|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
খেয়াল করো, কে কার পাশে
কারো ভাদ্র মাস, কারো বা আশ্বিন
একই ভাদ্রে ইদ কি আসে?
তোমারও আসবে সুন্দর একটা দিন
তখন শীতের কাব্য চাঁদের শরীরে
তোমার শরীরে আষাঢ়ের ঢল
ঝিলের সারসেরা ফিরে যাবে নীড়ে
তুমি ঘরে নেবে নতুন ফসল
খেয়াল করেছো কার পাশে তুমি?
সোনার শস্যে ভরা সেই ভূমি।
২৪ সেপ্টেম্বর ২০০৯
 ৪১ টি
    	৪১ টি    	 +৮/-০
    	+৮/-০  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৫
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু। শুভেচ্ছা।
২|  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫১
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫১
অন্ধবিন্দু বলেছেন: 
সরল সুন্দর তাঁজা !
ভালোলাগা ভালোলাগা। 
সুন্দর একটা দিনের প্রত্যাশায় ...
  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৬
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   সরল সুন্দর তাঁজা!
অনেক অনেক ধন্যবাদ অন্ধবিন্দু। শুভেচ্ছা জানবেন।
৩|  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:১১
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:১১
মামুন রশিদ বলেছেন: মন ভরে গেল সোনাবীজ ভাই । কবিতায় ভালোলাগা ।
  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:১৮
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই। ভালো থাকবেন।
৪|  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:১৯
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:১৯
পার্থ তালুকদার বলেছেন: কবিতায় ভাললাগা রইল ।
  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২১
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার ভাই। ভালো থাকবেন।
৫|  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২০
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২০
মৃদুল শ্রাবন বলেছেন: অনেক আশা পেলাম ভাই।
  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৩
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মৃদুল শ্রাবণ ভাই। শুভেচ্ছা।
৬|  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:৪৭
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:৪৭
আবু শাকিল বলেছেন: খেয়াল করেছো কার পাশে তুমি?
সোনার শস্যে ভরা সেই ভূমি।     
   
   
 
  ৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:০৬
৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   
   
   
 
৭|  ৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:২৬
৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:২৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনি সবসময় বেষ্ট। ভাললাগা ভালবাসা দুইটাই রইল ।
  ৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৫
৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দেওয়ান কামরুল হাসান রথি ভাই। ভালো থাকবেন।
৮|  ৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৩১
৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৩১
সুমন কর বলেছেন: ঝিলের সারসেরা ফিরে যাবে নীড়ে
তুমি ঘরে নেবে নতুন ফসল   
অসাধারণ ও অর্থময়।
কবিতায় ৪র্থ +।
  ৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৯
৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা জানবেন।
৯|  ৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:২৭
৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ।
  ৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৩১
৩০ শে আগস্ট, ২০১৪  সন্ধ্যা  ৭:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
১০|  ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ৯:৪১
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ৯:৪১
বকুল০৮ বলেছেন: 
তখন শীতের কাব্য চাঁদের শরীরে
তোমার শরীরে আষাঢ়ের ঢল
ঝিলের সারসেরা ফিরে যাবে নীড়ে
তুমি ঘরে নেবে নতুন ফসল   -------------
অনেক ভালো লাগলো। 
  ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ৯:৪৮
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বকুল ৮। আমার ব্লগে স্বাগতম।
১১|  ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ৯:৪৪
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ৯:৪৪
জুন বলেছেন: ছোট্ট কিন্ত কি গভীর মাধুর্য্যময় কবিতা ছাই ভাই । 
অনেক ভালোলাগা।
+
  ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১০:১০
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১০:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দেশি আপু। ভালো থাকবেন।
১২|  ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১০:০২
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১০:০২
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর দর্শন...
  ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১০:১০
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১০:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ। শুভেচ্ছা।
১৩|  ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৪৭
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৪৭
খেয়া ঘাট বলেছেন: +++++++++++++
  ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৫৪
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১০:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গুনে গুনে ১৩টা প্লাস দেয়ার জন্য অনেক ধন্যবাদ 
১৪|  ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৪৩
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৪৩
সায়েম মুন বলেছেন: সুন্দর কবিতা। অনেক ভাললাগা রইলো।
  ৩১ শে আগস্ট, ২০১৪  রাত ১২:০৫
৩১ শে আগস্ট, ২০১৪  রাত ১২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি সায়েম মুন ভাই।
১৫|  ৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৪৮
৩০ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৪৮
জাফরুল মবীন বলেছেন: এত ভাব ও ভাবনা কই পান বিস্ময়ে অবলোকন করি!
  ৩১ শে আগস্ট, ২০১৪  রাত ১২:০৬
৩১ শে আগস্ট, ২০১৪  রাত ১২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  ভাব ও ভাবনা তো পাচ্ছি না মবীন ভাই, তাই পুরোনো জিনিস পোস্টে দিচ্ছি।
পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৬|  ৩১ শে আগস্ট, ২০১৪  রাত ১২:২৭
৩১ শে আগস্ট, ২০১৪  রাত ১২:২৭
অঘটনঘটনপটীয়সী বলেছেন: খেয়াল করেছো কার পাশে তুমি?
সোনার শস্যে ভরা সেই ভূমি।
চমৎকার কবিতা ভাইয়া।
অটঃ আপনার পোস্টে মন্তব্য দিলে তার জবাবের কোন নটিফিকেশন পাই না ইদানিং আমি কেন জানি। 
  ৩১ শে আগস্ট, ২০১৪  রাত ১২:৩১
৩১ শে আগস্ট, ২০১৪  রাত ১২:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   ধন্যবাদ আপু।
আমিও নটিফিকেশন নিয়ে ঝামেলায় আছি। অনেক কমেন্ট-রিপ্লাইয়ের নটিফিকেশন পাই না, আবার কোনো কোনো কমেন্টের রিপ্লাই দেখার পরও নটিফিকেশন আসতে থাকে। খুব ঝামেলা।
ভালো থাকবেন।
১৭|  ৩১ শে আগস্ট, ২০১৪  রাত ১:১৫
৩১ শে আগস্ট, ২০১৪  রাত ১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: দেশ বন্দনা করে লেখা কি ভাইয়া ?
  ৩১ শে আগস্ট, ২০১৪  রাত ১:৫৪
৩১ শে আগস্ট, ২০১৪  রাত ১:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিষয়টা সার্বজনীন, প্রিয় অভি ভাই। পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৮|  ৩১ শে আগস্ট, ২০১৪  সকাল ৯:৫৫
৩১ শে আগস্ট, ২০১৪  সকাল ৯:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন: 
সুন্দর 
  ০২ রা সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৬
০২ রা সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি ভাই।
১৯|  ০১ লা সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৫:৩৭
০১ লা সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৫:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++ ঈদ হবে না ভ্রাতা ? 
ভালো থাকবেন  
 
  ০২ রা সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৮
০২ রা সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ। ঈদ হলো প্রচলিত বানান, কিন্তু অশুদ্ধ। ইদ বানানটি প্রমিত বানানের নিয়ম অনুযায়ী শুদ্ধ।
২০|  ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪  রাত ৮:৪৩
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪  রাত ৮:৪৩
হানিফ রাশেদীন বলেছেন: আরে! ভাই, আপনার কবিতা তো আগের চেয়ে অনেক সুন্দর। সহজ, স্বচ্ছ, গভীর। 
শুভ কামনা।
  ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:৫৯
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  আপনার ‘আগের চেয়ে’ কথা শুনে তো কনফিউস্ড হয়ে গেলাম  এটা তো অনেক আগে লেখা- ২০০৯ সালে
 এটা তো অনেক আগে লেখা- ২০০৯ সালে  তাহলে কি আগেই সুন্দর লিখতাম?
 তাহলে কি আগেই সুন্দর লিখতাম? 
যাই হোক, আগে-পরে কোনো কথা না, আমার এই কবিতাটা সুন্দর হয়েছে এটা জেনেই ভালো লাগলো 
ধন্যবাদ হানিফ রাশেদীন ভাই।
২১|  ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৯:৫৬
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৯:৫৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
সোনাবীজে  ক্ষেত  বুনি,
সুখের আসায় দিন গুনি..! 
আশার কবিতায় ভালোলাগা রইল ! ++ 
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫০
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর অর্থবহ লেখনী
১ম ভালোলাগা ।