|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
ভূমিকা
এর আগে আজগুবি ছড়ার প্রথম কিস্তি ব্লগে পোস্ট করেছিলাম। এ ছাড়াও ‘নিজের ভাষায় কবিতা লেখা’ শিরোনামে আরেকটা ছড়ার পোস্ট ব্লগে পাবলিশ করেছিলাম। এরপর প্রায় দু বছর কেটে গেছে, ব্লগে কোনো ছড়ার পোস্ট যেমন দিই নি, আগের মতো ছড়ার কোনো দ্বৈরথও আমাদের আর হয় নি। ব্লগে শায়মার সাথেই আমার ছড়ার যুদ্ধ সবচাইতে বেশি হয়েছে। অন্যান্যদের মধ্যে সবাক, রাগ ইমন, প্রমুখের নাম উল্লেখযোগ্য।
ব্লগার ফালতু বালকের ছড়ার পোস্টে কমেন্টের ঘরে আমি বেশকিছু ছড়া লিখেছিলাম। আজকের পোস্টের বেশকিছু ছড়াই ঐ রকম।
বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্টে ছোটো-বড় ছড়া লিখেছি, যেগুলো এতদিন আমার রাফখাতায় টুকে রাখা ছিল না। আজ সেগুলো একত্র করেছি।
আজগুবি ছড়ার ১ম পর্ব থেকে শুধু ‘সফদার ডাক্তার’ রিপিট করা হলো, বাকিগুলো নতুন।
বলতে ভুলে গেছি, আগামীতে ‘আজগুবি ছড়া’ নামে একটা ছড়ার বই বের করার ইচ্ছে রয়েছে। ছড়াগুলোর সাথে উপযুক্ত কার্টুন দেয়া গেলে খুব মজার হতো। কিন্তু আমি আঁকতে পারি না। সহৃদয় আঁকিয়েদের সহযোগিতা কামনা করছি।
**
সফদার ডাক্তার  
সফদার ডাক্তার মাথা ভরা চুল তার
খিদে পেলে ভাত খায় গিলিয়া
ছিঁড়ে গেলে কী উপায় এই ভয়ে রাস্তায়
হাঁটে জুতা বগলেতে তুলিয়া
প্রিয় তার টক শো, মহিষের মাংস
অটবির ছিমছাম খাটিয়া
সাঁচা কথা কয় সে, কারণটা এই যে
খায় নাকি ফ্রুটিয়া সে চাটিয়া
সফদার ডাক্তার ইয়া বোঁচা নাক তার
শুলে শুধু দেখা যায় ভুঁড়ি খান
কিপটে সে আদৌ নয়, এই তার সদা ভয়-
ঘরে বুঝি এলো কোনো মেজবান
সফদার ডাক্তার খুব ‘ফানি’ কাজ তার
ডিনারের পরে করে কুস্তি
মাঝরাতে ওঠে ঘেমে তারপর খালে নেমে
স্নান করে হয় তার স্বস্তি
সফদার ডাক্তার মাথা ভরা টাক তার
কেঁচোকাটা কাঁচি তার পকেটে
চেঁছে ফেলা ভুরু তার চোখ দুটো সরু তার
পান খেয়ে হেঁটে যায় শকেটে
সফদার ডাক্তার  ইদানীং সাধ তার
ব্লগে নাকি এ্যাকাউন্ট খুলিবেন
অনলাইন সাজেশন  করিবেন বিতরণ
মাস্টার কার্ডে ফি তুলিবেন
৩০ নভেম্বর ২০০৯ রাত ২:৫১
**
ফালতু বালক
এই ছেলেটা আবোল-তাবোল
ফালতু বকে বাঁধায় কি গোল?
সত্যিকারের সেই ইতিহাস 
আমরা কি সব জানি?
কে বলে সে ফালতু বালক
জানো কি সে বিমান-চালক?
বরই গাছের ডগায় বসে
ঝাঁকায় সে ডাল জোরসে কষে
আর ডেকে কয়, এই দেখে যাও
আমার বিমানখানি।
এই ছেলেটা কী বাহাদুর
আমরা কি সব জানি?
২৯ অক্টোবর ২০১২
**
দোহার 
মাঝিদের বাড়ি, তাঁতীদের বাড়ি
গোয়ালার বাড়ি, চাষাদের বাড়ি
সবগুলো বাড়ি গলাগলি ধরে
বসে আছে সারি সারি
কোথাও শাবুক মেঘুলা-দোহার
কোথাও বা চর পদ্মার পার
সবচেয়ে বড় জয়পাড়া হাট-
চৌধুরীদের বাড়ি
পশ্চিমে বহে পদ্মা জননী
পুবে আড়িয়াল বিল
দোহারবাসীকে ধন্য করেছে
জীবনকে গতিশীল
২৯ অক্টোবর ২০১২
**
ইচ্ছে 
তোমার সাথে কথা বলার
ইচ্ছে ছিল, জানতে
‘প্রেম গুটিয়ে’ চলে গেলে
কলের পানি আনতে
এখন আমার ভাল্লাগে না
কিচ্ছুটুকুন করতে
ইচ্ছে করে খালের জলে
ঘোড়ার পিঠে চড়তে
২৪ মে ২০১২
**
সুবোধ বালক
এক যে ছিল সুবোধ বালক
জমিদারের নাতি
শ্বশুর বাড়ি আসতে-যেতে
তার ছিল এক হাতি
হাতির পিঠে চড়তো নাতি
দাদুর কোলে বসে
দুলকি তালে যেতে যেতে
ঘুম দিত খুব কষে
শ্বশুর বাড়ি গিয়ে নাতি
কী করতো জানো?
ঝালমুড়ি আর মাঠা খেতো 
আর সে খেতো পানও।
যখন হতো ফেরার পালা
ফিরতো চড়ে হাতি
দাদুর কোলে নাতবউ আর, 
বউয়ের কোলে নাতি।
৯ আগস্ট ২০১৩
**

একজন মহারাজার কথা
তোমরা কি তার নাম শুনেছ
যার কথাটি বলছি এখন
ছোট্ট যদিও কিন্তু জেনো
দেখতে সে নয় যেমন-তেমন
স্যুট পরেছে টাই পরেছে
চক্লেট রং শু পরেছে
কালো রেভেন চশমা চোখে
মাথার উপর হ্যাট রয়েছে
তারপর সে ডাঁটের সাথে 
ড্রুয়িং রুমে পড়লো বসে
দেখতে যেন মস্ত জ্ঞানী 
আলাপ করে গভীর রসে
কিন্তু মজার কাণ্ড দেখো
স্যুট-টাই-হ্যাট চশমা ছাড়া
পুরোটা সে জামার ভিতর
ভদ্দরলোক ন্যাংটো খাড়া 
সত্যি জানো, কী হয়েছে?
বলছি তবে, সবুর করো
আজকে লাবিব রাগ করেছে
তাইতো পোশাক এমনতরো
বাবার গায়ের পোশাক পরে
পরিবারের কর্তা সে আজ
আমরা সবাই পাইক-পেয়াদা
সে সেজেছে বীর মহারাজ
২৪ আগস্ট ২০১৪
**
ছড়াকণিকা 
*
এতো এতো ছড়া পড়ে চুল গেছে পেকে
সাদা চুল কালো করি গোয়ালাকে ডেকে
৯ সেপ্টেম্বর ২০১২
**
এই সেরেছে
এসে গেছে
দুলকি ঘোড়ার
ছড়ার রানি 
ছড়ায় ছড়ায়
ছড়ির লাগি
দেখবো ছড়ি
টানাটানি
৯ সেপ্টেম্বর ২০১২
**
ছড়া গেছে দাঁড়িয়ে
বটগাছ ছাড়িয়ে 
পাহাড়ের প্রান্তে
তালগাছে বেল হয়
পাটশাকে নিরাময়
তুমি কি তা জানতে?
১০ সেপ্টেম্বর ২০১২ সন্ধ্যা ৬:২১  
**
হাবিজাবি যখন-তখন 
কে যে এসব লেখে
আবোল-তাবোল বকাবকি
কার বা কাছে শেখে, 
পিছন থেকে বুদ্ধি দিতে
তার সাথে আর কে কে
ঘুণাক্ষরে পেতাম যদি খোঁজ
নাওয়া-খাওয়া-গাওয়া ভুলে
পেটের উপর দু ঠ্যাং তুলে
গেঞ্জি এবং লুঙ্গি খুলে
ওদের সাথেই পাঞ্জা দিতাম রোজ
১১ সেপ্টেম্বর ২০১২ রাত ১০:২৮  
**
আজ সারাদিন ব্যস্ত ছিলাম মস্ত বড় কাজে
তার কিছুটা প্রমাণ যদি চাও
দু কানে দুই চাট্টি মারো
নাকের ডগায় পেরেক গাড়ো
কপাল ’পরে দু খান চাড়া বসাও
রণ্পা পরে উর্ধ্বমুখে পিছন পানে হাঁটো
কুয়োয় নেমে কুড়াল দিয়ে এঁটেল মাটি কাটো
১১ সেপ্টেম্বর ২০১২ রাত ১০:৪৪  
***
ধাঁধা থেকে ছড়া আমার
হয় না আদৌ পড়া
সময়-বেজি দৌড়ে পালায়
যায় না তাকে ধরা
ধাঁধার চেয়ে কঠিন কিছু
এই জগতে নেই
দেখলে ধাঁধা মাথা ঘোরায়
হারিয়ে ফেলি খেই
১২ সেপ্টেম্বর ২০১২ দুপুর ২:৩৫  
**
একটি পাখি খুব মনোরম
কুসুম ছানার মতো
পাখায় তাহার অবাক আলো
চিরদিন উদ্গত
সেই পাখিটা আত্মভোলা বড়।
নিজের নামও যায় ভুলে সে
কাণ্ড কেমনতরো!
৬ মে ২০১২ রাত ১১:৫৫ 
 ৮১ টি
    	৮১ টি    	 +৮/-০
    	+৮/-০  ২৫ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:০৫
২৫ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  পুত্তুম মন্তব্যের জন্য পুত্তুম ধন্যবাদ 
২|  ২৫ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:১৮
২৫ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:১৮
মামুন রশিদ বলেছেন: বাহ, খুব সুন্দর! ভালো লেগেছে সোনাবীজ ভাই ।
  ২৫ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৩৪
২৫ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   ধন্যবাদ প্রিয় মামুন ভাই। ব্লগে কী যেন ‘বাগ’ দেখা দিয়েছে। প্রথম পাতা থেকে নিকের উপর ক্লিক করে ব্লগে আসতে পারছি না।
৩|  ২৫ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
২৫ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুকুমার রায় , সত্যেন্দ্র নাথরা এখন অতিত । সাহিত্যের এই শাখাটা বতর্মানে অনেকটা  অবহেলিত । 
মজা মিক্স ছড়াগুলো পড়ে বেশ ভাল লাগল , আপনার ছড়ার বই বের করার ইচ্ছে রয়েছে জেনে আরো ভাল লাগছে । 
ছড়াকারের ইচ্ছার সাফল্য কামনা করছি । 
  ২৫ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৭
২৫ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   আপনার সাথে একমত। ছড়াসাহিত্য মনে হয় অনেকখানিই অবহেলিত। আমাদের ব্লগে ছড়া তো দেখা যায় না বললেই চলে।
মতামতের জন্য ধন্যবাদ গিয়াসলিটন ভাই।
৪|  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ৯:১৩
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ৯:১৩
সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো !
  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৩৮
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা জানবেন।
৫|  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ৯:৩৯
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ৯:৩৯
শাহ আজিজ বলেছেন:  
চালিয়ে যান , লাগচে ভালো
 বাড়তি চা আরেকটু  ঢালো 
 ওতেই হবে ওতেই হবে 
 বেশী খেলে মাথা ঘুরবে  
  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৩৯
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  হআহাহাহাহাহাহাহা দারুণ লিখেছেন শাহ আজিজ ভাই। মুগ্ধ হলাম 
ধন্যবাদ জানবেন।
৬|  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১০:০৬
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১০:০৬
আদনান শাহ্িরয়ার বলেছেন:  মজা পেয়েছি ধূলা ভাই   কিন্তু ছড়াতেও কনিকা ??
  কিন্তু ছড়াতেও কনিকা ??   
 
  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৪১
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  মজা পেয়েছেন জেনে ভালো লাগলো আদনান ভাই।
বিভিন্ন পোস্টে কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে অনেক সময় ক্ষুদ্রাকৃতির ছড়া লিখে ফেলতাম। সেগুলোকে ‘কণিকা’ নামে রাফখাতায় নিলাম আপাতত।
ধন্যবাদ আদনান ভাই।
৭|  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৪০
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৪০
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই , 
২৯ অক্টোবর ২০১২ এর 
দুই দুইখান ছড়া ,
পড়তে হবে 
কী আর করা !
দোহারের এই ফালতু বালক
ছড়ায় দেখায় কত্তো ঝলক ,  
লুঙ্গি খুলে দাঁড়িয়ে গেলে
চোখে পড়েনা পলক । 
খারাপ হয়েছে কি, ধুলোবালিছাই  ?
এর বেশী যে আমার ঘটে নাই..... 
  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৫৪
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহা, খুব সুন্দর লিখেছেন প্রিয় আহমেদ জী এস ভাই  খুব মজা পেলাম আমিও
 খুব মজা পেলাম আমিও 
আপনার জন্য নীচের উপহার 
** 
এই দেখে যাও বাচ্চারা সব
হচ্ছে বেদম ষাঁড়ের লড়াই
মর্দরা সব যাচ্ছে সরে
আমি কি আর ষাঁড়কে ডরাই?
আবুল বাবুল মোহন মিয়া
ধরছে কষে ষাঁড়ের রসি
আমার পায়ে খড়ম কিনা
যাই, একটু দূরেই বসি 
 
৮|  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৪০
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৪০
আবু শাকিল বলেছেন: ‘আজগুবি ছড়া’  বইয়ের অগ্রিম বুকিং দিলাম।
সফাদার ডাক্তার ছড়া না কবিতা জানি না।ছোট বেলায় বড় ভাইয়ের পাঠ্য বইয়ে এরকম কিছু ছিল ??আপনি ঐটাকে ঘুরিয়ে পেচিয়ে লিখেছেন সম্ভবত।যাই হোক -- ছড়ায় অনেক ভাল লাগা জানিয়ে গেলাম। 
অফ দা টপিক ঃ- আজগুবি ছড়া বই বের হলে লেখকের নাম কি সোনা বী... থাকবে নাকি পাল্টে যাবে   
   
   
 
  ২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫৭
২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   ‘আজগুবি ছড়া’র ফার্স্ট বুকিং পেয়ে গর্বিত বোধ করছি 
সফদার ডাক্তার ৪র্থ শ্রেণিতে আমাদের বাংলা বইতে ছিল। এটা এখনো বাংলার বিখ্যাত ছড়াগুলোর মধ্যে একটি। আসমানি, গাধার কান, ষোলো আনাই মিছে, পল্লীস্মৃতি, সামান্য ক্ষতি, পাছে লোকে কিছু বলে, আজিকার শিশু, খোকার সাধ- এসব ছড়ার কথা আজও ভুলতে পারি না।
‘সফদার ডাক্তার’ নিজের ভাষায় লিখেছি  মূল পোস্টে আমার ২য় লিংকে ‘নিজের ভাষায় কবিতা’ লেখা পোস্টটিতে এরকম প্রচলিত ছড়াকে নিজের ভাষায় লিখবার চেষ্টা করেছি। নীচে মূল ছড়াটি দিয়ে দিলাম
 মূল পোস্টে আমার ২য় লিংকে ‘নিজের ভাষায় কবিতা’ লেখা পোস্টটিতে এরকম প্রচলিত ছড়াকে নিজের ভাষায় লিখবার চেষ্টা করেছি। নীচে মূল ছড়াটি দিয়ে দিলাম 
‘আজগুবি ছড়া’য় নামটা এই নিকই থাকবে বলে এখনো ভাবছি। প্রকাশের কালে বদলে গেলে কিছু করার থাকবে না 
ছড়া পড়ার জন্য ধন্যবাদ আবু শাকিল ভাই।
***
সফদার ডাক্তার
হোসনে আরা
সফদার ডাক্তার মাথা ভরা টাক তার
খিদে পেলে পানি খায় চিবিয়ে,
চেয়ারেতে রাতদিন বসে গোনে দুই-তিন
পড়ে বই আলোটারে নিবিয়ে।
ইয়া বড় গোঁফ তার, নাই যার জুড়িদার
শুলে তার ভুঁড়ি ঠেকে আকাশে,
নুন দিয়ে খায় পান, সারাক্ষণ গায় গান
বুদ্ধিতে অতি বড় পাকা সে।
রোগী এলে ঘরে তার, খুশিতে সে চারবার
কষে দেয় ডন আর কুস্তি,
তারপর রোগীটারে গোটা দুই চাঁটি মারে
যেন তার সাথে কত দুস্তি।
ম্যালেরিয়া হলে কারো নাহি আর নিস্তার
ধরে তারে কেঁচো দেয় গিলিয়ে,
আমাশয় হলে পরে দুই হাতে কান ধরে
পেটটারে ঠিক করে কিলিয়ে।
কলেরার রোগী এলে, দুপুরের রোদে ফেলে
দেয় তারে কুইনিন খাইয়ে,
তারপর দুই টিন পচা জলে তারপিন
ঢেলে তারে দেয় শুধু নাইয়ে।
ডাক্তার সফদার, নাম ডাক খুব তার
নামে গাঁও থরহরি কম্প,
নাম শুনে রোগী সব করে জোর কলরব
পিঠটান দিয়ে দেয় লম্ফ।
একদিন সক্কালে ঘটল কি জঞ্জাল
ডাক্তার ধরে এসে পুলিশে,
হাত-কড়া দিয়ে হাতে নিয়ে যায় থানাতে
তারিখটা আষাঢ়ের উনিশে। 
৯|  ২৬ শে আগস্ট, ২০১৪  রাত ১:২৩
২৬ শে আগস্ট, ২০১৪  রাত ১:২৩
ডি মুন বলেছেন: বাহ, ছড়াগুলো বেশ মজার তো। 
এতো এতো ছড়া পড়ে চুল গেছে পেকে
 সাদা চুল কালো করি গোয়ালাকে ডেকে  
 
  ২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:০৩
২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   
   
  
ধন্যবাদ ডি মুন।
১০|  ২৬ শে আগস্ট, ২০১৪  রাত ১:৩৬
২৬ শে আগস্ট, ২০১৪  রাত ১:৩৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: এত্তগুলো ভাললাগা ভাইয়া। অনেক মজার ছড়া গুলো।   
   
 
অফ টপিকঃ আপনার একটা পোস্টের মন্তব্যের জবাবে দেখলাম আমি কেন লিখছিনা জানতে চেয়েছেন। আমি আসলে কিছুদিন বেশ ব্যস্ত ছিলাম ভাইয়া। ১০ দিনের ট্যুর দিয়েছিলাম একটা। তারপর এসে পড়ার খুব চাপ ছিল। ২৫-২৬ ঘন্টা টানা লাইব্রেরিতে কাটাতে হয়েছে। আর তারপর একটু বিশ্রাম নিয়েছি। তাই নিয়মিত ব্লগে আসা হয়নি বেশ কিছুদিন। ভাবছি একটা ছবি ব্লগ দেবো এবার আমার ট্যুরের ছবিগুলো নিয়ে।
  ২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:১২
২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  এত্তগুলো ভালো লাগলো বলে আমার অনেকগুলো আনন্দ হচ্ছে আপু 
আপনি তো দেখি কঠিন ব্যস্ততার মধ্যে আছেন। ট্যুরের সচিত্র বর্ণনার জন্য অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ আপু।
১১|  ২৬ শে আগস্ট, ২০১৪  রাত ১:৩৬
২৬ শে আগস্ট, ২০১৪  রাত ১:৩৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: এত্তগুলো ভাললাগা ভাইয়া। অনেক মজার ছড়া গুলো।   
   
 
অফ টপিকঃ আপনার একটা পোস্টের মন্তব্যের জবাবে দেখলাম আমি কেন লিখছিনা জানতে চেয়েছেন। আমি আসলে কিছুদিন বেশ ব্যস্ত ছিলাম ভাইয়া। ১০ দিনের ট্যুর দিয়েছিলাম একটা। তারপর এসে পড়ার খুব চাপ ছিল। ২৫-২৬ ঘন্টা টানা লাইব্রেরিতে কাটাতে হয়েছে। আর তারপর একটু বিশ্রাম নিয়েছি। তাই নিয়মিত ব্লগে আসা হয়নি বেশ কিছুদিন। ভাবছি একটা ছবি ব্লগ দেবো এবার আমার ট্যুরের ছবিগুলো নিয়ে।
  ২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৪
২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন আপু।
১২|  ২৬ শে আগস্ট, ২০১৪  রাত ১:৫৪
২৬ শে আগস্ট, ২০১৪  রাত ১:৫৪
মনিরুল হাসান বলেছেন: দারুণ লেখা। (তালগাছে 'বেল' হয়?  )
 )
 
  ২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৬
২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   ধন্যবাদ মনিরুল হাসান ভাই। তালগাছে ‘বেল’ দেখতে খুব ভালো লাগবে কিন্তু 
১৩|  ২৬ শে আগস্ট, ২০১৪  রাত ২:২৯
২৬ শে আগস্ট, ২০১৪  রাত ২:২৯
স্বপ্নবাজ অভি বলেছেন: হাহাহাহাহা! সফেদার ডাকতার এর ছড়াটা বেশ মজার হয়েছে ভাইয়া, সবগুলোই বেশ লেগেছে পড়তে!
ব্লগের সফেদার   ডাকতার এই ছড়া দেখলে কি বলে আল্লাহ জানে! 
  ২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৯
২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  এতক্ষণে সার্চ দিয়ে আপনার সফদার ডাক্তারকে পেলাম  ২০১১ সালে তার একমাত্র পোস্ট ‘বৃষ্টি বিলাস’ দেখলাম
 ২০১১ সালে তার একমাত্র পোস্ট ‘বৃষ্টি বিলাস’ দেখলাম  যাই হোক, তাঁর দেখা পেলে খুব মজা হতো
 যাই হোক, তাঁর দেখা পেলে খুব মজা হতো 
ধন্যবাদ অভি ভাই।
১৪|  ২৬ শে আগস্ট, ২০১৪  ভোর ৪:২০
২৬ শে আগস্ট, ২০১৪  ভোর ৪:২০
সোনালী ডানার চিল বলেছেন: 
দারুণ মজার কিছু ছড়া পড়া হল; খুব ভালোলাগা পোস্টে!
আমারও ছড়া লিখতে ইচ্ছে করে!! 
  ২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩৫
২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  আপনিও ছড়া লিখে ফেলুন কামরুল বসির ভাই। শীঘ্রই চাই।
ছড়ার পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।
১৫|  ২৬ শে আগস্ট, ২০১৪  ভোর ৬:৩৯
২৬ শে আগস্ট, ২০১৪  ভোর ৬:৩৯
লিখেছেন বলেছেন: nice
  ২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩৬
২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   ধন্যবাদ লিখেছেন 
১৬|  ২৬ শে আগস্ট, ২০১৪  সকাল ৭:১৭
২৬ শে আগস্ট, ২০১৪  সকাল ৭:১৭
জাফরুল মবীন বলেছেন: দারুণ!দারুণ!!প্রিয়তে নিয়ে গেলাম।  
 
  ২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৪
২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জাফরুল মবীন ভাই। ভালো থাকবেন।
১৭|  ২৬ শে আগস্ট, ২০১৪  সকাল ৯:২৫
২৬ শে আগস্ট, ২০১৪  সকাল ৯:২৫
জুন বলেছেন: ছড়া বিশেষ করে সুকুমার রায় বুড়ো বয়সেও মন জুড়ে আছে। ভালোলাগলো আপনার ছড়াগুলো ।
+
  ২৬ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
২৬ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুকুমার রায়ের ছড়াগুলো চিরসবুজ। একেকটা একেক স্বাদের। দ্বিতীয় শ্রেণিতে আমরা বাবুরাম সাপুড়ে পড়েছিলাম।
**
বাবুরাম সাপুড়ে
বাবুরাম সাপুড়ে,
কোথা যাস বাপুরে?
আয় বাবা দেখে যা,
দুটো সাপ রেখে যা—
যে সাপের চোখ নেই,
শিং নেই, নোখ নেই,
ছোটে না কি হাঁটে না,
কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস্ ফাঁস্,
মারে নাকো ঢুঁশঢাঁশ,
নেই কোনো উৎপাত,
খায় শুধু দুধ ভাত,
সেই সাপ জ্যান্ত
গোটা দুই আন তো!
তেড়ে মেরে ডাণ্ডা
করে দিই ঠাণ্ডা৷ 
**
  স্কুলজীবনের ছড়াগুলো দস্যু রত্নাকরের এই পোস্টে পেলাম। অসাধারণ সংগ্রহ। ‘বাবুরাম সাপুড়ে’ ওখান থেকেই নেয়া।
ধন্যবাদ আপু।
১৮|  ২৬ শে আগস্ট, ২০১৪  সকাল ৯:৩১
২৬ শে আগস্ট, ২০১৪  সকাল ৯:৩১
রাবেয়া রব্বানি বলেছেন: মজার
  ২৬ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
২৬ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
১৯|  ২৬ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০৮
২৬ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: 
ছড়া পড়তে পড়তে মনে হয় শেষ হল কেন ? এত কম কেন ?
মজা ও খোঁচা দুটোই পাওয়া যায় এক পাঠে ৷ তবে ইদানিং কালের ছড়ার শুধু বিনোদনই থাকে বোধহয় স্যাটায়ার পত্রিকার কল্যাণে ৷ 
সুকুমারের কালে অনেক শিখার ছিল ৷ ছড়ায় ছড়ায় জীবন গড়া ৷
আর যারা লেখেন ছন্দের সাথে ঈর্ষণীয় শব্দের ভাণ্ডার থাকে ৷ 
বই বের করুন ৷ শুভকামনা রইল ৷
  ২৬ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৬
২৬ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  ছড়ায় বিনোদনের সাথে শিখার কিছু মেসেজ থাকলে তো কথাই নেই। বর্তমান কালের ছড়ার ব্যাপারে আপনার মতের সাথে আমিও একমত।
ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। ভালো থাকবেন।
২০|  ২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:১৩
২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:১৩
বাংলার পাই বলেছেন: অনেক অনেক সুন্দর ও চমৎকার ছড়া। আমাদের সাহিত্যে মানে বাংলাদেশের সাহিত্যে ছড়ার তেমন কোন স্থান দেখা যায় না। 
সাহিত্যিকরা কি ছড়া লেখা বন্ধ করে দিবে নাকি এমনই একটা ধারণা আমার মধ্যে কাজ করতো। 
কিন্তু আপনার মতো ব্লগাররা যখন ছড়া লেখে তখন আমার সেই ধারনার গুড়ে বালি পড়ে। 
অনেক অনেক শুভ কামনা রইলো। 
  ২৬ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৮
২৬ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  ছড়া লেখা যে বন্ধ হয়ে গেছে তা না। লুৎফর রহমান রিটনের ছড়ার ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। আরও বেশ কিছু ভালো ছড়াকার আছেন। প্রথম আলো’র একটা ক্রোড়পত্রে নিয়মিত ছড়া প্রকাশিত হতে দেখা যায়।
আধুনিক কবিতায় অমিত্রাক্ষর অক্ষরবৃত্তের প্রচলন সবচেয়ে বেশি। ফলে কবিতা লিখতে গিয়ে অন্ত্যানুপ্রাস সৃষ্টিতে আমাদের দক্ষতা দিনে দিনে লোপ পাচ্ছে। ছড়া লিখতে গেলে সহজ শব্দে অন্ত্যমিল সৃষ্টির যে কৌশল জানা দরকার, তার অভ্যাস আমাদের নেই বললেই চলে, ফলে ছড়া লিখতে আমরা স্বচ্ছন্দ না, এবং যাও লিখি তা প্রাঞ্জল ও সাবলীল বা হৃদয়গ্রাহী হয়ে উঠতে পারে না।
সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগা এবং ধন্যবাদ জানবেন বাংলার পাই।
২১|  ২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৬
২৬ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনি আগে থেকেই আমার অনুসারিত ব্লগার, ছড়া -কবিতা নিজেও লেখার চেষ্টা করি তবে আপনার মতো পারিনা, আপনাদের লেখা পড়ে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করছি! সফদার ডাক্তারের নতুন ভার্সন খুবই ভালো লাগলো, পরিশেষে ......
       ছড়া পড়েই বুঝা গেলো 
       দারুণ হবে বই, 
       চা -য়ের সাথে বোনাস পেলাম
       বিন্নি ধানের খই! 
  ২৭ শে আগস্ট, ২০১৪  রাত ১২:৩৭
২৭ শে আগস্ট, ২০১৪  রাত ১২:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
ছড়া পড়েই বুঝা গেলো
দারুণ হবে বই,
চা-য়ের সাথে বোনাস পেলাম
বিন্নি ধানের খই! 
বাহ, চমৎকার লিখেছেন তো! আপনার হাত যে খুব পাকা, তা এতটুকুতেই বোঝা গেলো। ভাতের হাঁড়িতে সব ভাত টিপে ভাত রান্না পরীক্ষা করা হয় না 
আপনার অনুসারিত তালিকায় আছি বলে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে।
২২|  ২৬ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৫২
২৬ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৫২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার!!
প্লাস!!
  ২৭ শে আগস্ট, ২০১৪  রাত ১২:৩৮
২৭ শে আগস্ট, ২০১৪  রাত ১২:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মুনতাসির নাসিফ ভাই। ভালো থাকবেন।
২৩|  ২৬ শে আগস্ট, ২০১৪  রাত ৯:০৬
২৬ শে আগস্ট, ২০১৪  রাত ৯:০৬
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আজব ছড়া পড়তে গিয়া আমি হইলাম গজব
চশমা হারায় দাঁত খুইলা যায়, খুঁইজা আনে রজব।   
  
  ২৭ শে আগস্ট, ২০১৪  রাত ১২:৪৫
২৭ শে আগস্ট, ২০১৪  রাত ১২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
 আজব ছড়া পড়তে গিয়া আমি হইলাম গজব
চশমা হারায় দাঁত খুইলা যায়, খুঁইজা আনে রজব।  
  
হাহাহাহাহাহা
দুই লাইনের ছড়ায় তো দেখি বিরাট ইতিহাস বলে গেলেন  অসাশারণ হয়েছে জুলিয়ান ভাই।
 অসাশারণ হয়েছে জুলিয়ান ভাই।
ধন্যবাদ পড়ার জন্য।
২৪|  ২৭ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৩৬
২৭ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৩৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
ছড়া পড়ে মনে হল
পারিনা কিছুই লিখতে,
সোনা ভাইয়ের কাছে যাবো
ছড়া লেখা আজ শিখতে ! 
আপনার জুরি মেলা ভার ! ++ 
শকেটে মানে কি ? 
অনেক ভালো থাকুন । 
  ২৮ শে আগস্ট, ২০১৪  রাত ২:২৫
২৮ শে আগস্ট, ২০১৪  রাত ২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   শব্দটা শকট। ছন্দের জন্য শকেট লিখেছি  শকট অর্থ গাড়ি
 শকট অর্থ গাড়ি 
আপনার ছড়া দারুণ হয়েছে। সুন্দর ছড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন প্রিয় ব্লগার।
২৫|  ২৭ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫৫
২৭ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫৫
খাটাস বলেছেন: অনেক দিন পর ছড়া পড়লাম।  ভাল লাগল।
 ভাল লাগল। 
সফদার ডাক্তার আর সুবোধ বালক - এই দুটো বেশি মজা পেয়েছি।  
 
চলুক মাঝে মাঝে। 
  ২৮ শে আগস্ট, ২০১৪  রাত ২:২৭
২৮ শে আগস্ট, ২০১৪  রাত ২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  অনেক ধন্যবাদ প্রিয় খাটাস সাহেব।
‘ফালতু বালক’ ও ‘সুবোধ বালক’ ছড়া লিখেছিলাম ব্লগার ফালতু বালকের কথা মনে করে  ফালতু বালকের পোস্টে কমেন্টাকারে লিখা কিছু ছড়াও এখানে আছে
 ফালতু বালকের পোস্টে কমেন্টাকারে লিখা কিছু ছড়াও এখানে আছে 
ভালো থাকবেন।
২৬|  ২৭ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:০৩
২৭ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:০৩
bakta বলেছেন: বাহ, খুব সুন্দর! ভালো লেগেছে সোনাবীজ ভাই । অনেক অনেক শুভ কামনা রইলো।
  ২৮ শে আগস্ট, ২০১৪  রাত ২:২৮
২৮ শে আগস্ট, ২০১৪  রাত ২:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   অনেক ধন্যবাদ bakta
ভালো থাকবেন। 
২৭|  ২৭ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:১১
২৭ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:১১
কান্ডারি অথর্ব বলেছেন: 
বুক মার্ক করে রাখলাম। পরে পড়তে হবে সময় নিয়ে। 
  ২৮ শে আগস্ট, ২০১৪  রাত ২:২৯
২৮ শে আগস্ট, ২০১৪  রাত ২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বুকমার্ক করার জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার। ভালো থাকবেন।
২৮|  ২৮ শে আগস্ট, ২০১৪  সকাল ৮:১৩
২৮ শে আগস্ট, ২০১৪  সকাল ৮:১৩
এহসান সাবির বলেছেন: চমৎকার।
শুভ সকাল।
  ২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০১
২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই। ভালো থাকবেন।
২৯|  ২৮ শে আগস্ট, ২০১৪  সকাল ৯:০৬
২৮ শে আগস্ট, ২০১৪  সকাল ৯:০৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে মজা পাইছি 
  ২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০৩
২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজা পেয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ মাসুম ভাই।
৩০|  ২৮ শে আগস্ট, ২০১৪  দুপুর ১২:০৩
২৮ শে আগস্ট, ২০১৪  দুপুর ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
পড়ে ভীষণ মজা পেলাম। +++++ 
  ২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০৪
২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভীষণ মজা পেয়েছেন জেনে আনন্দিত হলাম কাণ্ডারি ভাই। ভালো থাকবেন।
৩১|  ২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:১১
২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:১১
জুন বলেছেন: ছোটবেলার পড়া অনেক প্রিয় এক ছড়া ছাই ভাই  
 
দাদুর মাথায় টাক ছিল 
সেই টাকে তেল মাখছিল
এমন সময় বোলতা এসে 
হুল ফুটিয়ে পালায় শেষে,
ঘুলিয়ে দিল বুদ্ধি দাদুর 
ফুলিয়ে দিল টাকটা রে
ব্যাথার চোটে কাঁদলো দাদু
আনলো ডেকে ডাক্তারে 
  ২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৫১
২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, অসাধারণ একটা ছড়া। তবে, এটি আমার পড়া হয় নি। কার লেখা, ছড়ার নাম কী?
৩২|  ২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:১৭
২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:১৭
দর্পণ বলেছেন: চলবে নাকি ছড়ার খেলা 
আমার সাথে এবার তবে
সব ছাড়িয়ে আমিই সেরা 
আমার ছড়াই সেরাই হবে। 
ধাঁধা তোমায় এবার দেবো
ছড়ার সাথে ধাঁধা
না পারলে তোমার নাম যে 
দেবোই আমি গাধা
ঘোরাক মাথা হারাক ছাতা 
জবাব এবার দাও কি
দর্পনেতে কারো ছায়া 
দেখতে তুমি পাও কি?
  ২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৫৩
২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  আমার ব্লগে স্বাগতম।
‘দর্পণেতে কারো ছায়া
দেখতে তুমি পাও?’
দর্পণের সামনে একটা পাখি, হতে পারে হামবার্ড, ঝিম ধরে উড়ছে, আর দর্পণের ভিতরে তার ছায়া পড়েছে। কী হয়েছে?
আপনার ছড়ার হাত দেখি অসাধারণ। আমি অভিভূত।
৩৩|  ২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:০৬
২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:০৬
দর্পণ বলেছেন: পাখির মাঝে ধাঁধা আছে
জবাব নহে সহজ মোটে
লালন জানতো, জানতো হাছন
সবার কি আর ভাগ্যে জোটে?
খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে করে যাওয়া আসা 
পদ্মপাতায় শিশির দোলে
পুস্প যখন জলে ভাসা।
  ২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:১৭
২৯ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ধাঁধার জবাব দিব কী, আপনার ছড়া পড়ে আমি মুগ্ধ হচ্ছি। ছোটো মুনিয়া বা হামিংবার্ড হতে পারে। পাখির নাম আমি খুব কমই জানি, যেমন কম জানি ফুলের নামও। তবে হঠাৎ তাকালে একটা মৌমাছি বা লম্বা প্রজাপতির মতো মনে হয়। চড়ুই বা বাবুই বা টুনটুনি না।  
ছড়া কিংবা পাখির ধাঁধায়
মেনে নিলাম হার
ধাঁধার জবাব দিয়ে এবার
আমায় করেন পার 
৩৪|  ২৯ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২০
২৯ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২০
 আহমেদ আলাউদ্দিন  বলেছেন: 
আমি আজ পর্যন্ত একটা ছড়াও লিখতে পারি নাই 
ঠিক করেছি লিখবো ছড়া
ভাতের সাথে ডালের বড়া
যাই হয় যাহোক এবার
না হয় হলো সবই সবার
সোনা ভাইয়ের লেখা ছড়া
হচ্ছে ভিষণ ভিষণ করা!
হা হা হা! কি যে লিখলাম।   
 
আপনার ছড়াগুলো ভালো লাগলো আর প্রথম ছড়াটা পড়ে নস্টালজিক হয়ে গেলাম   
 
 
  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৫৯
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
ঠিক করেছি লিখবো ছড়া
ভাতের সাথে ডালের বড়া
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা অনেক মজার ছড়া লিখে ফেলেছেন আলাউদ্দিন ভাই। আশা করি মাঝে মাঝে আপনার ছড়া পাবো 
ধন্যবাদ জানবেন।
৩৫|  ২৯ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৮
২৯ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবগুলো ছড়াই আমার ভাল লেগেছে --- ভীষণ ভীষণ ভাল লেগেছে
  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১১:০০
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১১:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। পড়ার জন্য ধন্যবাদ।
৩৬|  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ৯:৫৪
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ৯:৫৪
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো অনেক।
  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১১:১৪
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১১:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ হানিফ রাশেদীন ভাই।
৩৭|  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১০:২২
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১০:২২
সায়েদা সোহেলী বলেছেন: হাবিজাবি যখন-তখন 
কে যে এসব লেখে
আবোল-তাবোল বকাবকি
কার বা কাছে শেখে, 
পিছন থেকে বুদ্ধি দিতে
তার সাথে আর কে কে   
   
   
   
 
মজার পোস্ট খলিল ভাই , যত এলেবেলেই হোক সুকুমার ইজ দা বেস্ট !!! আমি বুড়ো থুরথুরে হয়ে গেলেও মনে একা একা সুকুমার আউরে হাসতে পারবো  
 
 রাম গরুদের ছানা টা বাদ গেল কেন !!!? নাকি কামিং সুন ?? 
  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১১:১৭
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:    যত এলেবেলেই হোক সুকুমার ইজ দা বেস্ট !!!
আপনার সাথে অবশ্যই একমত আপু। 
পোস্ট মজার হয়েছে জেনে আনন্দ পাচ্ছি খুব 
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১১:২৮
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
রাম গরুড়ের ছানা
রাম গরুড়ের ছানা 
হাসতে তাদের মানা
হাসির কথা শুনলে বলে,
হাসব না না, না না।
সদাই মরে ত্রাসে - 
ঐ বুঝি কেউ হাসে
এক চোখে তাই মিটমিটিয়ে
তাকায় আশেপাশে।
রাম গরুড়ের বাসা 
ধমক দিয়ে ঠাসা,
হাসির হাওয়া বন্ধ সেথায়
নিষেধ সেথায় হাসা।
৩৮|  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৫০
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৫০
তুষার মানব বলেছেন: জোশ লেখেছেন   
   
 
  ২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১১:২৯
২৯ শে আগস্ট, ২০১৪  রাত ১১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   ধন্যবাদ তুষার মানব 
৩৯|  ৩০ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০৯
৩০ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০৯
সুমন কর বলেছেন: মজা পাইলাম। 
বইয়ের জন্য অগ্রীম শুভকামনা রইলো। 
  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫০
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা জানবেন।
৪০|  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪০
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪০
অন্ধবিন্দু বলেছেন:  
আজগুবি ছড়ায় বেতাল ভালোলাগা রইলো।
ধন্যবাদ, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই 
  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৩
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  আরে অন্ধবিন্দু যে! কেমন ছিলেন? আশা করি ভালো এবং নিরাপদেই ছিলেন এতোদিন।
ধন্যবাদ আজগুবি ছড়াগুলো পড়ার জন্য 
৪১|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৩৮
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫  রাত ৯:৩৮
শায়মা বলেছেন: হা হা ভাইয়া এইটা কিন্তু প্রথমে পাবলিশ করতে পারবেনা। তার আগে প্রথম রাউন্ডটাই করতে হবে যেন সেখানে আমার ছড়ার যুদ্ধটাই থাকে।  
তবে এটা করলেও খুব বেশি দুঃখ নেই এটার মধ্যেও থেকে যাবো ঠিকই !!!!!!!
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:৩৫
২৫ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:৩৫
একজন ঘূণপোকা বলেছেন:
 
 
পুত্তুম মন্তব্য