নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য তথ্য জানতে ও জানাতে চাই

মোঃ ফরিদুল ইসলাম

জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।

মোঃ ফরিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

হে মানুষ

২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২১

হে মানুষ
জীবনকে নিঃশেষ করার আগে
একবার বরং পৃথিবীর দিকে তাকিও
শক্ত জমিন ভেদ করে,
কী প্রত্যয়েই না মাথা তোলে অঙ্কুরিত বীজ!
যে আকাশ ছিলো আদম হাওয়ার
ছিলো তোমার পূর্ববর্তী পিতৃপুরুষের মাথার পরে
কোন অভিযোগ ছাড়াই কোটি বছর টিকে আছে দেখো
ফল, শস্যভারে নুয়ে পরে গাছ
সূর্যের ঋণ, মাটির রসের দেনা শোধিতে পারে না
করে কী ভক্ষণ গাছ তার কোন এক কণা?
বিলায় ঔদার্যে পৃথিবীর প্রাণেরে
করেনি অভিযোগ কোনদিন বিধাতায়
অথচ তুমি বলো
কী পেলাম জীবনে আমার … !!!
তপ্ত জ্বরের ঘোরে প্রলাপ বকা রাতে
তোমার কপাল ছুঁয়ে যাওয়া হাতের কথা মনে আছে?
তোমার ঘুম নিশ্চিত করতে যার ঘুম হয়েছিল কোরবানি?
চেয়ে দেখ তোমার মায়ের মুখপানে
তার গা ঘেঁষে পাওয়া ও’মটুকু
এখনো তোমার শীতল হৃদয়কে উষ্ণ করতে যথেষ্ট
এর পর তুমি তোমার বাবার দিকে একবার তাকিও
ধরে নি উদরে তোমায় তা ঠিক
কিন্তু তোমার উদরের মুঠো মুঠো আহার্য্য
যোগানোর নিত্যকর্মের ক্লান্তি পাবে
তার ঘামে ভেজা জামায়
তার কানের পাশের চুলগুলোকে
সফেদ করেছে বয়স নয়
তোমার পরীক্ষা ফিসের চিন্তারা
কী করে ভূল সে বিধ্বস্ত অবসাদ?
তবুও বলবে মূল্যহীন জীবন তোমার?!
এবার না হয় নেমে পরো রাস্তায়,
দেখো ঠেলাওয়ালার ফুলে ওঠা গলার রগ
শ্রমিকের পেশী, শোনো মলমবিক্রেতার কথার চাতুর্য
যা গড়েছে পৃথিবী তাকে করো সম্মান
মনে রেখো, মসজিদের কোণে থালা পেতে বসে আছে
যে অন্ধ ভিক্ষুক একটি টুং শব্দের আশায়
তার প্রতি তোমার দায় আছে
দায় আছে পিতামহীর দোয়ার যা ছুঁয়েছে জীবন তোমার
তোমার গণ্ডদেশ, কপালে এখনো পাবে মামা ফুপুর চুমুর স্পর্শ
তোমার সকল ব্যর্থতা, লম্পটের লোলুপ জিহ্বা,
বিশ্বাসঘাতকের মায়াজালে বন্দী মুহুর্তের বিরুদ্ধে
যুদ্ধে নামুক তোমার শৈশব, কৈশরের স্মৃতিরা
এরপরও হেরে যেতে চাও?
এসো বস মুমূর্ষের শিয়রে
সকল অর্থের বিনিময়ে তারা জীবনই কিনতে চায় আবার, আরেকটি বার...।
জেনে রেখো, প্রতিটি সকাল নতুন সকাল
প্রতিটি গোধূলি খোলে নতুন অধ্যায় এক
তাতে মেঘের পরেই আবার সূর্য ঝলমলিয়ে হাসে।
থাম, পৃথিবীর পরে চোখ রেখে প্রভূর ঔদার্য দেখ
রংধনুতে চোখ রেখে হুররে বলার আশ্চর্য উপহার তোমার জীবন
যিনি শুরু করেছেন...
তাকেই না হয় দাও সমাপ্তির ভার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.