নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও তথ্য

মোঃ ফরিদুল ইসলাম

জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।

মোঃ ফরিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বিএনপি কোন দিকে জামাআত থেকে পিছিয়ে ?

২৩ শে জুলাই, ২০২৫ রাত ৯:২৯

বিএনপি কোন দিকে জামাআত থেকে পিছিয়ে?
জামাআত ইসলাম কিভাবে রাষ্ট্র উন্নয়ন করবে তার একটা নমুনা বলি-
একজন মানুষের ৫ টা মৌলিক অধিকার থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা, চিকিৎসা, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে জামাআত, জামাআত বাংলাদেশে ইবনে সিনার মত একটা ব্র‍্যান্ডেড হাসপাতাল তৈরি করতে সমর্থ হয়েছে, যে হাসপাতাল এখন প্রায় সব জেলায় নিজেদের শাখা তৈরি করতেছে, এই হাসপাতালে অন্যতম কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কোয়ালিটিতে তারা কোন কম্প্রোমাইজ করেনাই, বিশ্বের আধুনিক মানের মেশিনগুলি তারা ইমপোর্ট করতে পেরেছে, অন্যান্য কর্পোরেট হাসপাতালগুলির থেকে ভালো যন্ত্রাদি রাখার পরেও অন্য হাসপাতাল থেকে প্রায় ২৫-৩০% কম রেটে তারা সেবা দিয়ে যাচ্ছে---
প্রতিদিন কমপক্ষে এক লক্ষ মানুষ ইবনে সিনা থেকে সেবা পাচ্ছে, সেখানে কোন দলীয় বিবেচনা নাই৷ এই যে জামাআতের ব্রেইন চাইল্ড ইবনে সিনা ট্রাস্ট হাসপাতাল অঙ্গণে রাষ্ট্রকে সর্বোচ্চ দিয়ে যাচ্ছে, সেই রকম একটা ব্র‍্যান্ড কি আওয়ামিলীগ/বিএনপি বা অন্যান্য দল তৈরি করতে পেরেছে? তারা তো এসব নিয়ে কখনো চিন্তাই করেনি,
জামাআত সরকারি কোন ক্ষমতায় না থেকে যদি স্বাস্থ্য সেবায় এমন বিপ্লব ঘটাতে পারে, তাহলে তারা সরকারে আসলে পুরো রাষ্ট্র্বের স্বাস্থ্যসেবা কি পরিমান উন্নতি লাভ করতে পারে তা চিন্তা করে দেখুন, ৫ টা মৌলিক অধিকার এর মধ্যে একটা হচ্ছে স্বাস্থ্য সেবা, এই দিক ১০০% উন্নতি হওয়া মানে রাষ্ট্রের ২০% উন্নতি লাভ।
বিএনপি/আওয়ামিলীগ বা অন্যান্য দল আছে সারাক্ষণ রাজাকার ট্যাগের রাজনীতি করতে কিন্ত তারা এমন কোন উদ্যোগ এখনো নেয়নি, নেওয়ার মত মস্তিষ্ক সম্ভবত নাই-
জামাআতের শিক্ষানীতি :
জামাতের বাংলাদেশে প্রায় কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে সবচেয়ে মেধাবী ছাত্রগুলি দেখবেন, কোন না কোন ভাবে শিবিরের সাথে ইনভলভ, নামাজী ছেলেটা দেখবেন কোন না কোন ভাবে শিবিরের সাথে ইনভলভ, আপনি ৫০ জন শিবির দেখলে তার মধ্যে একজনও গাঞ্জুটি পাবেন না, তারা পুরো দেশে শিক্ষা ব্যবস্থায় যে উন্নতি সাধন করেছে তা অন্য কারো পক্ষে কল্পনাও করা কঠিন।
HSC শেষ করে একটা ছাত্র হয়তো মেডিকেলে যায়, কিংবা ভার্সিটি, মেডিকেলে ভর্তির সবচেয়ে বড় কোচিং প্লাটফর্ম #রেটিনা, যা শিবিরের প্রতিষ্ঠান, মেডিকেল শেষ করে Post graduation এর জন্য কেউ যদি গাইড লাইন খোঁজে, তখন #জেনেসিস এর সাথে তাদের পরিচয় ঘটে, সেটাও জামাতের প্রতিষ্ঠান, তার মানে বাংলাদেশের ম্যাক্সিমাম ডাক্তার কোন না কোন ভাবে জামাতের প্রতিষ্ঠান দ্বারা বেনিফিটেড। এই যে বিএনপি, আওয়ামিলীগ বা অন্যান্য দল এত কথা বলে, তারা কি রেটিনার অল্টারনেটিভ কিছু তৈরি করতে পেরেছে? কিংবা জেনেসিসের অল্টারনেটিভ কিছু?
তাই যারা জামাআতের প্রতিপক্ষ হিসাবে রাজনীতি করতে চায়, তাদের উচিৎ ফ্যাসিস্ট স্টাইলের কথাবার্তা ছেড়ে জামাআতের সাথে intellectual যুদ্ধে নামা, বিএনপির উচিৎ ইবনে সিনার মত একটা ব্র‍্যান্ড তৈরিতে মনোযোগী হওয়া, নাম না হয় আমিই ঠিক করে দিলাম #ইবনে_তাইমিয়া হাসপাতাল অথবা তারা নিজেরা কোন নাম দিতে পারে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর যুগে ৭১ এর বয়ান মানুষ খাবেনা, এই বিষয় টা বিএনপি যত দ্রুত বুঝতে পারবে, তারা তত দ্রুত রাজনীতির মাঠে উন্নতি করবে, এমনিতে ২০১০ এর পর যত শিক্ষিত যুবক আছে, তারা হয়তো ছাত্রলীগে যুক্ত হয়েছে ক্ষমতার নেশায়, কিংবা শিবিরে জয়েন করেছে Intellectual development এর আশায়, ২০১০ এর পর বিএনপিতে খুব একটা মেধাবীদের প্রবেশ ঘটে নাই, বিএনপি যদি Intellectual কোন পলিটিকাল ন্যারেটিভ দাঁড় করাতে না পারে, তাহলে আগামী ১০ বছরে বিএনপি ভ্যানিশ হয়ে যাবে।
AI এর যুগে মানুষ কিছুদিন পর সবকিছু AI কে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নিবে, AI তথ্য কালেকশন করে বিভিন্ন ওয়েবসাইট থেকে, এইদিকে জামাআত খুবই এডভান্স, তারা তাদের ছোট বড় সব সামাজিক কাজকর্ম ওয়েবসাইটে সংরক্ষণ রাখে। তাই এইসব বিবেচনায় বিএনপিকে আরো স্মার্টলি কাজ করতে হবে, রাস্তাঘাটের উন্নয়ন যে কোন সরকার ই করে, কিছু ব্যতিক্রমী চিন্তা করতে হবে, যার দ্বারা সবাই বেনিফিটেড হবে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ৯:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি থেকে জামাত এগিয়ে কেবল বট বাহিনির গুণে । :)

২| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ১০:২৪

অপু তানভীর বলেছেন: এই পোস্ট স্টিকি করা হৌউক ! এই বছরের সেটা পোস্ট। :D


জামাত ক্ষমতা এলে শুধু বাংলাদেশ কেন পুরো দক্ষিণ এশিয়ার চেহারা বদলে যাবে। আমি তো বলি কেবল দক্ষিন এশিয়া কেন পুরো এশিয়া এবং আফ্রিকা এবং ইউরোপের চেহারাও বদলে যাবে। চারিদিকে খালি উন্নয়ন আর উন্নয়ন হবে। মানুষ তখন আমেরিকা থেকে বাংলাদেশের ইবনে সিনায় চিকিৎসা নিতে আসবে, ইউরোপ থেকে রেটিয়ায় কোচিং করতে আসবে ! :D

৩| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ১০:২৭

সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর লিখেছেন,পুরোপুরি বাস্তব

৪| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ৩:১১

শ্রাবণধারা বলেছেন: জামাত ক্ষমতায় এলে দেশে কেয়ামত হাসিল করে ফেলবে আর এটাই হবে তাদের সবচেয়ে বড় আবদান! :) :)

৫| ২৪ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৫৪

ইএম সেলিম আহমেদ বলেছেন: জামাআতের শক্তি ও সাফল্য তাদের কাজের মধ্যেই প্রমাণিত। রাজনৈতিক ক্ষমতার বাইরে থেকেও তারা ইবনে সিনার মতো মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যা দেশের হাজার হাজার মানুষকে সেবা দিচ্ছে। একইভাবে শিক্ষা খাতে রেটিনা, জেনেসিস-এর মতো প্রতিষ্ঠান তৈরি করে মেডিকেল ও উচ্চশিক্ষা ক্ষেত্রে বিপ্লব এনেছে। অন্যদিকে, বিএনপি এখনো এরকম কোনো ব্র্যান্ডেড, জনকল্যাণমূলক উদ্যোগে নেতৃত্ব দিতে পারেনি। রাজনীতি শুধু বক্তৃতা বা অতীতের ট্যাগে সীমাবদ্ধ থাকলে হবে না—মানুষ বাস্তব উন্নয়ন দেখতে চায়। বিএনপির উচিত জামাআতের মতো চিন্তাশীল, কার্যকরী ও জনমুখী উদ্যোগে মনোযোগী হওয়া, না হলে ভবিষ্যৎ রাজনীতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

৬| ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: জামাত একটি অভিশাপ।
জনামাতের জন্য একরাশ ঘৃণা।

৭| ২৫ শে জুলাই, ২০২৫ রাত ২:১৩

আষদফ বলেছেন: সবই ঠিক আছে। কিন্তু জামাতকে ক্ষমতায় মানায়না, মানাবেনা। তারা অপজিশন হিসেবে ঠিক। চিরস্থায়ী বন্ধোবস্ত করে জামাতকে ঐজায়গায় রাখা গেলে দেশ বদলে যাবে। ক্ষমতায় গেলে জামাত বেশি হিংস্র হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.