|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
লোকটা আয়নার দিকে তাকিয়েই চমকে উঠলো।
যৌবন প্রাপ্তির পর একদা সে ঘর-সংসার, দারাপুত্রপরিবার ছেড়ে সন্ন্যাসব্রতে বেরিয়ে পড়েছিল। তারপর উদ্দেশ্যহীনভাবে চলতে চলতে পথের প্রান্তে এক পাহাড়ের পাদদেশে গিয়ে থেমেছিল। তখন আকাশে গনগনে রৌদ্র। নিভৃত গুহায় ক্লান্তি নিবারণে সে ঘুমিয়ে পড়েছিল। 
এভাবে সে কত যুগ, কত শত বছর ঘুমিয়ে ছিল, সে জানে না। যখন ঘুম ভাঙলো, শরীরের লোম ও মাথার চুল অতিশয় দীর্ঘ, গায়ের চামড়া বিকট ও খসখসে বাকলের মতো দেখতে পেলো। ঘুমের জড়তা কাটিয়ে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। সূর্য নেমে গেছে। সে রুদ্ধশ্বাসে বাড়ির ঠিকানায় ছুটতে থাকলো। 
চলতে চলতে, চলতে চলতে আড়িয়াল বিলের পূর্ব তীরে এসে সে দাঁড়ায়। উদাস চোখে পশ্চিমে তাকিয়ে তার নিজ গ্রাম, জন্মভূমি সুবর্ণছায়াকে খুঁজতে থাকে।
‘কোথায় আমার সুবর্ণছায়া?’ 
সেই কুঁড়েঘর নেই, তাঁজা খাল মরে গেছে, আড়িয়াল বিলের ভরন্ত বুকে শুকনো চর জেগে উঠেছে। সারি সারি দালানকোঠার নীচে বৃক্ষলতারা হারিয়ে গেছে।
সে দৌড়ে চলে। রুদ্ধশ্বাসে দৌড়ে চলে।
‘এই কি সুবর্ণছায়া? এই কি আমার প্রিয় জন্মভূমি সুবর্ণছায়া?’ যাকেই সামনে পায়, ছুটে গিয়ে এ কথা শুধায়। গ্রামের মানুষ এই উদ্ভট, জঙ্গলময় পথিকের প্রশ্ন বুঝতে পারে না। 
‘আমার গ্রাম। আমার জন্মভূমি। জন্মের পর আমি পাক্কা ৩০টি বছর এ গ্রামে কাটিয়েছিলাম। এই কি সুবর্ণছায়া নয়?’ কেউ তার ভাষা বোঝে না, ইশারার মানে বুঝতে পারে না। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে, সে কেবল অজানা এক ভাষায় কী যেন অনর্গল বলে চলে। কেউ কেউ হাসে- আজব মানুষটা কোথা থেকে এলো?
গ্রামের পর গ্রাম সে ছুটে চলে। কে তার গ্রামের সন্ধান জানে? কে তার ভাষা বোঝে? কেউ না। সে তার নিজের নাম মনে করতে চেষ্টা করে। না, মনে নেই। পুত্রকন্যা, জায়া-জননীর নাম মনে করতে চেষ্টা করে। স্মৃতি থেকে সব ধুয়েমুছে সাফ হয়ে গেছে। যতদূর পারা যায়, নিবিষ্ট মনে স্মৃতি খুঁড়তে খুঁড়তে হঠাৎ সে পুলকিত হয়ে ওঠে। এই তো পেয়েছি- শেখ আব্বাস আলী। শেখ আব্বাস আলী জমিদার। অতি কষ্টে দাদার নামটি তার মনে পড়ে যায়। সুবর্ণছায়ার দাপুটে জমিদার ছিলেন। গ্রামের নামটা কীভাবে যেন তার স্মৃতিতে আটকে ছিল। গ্রামের খোঁজে, দাদার খোঁজে সে হন্যে হয়ে ছোটে। 
‘আব্বাস জমিদারকে তোমরা চিনো না? আমি তাঁর নাতি। আমাকে তার বাড়িতে নিয়ে চলো।’
আব্বাস জমিদারের নাম এ গাঁয়ের মানুষ কোনোদিনই শোনে নি। সে তন্ন তন্ন করে সুবর্ণছায়াকে খুঁজতে থাকে, আর খুঁজতে থাকে তার পূর্বপুরুষ আব্বাস জমিদারের বংশলতিকা। কোথাও কেউ নেই, কিছু নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে সবকিছু।
বিরান চকের মাঝখানে অনেক বছরের পুরোনো একটা বটবৃক্ষের তলায় গিয়ে সে আছাড় খেয়ে পড়ে যায়। তার বুকভরা তৃষ্ণা। ছাতি ফেটে যাচ্ছে। সামনে একটা কুয়ো দেখে সেদিকে এগিয়ে যায়। উপুড় হয়ে টলটলে পানিতে আঁজলা ফেলতেই সে চিৎকার দিয়ে ওঠে- পানির ভিতরে আয়না, আর সেই আয়নার ভিতরে যার ছবি ভেসে উঠলো সে এক অচেনা মানুষ- তাকে সে চিনে না, কস্মিনকালেও দেখে নি। 
‘পাগল!’ গম্ভীর কণ্ঠে বটবৃক্ষ বলে ওঠে। পাগল চমকে এদিক-ওদিক তাকিয়ে শব্দের উৎস খোঁজে। 
‘তোর সুবর্ণছায়া ডুবে গেছে। আজ থেকে ১৪শ বছর আগে, পদ্মার গহিনে। তার সাক্ষ্য নিয়ে আজও আমি বেঁচে আছি।’
পাগল হতাশায় নিমজ্জিত হয়। এই সেদিন সুবর্ণছায়ার পথে পথে সে ঘুরে বেড়িয়েছে, খালে-ডোবায় সাঁতার কেটেছে। তারপর পাহাড়ের গুহায় কিছুদিন নিদ্রায় কাটিয়েছিল। এরই মধ্যে ১৪শ বছর কেটে গেলো!
হায় জীবন, হায় বয়স, হায় মহাকাল- তোমার গর্ভে ডুবে গেলো উজ্জ্বল সুবর্ণছায়া, আর তার আব্বাস জমিদার!
নরম নরম পাতা ফেলে ১৪শ বছরের অশীতিপর বটগাছ পাগলের শরীরে পরশ বুলিয়ে দিতে থাকে। পাগল ঘুমিয়ে পড়ে বয়সের ভারে, মহাকালে যার কোনো সঞ্চয় কিংবা চিহ্ন থাকে না।    
৭ আগস্ট ২০১৪
 ৭৫ টি
    	৭৫ টি    	 +১৪/-০
    	+১৪/-০  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:২২
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভাঙ্গা ডানার পাখি। শুভেচ্ছা।
২|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৩৫
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৩৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লেগেছে ভাইয়া! আপনার এই লেখাগুলো খুব ভালো লাগছে!
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৪২
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাদিদ ভাই। আপনাদের ভালোলাগাই আমাকে লিখতে উৎসাহিত করছে। ভালো থাকবেন।
৩|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৪২
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৪২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দারুণ আরো একটা লেখা প্রিয় সোনাবীজ ভাই ...
অনলাইনে ছিলামনা কদিন , জানিনা কি কি মিস করে ফেললাম ...! 
 
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৪৬
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   অনেক ধন্যবাদ মুনতাসির নাসিফ ভাই। ইদের সময় আমিও নেটে ছিলাম না। আমিও মিস করেছি অনেক কিছু।
ভালো থাকবেন।
৪|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৪৩
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হয়েছে কবি।সাইজেও মাশাআল্লাহ বেশি বড় হয়নি।পড়ে আরাম পাওয়া গেল ।
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৪৭
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  সাইজের কথা শুনে হাসতেই আছি, হাসতেই আছি। এখন থেকে আপনি আর সায়েম মুনের কথা মাথায় রেখে পোস্টের সাইজ ঠিক করবো ভাবছি 
যাই হোক, পাঠের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
৫|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৫০
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:৫০
অপ্সরা বলেছেন: ভেবেছিলাম ভাওয়াল সন্যাসীর গল্প বলবে ভাইয়া।
আমারও খুব সন্যাসী হবার ইচ্ছা!!!
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:২২
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  ছোটোবেলায় ক্লাস সিক্সে দ্রুতপঠন বইয়ে একটা ছোটোগল্প পড়েছিলাম। গল্পের নাম মনে নেই, সম্ভবত ‘বৈরাগী’ ছিল। সেখানে একটা বিখ্যাত উক্তি ছিল- ‘সংসার-বিরাগী হতে গিয়ে সংসারী হয়ে পড়লাম।’ এখন বুঝতে পারি, ঐ গল্পটা ক্লাস সিক্সের ছাত্রদের জন্য কত দুরূহ ছিল। 
‘বৈরাগ্য সাধনে’ এই মন বার বার মুক্তি খোঁজে। স্ত্রীপুত্রকন্যাদের প্রিয় মুখ পেছনে ফেলে ছুটে চলে গুহার সন্ধানে। কিন্তু গুহাতে তার মুক্তি মেলে না। তার সংসার তাকে ক্রমশ ঘরে টানে। নিরন্তর ছটফটানির পর যেদিন সে ঘরে ফেরে, হতাশ হয়ে দেখে- সব নিশ্চিহ্ন হয়ে গেছে।
আমিও মনে মনে বহুবার সন্ন্যাসে গিয়েছি, মনে মনেই নিঃস্ব হয়ে ক্রন্দন করেছি, তারপর চোখ খুলে দেখেছি- ঘরের ভিতর একঝাঁক পাখির কলকাকলিতে আমার সংসার ঝলমল করছে।
ভালো থাকুন আপু। আর চলুন, কবির কাছেই ফিরে যাই,
‘বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়।’
৬|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ২:৪৫
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ২:৪৫
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার। খুব ভালো লাগল।
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:২৪
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক। শুভেচ্ছা নিন।
৭|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ৩:০৫
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ৩:০৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
ভাল লাগল খুব ভাইয়া। 
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:২৪
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি ভাই। শুভেচ্ছা।
৮|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ৩:১৮
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ৩:১৮
শান্তির দেবদূত বলেছেন: ইন্টারেস্টীং লেখা! অনেকক্ষণ ভাবলাম গল্পের থিমটা নিয়ে, আরও ভাবতে হবে। ১৪শ বছরের বিষয়টা কি? এটা এক হাজার বা দুই হাজার নয় কেন?
সম্পূর্ণ পাঠোদ্ধার না করতে পারলেও পড়ে আরাম পেয়েছি। শুভেচ্ছা রইল।
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:৪৪
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  আপনার মতো ক্লাসিক রাইটার যখন আমার গল্পের থিম নিয়ে ভাবে, তখন আমার খুব ভালো লাগে আর গর্ব বোধ করি। আমার এ ছোট্ট গল্পটার পেছনে আপনি এতো সময় দিলেন, এটা আমার অনেক বড় প্রাপ্তি, প্রিয় সাইফুল ভাই। 
গল্পের পুরোটাই একটা রূপক হিসাবে ধরে নিলে ভালো হয়। নীচে ১৩ নম্বর কমেন্টে ব্লগার নিরীহ বালক০০৮ বলেছেন: সময়ের সাথে সাথে সব কিছু বদলে যাচ্ছে। ১৪ না ১০০ বছর হলেও বর্তমানের কিছুই পাগলা চিনবে না। আমার মনে হয়, ব্লগার নিরীহ বালক পুরোটাই বলে ফেলেছেন।
সময় খুব দ্রুত ধাবমান। দ্রুত পালটে যাচ্ছে প্রকৃতি, পরিবেশ ও মানুষ। মহাকালের হিসাবে একশ, দুইশ, ১৪শ কোনো সময়ই না। কিন্তু আপনি ভেবে দেখুন, আজ থেকে মাত্র ৫০ বছর আগে আপনার পরিবারে যাঁরা বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, কালেভদ্রে তাঁদের নাম আপনারা উচ্চারণ করে থাকেন। আপনার দাদার নাম আপনি জানেন, কিন্তু আপনার দাদার দাদার নামটি কি আপনি জানেন? মাত্র তো ৪/৫টি জেনারেশন, হয়তো ৩-৪ শ বছরের ইতিহাস- এই অল্প সময়ের ইতিহাসই আমাদের স্মৃতি থেকে মুছে গেছে। বিশ্ববিজয়ী আলেকজান্ডারের নাম আমরা ভুলি নি, কিন্তু তাঁর আগে বা পরে তাঁর চেয়েও ক্ষমতাশীল সম্রাট বা শাসকদের অস্তিত্ব হয়তো পৃথিবীতে ছিল, যার ইতিহাস মহাকালের গর্ভে ডুবে গেছে। মানুষ যত কীর্তিবানই হোক না কেন, তাঁকে কালান্তরে পৌঁছে নেবার জন্য মহাকালের কোনো দায় নেই।
সংক্ষেপে এই হলো থিম। আসলে লেখাটায় গল্পের চেয়ে কাব্যিক যাত্রার আধিক্য রয়েছে। ব্যাখ্যা করলে পাঠকের চিন্তাধারা বাধাগ্রস্ত বা সীমিত হয়ে পড়তে পারে, সেই আশঙ্কাও মনের মধ্যে কাজ করছে। উপরে অপ্সরার কমেন্টে যা বলেছি, তাও এই থিমের মধ্যে যুক্ত করতে হবে।
১৪শ বছর কোনো স্পেসিফিক ফিগার না, আবার এনটায়ারলি At random-ও নেয়া হয় নি। বাংলা বা হিজরি সনের সাথেই আগে আমাদের বেশি সম্পৃক্ততা ছিল। সেজন্য ১৪শ হিজরি বা ১৪শ বাংলা সন থেকে ১৪শ বছর কথাটা নেয়া হয়েছে।
ভালো থাকবেন প্রিয় সাইফুল ভাই। শুভেচ্ছা। 
৯|  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ৭:৩৯
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ৭:৩৯
আজমান আন্দালিব বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: ইন্টারেস্টীং লেখা! অনেকক্ষণ ভাবলাম গল্পের থিমটা নিয়ে, আরও ভাবতে হবে। ১৪শ বছরের বিষয়টা কি? এটা এক হাজার বা দুই হাজার নয় কেন?
সম্পূর্ণ পাঠোদ্ধার না করতে পারলেও পড়ে আরাম পেয়েছি। শুভেচ্ছা রইল।
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:১১
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   অনেক অনেকদিন পর আজমান আন্দালিব ভাইয়ের সাথে দেখা হলো। আছেন কেমন? 
আচ্ছা, এ গল্পের ব্যাপারে অপ্সরা আর শান্তির দেবদূত ভাইকে যা বলেছি, আপনার জন্যও সেটাই থাকলো 
ভালো থাকবেন।
১০|  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ৭:৫৩
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ৭:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:  ভালো লিখেছেন। শান্তির দেবদূতের মতো আমারও ১৪শ বছরের বিষয়টা কেন জানতে ইচ্ছা করছে। 
 ধন্যবাদ, লেখক। 
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:১৪
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   ১৪শ বছরের ব্যাপারটা শান্তির দেবদূত ভাইয়ের কমেন্টে বলেছি। আশা করি এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।
ধন্যবাদ আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই।
১১|  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ৮:২৫
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ৮:২৫
জাহাঙ্গীর.আলম বলেছেন: 
চমৎকার ৷ 
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:১৫
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাই। শুভেচ্ছা।
১২|  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ৯:৪৬
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ৯:৪৬
সুমন কর বলেছেন: হায় জীবন, হায় বয়স, হায় মহাকাল- তোমার গর্ভে ডুবে গেলো উজ্জ্বল সুবর্ণছায়া, আর তার আব্বাস জমিদার! 
আপনার এ সব গল্পকণিকাসমূহ খুব ভাল লাগছে। 
ছোট হলে কি হবে, চিন্তার যথেষ্ট খোড়াক আছে !!
সাথে আছি।
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:১৭
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  গল্পের খুব গুরুত্বপূর্ণ অংশটি কোট করেছেন দেখে ভালো লাগছে।
ধন্যবাদ সুমন ভাই, সাথে থাকার জন্য।
১৩|  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ৯:৫৪
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ৯:৫৪
নিরীহ বালক০০৮ বলেছেন: সময়ের সাথে সাথে সব কিছু বদলে যাচ্ছে।১৪ না ১০০ বছর হলেও বর্তমানের কিছুই পাগলা চিনবে না।
ভালো লিখেছেন।
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:১৮
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ নিরীহ বালক। গল্পের মূলভাবটা এক লাইনেই তুলে ধরেছেন। শুভেচ্ছা।
১৪|  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:০৪
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:০৪
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
সহমত
@ অপ্ সরা
@ শান্তির দেবদূত 
খুব সিনেমাটিক মনে হল ! ++ 
কেমন আছেন সোনা ভাই, অনেক দিন কথা হয় না !! 
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:২০
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   ভালো আছি। ইদের সময়টাতে গ্যাপ পড়ে গেছে। আশা করি এ গ্যাপ শীঘ্র পূরণ হয়ে যাবে।
ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা।
১৫|  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:২৬
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: 
সব কিছু ডুবে যায়
নিরুদ্দেশ অতলে,
জেগে থাকে কেবল সময়?
কেউ কিছু মনে রাখে না, 
পারে না, মহাকালের আঁচলে কেবল- 
সুবর্ণছায়া বিস্মরণ বিস্ময়! 
লেখার বর্ণনা খুব চমৎকার হয়েছে সোনাবীজ ভাই!  ভাবালো, যার ফসল উপরের কয়েকটা লাইন! 
গ্রামের মানুষ এই উদ্ভট, জঙ্গলময় পথিকের প্রশ্ন বুঝতে পারে না। 
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:২২
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   চমৎকার। মাত্র কয়েক লাইনে এ গল্পের অনবদ্য কবিতারূপটি তুলে ধরলেন। আমি মুগ্ধ।
অনেক ধন্যবাদ ইফতি ভাই। ভালো থাকবেন।
১৬|  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:৪১
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:৪১
নুসরাতসুলতানা বলেছেন: পড়তে ভাল লেগেছে। তবে অন্য অনেক পাঠকের মত আমিও ১৪শ বছরের বিষয়টা জানার অপেক্ষায় রইলাম।
  ০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:২৪
০৯ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   আপনাকেও অনেক অনেক দিন পর দেখতে পাচ্ছি আপু। আশা করি ভালো ছিলেন/আছেন।
অপ্সরা ও শান্তির দেবদূত ভাইয়ের কমেন্টের উত্তরে গল্পের সংক্ষিপ্ত মূলভাব তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এখন সবটুকু ক্লিয়ার হয়েছে।
ভালো থাকবেন।
১৭|  ০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১:১১
০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১:১১
মুদ্দাকির বলেছেন: পুরাই রিপ-ভেন-উইংকেল না আসহাবে কাহাফ !! উত্তর না পেলে আমিও জিজ্ঞাস করতাম ১৪০০ বছর কেন??  
  
 
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:২২
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   কমেন্ট পাওয়ার পর রিপ-ভেন-উইংকেল বা আসহাবে কাহাব সম্বন্ধে খোঁজাখুঁজি করে ডাঃ নিয়াজের একটা অসাধারণ আর্টিকেল পেয়ে গেলাম। লেখাটা খুবই উপভোগ্য। দেখুন এখানে। আর্টিকেলটা পড়ে শান্তি পাচ্ছি, আমার গল্পটা একেবারে মিনিংলেস হয়ে যায় নি, এটা ভেবে 
তবে, ঘটনা অনুরূপ হলেও মূলভাবে কোনো মিল নেই। কারণ, আমি কী বলতে চাই সেটা মাথায় রেখেই গল্পটা সাজিয়েছিলাম।
ধন্যবাদ মুদ্দাকির ভাই।
১৮|  ০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১:১৭
০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন: 
হায় জীবন, হায় বয়স, হায় মহাকাল- তোমার গর্ভে ডুবে গেলো উজ্জ্বল সুবর্ণছায়া, আর তার আব্বাস জমিদার!
ভালো লাগলো ধুলো বালি ভাই। 
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:২৭
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই। শুভেচ্ছা জানবেন।
১৯|  ০৯ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫৬
০৯ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: চমৎকার।
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:২৭
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকুন।
২০|  ০৯ ই আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৯
০৯ ই আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৯
ডট কম ০০৯ বলেছেন: এক শব্দে "দারুণ"
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:২৮
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   ধন্যবাদ আরমনা ভাই। কাল কিন্তু টাঙ্গাইল শহর ঘুরেছি। আপনাকে কল দিই, একবার ভেবেছিলাম 
২১|  ০৯ ই আগস্ট, ২০১৪  বিকাল ৫:৫০
০৯ ই আগস্ট, ২০১৪  বিকাল ৫:৫০
ডি মুন বলেছেন: আসহাবে কাহাফের ঘটনা মনে পড়ে যাচ্ছিলো গল্পটা পড়তে পড়তে। 
খুব সুন্দর হয়েছে। বিশেষ করে শেষলাইনটা ভীষণ মনে ধরেছে। 
লিখে চলুন নিরন্তর।  
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৩১
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  অনেক ধন্যবাদ ডি মুন।
রিপ-ভেন-উইংকেল, আসহাবে কাহাফ, ইত্যাদি সম্পর্কে ব্লগে কিছু স্টাডি করলাম আজ। খুব উপভোগ্য।
ভালো থাকবেন।
২২|  ০৯ ই আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:২০
০৯ ই আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:২০
মাহমুদ০০৭ বলেছেন:  ১৪০০ বছর কাটল , কেউ কথা রাখেনি  আমি কিন্তু ১৪০০ বছরের ব্যাপারে কিছু জিজ্ঞেস
 আমি কিন্তু ১৪০০ বছরের ব্যাপারে কিছু জিজ্ঞেস 
 করব না   
  
 
এই থিমজাতীয়  বেশ কিছু লেখা পড়া হওয়াতে মুগ্ধতাবোধ একটু কম কাজ করলেও 
 লেখা  বরাবরের মতই অসাধারণ । অনুভূতির সঞ্চারণ করাতে আপনি বরাবরের মতই পারঙ্গম । 
 ভাল থাকুন প্রিয় ছাই ভাই । শুভকামনা রইল । 
 
 
 
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৩৪
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   আপনার ব্যাপক স্টাডির ব্যাপারটা বোঝা যায়। কাজেই, এ ধরনের থিম আপনার কমনই পড়ার কথা। তবে আমি লিখতে পেরে খুব আনন্দ পেয়েছি, আর আপনার কমেন্টেও খুব ভালো লাগছে।
ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই।
২৩|  ০৯ ই আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৫২
০৯ ই আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৫২
মামুন রশিদ বলেছেন: অসাধারণ! মুগ্ধ হয়ে পড়লাম সোনাবীজ ভাই ।
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৩৬
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মুগ্ধতা আমার জন্য বিরাট অনুপ্রেরণা প্রিয় মামুন ভাই। অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।
২৪|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১০:১৭
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১০:১৭
অন্ধবিন্দু বলেছেন:  
আয়নায় দেখা ১৪শ বছর আগের গল্প ! 
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই সুন্দর লিখেন, মহাকালের সঞ্চয় এভাবেই থেকে যায়। শুভ কামনা ও ধন্যবাদ রইলো।
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৩৯
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অন্ধবিন্দু। আপনাকে অনেকদিন পরই দেখলাম ব্লগে। আশা করি ভালো ছিলেন/আছেন।
২৫|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১০:২৬
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১০:২৬
অরুদ্ধ সকাল বলেছেন: ভ্রাতা বরাবরের মতই মুগ্ধ করা লেখা। ভাল লাগিলো
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪১
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কবি অরুদ্ধ সকাল। শুভেচ্ছা।
২৬|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১০:৪০
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১০:৪০
আদনান শাহ্িরয়ার বলেছেন: থিমটা দারুন , গভীর । ভাববার মতো একটা লিখা । ভালো লেগেছে ধূলা ভাই ।
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪২
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আদনান ভাই। ভালো থাকবেন।
২৭|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১০:৪৪
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১০:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাইয়া --- অসাধারণ
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪৭
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনার কবিতায় একটা নাম ব্যবহার করতেন আগে। নামটা ভুলে গেছি 
২৮|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১০:৫৯
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১০:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন:  এটা একই সাথে ছোটগল্প , কবিতা ! 
এমন লিখা শুধু আপনাকে দিয়েই হবে ভাইয়া ! 
শুভেচ্ছা রইলো ! 
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪৯
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   এটা একই সাথে ছোটগল্প, কবিতা!  আমার মনের আকুতিটা ছুঁয়ে ফেললেন অভি ভাই। আমি নিজেও এ লেখাটার স্টেটাস সম্পর্কে এভাবে ভাবছি।
অনেক ধন্যবাদ অভি ভাই। ভালো থাকবেন।
২৯|  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:২৯
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:২৯
নাসরিন চৌধুরী বলেছেন: শ্রদ্ধা দিয়ে শুরু করলাম। আপনার পেজে আমার মনে হয় প্রথম কমেন্ট।--এক নিঃশ্বাসে পড়লাম আপনার গল্পটি সাথে কমেন্ট ও কমেন্টের উত্তর।
অনেক ভাল লিখনি ।শুভকামনা রেখে গেলাম ভাইয়া।ভাল থাকবেন।
  ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৫১
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   অত্যন্ত শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে আমার ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আগামী দিনগুলোতে আমাদের মতবিনিময় খুব সৌহার্দ্যপূর্ণ হবে।
প্রথম কমেন্ট পেয়ে আমি উচ্ছ্বসিত ও আনন্দিত। খুব ভালো লাগছে। 
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
৩০|  ১০ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:০৯
১০ ই আগস্ট, ২০১৪  সকাল ১০:০৯
ডট কম ০০৯ বলেছেন: দিলেন না ক্যান!!
যদিও আমি ওখানে ছিলাম না,তবুও আই উইল বি অনার্ড টু গেট ইউর কল।
  ১০ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪২
১০ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  নেক্সট টাইম অবশ্যই দিব 
৩১|  ১০ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:১২
১০ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:১২
খাটাস বলেছেন: রিপ ভান উইঙ্কেল এর মুল ধারার সাথে মিল হলে ও স্বদেশীয় অনুভুতি তে অন্যরকম লাগল। ১৪০০ বছর যদি ও একটা র্যানডম ফিগার। তবুও এত বছর আগে জমিদার জাতীয় কিছু না থাকলে ও সম জাতীয় কিছু ছিল- ধরে নেয়া যায় বলেই গল্পের তীব্র অনুভুতি টাই উরধে থেকে গেল।
  ১০ ই আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৮
১০ ই আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  ইফেসের ৭ ঘুমন্ত যুবকের কাহিনি, রিপ-ভ্যান-উইংকেল, আসহাবে কাহাফের ঘটনার সাথে মেরাজের একটা মৌলিক সাদৃশ্য রয়েছে। রাসূল (সঃ) যখন মেরাজ থেকে ফিরলেন, তখন মনে হলো এইমাত্র তিনি ওজু করেছেন, ওজুর পানির ধারা তখনও সদ্য ছিল। ইফেসের ৭ ঘুমন্ত যুবক বা রিপ-ভ্যান-উইংকেল যখন ঘুম থেকে উঠলো, মনে হলো এই তো কিছুক্ষণ আগে তারা ঘুমিয়েছিল, অথচ প্রকৃতপক্ষে শত শত বছর তারা ঘুমিয়েছিল। এসব গল্পে যে মহৎ শিক্ষ ছিল, আমার গল্পে অতখানি অসম্ভব। আমি বোঝাতে চেয়েছি- সময় খুব দ্রুত বয়ে যায়। এ সময়ের গর্ভে সব খ্যাতি বা কীর্তি একদিন নিঃশেষে হারিয়ে যায়, কারণ, এগুলো ধরে রাখবার জন্য মহাকালের কোনো দায় নেই। 
মুগল আমলে যে জমিদার প্রথা ছিল, আমি আসলে ঐরকম কিছু ইংগিত করি নি। যে কোনো যুগেই মানুষ সংঘবদ্ধ ও গোষ্ঠীবদ্ধ ছিল, সেই সংঘ বা গোষ্ঠীতে ছিল নেতা বা সর্দার, প্রভাবশালী ব্যক্তিত্ব। আমি তাদেরকে নির্দেশ করতে চেয়েছি।
আপনার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। অনেক উৎসাহব্যঞ্জক।
ধন্যবাদ এবং শুভ কামনা।
৩২|  ১০ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:১২
১০ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:১২
খাটাস বলেছেন: রিপ ভান উইঙ্কেল এর মুল ধারার সাথে মিল হলে ও স্বদেশীয় অনুভুতি তে অন্যরকম লাগল। ১৪০০ বছর যদি ও একটা র্যানডম ফিগার। তবুও এত বছর আগে জমিদার জাতীয় কিছু না থাকলে ও সম জাতীয় কিছু ছিল- ধরে নেয়া যায় বলেই গল্পের তীব্র অনুভুতি টাই উরধে থেকে গেল।
৩৩|  ১০ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:১৭
১০ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:১৭
খাটাস বলেছেন: রিপ ভান উইঙ্কেল এর মুল ধারার সাথে মিল হলে ও স্বদেশীয় অনুভুতি তে অন্যরকম লাগল। ১৪০০ বছর যদি ও একটা র্যানডম ফিগার। তবুও এত বছর আগে জমিদার জাতীয় কিছু না থাকলে ও সম জাতীয় কিছু ছিল- ধরে নেয়া যায় বলেই গল্পের তীব্র অনুভুতি টাই উরধে থেকে গেল।
৩৪|  ১০ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:২২
১০ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:২২
খাটাস বলেছেন: বীজ ভাই, নেট প্রবলেমের কারনে মন্তব্য কয়েকবার এসেছে। অনুগ্রহ করে অতিরিক্ত গুলো মুছে দেবেন। আগাম ধন্যবাদ ও শুভেচ্ছা আবার ও।
  ১০ ই আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৩
১০ ই আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমারও মাঝে মাঝে এরকম হয়।
৩৫|  ১০ ই আগস্ট, ২০১৪  রাত ৮:০৭
১০ ই আগস্ট, ২০১৪  রাত ৮:০৭
নাছির84 বলেছেন: নদীর সচ্ছন্দ জলধারার মতোই গল্প চুঁইয়ে পড়েছে ভাষার জমিনে !
এ গল্প আবহমান বাংলার। পদ্মার। শতকোটি জনতার। আব্বাস আলি জমিদারের নাতিটিই আমাদের রিপ ভ্যান উইংকল। পার্থক্য শুধু এতটুকুই, আরভিং ওয়াশিংটন সাহেব মাত্র একটা রিপ ভ্যান উইংকেলের জন্ম দিয়েছেন। কিন্তু ওই প্রমত্তা পদ্মার গর্ভাশয়ে বিলীন হয়েছে হাজারো উইংকেলের মতো মানুষেরা। সভ্যতা ।
যেমন, সুবর্ণছায়া ! 
  ১১ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪৬
১১ ই আগস্ট, ২০১৪  রাত ১১:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  নাছির ভাই, আপনার মন্তব্যটি মুক্তোর মতো জ্বলজ্বল লকরছে। অনেক সুন্দর কিছু কথা লিখেছেন, ভাষার দ্যুতি ছড়িয়ে দিয়ে। আমার খুব ভালো লাগলো।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। 
৩৬|  ১৩ ই আগস্ট, ২০১৪  ভোর ৬:১০
১৩ ই আগস্ট, ২০১৪  ভোর ৬:১০
জুন বলেছেন: রিপভ্যান উইঙ্কেল এর মত 
 সুন্দর লিখেছেন দেশি ভাই, বিষেষ করে আমার আড়িয়াল বিলের কথা লেখায় ।
+
  ১৩ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:৫২
১৩ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   ধন্যবাদ আপু। চোখ বুঝলেই দেখি- আড়িয়াল বিলের পানিতে ডুব দিয়েছি। নীচে কাজলবরণ সুনির্মল পানি।
বিশেষ ধন্যবাদ- আজ সকালে আমার ৬-৭টা পোস্ট পড়ে মূল্যবান কমেন্ট করার জন্য। ভালো থাকবেন দেশি আপু।
৩৭|  ৩০ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:৩২
৩০ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:৩২
দ্য ইলিউশনিস্ট বলেছেন: চমৎকার কনসেপ্ট। সুবর্ণছায়া নামটা পছন্দ হয়ে গেল। আর আপনার লেখার স্টাইল বরাবরই মুগ্ধ করার মত।
  ২১ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৪৩
২১ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দ্য ইলিউশনিস্ট।
৩৮|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:০৫
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:০৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার একটা লেখা, প্রিয় সোনাবীজ। ভেতরের থিমটা ভাবাল বেশ কিছুক্ষণ।
  ২১ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৪৩
২১ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব।
৩৯|  ১০ ই জুন, ২০১৮  রাত ৮:১৬
১০ ই জুন, ২০১৮  রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন: 
এক ধরণের অনুভুতি এলো মনে
  ২১ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৪৪
২১ শে সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:২০
০৯ ই আগস্ট, ২০১৪  রাত ১:২০
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: বরাবরের মতই মুগ্ধ করা লেখা। ভাল লাগল।