে গেলাম বিশাল সম্পদ রাজি, রত্ন ভান্ডার
তাদের সাথীদের দিকে তাকালে চক্ষু শিতল হয়
এশান্তি অবিরত দোলা দিয়ে মনে অবিরাম চলে।

কোথাও কেউ না থাকলেও তুমি আছ সাথে সদা
তাতেই মনে হয় ভরপুর আছে জীবনের সব কিছু
এভাবেই থাক সাথী জীবন হৃদয় কাননের অতুল্য
ফুল হয়ে, না হয় হয়ে কোন অবারিত ঝর্ণার জল।



# যদিও নিজের প্রশংসা নিজে করতে নেই। তথাপি মনে হলো কবিতাটি ভালো হয়েছে। আর আমার মনে হয় ভালোবাসার জন্য জীবন সাথী সবচেয়ে ভালো জিনিস। তাতে নগদে তাদের অনেক সেবা ও আদর পাওয়া যায়। লোকে যে কেনো তাদের সাথে ঝগড়া করে সেটাই আমার বুঝে আসে না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১৭

সাফাত লস্কর বলেছেন: আমার দাদা সমতুল্য লেখক ও কবি আপনি কেমন আছেন ? আমার ভালবাসা নেবেন।
সঠিক মানুষ খুঁজবো কিভাবে ? এ ছোট্ট জীবনে এত মানুষ আসা যাওয়া করে , বলে ভালোবাসা আবার চলে যায় । রেখে যাই স্মৃতি । এই বর্তমান প্রজন্মে সঠিক মানুষ খুঁজে বের করা দায় , আপনি যদি বলে দেন তাহলে কেমন হয় ?

২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ জীবনে সঠিক মানুষ খুঁজতে গিয়ে একটাও বেঠিক মানুষ পেলাম না। কিন্তু একটার বেশী তো আর বিয়ে করা যায় না সেজন্য জীবন সাথী এবজনই আছে। কথাটা হলো আপনি কারো হয়ে যান, দেখবেন সেও আপনার হয়ে গেছে। যে চলে যায় সে অপরপক্ষ তার হয়েছে এটা বুঝতে না পেরেই চলে যায়। বহু কাল পরে আবার একটা মেয়েকে প্রাভেট পড়াতে শুরু করলাম, সে বলল, এত দিন কোথায় ছিলেন? কারোা মধ্যে যদি আকৃষ্ট করার মত কিছুই না থাকে তবে কেউ তার প্রতি আকৃষ্ট হবে কেন?

২| ২৪ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা মহাবেকুব, এরা স্ত্রীকে কষ্ট দেয়।

২৪ শে জুলাই, ২০২৪ রাত ৯:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্ত্রী ঝগড়ার মানুষ নয়, স্ত্রী হলো আনন্দের মানুষ। আনন্দের মানুষের সাথে যারা ঝগড়া করে তাদেরকে মহাবেকুব না বলে উপায় নেই।

৩| ২৪ শে জুলাই, ২০২৪ রাত ৮:১৩

সাফাত লস্কর বলেছেন: সোনাগাজী : আপনি বললেন বাঙালিরা স্ত্রীদেরকে কষ্ট দেয় । কিভাবে দেয় যদি বলতেন তাহলে আপনার প্রশ্নের সদুত্তর দেওয়া যেত ....

২৪ শে জুলাই, ২০২৪ রাত ৯:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সংসারের সুখের চাবী স্ত্রীর হাতে থাকে। সেজন্য তার সাথে সমোঝতার নীতি হলো বুদ্ধিমানের কাজ। স্ত্রীর সাথে ঝগড়া হলে বিকেলের পরিবারের চায়ের আসর জমবে কি? সুখ পেতে চাইলে সুখ দিতে জানতে তো হবেই। এই যে বুড়ো বয়সে আমি তেনাকে নিয়ে কবিতা লিখছি, কেন লিখছি? এটা তাঁর কাজের স্বীকৃতি। কাজের স্বীকৃতি পেলে স্ত্রীদের মনের কষ্ট হাওয়া হয়ে যায়। আমার তিনি বললেন, তোমার সাথে প্রথম দশ বছর কিভাবে কেটে গেল টের পাইনি। বুঝলাম স্বামী হিসাবে আমি মন্দ ছিলাম না। আমার মা আমার বাবাকে বলতেন, শুনছেন আপনি আসলে বেকুব ধরনের মানুষ! জবাবে আব্বা বলতেন, হুঁ। সহজ স্বীকারোক্তি। সুতরাং কোন ঝামেলা নেই। আব্বা ঝগড়াটে হলেতো তখন একপালা ঝগড়া হয়ে যেত। আর ঝগড়া হলে আমাদের পরের বেলা পারিবারিক আহার ভালো হতো কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.