![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীপ্ত চাঁদ, চাঁদ গাজী মন্তব্য বেলায়,
ব্লগে তার জ্ঞানফুল, শেফালী বকুল।
সেই জ্ঞান নদী বহে ভাসিয়ে দু’কূল
শিল্পায়িত ভাষা তার, অশান্ত অন্তর।
আমি পাই ঝলমলে আলোর ভেলায়
সামু ব্লগে জ্ঞান রাশি, সাগর অকুল।
যেথা পাই চাঁদ গাজী, মন্তব্যে অতুল
ধোয়া তার মন্দ নয়, স্বীকৃতি সুন্দর।
দু’জনার মত দুই অমিল সেখানে
তথাপিও মিল এই ভাষায় সমতা,
কেন কিযে কিজানি কি, জানিনা কেজানে?
একজাতি বলে তাই হয়তো মমতা!
এবারতো ভাবি বসে আমরা কিচাই?
অমতের মতভুলে মিলব সবাই।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার কথামতো সংশোধন করে নিলাম। অনেক অনেক ধন্যবাদ।
২| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
মন্তব্যটা যথাসম্ভব এই রকম ছিল, "কাহার কোরবাণীর ছাগল পালায়ে এসে ব্লগে পন্ডিত হয়ে গেলো?"; মন খারাপ করবেন না, এটা শুরু ছিল, ক্রমেই ভালোর দিকে যাবে!
আপনি কম্প্যুটিং পড়ান, কম্প্যুটার হার্ডওয়ার, সফটওয়ার, মিডলওয়ার সবকইছু লজিকের উপর প্রতিস্ঠিত; সুতরাং আপনি চাইলেও লজিকের বাহিরে যেতে পারবেন না; মানব সভ্যতার সকল উন্নয়নের মুল হলো লজিক্যাল ভাবনাশক্তি
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন খারাফ নয় গাজী সাহেব! আপনার ঐ মন্তব্য অসাধারণ সুন্দর। আর ঐ মন্তব্যের শুভেচ্ছাতেই এ কবিতা।
অন্নপূর্ণা কবিতায় পড়ে ছিলাম, না মরে পাষাণ বাপ দিলা হেন বরে।
৩| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৫
এ কে এম রেজাউল করিম বলেছেন:
কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।
কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করছি।
চাঁদগাজী'র প্রায় সব মন্তব্য অলংকারহীন সুন্দর
তবে কিছু মন্তব্য আমি পেয়েছি অপ্রাসংগিক।
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ । আর যার জন্য কবিতা লেখা, তাঁর ব্যাপারে কথা হলো, তিনি কষ্ট করে সবার পোষ্টে মন্তব্য প্রদান করেন। এটা অবশ্যই তাঁর একটা ভালো গুন।
৪| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৫
এ কে এম রেজাউল করিম বলেছেন:
কবিতাটি পড়ে মুগ্ধ হলাম।
কবির প্রতি অভিন্দন জ্ঞাপন করছি।
চাঁদগাজী'র প্রায় সব মন্তব্য অলংকারহীন সুন্দর
তবে কিছু মন্তব্য আমি পেয়েছি অপ্রাসংগিক।
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ । আর যার জন্য কবিতা লেখা, তাঁর ব্যাপারে কথা হলো, তিনি কষ্ট করে সবার পোষ্টে মন্তব্য প্রদান করেন। এটা অবশ্যই তাঁর একটা ভালো গুন।
৫| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২৬
প্রজ্জলিত মেশকাত বলেছেন: চাঁদ গাজী নামের আদরের বলদটা সর্বশ্রেষ্ঠ কুরবানীর বস্তু হয়ে হঠাৎ একদিন খুটি ভেঙ্গে পালিয়ে ব্লগে এসে বিখ্যাত ব্লগার হয়ে গেল। চাঁদ গাজীকে নিয়ে লিখলে একটা আস্ত ইলিয়ড হয়ে যাবে।
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যেখানে দেখিবে ছাঁই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার মানিকও রতন।
৬| ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪০
সেলিম৮৩ বলেছেন: দু’জনার মত দুই অমিল সেখানে
তথাপিও মিল এই ভাষায় সমতা,
কেন কিযে কিজানি কি, জানিনা কেজানে?
একজাতি বলে তাই হয়তো মমতা![/sb
সত্যিই অামার মনের সাথে মিলে গেল। লোকটার প্রতি কেন জানি মায়া লাগে।
সেটারও একটা বড় কারণ অাছে।
"মৃর্ত্যু এসে দাড়াবে যখন এই চাঁদেরও দুয়ারে,
রুপকথার গল্প দিয়ে জানাজা হবে; অাহারে!
বিকল্প নাই, বিকল্প নাই, রুপকথাই ভরসা,
কবরে গহীনেতে তোমায়, কে দেবে অাশা?
২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার মন্তব্য, অনেক শুভেচ্ছা, অনেক দোয়া, অনেক শুভকামনা আপনার জন্য। জান্নাতে দেখা হলে ভাল লাগবে। এরপর আল্লাহই ভরসা।
৭| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৭
রক্তিম দিগন্ত বলেছেন:
কবিতা ভাল লাগলো।
বিষয়বস্তু নিয়ে বিস্তারিত না বলাই ভাল।
২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা, আপনার মঙ্গল কামনা করছি।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০২
ভ্রমরের ডানা বলেছেন:
সনেট ভাল লেগেছে! গাজী ভাই ভাল মানুষ তবে শিল্পায়িত ভাষায় তার ...........
৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ
৯| ১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৮
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ব্লগার চাঁদগাজীর লেখা আমার ভালো লাগে। তিনি একজন শিক্ষিত , সচেতন ব্লগার।
১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার নিক সুন্দর, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
তিক্তভাষী বলেছেন: মেরেছিস কলসীর কানা, তাই বলে কী প্রেম দিবো না!
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ
১১| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৫৩
মোঃ খুরশীদ আলম বলেছেন: অসাধারণ হয়েছে এবং খুব ভাল লেগেছে।
২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৫
খায়রুল আহসান বলেছেন: শিল্পায়ীত ভাষা তার, অশান্ত অন্তর -- বেশ বলেছেন! তবে শিল্পায়ীত<শিল্পায়িত হবে।