নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও তথ্য

মোঃ ফরিদুল ইসলাম

জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।

মোঃ ফরিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আজ পবিত্র শব-ই মেরাজ।

১৭ ই মে, ২০১৫ রাত ১০:০১

শব ই মেরাজ মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ৬২০ খ্রিস্টাব্দের ২৬ রজব দিবাগত রাতে মহানবী হযরত মুহাম্মদ (স.) মহান আল্লাহ তায়ালার খাস রহমতে প্রথমে মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দিস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি নবীদের জামায়াতে ইমামতি করেন। অত:পর তিনি ‘বোরাক’ নামক বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্বলোকে গমন করেন। ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহায় তিনি আল্লাহ’র সাক্ষাৎ লাভ করেন। এই সফলে ফেরেশতা হজরত জিবরাইল (আ.) তাঁর সফরসঙ্গী ছিলেন।

এই উপলক্ষ্যে প্রতি বছরই আরবী রজব মাসের ২৭ তারিখে ধর্মপ্রাণ মুসলমানগণ এই দিনটি যথেষ্ট ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করে থাকে। দেশের সব মসজিদগুলোতে বিশেষ ওয়াজ-মাহফিলের ব্যবস্থা করা হয়ে থাকে। বিভিন্ন ইসলামী সংস্থাগুলোও এই দিনে মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং মিলাদ-মাহফিলের আয়োজন করে থাকে। ধর্মপ্রাণ মুসলিমগণ এই দিনে সমগ্র জাতি এবং মুসলিম উম্মাহর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.