![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
অনেকেই ডক্টর ইউনুসের পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছেন। এর জন্য সবচেয়ে ভালো উপায় নির্বাচন। আদালত যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল করেছে সেহেতু ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনমুখী হতে পারেন। এনসিপি যেহেতু তাঁর পাঁচ বছরের ক্ষমতা চায় সেহেতু এনসিপির মনোনয়নে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন।এনসিপিকে জনগণ ভোট দিলে তারা ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী বানিয়ে পাঁচ বছর ক্ষমতায় রাখতে পারে।ডক্টর ইউনুসের পাঁচ বছর ক্ষমতা চায় কিন্তু নির্বাচন চায় না, বিষয়টা ঠিক বুঝাগেল না।
আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাও ভালো কথা নয়। তারা যদি ফ্যাসিবাদ হয়ে থাকে, আর জনগণ যদি ফ্যাসিবাদকেই ভোট দেয় তাতে সমস্যা কি? গণতন্ত্রেতো জনগণের ইচ্ছাই শেষ কথা।সবার অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন হোক।তাতে যারা ক্ষমতায় আসে আসুক। অগণতান্ত্রিক সরকারকে জনগণের ঘাড়ে বেশী দিন বসিয়ে রাখা কোন ভালো কথা নয়। ৯৫% জনগণ নাকি ডক্টর ইউনুসকে চায়। তাহলেতো অতিদ্রুত নির্বাচন হওয়া দরকার। এত জনপ্রিয়তা নিয়ে তাঁর অগণতান্ত্রিক সরকার হয়ে বসে থাকার কি দরকার?
বিএনপি বলেছে তারা তিন কোটি কর্মসংস্থান করবে।জনগণ চাইলে তাদেরকে দ্রুত কাজে নেমে পড়ার সুযোগ করে দেওয়া দরকার। বহু কালের ভাবনায় তারা ভালো কিছু ভাবতে শুরু করেছে। এমতাবস্থায় তাদেরকে বিলম্বের মধ্যে ফেলে দেওয়া ঠিক না। তাদের পরিকল্পনার পরি উড়ে গিয়ে কল্পণা অবশিষ্ঠ থাকছে বহুকাল ধরে। এমন অবস্থা আর চলতে দেওয়া যায় না। বিএনপি বলছে তাদের জনপ্রিয়তা ৮০%। সুতরাং বিলম্বে নির্বাচন দিয়ে তাদেরকে জাতির কাজে বিলম্ব করিয়ে দেওয়া জাতির জন্য অমঙ্গল।
চেংগিস খান বলছেন, যা করার আমেরিকা করেছে। তাদের অকাজের বহু বদনাম আছে। তবে আমেরিকার যে সরকার হাসিনা তাড়ানোর অকাজ করেছে তারা এখন ক্ষমতায় নাই। তথাপি ডক্টর ইউনুস ক্ষমতায় আছেন। তিনি আবার আমেরিকার প্রতিপক্ষ চীন থেকে একখানা ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছেন। তিনি দেশকে উন্নত দেশে পরিণত করার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেজন্য গুণীজন চাচ্ছেন তিনিই ক্ষমতায় থাকুন।আমি চাই গুণীজনের ইচ্ছা বাস্তবায়িত হোক। তবে সেটা নির্বাচনী প্রক্রিয়ায়। আর সেই প্রক্রিয়ায় যদি জনগণ আবার শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় তবে তাদের সে ইচ্ছাকে বাধাগ্রস্থ্য করা ঠিক না। সেটা হলে যারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়িয়েছে তিনি তাদের বিচার করবেন। তারপর হয়ত এক সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে সেলফি তুলবেন। তাঁর পিতার ভাস্কার্য মেরামতে কয়েক হাজার কোটি টাকা খরচ করবেন। নতুন করে তাঁর আরো ভাস্কার্য স্থাপনে কয়েক হাজার কোটি টাকা খরচ করবেন। আর তারেক রহমান ক্ষমতা পেলে তিনি তিনকোটি কর্মসংস্থান করবেন। তাতে আবার চাকুরী থাকবে কিন্তু বেতন থাকবে না এমন হলে সমস্যা। তারা তখন যদি বলে আমরা তো কর্মসংস্থানের কথা বলেছি, বেতন দেওয়ার কথা বলিনি। এক আদম বেপরীর স্ত্রী বলেছেন, আমাদের কাজ বিদেশে পাঠানো, আমরা সেটা করেছি। সেখানে গিয়ে তারা বেতন না পেলে সেটা দেখার দায়িত্ব আমাদের না। বহু রঙ্গে এ বঙ্গ ঢঙ্গে চিরকাল-সব শাসনে জনতার হয় পোড়া কপাল।যেমনই থাকি না কেন বলতে হবে আমরা ভালো আছি। একদল বেরিয়েছে তখন ভাল ছিলাম নাকি এখন ভালো আছি শুধু সেই হিসাব করছে। আমি বলি তখন ভোট দিতে পারিনি এখন ভোট দেওয়ার অপেক্ষায় আছি, সেটা যত দ্রুত দিতে পারি সেটাই এখন কাম্য। তারপর জনগণ যাকে চায় সে ক্ষমতায় যাবে। জনগণের ইচ্ছায় ব্যঘাত সৃষ্টি করা কোন অবস্থায় ঠিক না। ডক্টর ইউনুস চুহাত্তরের চেতনা জাগ্রত করতে চান। তার জন্যও তাঁকে সময় দিতে হবে।এ চেতনা জাগ্রত হোক চেংগিস খানও হয়ত সেটা চাইবেন।
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি তাঁকে গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতায় রাখার চেষ্টা করতে হবে। আমেরিকার ভাড়াটে লোকেরা তাঁকে ক্ষমতায় বসিয়েছে বলে চেংগিস খান বলছেন। এখন জনগণও তাঁকে চায় কিনা সেটার একটা পরীক্ষা হওয়া দরকার। চেংগিস খান মন্তব্য করতে পারছেন না বলে তিনি আমার পোষ্টে একখানা লাইক দিয়েছেন। সেজন্য তাঁকে ধন্যবাদ। তারপর আমেরিকার ভাড়াটেদেরকে জনগণ ভোট দিলে সেটা সবাইকে মেনে নেওয়া উচিত।
২| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০১
সৈয়দ কুতুব বলেছেন: আপনার থেকে এমন পোস্ট বেশি বেশি চাই।
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি চাই হানিাকেও যদি জনগণ ভোট দেয় তবে জনগণ যেন সেটা মেনে নেয়। অনেকে বলছে তাদেরকে নাকি নির্বাচনে অংশগ্রহণই করতে দিবে না। এটা জাতির জন্য শুভ লক্ষণ নয়।
৩| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১০
জুল ভার্ন বলেছেন: আমার দৃঢ় বিশ্বাস, ডক্টর ইউনুস সঠিক সময়েই নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তাদের এ দাবী অযোক্তিক নয়। কোন দলকে জোর করে জনসেবার অধিকার বঞ্চিত করা ঠিক না।
৪| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:২২
জুল ভার্ন বলেছেন: বিএনপি নেতা তারেক রহমান এখন পরিপক্ব একজন রাজনৈতিক নেতা। তার ক্যারিশমাটিক নেতৃত্বের জন্যই ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রীয় সর্ব অপশক্তি প্রয়োগ করেও বিএনপিকে টলাতে পারেনি। জুলাই বিপ্লবের পর ক্ষমতা গ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েও সরকারে যোগ দেয়নি। এখনো একটা ভালো নির্বাচন চায়, জনগণ যাকে ইচ্ছা তাকেই ভোট দিবে- সেটাই বিএনপির প্রত্যাশা। অন্যদিকে, বিএনপি নির্বাচনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করতে প্রতিজ্ঞাবদ্ধ।
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেকেই বিএনপিকে নতুন অবস্থায় দেখতে মুখিয়ে আছে। তারাও দ্রুত নির্বাচন চায়।
৫| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৭
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আমার ধারণা, ড. ইউনূস ছাত্রসমাজের জন্য একটি সুস্থ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে ২০২৬ সালের জুনের আগেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন।
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু বিএনপি ডিমেম্বর’২৫ এর মধ্যে নির্বচিন চায়। জনগণও একটা সুষ্ঠ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। সেজন্য তাতে বেশী বিলম্ব ঠিক না।
৬| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
ইউনূস সরকার প্রধান হিসেবে স্থায়ী থাকলে তো ভালোই, নির্বাচন আবার কি?
ইউনুস এভাবে থেকে গেলে
জামাত হিজবুত সারজিসরা হেলিকপ্টার নিয়ে ঘুরতে পারে, দামি দামি গাড়ি নিয়ে সেনাপ্রহরায় চলাফেরা করতে পারে। বিশ্ববিদ্যালয় দখল করে শিবিরের একক আখড়া বানাতে পারে,
জামাতি চ্যালা তথা কথিত তৌহিদি জনতা নারীকে অপমান মারপিট করতে পারে বাড়ীতে ঢুকে ডাকাতি করলেও কেউ কিছু বলতে পারে না।
জামাতের চ্যালারা নামসর্বশ্ব রাজনৈতিক দল বানিয়ে শতশত গাড়ি নিয়ে শোডাউন দিতে পারে, ঢাকায় সরকারি বাসা থাকার পর, রূপায়ন টাওয়ার দখল করার পরও হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছয় মাস ১০ টি রুম দখল করে দীর্ঘদিন থাকা; কোটি টাকা বিল বকেয়া রেখে বিল বকেয়া রেখেই,
সচিবালয়ে রুমদখল করে রিতিমত আখড়া বানিয়ে পোস্টিং বানিজ্য করতে পারে, ৪০০কোটি টাকার টেন্ডার বানিজ্য করতে পারে, আরো কিছু বার বার করতে পারে।
বছরকে বছর কোটা বিরোধিতার কথা বলে এখন ১০০% নিজেদের কোটা। পছন্দের শত শত লোকদের ওয়াসায় চাকরি দিতে পারে, ইন্টারভিউ ছাড়াই পরীক্ষা ছাড়াই।
জামাত হিযবুতিদের আসলে একটা ইউনূস দীর্ঘস্থায়ীভাবে দরকার,, নির্বাচনের মাধ্যমে বা অন্য কেও প্রধানমন্ত্রী হলে শিবির হিজবুতীরা সারজিস শুয়োররা তো এগুলো করতে পারবে না।
তাই কথিত সংস্কারের নামে কালক্ষেপন করে তাদের একজন ৫ বছর দীর্ঘস্থায়ী নোবেলের মার্কা দেয়া 'ইউনূস' তাদের দরকার।
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো বাঁকা পথ সমর্থনযোগ্য নয়।
৭| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৩
এ পথের পথিক বলেছেন: কারা দেশ চালাবে ? তাদের যোগ্যতা কি ? নির্বাচিত সরকার কি দেশ পরিচালনা করবে নাকি লুটেপুটে খাওয়া দেশকে আবার চেটেপুটে খাবে ?
এনসিপি নতুন দল মানুষ বি দল বা এ দলকে চেনে তাদের পুর্বের নেতাদেরকে দিয়ে, এনসিপির এমন কেউ নেই বললেই চলে । দেশের তরুন সমাজ যদিও চেনে কিন্তু বেশীর ভাগ মানুষ ঐ সব দলের অন্ধ ভক্ত ।
আপনার সাথে দ্বিমত পোষন করছি ।
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: এদেশের মানুষ গণতন্ত্রহীনতার বিপক্ষে দীর্ঘ সংগ্রাম করেছে। ঊনসত্তর, পঁচাত্তর, নব্বই, ছিয়ানব্বই, দু’হাজার ছয়, দু’হাজার চব্বিশ সবই গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সংগ্রাম। তথাপি আপনি আমার সাথে দ্বিমত পোষন করলে আমার আর কি বলার থাকে?
৮| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২৮
এ পথের পথিক বলেছেন: আপনি লিখেছেন "এদেশের মানুষ গণতন্ত্রহীনতার বিপক্ষে দীর্ঘ সংগ্রাম করেছে" সাথে কিছু উদাহরণ দিয়েছেন, আপনাকে প্রশ্ন করছি জুলাই ২০২৪ আন্দোলন কি সত্যি গণতন্ত্রহীনতার বিরুদ্ধে আন্দোলন ছিল ? আন্দোলনকারীদের জিজ্ঞেস করুন, তারপর পরিসংখান করে দেখুন । আমি নিজেই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম ।
আমার প্রথম কমেন্টে আপনাকে কিছু প্রশ্ন করেছি সেখানে উত্তর দিবেন ।
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: নির্বাচিত সরকারের দোষ থাকলেও এদেশের মানুষ নির্বাচিত সরকারই চায়। অন্তত আমাদের দেশে এটাই বাস্তব। আন্দোলনে সবাই ছিল। অধিকাংশ মানুষ অনির্বাচিত সরকার তাড়াতেই আন্দোলন করেছে। অন্য আরেকটি অনির্বাচিত সরকারকে পাঁচ বছর বসিয়ে রাখার জন্য অধিকাংশ মানুষ আন্দোলন করেনি। এ পোষ্টে এখনো আপনার সমর্থক পাওয়া যায়নি।
৯| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৬
অপু তানভীর বলেছেন: মূলত কিছু আসুশু এই হই তুলেছে যে ইঊসুফ সরকার নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকবে। এই আসুশুগুলো নিজেরা দশ-দশটা বছর অবৈধ ভাবে ক্ষমতা দখল করে রেখেছে। এখন সবাইকেই তাদের মত মনে করে আসছে। এছাড়া এইসআসুশু গুলোর এই তোলার কারণ হচ্ছে বিএনপিকে ইউসুফ সরকারের পেছনে ক্ষেপিয়ে তোলা।
যে সময় বেঁধে দিয়েছে সেই সময়ের ভেতরেই নির্বাচন হবে ।
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেনা প্রধানের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নিবাচন হোক।
১০| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৪
নিমো বলেছেন: জনৈক রসিক ব্যক্তি সংস্কারকে ব্যভিচারের সঙ্গে তুলনা করেছেন। তাঁর বক্তব্য হলো, ‘যারা ব্যভিচার করে, তারা কখনো এ সম্পর্কে উচ্চবাচ্য করে না। যারা পারে না, তারাই এ নিয়ে ফড়ফড় করে। যারা সংস্কার করে, তারাও এ নিয়ে বড়াই করে না; যারা সংস্কার করতে পারে না, তারাই এ সম্পর্কে হইচই করে।’ নৈতিক দিক থেকে সংস্কার ও ব্যভিচারের মধ্যে কোনো মিল নেই। ব্যভিচার গর্হিত আর সংস্কার হলো বাঞ্ছিত। তবু ব্যভিচার ও সংস্কার দুটোই হলো সামাজিক দিক থেকে অত্যন্ত অপ্রিয়। এ ধরনের অপ্রিয় কাজ লুকিয়ে সারতে পারলে ভালো হয়, হইচই করে করতে গেলেই বিপত্তি দেখা দেয়। তো দেশে যেহেতু সংস্কার নিয়ে হইচই চলছে, তাই নির্বাচন আপাতত নির্বাসনে।
১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু নির্বাচনটাই সবচেয়ে দরকারী বিষয়। যারা সংস্কার চায় তারা নির্বাচিত হয়ে সংস্কার করুক।
১১| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন:
আওয়ামী লীগকে বাদ দিয়ে ফাঁকা মাঠে নিজেরা নিজেরা পুর্ন ক্ষমতা নিয়ে একতরফা নির্বাচন করছেন,
এরপরেও নির্বাচন দিতে এত ভয় এত আতঙ্ক! হাহ হা হা হা হা ...।
প্রকৃত নির্বাচনে আওয়ামী লীগ ও সব দল সহ নির্বাচনে আসলে ওদের যে কি 'অবস্থা' হবে সেটাই ভাবছি।
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: অবস্থা যার যেমন হোক আওয়ামী লীগকে সাথে নিয়েই নির্বাচন হোক। অন্যতম প্রধান বড় দলকে বাইরে রেখে নির্বাচন হলে তা’ বিশ্বে গ্রহণযোগ্য হবে না।
১২| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৩১
ক্রেটোস বলেছেন: আমারও একই বক্তব্য, যারা ইউনুসকে দীর্ঘ সময়ের জন্য শাসনে চায় তারা কেন নির্বাচনের মধ্য দিয়ে তাকে চাইছে না সেই ঘুরে ফিরে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে পাঁচ বছর চাওয়াটা কী অসাংবিধানিক হয়ে যাচ্ছে না ?
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি নির্বাচনের মাধ্যমে পাঁচ বছরের বেশী সময় ক্ষমতায় থাকলেও সমস্যা হওয়ার কথা না।
১৩| ১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৮
এ পথের পথিক বলেছেন: আমি জানি আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আর আপনার পোস্টের সাথে আমি দ্বিমত পোষন করে বিদায় নিলাম ।
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিছু প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যাওয়া উত্তম।
১৪| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সংসদ বিলুপ্ত হবার ৯০ দিনের মধ্যে নির্বাচন হবার কথা।
৯০ দিন পার হতে কত মাস লাগবে?
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৫৮
পবন সরকার বলেছেন: আগের দিনে ভালো ভালো মানুষগুলো রাজনীতি করতো, তারা রাজনীতিটাকে জনগণের সেবা মনে করতো, এখন যারা রাজনীতি করে তাদের বেশিরভাগই স্বার্থবাজ, তারা দেশ সেবার চেয়ে নিজের স্বার্থ বেশি খোঁজে কাজেই ডঃ ইউনুস অরাজনৈতিক নেতা আছে এটাই দেশের জন্য ভালো।