নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য তথ্য জানতে ও জানাতে চাই

মোঃ ফরিদুল ইসলাম

জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।

মোঃ ফরিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমার আমি

২১ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫১

মানুষের প্রতি আগ্রহ কমাতে শিখেছি,
গুরুত্ব না পেলে গুরুত্ব না দিতে শিখেছি,
মুখের ওপর না বলতে শিখেছি,
কেউ ভালো না বাসলেও দুঃখ না পেতে শিখেছি,
কেউ অবহেলা করলে তাকে উপহাস করতে শিখেছি,
মিথ্যে বলছে জেনেও মিথ্যেটাকে
সত্যের মতো করে শুনতে শিখেছি,
কেউ অপমান করলে তার দরজায় কড়া না নাড়তে শিখেছি,
নিজের ভালো থাকার জন্য রোজ কত কি শিখছি।
এত কিছুর শেখার পর যখন কেউ অহংকারি বলে,
তাকেও পাত্তা না দিতে শিখেছি।
দিন কালের সাথে নিজেকে আপডেট করতে হয়,
নিজের মোড চেঞ্জ করতে হয়,
নিজেকে ভালোবাসাটাও শিখতে হয়,
নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়,
দিনশেষে সাবলম্বী হয়ে উঠতে।
কে কী ভাবল, কে কী বলল তার থেকেও বড়ো কথা
আমি ভালো আছি কিনা এটাও নিজেকে জিজ্ঞেস করতে হয়!
যদি উত্তরে "হ্যাঁ" আসে,
তাহলে যেমন আছেন তেমনই থাকুন,
যদি "না" আসে তা নাহলে
নিজেকে আপডেট করার জন্য উপরের কাজগুলো করুন।
একটি শান্তিপ্রিয় জীবন আপনার প্রাপ্য,
সেটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.