নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য তথ্য জানতে ও জানাতে চাই

মোঃ ফরিদুল ইসলাম

জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।

মোঃ ফরিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মা ও স্ত্রী

১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৭

পুরুষ লোকের দুইটা হৃদয় একটা তাহার স্ত্রী,
আরেকটা তার প্রাণের প্রিয় গর্ভধারিণী।
মা হারালে পুরুষ জাতি হারায় তাহার কোল,
স্ত্রী হারালে ঝরে পড়ে প্রেম বাগানের ফুল।
পুরুষ জাতির প্রাণ হলো তার মায়ের আদর স্নেহ,
বউয়ের প্রেম আর আদর সোহাগ সেই সে প্রাণের দেহ।
প্রাণ হারালে দেহের মাঝে পচন পোকা ধরে,
দেহের মাঝে আঘাত এলেও প্রাণ পাখি যায় মরে।
পুরুষ জাতির শান্তি সুখের ফুল হলো তার বৌ,
মা হলো সেই ফুলের বোটা মা হল তার মৌ।
সুখের বকুল যায় শুকিয়ে হারাইলে তার বধু,
মা হারালে বক্ষ ব্যথায় শুকায় ফুলের মধু।
স্ত্রী হারালে পুরুষজাতির চোখে নামে ঢল,
মা হারালে জ্বলে তাহার বক্ষে দাবানল।
বউ শাশুড়ির মাঝে কভু ঝগড়া যদি বাঁধে,
পুরুষ জাতি পড়ে যায় এক দুই মুখ ওয়ালা ফাঁদে।
না পারে সে সামনে যেতে পিছেও পারে না,
না পারে সে ছাড়তে বধু কিম্বা তাহার মা।
জীবনের এই কঠিন খেলার কঠিন ঠেলার ছোটে,
শক্ত সবল পুরুষটা ও ডুকরে কেঁদে ওঠে।
পুরুষ জাতির চোখে উঠা এই যে ব্যথার জল,
সবটা হল দুই রমণীর ঝগড়া করার ফল।
বউ শাশুড়ির ঝগড়া বিবাদ এমন শিল আর পাটা,
যাদের ঘষায় পুরুষ জাতি হয় রে বলির পাঁঠা।
অসহায় এই জাতির প্রতি মায়া যদি লাগে,
তাদের কথা ভেবো একটু ঝগড়া লাগার আগে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মা হারালে পুরুষ জাতি হারায় তাহার কোল,
স্ত্রী হারালে ঝরে পড়ে প্রেম বাগানের ফুল।

...........................................................................
যারা ৪ বা অধিক বিয়ে করে তাদের ক্ষেত্রে কি হবে ???
মা কি ৪টি পাওয়া যায় ?

২| ১১ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: হ্যা কবিতা পাঠ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.