নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

Happy Birthday to Me

৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৪

গতরাতে ঘুমিয়েছি ৩-৩০টায়। তার আগে কিছু সৎকর্ম করেছি:):) ৫ জুলাইয়ে 'আক্কেল আলীর নির্বাচন' নামে একটি বাংলা ছবি দেখা শুরু করেছিলাম। গতরাতে ১টার দিকে এটা শেষ করলাম। ভালোই। এরপর 'দ্য প্রিন্‌স অফ পার্শিয়া' দেখলাম, আর আগে দেখা Quantum of Solace আরেকবার স্ক্যান করলাম। কারণ, জেম্‌স বন্‌ডের Gemma Arterton দ্য প্রিন্‌স অফ পার্শিয়ায় আলামতের প্রিন্‌সেস। সকাল ৬টায় ৪ রুমমেট মিলে মাছের বাজার করতে যাওয়ার কথা। আমি সাড়ে ৫টায় এ্যালার্ম দিয়ে গর্ব করে বললাম, তোমাদেরকে ভোরে আমিই ডেকে উঠাবো। কিন্তু হায়, ওদের হৈচৈ-এ আমার ঘুম ভাঙলে দেখি ওরা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, ঘড়িতে বাজে ৬টা-১০। আমার এ্যালার্ম বিট্রে করেছে।



চোখ জ্বলছিল কম ঘুমের জন্য। বাজার করলাম সকালে দু ধাপে। প্রথমে মাছ কিনে এনে ফ্রিজে রাখলাম, ৪জনে মিলে পরোটা ভাজলাম। পরোটা ভাজায় জীবনে প্রথমবারের মতো হাতেখড়ি- গেরস্থালির কিছুই বুঝি না বলে বউ জীবনে খোটা দিতে দিতে বুক ঝাঁজরা করে ফেলেছে, আমি গায়েও মাখি নি। আজ হাড়ে হাড়ে ঘাম ঝরছে:(:(:(



নাশতা করে গেলাম সব্জির বাজারে। সব্জি কিনে এনে কিছুক্ষণ ব্রাউজিং করেই চোখের যন্ত্রণায় টিকতে না পেরে রুমে ঢুকে শুয়ে পড়লাম।



ফারুকের ডাকে ঘুম ভাঙলো- লাঞ্চ রেডি। একত্রে খেতে হবে। হুড়মুড় করে উঠে হাতমুখ ধুয়ে টেবিলে এসে দেখি ফারুক আর পঙ্কজ বসে গেছে, জাকারিয়া গোসল করছে। মনে মনে আফসোস করি- এখন না খেয়ে আরও ঘণ্টা তিনেক ঘুমিয়ে নেয়াই ভালো ছিল। মোবাইলে ইতোমধ্যে বউয়ের একটা মিস্‌ডকল আবিষ্কার করি। এরমধ্যে জাকারিয়া এসে খেতে বসেছে, আমাদের শেষ হয়ে গেছে। হঠাৎ জাকারিয়া বলে- হ্যাপি বার্থডে টু ইয়্যু!! আমি আশ্চর্য হয়ে ঘড়ির দিকে তাকাই- আজ ৩১ জুলাই। জাকারিয়া আবার বলে- হ্যাপি বার্থডে টু ইয়্যু। আমি বলি- জানলে কী করে। ও বলে- জেনেছি কোনো একভাবে। তখন মনে পড়লো- উইশ করার জন্যই বউ কল করেছিল। তড়িঘড়ি নেটে বসি। বাসায় ফোন করি। পাইলট ধরে। সে গীটার বাজচ্ছিল। দু চার কথা হয়। এরপর স্ত্রীর সাথে। তার পিঠে ব্যথা- অনেক দিনের পুরনো, দাঁতেও ব্যথা, এটাও পুরনো। সকালে ডাক্তার দেখিয়েছে। সময় করে নিয়মিত ওষুধ খেতে বলি। বাসায় থাকলে আমিই তার ওষুধের টাইমিং মনে করিয়ে দিতাম। বাসায় না থাকলে ওষুধ থাকবে ওষুধের জায়গায়, তার অসুখ গজাতে থাকবে আপন স্বভাবে।



আমার জন্মদিন কোনোদিন মনে রাখা হয় না, যাপনেরও তাই তাগাদা নেই। গতবছর বউ মনে রেখেছিল। এর বছর কয়েক আগেও আরেকবার সবাই আমাকে সার্প্রাইজ দিয়েছিল। আজ জাকারিয়া সে কাজটি করলো।



জাকারিয়াকে ধন্যবাদ। আর অন্তত নিজেকে নিজেই একবার উইশ করে দেখি- হ্যাপি বার্থডে টু মি।



আমার জন্মদিনের সঠিক ইতিহাস আমার জানা নেই। এ ব্যাপারে গতবছরের লেখাটার লিংক এখানে দিলাম- জাকারিয়ার জন্য।



ওহ্‌হো, আরেকজনের নাম না বললে বিরাট অবিচার করা হয়। এখানে ১০ নম্বর কমেন্ট। তিনিই প্রথম কিছুদিন আগে একটা বিলেটেড উইশ প্রদান করেছেন। শায়মা হক। তাঁর প্রতি আমার কৃতজ্ঞতা।



সবাই ভালো থাকুন।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:০৮

কোজাগরী চাঁদ বলেছেন: হ্যাপী বার্থডে!

৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনি জাকারিয়ার পর ২য় ব্যক্তি- যিনি উইশ করলেন।

২| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৪

চতুষ্কোণ বলেছেন: শুভ জন্মদিন! :)

৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চতুষ্কোণ।

৩| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৫

হাম্বা বলেছেন: আপনার মৃত্য শান্তিময় হোক সেই প্রত্যাশায়

হ্যাপী বার্থডে!

৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বাভাবিক মৃত্যুতো আজকাল সবচেয়ে বড় ব্লেসিং আল্লাহ্‌র। অসংখ্য ধন্যবাদ।

৪| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৫

মিরাজ is বলেছেন: শুভ জন্মদিন ............

৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিরাজ।

৫| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৬

ডান্ডা মারি ঠান্ডা করি বলেছেন: হ্যাপী বার্থডে টু য়ু ! আমি কি তৃতীয় ব্যাক্তি???!

৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ। তাতে কী যায় আসে আর? ভালো থাকুন।

৬| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩০

দুখী মানব বলেছেন: শুভ জন্মদিন

৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দুখী মানব।

৭| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

স্তব্ধতা' বলেছেন: শুভ জন্মদিন।

৩১ শে জুলাই, ২০১০ রাত ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৭

হোদল রাজা বলেছেন: শুভ বাড্ডে বা হেপ্পি জন্মদিন!

অনেক অনেক ভালো থেকেন!




** তা কেক-কোক?

৩১ শে জুলাই, ২০১০ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ। কেক-কোক আপাতত ভার্চুয়ালি পাঠিয়ে দিলাম। অন ভিইক্‌ল ফলোইং:)

৯| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৯

সায়েম মুন বলেছেন: শুভ জন্মদিন!! সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।

৩১ শে জুলাই, ২০১০ রাত ১০:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সায়েম মুন।

১০| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৫

অন্ধ আগন্তুক বলেছেন: শুভ জন্মদিন

৩১ শে জুলাই, ২০১০ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অন্ধ আগন্তুক।

১১| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

১২৩৪ বলেছেন: শুভ জন্মদিন :) :) :)

৩১ শে জুলাই, ২০১০ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ৩১ শে জুলাই, ২০১০ রাত ৯:৩৯

শায়মা বলেছেন: হ্যাপী বার্থডে ভাইয়া।

আমি ফার্স্ট।

৩১ শে জুলাই, ২০১০ রাত ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আপনিই ফার্স্ট। উপরে কি এ্যাকনলেজ করেছি?:):)

১৩| ৩১ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৮

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

হ্যাপী বার্থ ডে টু ইউ !

৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আবদুর রাজ্জাক শিপন।

১৪| ০১ লা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।

০১ লা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভেচ্ছা চিরসজীব। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.