![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
আল্লাহ তায়ালার দৃষ্টি...
যিনি অন্ধকারের সৃষ্টিকর্তা তিনি আপনাকে দেখছেন
আলোর সৃষ্টিকর্তা যিনি তিনি আপনাকে দেখছেন
আকাশ ও জমিনের মালিক যিনি তিনি আপনাকে দেখছেন
জান্নাত ও জাহান্নামের মালিক যিনি তিনিও আপনাকে দেখছেন -
প্রতিটি মূহুর্তে দেখছেন...
এক সেকেন্ডের লক্ষ কোটি ভাগের এক ভাগের জন্যও তাঁর দৃষ্টির আড়াল আমরা হতে পারি না।
তবুও কি আমরা -
আল্লাহ তায়ালার দৃষ্টির ব্যাপারে সলজ্জ হবো না?
আল্লাহর সামনে হাজির হওয়ার ব্যপারে ভীত হবো না !?
তাঁকে স্মরণ করবো না ?
তাঁর আদেশ নিষেধ মেনে চলবো না ?
পরকালের জবাবদিহীতার ব্যপারে প্রস্তুতি নেবো না !!!
২| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: পরকাল নিয়ে আমি মোটেও চিন্তিত না।
৩| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৮
সুলাইমান হোসেন বলেছেন: অবস্যই প্রস্তুতি নিতে হবে
৪| ১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৬
নতুন মেসাইয়া বলেছেন:
আল্লাহ যে আপনাকে দেখছে, ইহা আপনাকে কে বলেছে, আপনি নিজে আবিস্কার করেছেন, নাকি কারো থেকে শুনেছেন?
পাখী আপনাকে দেখে পালিয়ে যায়, সাপ আপনাকে দেখলে পালিয়ে যায়; আল্লাহ আপনাকে দেখলে কি করে?
৫| ১৬ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
কার্জন বাবু বলেছেন: নিশ্চয়ই। নিজেকে মুসলমান দাবী করলে আল্লাহ্ পাঁক ভীতি শতভাগ প্রয়োজন। নইলে নামেই মুসলমান কাজে নয়।
৬| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৯:৩৫
কামাল১৮ বলেছেন: আল্লাহ কাল্পনিক একটা বিষয়।হাজার লোক হাজার রকম করে কল্পনা করে।বিভিন্ন ধর্মের আল্লা বিভিন্ন রকম।বিভিন্ন লোকের আল্লা বিভিন্ন রকম।একটার সাথে আরেকটার মিল নাই।
৭| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১০:১৬
সুলাইমান হোসেন বলেছেন: কিমিয়ায়ে সায়াদাত কিতাবে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন,যার যতটুকু যোগ্যতা এবং সহ্য ক্ষমতা আছে সে সেই পরিমানেই আল্লাহ তায়ালাকে দেখতে পাবে,এবং সেই পরিমানেই পরিতৃপ্ত হবে।
দুনিয়াতে দেখা যায়না কেন?
উত্তর:দুনিয়াতে সেইরকম চোখ দেওয়া হয়নি তাকে দেখার মতো।আমাদের এই চোখ এতই দুর্বল এবং সীমিত, সীমাবদ্ধ যে এই চোখ তাকে দেখার যোগ্যতা রাখেনা।দেখ!আমাদের এই চোখ দেয়ালের ওপাশে কি আছে তাও দেকতে পারেনা।
আরিফরা আল্লাহকে দেখেন কিভাবে?
উত্তর:আরিফরা বাহ্যিক চোখ দিয়ে দেখেননা। তারা অন্তরের দৃষ্টি দিয়ে দেখেন।যার অন্তরের দৃষ্টি যত প্রখর সে তত পরিষ্কার দেকতে পারে।
কোনো এক আরিফ বলেছেন,সম্ভবত বড়পীর আব্দুল কাদের জীলানী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন,আরিফরা দুনিয়াতে হৃদয়ের চোখে তাকে দেখে এবং আখিরাতে তারা বাহ্যিক চোখেই দেখবে।
৮| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৩১
বিজন রয় বলেছেন: তার অসীম ক্ষমতা।
৯| ১৭ ই আগস্ট, ২০২৫ ভোর ৬:৩৮
কামাল১৮ বলেছেন: @বিজন রয়,কার অসিম ক্ষমতা।আল্লার না ভগবানের।নাকি ট্রাম্পের।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: আল্লাহ তায়ালার দৃষ্টি..এটা ভুল । কুদরতি দৃষ্টি হবে।