নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচিত - অপরিচিত

ফরিদ আহামাদ

নাটাইয়ের সক্ষমতায় উড়ছে ঘুড়ি, অন্তরণে সুতোর টান ; মেঘ উড়ালি পাল তোমার , আমার বিরহী সাম্পান

ফরিদ আহামাদ › বিস্তারিত পোস্টঃ

স্মরণীয় মুগ্ধতায়

১৯ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৩৯

ক্ষমার বর্ষণে ধুয়ে দাও ভুল
নতুন কুঁড়িতে যেন নব ফুল
ফুটে উঠি, তোমারই মহিমায় ।
ভুল স্রোতে বয়ে ছিলাম
নির্দেশিত সীমানার বাহিরে
মহান তোমার দয়া
দিয়েছে সঠিক পথ ।
আর্জি আমার ক্ষমার দ্বার উন্মুক্ত করো
না হয় আমার; সবই যে বৃথা ।
পার্থিবতার বেড়াজালে খুব ক্লান্ত আমি
সময় যাচ্ছে বয়ে
কি করছি, অথচ কি করার ছিল!
শারীরিক দুর্বলতা, মানসিকের কাছে-নস্যির চেয়েও ছোট
বিক্ষিপ্ততার মাপকাঠি আমার জানা নেই
শুধু এতোটুকুই আর্জি
তোমার কাছে থাকা
যেমন, তুমি আমার কাছে থাক।
পৃথক প্রনয়ে নিশ্বাস নেওয়াই দায়
বেঁচে থাকা সেখানে দুর্বিষহ যন্ত্রণার নাম
মৃত্যুর চেয়েও ভয়ানক-
সে ভয়ানক স্বপ্নেকেও ভয় আমার
বাস্তব সেতো বহুদূরের পথ।
এই পৃথিবীতে যা কিছুই রয়েছে, গড়ার চেয়ে ভেঙে দিতে সময় লাগে কম
সেটা হোক সম্পর্ক, সুখ্যাতি, ইমারত অথবা অন্য কিছু
তৈরী করতে যত পরিকল্পনা হয়
ভেঙে দিতে তত প্রয়োজন নেই!
সেই ভেঙে যাওয়াকে, ভয়ানক ভয় আমার।
কাছে থাকার আকাংখায় দিশেহারা খুব
ভয়ার্ত মাত্রায় কাঁতরও!
তুমিময় আমার সমস্তই করে দাও
আমার নিশ্বাস
আমার প্রশ্বাস
আমার চিন্তা
আমার চেতনা
আমার বেঁচে থাকা
যেন চিন্তা নামক শব্দটিই হারিয়ে যায়।
অপেক্ষা আমাকে ছুঁয়ে যাবে,
অপেক্ষানিত প্রহর কাটবেনা;
সময় থেমে থাকবেনা
বিরহ দীর্ঘ হবেনা
ক্লান্তি? সেতো নয়ই;
জীবনটা তুমিময় হয়ে যাক, একটিক্ষণ কেন?
সর্বক্ষণ;
আমি জানি, তাতে ক্লান্তি নেই
আছে সুমদ্রের বাঁধভাঙ্গা ঢেউয়ের উচ্ছ্বাস,
যখন আছড়ে পড়ে কূলে; আনন্দের প্রস্রবনে
তোমার স্মরণে
স্মরণীয় মুগ্ধতায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.