নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও তথ্য

মোঃ ফরিদুল ইসলাম

জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।

মোঃ ফরিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ তায়ালা যাদেরকে জান্নাতুল ফিরদাউসের নিশ্চয়তা দিয়েছেন তাদের বর্ণনা

১৭ ই মে, ২০১৫ রাত ১০:০৯

সূরা মু’মিনুনের ১-১১ নাম্বার আয়াতে আল্লাহ তা’লা বলেছেন-
১- অবশ্যই সফলকাম হয়েছে মু’মিনগণ।
২- যারা বিনয়-নম্র নিজেদের নামাজে।
৩- যারা অসার ক্রিয়া-কলাপ হতে বিরত থাকে।
৪- যারা যাকাত দানে সক্রিয়।
৫- যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে।
৬- নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ বেতিত(অর্থাৎ বৈধ হল স্ত্রী আর জিহাদে বিজয়ে গনিমতপ্রাপ্ত দাসীগণ। অবশ্যই বাড়ীর কাজের মেয়ে এই দাসির অন্তর্ভুক্ত নয়) এতে তারা নিন্দনীয় হবে না।
৭- সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী।
৮- এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে।
৯- আর যারা নিজেদের নামাজে যত্নবান থাকে।
১০- তারাই হবে উত্তরাধিকারী।
১১- উত্তরাধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা স্থায়ী বাসিন্দা হবে।(সূরা মু’মিনুন/আয়াত ১-১১)

এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তা’লা জান্নাতুল ফিরদাউসের জন্য ৬টি সর্ত দিয়েছেন তার মধ্যে নামাজের ব্যাপারেই ২বার বলেছেন, একবার বলেছেন বিনয়ী অর্থাৎ নামাজ পড়তে হবে অতি মনোযোগের সাথে, আল্লাহ্‌র সাথে কি বলা হচ্ছে নামাজি যেন বুঝতে পারে আর ২য় বলেছেন, নামাজে যত্নবান অর্থাৎ যে সময়ের নামাজ ঠিক সেই সময়ে আদায় করতে হবে (ফজরের নামাজ সূর্য ওঠার পড়ে বা যোহরের নামাজ আসরের ওয়াক্তে পরলে হবে না) এবং রাসুল (সাঃ)-এর পদ্ধতিতে আদায় করতে হবে। সর্ত ৬টি একত্রে নিচে উল্লেখ করা হল-
১- নামাজে বিনয়ী ও যত্নবান হওয়া।
২- সর্বপ্রকার অসার কাজ অর্থাৎ যাতে কোন কল্যাণ নেই এমন কাজ থেকে বিরত থাকা।
৩- যে পরিমাণ সম্পদ হলে যাকাত ফরজ হয়, সেই পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া।
৪- যৌন অঙ্গকে সংযত রাখা।
৫- কেউ আমানত রাখলে তা সঠিকভাবে তাকে দিয়ে দেওয়া অর্থাৎ আমানতের খেয়ানত না করা।
৬- কাউকে কোন বৈধ প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা।

নিঃসন্দেহে আল্লাহ্‌র ওয়াদা সত্য, আল্লাহ ওয়াদা দিয়েছেন কেউ এই ৬টি কাজ করলে তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন সুতরাং ঠিক এই মুহূর্ত থেকেই সকলকে এই ৬টি বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার অনুরোধ করছি। আল্লাহ যেন আমাদের সকলকেই এই কাজগুলো করার তৌফিক দান করেন যাতে করে আমরা জান্নাতুল ফিরদাউসে থাকতে পারি, আমীন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.