নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমার নজরুল গীতি সংগ্রহ

১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৪

প্রথম কোন্ গানটি শুনেছিলাম; কবে নজরুল গীতি শুনে তন্ময় হয়েছিলাম



প্রথম কবে, বা কোন্ বয়সে কোন্ নজরুল গীতিটি শুনেছিলাম মনে নেই। প্রাইমারি জীবনে রেডিওতে ঘোষণা শুনতাম 'এখন নজরুল গীতি শুনবেন, গেয়েছেন....' এটুকুই যথেষ্ট ছিল। কিন্তু তা কোনোদিন খেয়াল করে শুনেছি বলে মনে পড়ে না, বা শুনে থাকলেও গানের শ্রেণিবিভাগ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। ৭১ বা তদপরবর্তী সময়ে সন্ধ্যায় আমাদের পাড়ার ৭ ঘরের মধ্যে একটি মাত্র রেডিও ছিল (ঐ সময়ে সারা গাঁয়ে কোনো টিভি ছিল না)। সন্ধ্যায় প্রতিবেশীর ঘরে বা দুয়ারে খেজুর পাটি বিছিয়ে তার উপর ৭ ঘরের মানুষ গোল হয়ে বসতাম রেডিওর চারপাশে। প্রোগ্রাম জানা ছিল- প্রথমে একটা ধারাবাহিক নাটক, খুব মজা করে শুনতাম। এরপর অপেক্ষা করতাম কখন ফেরদৌসী রহমানের 'বাবু চ্যাঙড়া রে, গাছে চড়িয়া দুটি জলপাই পাড়িয়া দে' গান হবে। আব্দুল আলিমের গান আমরা তন্ময় হয়ে শুনতাম। গান বলতে তখন পাড়ায় পাড়ায় এঁদের গান ছিল ভালোলাগার তুঙ্গে। অন্য কোনো গান, বিশেষত 'আধুনিক গান'-এর ঘোষণা শোনা মাত্র রেডিও বন্ধ করে দেয়া হতো।



হাইস্কুল জীবনটা বেশ গান ও সঙ্গীতময় ছিল। আমাদের ক্লাসমেট, গত সেপ্টেম্বরে আর্জেন্টিনায় বাইক এ্যাক্সিডেন্টে নিহত জাহিদ ছিল আমাদের গানের ভাণ্ডার। ওর কাছেই প্রথম গানের ভাগগুলো বুঝতে শিখি- এ হলো ভারতীয় বাংলা, এটা পল্লীগীতি, নজরুল গীতি বা রবীন্দ্র সঙ্গীত, ইত্যাদি।



প্রতিবেশীর ঘরে সকালে ৯টার দিকে রেডিও ছাড়া হতো। একদিন ১০টার দিকে স্কুলে যাবো। ঐ ঘরের পাশ দিয়ে যেতেই শুনি অদ্ভুত সুন্দর একটা গান হচ্ছে রেডিওতে। এ গানটা এর আগে শুনি নি। 'এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাঁথা মালা।' একটি অদ্ভুত মিষ্টি কণ্ঠে কোনো এক নারী শিল্পী, যাঁর নাম আমার মনে নেই। ঐ সময়ে অবশ্য শিল্পী বলতে মনে হয় আব্দুল আলিম আর ফেরদৌসী রহমানকেই চিনতাম। আমি দাঁড়িয়ে তন্ময় হয়ে শুনলাম এ গানটা। এটার পর গাইল 'আমি যার নূপুরের ছন্দ, বেণুকার সুর।' অদ্ভুত! অদ্ভুত। এরপর আরো একটা চমৎকার গান গাইল, যদিও সে গানটার কথা আজ আর মনে নেই। এরপর কিছুদিন পর পর একই সময়ে ঐ তিনটা গান বাজতো রেডিওতে। আমি নিয়মিত ভাবে হানিফদের ঘরে গিয়ে বসতাম গান শুনবার জন্য।



হাইস্কুলে বিভিন্ন অনুষ্ঠানে নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত ইত্যাদি গাওয়া হতো। ততদিনে জয়পাড়া সিনেমা হলে গিয়ে ছবি দেখি। ছবির গানই বেশি ভালো লাগে। রেডিওতে ছবির ১৫ মিনিটের বিজ্ঞাপন, 'হ্যাঁ ভাই, আসিতেছে' শুনতাম খুব। আর শুনতাম ছায়াছন্দ। 'বিজ্ঞাপন তরঙ্গ'তে ছায়াছবির গান বেশি হতো।



একদিন হাইস্কুলের কোনো এক অনুষ্ঠানে এক আপু গাইল 'এনেছি আমার শত জনমের প্রেম' গানটা। আমি এতোই মুগ্ধ হলাম, মনে হলো রেডিওর চেয়ে আপুটার গান অনেক অনেক বেশি ভালো। আমি সব সময় আপুর কথা ভাবতে থাকি, আর গানটা গাইতে থাকি। খুব দুঃখ হতো, হায়, আপুটা আমার বোন হতো যদি- আমি ওর কোল জুড়ে বসে থাকতাম, আর ও এ গানটা অতিশয় দরদ দিয়ে গাইত। ভাবতে ভাবতে আমি কখনো কেঁদে ফেলতাম। এক সময় মনে হয়েছিল গানের চেয়ে একটা বড় বোনকেই আমি বেশি ভালোবাসি।



আপনারা কেউ কি মোহাম্মদ হান্নান বা মহম্মদ হান্নানের নাম শুনেছেন? এ লোকটার গান আমি পাগলের মতো খুঁজছি। যদ্দূর জানতে পেরেছি, তাঁর বাড়ি নোয়াখালি। আমার এক কলিগের সাথে আরো প্রায় বছর ১৫ আগে তাঁর ব্যাপারে আলাপকালে কলিগ বলেছিল সে এ শিল্পীকে চেনে।



রেডিওতে মোহাম্মদ হান্নানের পরপর ৩টি গান প্রচারিত হতো :

১) পরজমে যদি আসি এ ধরায়, ক্ষণিক বসন্ত যেন না ফুরায়

২) তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা

৩) যত ফুল তত ভুল কণ্টক জাগে

আমি গানটার প্রতি প্রচণ্ডরকম অনুরক্ত হয়েছিলাম। এ শিল্পীর গান ৩টি, এমনকি অন্য গানও কোথাও পাচ্ছি না।



শাওন রাতে যদি, মোরা আর জনমে হংসমিথুন ছিলাম, এখনো আকাশে চাঁদ, এরকম আরো কিছু গান তখন রক্তের সাথে মিশে গিয়েছিল। এরপর যে দুটি গান আমার পুরোটা জীবন জুড়ে দহন ও আনন্দ দান করেছে তা হলো :

১) যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে

২) আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়।



*

আমার সংগ্রহ



যে-কোনো গানই সংগ্রহে রাখার একটা অদম্য শখ আমার আছে। এ আমার নজরুল গীতি সংগ্রহ, যদিও পুরোটা এখানে আপলোড করা সম্ভব হয় নি। সবগুলো গানই মিডিয়াফায়ারে আপলোড করে রেখেছি। পিসি বা মোবাইল হার্ড ডিস্‌ক হঠাৎ নষ্ট হয়ে গেলেও মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করে নেয়া যাবে, এটাই হলো বড় সুবিধা।



এখানে যেসব গান দেয়া আছে, এগুলো বেশিরভাগই জনপ্রিয় সঙ্গীত। শিল্পীরাও নজরুল গীতির জন্য এ যুগের গুরু বা শীর্ষস্থানীয়। সবার গানই ভালো লাগে। তবে অজয় চক্রবর্তীর ধীর লয়ে গাওয়া গান গুলো আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। মানবেন্দ্র, অনুপ ঘোষাল, অনুপ জালোটা, সতীনাথ, মোহাম্মদ রফি, কাকে ছেড়ে কার কথা বলি? রুনা লায়লা এবং আবদুল হাদির নজরুল গীতি শুনতাম হাইস্কুল জীবনে রেডিওতে। রুনা লায়লার গান পেলাম ইন্টারনেটে।



এ সংগ্রহের গানগুলো আপনাদের ভালো লাগবে আশা করি।



বিভিন্ন শিল্পীর গান, যেগুলো সবচেয়ে বেশি শোনা হয়েছে



এ কূল ভাঙ্গে ও-কূলম গড়ে এ তো নদীর খেলা



আসে বসন্ত ফুলবনে



আধো আধো বোল



আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়



আজো মধুর বাঁশরি বাজে



আকাশে হেলান দিয়ে-হৈমন্তী



আকাশে হেলান দিয়ে-২



আকাশে আজ ছড়িয়ে দিলাম



আলগা করো গো খোঁপার বাঁধন - মোহাম্মদ রফি



আমার গানের মালা - অনুপ ঘোষাল



আমার যাবার সময় হলো



আমার কোন্‌ কূলে আজ - সাবিহা মাহবুব



আমার নয়নে নয়ন রাখি - ফাতেজা-তুজ জোহরা (প্রচলিত সুরে)



আমার নয়নে নয়ন রাখি - মানবেন্দ্র (ভিন্ন সুরে)



আমার সাম্পান যাত্রী - ধীরেন বসু



আমার সাম্পান যাত্রী - অনুপ ঘোষাল



আমায় নহে গো ভালোবাসো শুধু মোর গান - সতীনাথ



আমি চিরতরে দূরে চলে যাবো তবু তোমারে দেবো না ভুলিতে



আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর



অঞ্জলি লহ মোর সঙ্গীতে



বাগিচায় বুলবুলি তুই



ভোরের হাওয়ায় এলে



ভোরের হাওয়ায় এলে



বকুল চাঁপার বনে



বকুল চাঁপার বনে-২



বউ কথা কও



বউ কথা কও



ব্রজগোপী খেলে হরি



ব্রজগোপী খেলে হরী-২



বুলবুলি নীরব নার্গিস বনে



বুলবুলি নীরব নার্গিস বনে-২



বুলবুলি নীরব নার্গিস বনে-৩



চেয়ো না সুনয়না



চেয়ো না সুনয়না - মোহাম্মদ রফি



চিরদিন কাহারো সমান নাহি যায়



চৈতালি চাঁদনি রাতে



চোখ গেলো চোখ গেলো বলে ও পাখি রে - হেমন্ত



চোখ গেলো চোখ গেলো বলে ও পাখি রে - রাহাত আরা গীতি



চোখ গেলো চোখ গেলো বলে ও পাখিরে - ফাতেমা



চমকে চমকে ধীর ভীরু পায়



এখনো ওঠে নি চাঁদ



এনেছি আমার শত জনমের প্রেম - ফাতেমা



এমনি বরষা ছিল সেদিন



এতো জল ও কাজল চোখে পাষাণী আনলে বলো কে - আঙ্গুর বালা



এতো জল ও কাজল চোখে পাষাণী আনলে বলো কে - সতীনাথ



গাহো নাম অবিরাম



ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি



হলুদ গাঁদার ফুল - ফাতেমা



হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি - অনুরাধা



হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি - ২



হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলা আমি - ৩



যাবার বেলায় ফেলে



যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে এর সাথে দেখুন যে দুটো গান পুরোটা জীবন জুড়ে।



ঝিলের জলে কে ভাসালো



জনম জনম গেলো - ফেরদৌস আরা



কে বিদেশিনী



কেন কাঁদে পরাণ



কেউ ভোলে না কেউ ভোলে



খেলিছ এ বিশ্ব লয়ে - অনুপ জালোটা



খেলিছে জলদেবী



কতো না হাজার ফুল - সতীনাথ



কতোদিন দেখি নি তোমায় - ফিরোজা



লাইলী তোমার এসেছে ফিরিয়া - ফিরোজা



মধুর নূপুর ঝুমুর



মোমেরও পুতুল



মোর ঘুমঘোরে এলে মনোহর



মোর প্রিয়া হবে এসো রানি দেব খোঁপায় তারার ফুল



মোরা আর জনমে হংসমিথুন ছিলাম



নয়ন ভরা জল গো তোমার - শ্যামল মিত্র



নূরজাহান - শ্যামল মিত্র



অরুণ ক্লান্তি কে গো



পদ্মার ঢেউরে - ফিরোজা



পরদেশি মেঘ যাওরে ফিরে - ঝুমকা



প্রিয় এমনও রাত - অনুরাধা



প্রিয় যাই যাই বলো না



সাত ভাই চম্পা জাগোরে



শাওন রাতে যদি মনে পড়ে - মানবেন্দ্র



শাওন রাতে যদি মনে পড়ে-২



শুকনো পাতার নূপুর পায়ে - অনুরাধা



শুকনো পাতার নূপুর পায়ে - ইন্দ্রানী



তিমির বিদারি



তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা - অনুপ ঘোষাল



তোমার আঁখির মতো আকাশের দুটি তারা - হৈমন্তী শুক্লা



তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা - ঝুমকা



তুমি আমার সকাল বেলার পাখি



তুমি কি এখন দেখিছ স্বপন - ফিরোজা



তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা - ফাতেমা-তুজ জোহরা



তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা - ফিরোজা বেগম



তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা - মাধুরী



তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় - সতীনাথ



উচাটন মন - অজয় রায়



উচাটন মন



*

ফিরোজা বেগম



এই কি গো শেষ দান



আমার যাবার সময় হলো



আমায় নহে গো



আমি চিরতরে দূরে চলে যাবো



বলো প্রিয়তম বলো



চোখ গেলো



জনম জনম গেলো



কতোদিন দেখি নি তোমায়



লাইলী তোমার এসেছে ফিরিয়া



মোমেরও পুতুল



মোর ঘুমঘোরে এলে মনোহর



মোর প্রথম মনের



নয়ন ভরা জল গো তোমার



নূরজাহান



ওগো প্রিয় তব গান



পদ্মার ঢেউরে



প্রিয় এমনও রাত



শুকনো পাতার নূপুর পায়ে



তুমি কি এখন দেখিছি স্বপন



তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়



ফিরোজা বেগমের বাকি সবগুলো গান ভবিষ্যতে কোনো একদিন আপলোড করে দেব।



ফিরোজা বেগমের ২০টি গান



*

রুনা লায়লা



আমি সূর্যমুখী ফুলের মতো



ভুলিতে পারি না তাই



এ কূল ভাঙ্গে ও কূল গড়ে



এই সুন্দর ফুল এই সুন্দর ফল



গুলবাগিচার বুলবুলি আমি



জাগো জাগোরে মুসাফির



খেলিছে জলদেবী সুনীল সাগর জলে



নদীর নাম সই অঞ্জনা



নূরজাহান



ও মন রমজানের ঐ রোজার শেষে



রুমঝুম ঝুম ঝুম



সাত ভাই চম্পা জাগোরে



তোমার বিনা তারের গীতি



রুনা লায়লার ১৩টি গান একত্রে



*

অজয় চক্রবর্তী



আজও কাঁদে কাননে



আমার মনের গভীরে যেখানে



আমি ফুলকে যেদিন



ডাগর নয়নে



এখন অনেক রাত



গহন মায়ার



গুঞ্জন মঞ্জির পায়



যাহা কিছু মম



যারে হাত দিয়ে মালা



কালো ভ্রমর এলো গো আজ



কারে বা জানাই বলো



কে যে ডেকে যায়



কেন অন্তহীন



খোলো গো আঁখি



কূল ছেড়ে এসে



নিশি না ফুরাতে



পাখি কেন গাহে না



পরদেশি মেঘ



শূন্য এ বুকে পাখি মোর আয়



সুরেয় বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে



উচাটন মন ঘরে রয় না



অজয় চক্রবর্তীর ২১টি গান একত্রে



*

তানভীর আলম সজীব



আমি চিরতরে দূরে চলে যাবো



বধূ তোমার-আমার এই যে বিরহ



একি অসীম পিয়াসা



এলো বনান্তে



এলো বনান্তে-২



গাঙ্গে জোয়ার এলো



অরুণ ক্লান্তি



রুমঝুম রুমা ঝুমা



তেপান্তরের মাঠ



উচাটন মন



তানভীর আলম সজীবের ১০টি গান একত্রে



*

সতীনাথ



অতীত দিনের স্মৃতি কেউ ভোলে না কেউ ভোলে



বকুল চাপার বনে



আসে বসন্ত ফুলবনে



ঘুমিয়ে গেছে শান্ত হয়ে



আমার যাবার সময় হলো



আকাশে আজ ছড়িয়ে দিলাম



আমায় নহে গো



আমি চিরতরে দূরে চলে যাবো



বসিয়া বিজনে কেন



এতো জল ও-কাজল চোখে পাষাণী আনলে বলো কে



গভীর নিশীথে



হে মাধবী



যাও মেঘদূত



জনম জনম তব তরে



কে বিদেশিনী



মোর প্রিয়া হবে এসো রানি



রুমা ঝুমা ঝুমা ঝরে



শাওন রাতে যদি



তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়



রমজানের ঐ রোজার শেষে



সতীনাথের ১৯টি গান একত্রে



*

অনুপ ঘোষাল



আকাশে আজ ছড়িয়ে দিলাম



মধুর ঝুমুর নূপুর



আমার দেয়া ব্যথা



এ কূল ভাঙ্গে



আমার সাম্পান যাত্রী



আঁধারেরও এলোকেশ



আমার গানের মালা



বুলবুলি নীরব নার্গিস বনে



ঝিলের জলে কে ভাসালো



আমার কালো মেঘের



আমার শ্যামা মেয়ের কোলে



আমি যদি আরব হতাম



ভেসে আসে সুদূর স্মৃতি



চাঁদ হেরিছে চাঁদমুখ



গাঙ্গে জোয়ার এলো বলে



গঙ্গা সিন্ধুর



গোঠের রাখাল বলে



মেঘ মেদুর বরষা



মেঘে মেঘে অন্ধ অসীম



মনে পড়ে আজ সে কোন্‌



অঞ্জলি লহ



অন্তরে তুমি আছো



পাষাণের ভাঙ্গালে ঘুম



রুম ঝুম ঝুম ঝুম নূপুর



সাঁঝের পাখিরা ফিরিল



সাজিয়েছ যোগী



শ্মশানে জাগিছে শ্যামা



শূন্য এ বুকে পাখি মোর আয়



সন্ধ্যা মালতি যাবে



সকরুণ নয়নে



রাধা তুলসি প্রেম



নাই চিনিলে আমায়



ছল ছল নয়নে মোর



ভোর হলো ওঠো জাগো



অনুপ ঘোষালের ২৮টি গান একত্রে



*

অনুরাধা পাড়োয়াল



প্রিয় এমনও রাত যেন যায় না বৃথাই



অঞ্জলি লহ মোর সঙ্গীতে



হারানো হিয়ার নিকুঞ্জ পথে



প্রিয় যাই যাই বলো না



মোমেরও পুতুল মমীর দেশের মেয়ে নেচে যায়



চমকে চমকে ধীর ভীরু পায়



হলুদ গাঁদার ফুল



চুড়ির তালে নূড়ির মালা



শুকনো পাতার নূপুর পায়ে



এই রাঙ্গা মাটির পথে লো



মোর ঘুম ঘোরে এলে মনোহর



অনুরাধা পাড়োয়ালের ১১টি গান একত্রে



*

আশা ভোস্‌লে



দূর দ্বীপবাসিনী



হারানো হিয়ার নিকুঞ্জ পথে



ভরিয়া পরাণ শুনিতেছি



রুমঝুম রুমঝুম



গাঙ্গে জোয়ার এলো ফিরে



ভুলি কেমনে আজও যে মনে



পরজনমে দেখা হবে



আশা ভোস্‌লের ৭টি গান একত্রে



*

হৈমন্তী শুক্লা



আকাশে হেলান দিয়া



আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও কোন্‌ অমিয়



আমি দ্বার খুলে আর রাখিব না



বুলবুলি নীরব নার্গিস বনে



এসো চিরজনমের সাথী



খোলো খোলো গো দুয়ার



মালা গাঁথা শেষ না হতে



মম মধুর মিনতি শোনো



মোর প্রথম মনের মুকুল



পিঁউ পিঁউ বিরহী



প্রিয় যাই যাই বলো না



শোন্‌ লো বাঁশিতে ডাকে



সখী বলো বধূয়ারে



সন্ধ্যা গোধূলি লগনে



সন্ধ্যা মালতি যবে



তোমার আকাশে উঠেছিনু চাঁদ



তোমার আঁখির মতো



তরুণ অশান্ত কে বিরহী



হৈমন্তী শুক্লার ১৮টি গান একত্রে



*

ইন্দ্রানী সেন



ভোরের হাওয়ায় এলে



ভোর হলো দোর খোলো



তুমি আমার সকাল বেলার পাখি



ঐ রাঙ্গামাটির পথে লো



শুকনো পাতার নূপুর পায়ে



পথহারা পাখি



এখনো ওঠে নি চাঁদ



মোর না মিটিতে আশা



ইন্দ্রানী সেনের ৭টি গান একত্রে



*

মানবেন্দ্র



আধো আধো বোল



আমার নয়নে নয়ন রাখি



এসো প্রিয় আরো কাছে



এতো জল ও কাজল চোখে পাষাণী আনলে বলো কে



বাগিচায় বুলবুলি



বউ কথা কউ



গাহো নাম অবিরাম



যাবার বেলায় ফেলে



জানি আমার সাধনা



যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই



ঝুমকো লতার চিকন



কাছে আমার নাইবা এলে হে বিরহী



কেন কাঁদে পরাণ



মোর প্রিয়া হবে এসো রানি



নয়ন ভরা জল গো তোমার



সাত ভাই চম্পা জাগোরে



শাওন রাতে যদি



সন্ধা সে গোধূলি



তিমির বিদারি



মানবেন্দ্র'র ১৯টি গান একত্রে



*

মোহাম্মদ রফি



আজও মধুর বাঁশরি বাজে



আলগা করো গো খোঁপার বাঁধন



চেয়ো না সুনয়না



তোরা দেখে যা আমিনা মায়ের কোলে



ব্রজগোপী খেলে হরি



মোহাম্মদ রফির ৯টি গান একত্রে



*

ফেরদৌস আরা



আমার যাবার সময় হলো



আমার যাবার সময় হলো - ভিডিও



আমায় নহে গো



অঞ্জলি লহ



বেলি ফুল এনে দাও



বনের হরিণ আয়



জনম জনম গেলো



খোদা এই গরীবের



লাইলী তোমার এসেছে ফিরিয়া - ফেরদৌস আরা - ভিডিও



মধুকর মঞ্জর বাজে



মমতাজ মমতাজ তোমার তাজমহল - ভিডিও



ও কূল ভাঙ্গা নদী



পথহারা পাখি



শাওন রাতে যদি



সে চলে গেছে বলে



তুমি যদি রাখো হাতে



মম তনুর ময়ূর



কুহু কুহু কোয়েলিয়া - ভিডিও



ফেরদৌস আরার ১৮টি গান একত্রে



*******



বাকিগুলো ভবিষ্যতে সময় করে এখানে আপলোড করা হবে



*******

গান সংক্রান্ত আমার আরো কয়েকটি জিজ্ঞাসামূলক ও সাধারণ পোস্টের লিংক নিচে দেখুন



গান, ভিডিও ও ছবির উপর আমার পোস্টগুলো একত্র করলাম

৮ শে জুন, ২০১১ রাত ৯:৪



আমার নজরুল গীতি সংগ্রহ

১৩ ই মার্চ, ২০১২ রাত ১:৩৬



সিঁথির সাহার 'বৈঠা'র খোঁজে; অতঃপর আরো কিছু গান

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৪



ভুলে যাওয়া গান : বহু দিনের পিরিত; পথিক নবী ও তাঁর গান

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১৭



পপির দুটি চমৎকার গান : তুমি আছো বলে এবং চোখের আড়াল

১১ ই জুলাই, ২০১১ সকাল ৭:১৬



স্বর্ণযুগের বাংলাদেশি ছায়াছবির গান; একটি তালিকা যা আপনাকে আজ থেকে ৩০-৪০ বছর আগে নিয়ে যাবে

২৫ শে জুন, ২০১১ ভোর ৪:৪৮



স্বর্ণসঙ্গীত ফেইসবুক

২৫ জুন ২০১১



সিরাজ সাঁইয়ের চোখে নারী ও প্রেমসাধন : 'মনের মানুষ' ফেইসবুক

২৪ মে ২০১১



শরীর জাগে শরীরের নিয়মে : 'মনের মানুষ' ফেইসবুক

২৪ মে ২০১১



যেখানে সাঁইর বারামখানা : 'মনের মানুষ' ফেইসবুক

২৩ মে ২০১১



মনের মানুষ : গৌতম গোষের ছবি ফেইসবুক

২৩ মে ২০১১



লালন : তানভীর মোকাম্মেলের ছবি ফেইসবুক

১ জুন ২০১১



তানভীর মোকাম্মেল ও গৌতম ঘোষের ছবিতে লালন : কিছু খণ্ডচিত্র

০২ রা জুন, ২০১১ সন্ধ্যা ৭:১৩



মাগো তোর কান্না আমি সইতে পারি না ফেইসবুক

১৯ মার্চ ২০১১



এক নিমিষে : সায়েরা রেজা। ফেইসবুক ফ্রেন্ডদের প্রোফাইল পিকচার নিয়ে ভিডিও। ফেইসবুক

১ মার্চ ২০১১



সায়েরা রেজার কণ্ঠে শাহ আব্দুল করিমের গান : কেন পিরীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি সামহোয়্যারইন ব্লগের কয়েকজনের প্রোফাইল পিকচার নিয়ে ভিডিও

০১ লা মার্চ, ২০১১ রাত ১১:০৮



আপনাদের প্রোফাইক পিকচার ও কণার গান : একটি ফান মিউজিক ভিডিও :):):)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৬



লাফ দিয়ে স্বপ্নটা ধরতে : কণার গান। ফেইসবুক ফ্রেন্ডদের প্রোফাইল পিকচার নিয়ে বানানো ভিডিও। ফেইসবুক

৯ ফেব্রুয়ারি ২০১১



আমার মনের মানুষ কে রে !!!

২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪৬



মিলার গানে শাকিরা মডেল !!! ফেইসবুক

১৪ নভেম্বর ২০১০



La Isla Bonita by Alizee ফেইসবুক

১৯ সেপ্টেম্বর ২০১০



কয়েকটা গান খুঁজছি

২২ শে মে, ২০১০ সকাল ১০:২৯



এক বৈশাখে দেখা হয়েছিল

১৩ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৩



ভিডিও সম্পাদনা - কীভাবে ঘরে বসে এ্যামেচার এডিটর হবেন, আর হোম ভিডিও বানাবেন-২

২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৪



ভিডিও সম্পাদনা - কীভাবে ঘরে বসে এ্যামেচার এডিটর হবেন, আর হোম ভিডিও বানাবেন-১

১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩১



সিঁথি সাহার গাওয়া একটি গান - বৈঠা নে তোর মনমাঝি নাইয়া

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৯



সিঁথি ও আনানের গান

১১ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১



সিঁথি সাহার কণ্ঠে নূরী পাগলার গান : মনমাঝি নাইয়া ফেইসবুক

16 September 2010 at 02:11



সিঁথি সাহার কণ্ঠে নূরী পাগলার গান : মনমাঝি নাইয়া

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩২



ভার্চুয়াল সুন্দরীরা

০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯



ভার্চুয়াল সুন্দরীরা

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০



বেঁধেছি বীণা গান শোনাবো

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫১



একটা ভিডিও গান

১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৩



এই গানগুলো খুঁজছি, কেউ লিংক দেবেন প্লিজ?

১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪০



সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে

১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৮



আমার সোনার ময়না পাখি

০৯ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৩



সাত ভাই চম্পা জাগোরে

০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫০



কে এই সুন্দরী ব্লগার? :):):):):):)

০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৫



তুমি সুন্দর তাই চেয়ে থাকি :):):):):)

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৩



দুটি গানের ভিডিও, যেখানে ৫০০-৭০০ জন ব্লগার সুপার মডেল হয়েছেন :):):)

২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৫



গান নিয়ে হযবরল

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৩



তোমার ভাঁজ খোলো, আনন্দ দেখাও - ভিডিও গান

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৯



একটা গানের ভিডিও, যেখানে সামহোয়ারইনব্লগের ৫০০'রও বেশি ব্লগার সুপার মডেল হয়েছেন :):):)

২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৪



মুজিব পরদেশীর গান

১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৪



কিছু গানের লিংক চাই

১৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৯



যাঁরা 'পথের পাঁচালী' ছবির কথা ভুলতে পারছেন না

১৩ ই জুলাই, ২০০৯ রাত ১২:২১



যাঁরা 'পথের পাঁচালী' ছবির কথা ভুলতে পারছেন না ফেইসবুক

12 September 2010 at 05:42



স্বর্ণসঙ্গীত

১১ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪৯



কী হবে, জীবনে তোমায় যদি পেলাম না

১০ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৮



ঐশী আর সাইফের ছড়া এবং ভুলে যাওয়া গান : বহু দিনের পীরিত

০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪৫



অহনাকে যে গানটি অহরহ শোনাতাম

০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩০



অহনাকে যে গানটি অহরহ শোনাতাম ফেইসবুক

10 December 2010 at 03:31



তুমি শুনিতে চেয়ো না

২৩ শে জুন, ২০০৯ রাত ১১:৪১



এক পায়ে নূপুর আমার অন্য পা খালি

২০ শে জুন, ২০০৯ রাত ১:৫৮



বিচ্ছেদের অনলে

২০ শে জুন, ২০০৯ রাত ১১:৪৫



যে দুটি গান পুরোটা জীবন জুড়ে

১৮ ই জুন, ২০০৯ রাত ১১:১৬



ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায়

১৬ ই জুন, ২০০৯ রাত ১১:০৬



সাবিনা ইয়াসমিনের গাওয়া একটা গানের গীতিকার ও সুরকারের নাম জানতে চাই

৩০ শে মে, ২০০৯ বিকাল ৫:০৯



জীবনে সর্বপ্রথম যে গানটি শুনেছিলাম

০৭ ই মে, ২০০৯ সকাল ১০:৫৭



জীবনে সর্বপ্রথম যে গানটি শুনেছিলাম ফেইসবুক

01 December 2010 at 01:28



ভুলে যাওয়া গান : বহু দিনের পিরিত

০১ লা মে, ২০০৯ দুপুর ২:৪৩



একটি ভাবের গান - দয়াল তোমারও লাগিয়া : কে এর সুরকার, শিল্পী ও লেখক?

০১ লা মে, ২০০৯ রাত ৯:২২



তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

২৬ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.