নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও তথ্য

মোঃ ফরিদুল ইসলাম

জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।

মোঃ ফরিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

উপরে উঠবে না নিচে নামবে ?

০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ২:০০


তুমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাবে মানুষ তিন ধরণের। মননিবেশ করে দেখলে দেখতে পাবে, কিছু মানুষ পিছিয়ে পড়ছে, কিছু মানুষ তলিয়ে যাচ্ছে নিচের দিকে, আর কিছু মানুষ উঠে যাচ্ছে উপরে। এই তিন প্রকার মানুষ হলো:

০১. ভাবনাহীন মানুষ: এরা নিজের কিংবা অপরের ভালমন্দ নিয়ে কিছুই ভাবে না। এরা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায় না। এরা সামনে অগ্রসর হয় না। মানুষ এগিয়ে চলে, তাই এরা পিছিয়ে পড়ে।
০২. পরনিন্দুক মানুষ: এরা কখনো নিজের অন্যায়, অপরাধ, মন্দ, ভুল, ত্রুটি দেখে না। এদের চোখে ধরা পড়ে কেবলই অপরের অন্যায়, অপরাধ, মন্দ, ভুল, ত্রুটি। অন্যদের সেই মন্দগুলির সমালোচনা আর নিন্দা করে বেড়ানোকেই তারা নিজেদের পেশা বানিয়ে নেয়। আর তাতেই তারা আনন্দ পায়। এই নিচু পথে নামতে নামতেই তারা নিজেদের নামিয়ে নেয় নিচুদের চাইতেও নিচে।
০৩. আত্মসমালোচক মানুষ: এঁদের চোখে ধরা পড়ে কেবল নিজের অন্যায়, অপরাধ, মন্দ, ভুল, ত্রুটি, কমতি। এরা সব সময় নিজের সমালোচনায় নিরত থাকে, নিজের মন্দগুলোর জন্যে অনুতপ্ত হয়ে থাকে। এঁদের চোখ স্বচ্ছ অনাবিল সুন্দর। অন্যদের উঁচু উন্নত সুন্দর গুণাবলিই সবসময় এদের চোখে ভেসে বেড়ায়। এরা অন্যদের সুন্দর গুণাবলির প্রশংসা করেই আনন্দ পায়। উন্নত উঁচু গুণাবলির দিকে তাকিয়ে পথ চলতে চলতে এরা উঠে যায় উঁচুদের চাইতেও উপরে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: আপনি কোণ ধরনের মানুষ??

২| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১০

সম্রা৩২১ বলেছেন: আমি ভাবনাহীন মানুষের তালিকায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.