নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

রানি ভানুসিংহীর ব্লগ

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫





রানি ভানুসিংহীর ব্লগে প্রথম পোস্ট করা কবিতার নাম ‘আমার ফুলবাগানের ফুলগুলিকে।’ এ কালে রমণীগণের মধ্যে সাহিত্যচর্চাকারিণীর সংখ্যা একান্তই অপ্রতুল। এটা সকলেই জানেন যে সাহিত্য ও কলা শিক্ষিতা নারীকে যতটা না আকর্ষণীয় করে তোলে, তার চেয়ে বেশি করে লোভনীয়, এবং তারও চেয়ে বড় তাৎপর্য এই যে এ গুণগুলো তাকে করে তোলে অনন্যসাধারণা; এটা রানি ভানুসিংহী ভালো করেই জানেন। আরও জানেন, এ জন্যই তাঁর বাগানের ফুলগুলিকে নিয়ে লেখা কবিতায় বর্তমানের কবিকুল বিশেষ দৃষ্টি দেবেন।



কাজী নজরুল ইসলাম কবিতাটা বার কয়েক মনোযোগ দিয়ে পড়েও কোনোকিছু উদ্ধার করতে না পেরে লিখলেন: কবিতাটা জটিল হো গিয়া।



জসীম উদ্‌দীন লিখলেন: স্বরবৃত্তে লিখতে চেষ্টা করুন। আমি বাংলায় ছড়ার ছন্দে কবিতা লিখে বিশেষ খ্যাতি অর্জন করেছি; আমার ‘কবর’ কবিতাটা আমি ছাত্র থাকা অবস্থায়ই সরকার ডিগ্রি শ্রেণির পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করে আমাকে সম্মান প্রদর্শন করেছে। আপনিও পারবেন।



বেগম সুফিয়া কামাল: এসব কী লিখেছেন বুঝতে পারলাম না আপামণি। তবে কবিতা হয়েছে বলে মনে হয় না।



পূর্ণেন্দু পত্রী কবিতাটা পড়ে হাসলেন। তারপর লিখলেন: কবিতা খুব সহজলভ্য বস্তু নয় মহাশয়া। আমরা তো আপনাদের জন্য কবিতা লিখছি, তা থেকে কিছু কিছু পড়তে হবে তো, নইলে কবিতা আসবে কেন?



বুদ্ধদেব বসু ঘুম থেকে উঠেই পিসি অন করে ব্লগে ঢুকলেন চোখ ডলতে ডলতে। তিনি খুব বিরক্ত হলেন। লিখলেন: কী লিখেছেন? মাথামুণ্ডু কিছু হয়েছে বলে মনে হয় আপনার? আমাদেরকে নিষ্কৃতি দিন, দয়া করে ব্লগে এসব ছাইপাশ পোস্ট করবেন না। আমি কবিতার বিপ্লব ঘটাতে যাচ্ছি। রবীন্দ্রনাথকে ঢেকে ফেলবো।



সুনীল গঙ্গোপাধ্যায় বেজার হলেন না। লিখলেন: বাক্যগুলো আরও প্রাঞ্জল করে লিখুন। আপনার দ্বারা হলেও হতে পারে।



শক্তি চট্টোপাধ্যায় : রমণীরা যুগে যুগে সাহিত্য রচনা করেছেন। কিন্তু তাঁদের লেখায় কোনো সাহিত্যমূল্য নেই। তথাপি তাঁরা এতো নাম কুড়ালেন, তাঁর কারণ কিছু লুলকবি তাঁদেরকে ‘বাহবা’ দিতে দিতে গাছের আগায় উঠিয়ে দিয়েছেন। কবিতা লিখা আপনার দ্বারা অসম্ভব। তবে পরামর্শ দিই আপনাকে, রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের লেখাগুলো বেশি করে পড়ুন।



এমন সময় জীবনানন্দের প্রবেশ: কবিতা না বুঝলেই তাকে আবর্জনা বলার পক্ষপাতী আমি নই। রবীন্দ্রনাথের জীবদ্দশায় তাঁকেও লোকেরা অনেক খোঁচা দিত। আপনারা তো আমার কবিতাকে কবিতাই বলতে চান না। তবে, রানি ভানুসিংহীর এই কবিতাটা আমার কাছে খুব ভালো লেগেছে। অভিনন্দন মহাশয়া।



হুমায়ুন আজাদ: ব্লগে ‘কবিতা লিখবার সহজ উপায়’ শীর্ষক সিরিজ লিখতে যাচ্ছি শীঘ্রই। আপনাদের কথা মাথায় রেখেই এ কাজটা করতে যাচ্ছি যাতে আপনারা উপকৃত হতে পারেন। আর আপনার এ কবিতাটি সম্পর্কে কিছু বলছি না এ মুহূর্তে- তবে এক কথায় বলতে গেলে এটাই বলবো, আপনার হাত বড্ড কাঁচা।



তখন রবীন্দ্রনাথের আত্মা ব্লগে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ তাঁর চোখ পড়ে ‘আমার বাগানের ফুলগুলিকে’ নামক একটা কবিতার উপর। তিনি দেখেন ‘রানি ভানুসিংহী’ নামক জনৈকা ব্লগার এ কবিতাটাকে তাঁর নিজের ব্লগে স্বনামে পোস্ট করেছেন। তিনি হাসবেন, নাকি কাঁদবেন, এ কথা ভাবতে ভাবতে যখন হাটে হাঁড়ি ভাঙার উদ্দেশ্যে লগিন করে একটা কমেন্ট লিখে ‘সাবমিট’ করলেন, অমনি ব্লগে ‘চিরাচরিত’ ‘বাগ-বিষয়ক’ ম্যালফাংশান শুরু হয়ে গেলো। তিনি যতবার কমেন্ট সাবমিট করলেন, কেবলই ‘৫০২’ সমেত ‘সার্ভার বিজি’ লিখা উঠে আসতে লাগলো। অবশেষে ত্যক্ত-বিরক্ত হয়ে নিজের সুবিশাল সাহিত্যভাণ্ডার থেকে একটামাত্র কবিতা খোয়া গেলে কোনো বিরাট ক্ষতি হয় না এই মর্মে নিজেকে সান্ত্বনা দিয়ে রবীন্দ্রনাথ ব্লগ ছেড়ে চিরতরে হারিয়ে গেলেন।









আমার ফুলবাগানের ফুলগুলিকে



আমার ফুলবাগানের ফুলগুলিকে বাঁধব না আজ তোড়ায়-

রঙ-বেরঙের সুতোগুলো থাক্‌,

থাক্‌ পড়ে ওই জরির ঝালর।।



শুনে ঘরের লোকে বলে,

‘যদি না বাঁধো জড়িয়ে জড়িয়ে

ওদের ধরব কী করে-

ফুলদানিতে সাজাব কোন্‌ উপায়ে?’



আমি বলি,

‘আজকে ওরা ছুটি-পাওয়া নটী,

ওদের উচ্চহাসি অসংযত,

ওদের এলোমেলো হেলাদোলা

বকুলবনে অপরাহ্নে,

চৈত্রমাসের পড়ন্ত রৌদ্রে।

আজ দেখো ওদের যেমন-তেমন খেলা,

শোনো ওদের যখন-তখন কলধ্বনি,

তাই নিয়ে খুশি থাকো।’



বন্ধু বললো,

‘এলাম তোমার ঘরে

ভরা পেয়ালার তৃষ্ণা নিয়ে।

তুমি খেপার মতো বললে,

আজকের মতো ভেঙে ফেলেছি

ছন্দের সেই পুরোনো পেয়ালাখানা!

আতিথ্যের ত্রুটি ঘটাও কেন?’

আমি বলি, ‘চলো-না ঝর্নাতলায়,

ধারা সেখানে ছুটছে আপন খেয়ালে-

কোথাও মোটা, কোথাও সরু।

কোথাও পড়ছে শিখর থেকে শিখরে,

কোথাও লুকোলো গুহার মধ্যে।

তার মাঝে মাঝে মোটা পাথর

পথ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে বর্বরের মতো,

মাঝে মাঝে গাছের শিকড়

কাঙালের মতো ছড়িয়েছে আঙুলগুলো-

কাকে ধরতে চায় ওই জলের ঝিকিমিকির মধ্যে!’

সভার লোকে বললো,

‘এ যে তোমার আবাঁধা বেণীর বাণী-

বন্দিনী সে গেল কোথায়?’

আমি বলি, ‘তাকে তুমি পারবে না আজ চিনতে;

তার সাতনলী হারে আজ ঝলক নেই,

চমক দিচ্ছে না চুনি-বসানো কঙ্কণে।’

ওরা বললো, ‘তবে মিছে কেন?

কী পাব ওর কাছ থেকে?’

আমি বলি, ‘যা পাওয়া যায় গাছের ফুলে

ডালে-পালায় সব মিলিয়ে।

পাতার ভিতর থেকে তার রঙ দেখা যায় এখানে সেখানে,

গন্ধ পাওয়া যায় হাওয়ার ঝাপ্‌টায়।

চার দিকের খোলা বাতাসে দেয় একটুখানি নেশা লাগিয়ে।

মুঠোয় করে ধরবার জন্যে সে নয়,

তার অসাজানো আটপহুরে পরিচয়কে

অনাসক্ত হয়ে মানবার জন্যে

তার আপন স্থানে।’



২৯ আগস্ট ২০১৩



মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~ =p~



ব্লগ জামানা হইলে এমনই হইত ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

এতো হাসলে লজ্জা লাগে না?

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: কবিতাটা বড্ড এলোমেলো। যে কেউ নিজ নামে চালিয়ে দিতেই পারে। ;) ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কবিতাটা বড্ড এলোমেলো। যে কেউ নিজ নামে চালিয়ে দিতেই পারে।
;) ;)

আপু, একেবারে সমস্যার মূলে হাত দিয়েছেন। এই কবিতাটা নিয়েই সমস্যা ;)


পড়ার জন্য ধন্যবাদ আপু।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

ঢাকাবাসী বলেছেন: উঁচু মার্গের লেখা, মাগার পড়ে মজা পেলুম।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ে মজা পেয়েছেন, মাগার এটাই আমার কাছে উঁচু মার্গের আনন্দদায়ক ঘটনা ;)

ধন্যবাদ ঢাকাবাসী।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২২

দৃষ্টিসীমানা বলেছেন: প্রথম অংশ ভাল লাগল কিন্তু কবিতায় এসে কবি গুরুকে দেখে আর এখানে
থাকার সাহস পাচ্ছিনা । ভাল লাগা রইল ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার জন্যও অনেক ভালোলাগা রইলো প্রিয় দৃষ্টিসীমানা।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রানি ভানুসিংহীর এই কবিতাটা আমার কাছে খুব ভালো লেগেছে। অভিনন্দন মহাশয়া।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রানি ভানুসিংহীর কবিতাটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব আনন্দ পেলাম। ধন্যবাদ গিয়াসলিটন ভাই।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: শক্তি চট্টোপাধ্যায় : রমণীরা যুগে যুগে সাহিত্য রচনা করেছেন। কিন্তু তাঁদের লেখায় কোনো সাহিত্যমূল্য নেই। তথাপি তাঁরা এতো নাম কুড়ালেন, তাঁর কারণ কিছু লুলকবি তাঁদেরকে ‘বাহবা’ দিতে দিতে গাছের আগায় উঠিয়ে দিয়েছেন। কবিতা লিখা আপনার দ্বারা অসম্ভব। তবে পরামর্শ দিই আপনাকে, রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের লেখাগুলো বেশি করে পড়ুন।


কবির কথা একেবারে অমূলক নয় । আমি তো নির্বাচিত লুল সম্রাট । :( :P তারপরও কবিতা সবার টাই পড়ি । ভাল লাগাটা লিঙ্গ ভেদ করি না আমি #:-S

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো নির্বাচিত লুল সম্রাট =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

হাসতে হাসতে মরে গেলাম। খুব মজার কথা সেলিম ভাই ;)

ধন্যবাদ।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৪

অন্ধবিন্দু বলেছেন:


রবীন্দ্রনাথের আত্মা এখনও বেঁচে আছে !! ;)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইতো দেখা গেলো ;)

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬

ডি মুন বলেছেন: শক্তি চট্টোপাধ্যায় : রমণীরা যুগে যুগে সাহিত্য রচনা করেছেন। কিন্তু তাঁদের লেখায় কোনো সাহিত্যমূল্য নেই। তথাপি তাঁরা এতো নাম কুড়ালেন, তাঁর কারণ কিছু লুলকবি তাঁদেরকে ‘বাহবা’ দিতে দিতে গাছের আগায় উঠিয়ে দিয়েছেন। কবিতা লিখা আপনার দ্বারা অসম্ভব। তবে পরামর্শ দিই আপনাকে, রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের লেখাগুলো বেশি করে পড়ুন।

এমন সময় জীবনানন্দের প্রবেশ: কবিতা না বুঝলেই তাকে আবর্জনা বলার পক্ষপাতী আমি নই। রবীন্দ্রনাথের জীবদ্দশায় তাঁকেও লোকেরা অনেক খোঁচা দিত।


আর কবিতাটি বিচারের ক্ষেত্রে আমি জীবনানন্দের মতেই আস্থা রাখলাম। :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর কবিতাটি বিচারের ক্ষেত্রে আমি জীবনানন্দের মতেই আস্থা রাখলাম। ;)

ধন্যবাদ ডি মুন।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০

মামুন রশিদ বলেছেন: বুদ্ধদেব বসু ঘুম থেকে উঠেই পিসি অন করে ব্লগে ঢুকলেন চোখ ডলতে ডলতে। তিনি খুব বিরক্ত হলেন। লিখলেন: কী লিখেছেন? মাথামুণ্ডু কিছু হয়েছে বলে মনে হয় আপনার? আমাদেরকে নিষ্কৃতি দিন, দয়া করে ব্লগে এসব ছাইপাশ পোস্ট করবেন না। আমি কবিতার বিপ্লব ঘটাতে যাচ্ছি। রবীন্দ্রনাথকে ঢেকে ফেলবো।

শক্তি চট্টোপাধ্যায় : রমণীরা যুগে যুগে সাহিত্য রচনা করেছেন। কিন্তু তাঁদের লেখায় কোনো সাহিত্যমূল্য নেই। তথাপি তাঁরা এতো নাম কুড়ালেন, তাঁর কারণ কিছু লুলকবি তাঁদেরকে ‘বাহবা’ দিতে দিতে গাছের আগায় উঠিয়ে দিয়েছেন। কবিতা লিখা আপনার দ্বারা অসম্ভব। তবে পরামর্শ দিই আপনাকে, রবীন্দ্রনাথ আর কাজী নজরুলের লেখাগুলো বেশি করে পড়ুন।

হাহাহা, চরম :D :D


০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ‘চরম’ কমেন্টের জন্য ধন্যবাদ মামুন ভাই ;)

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

সায়েম মুন বলেছেন: এরকম হলে তো ভালই হতো। বলতে পারতাম উনারা আমার সহব্লগার ছিলেন। #:-S

এলোমেলো কবিতা ভাল লেগেছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহা ভালো বলেছেন সায়েম ভাই।


পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রবীন্দ্রনাথ যখন ম্যালফাংশন এরর ঝামেলায়, তখন বাংলা সাহিত্যের একমাত্র মহামান্য কবি "বোকা মানুষ" ঘোষনা দিলেন রানি ভানুসিংহী বাংলা সাহিত্যের সর্বযুগের সেরা কবিতাটি লিখে ফেলেছেন। সাহিত্যে মরনোত্তর অস্কার তারই প্রাপ্য। :P :P :P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃহাঃহাঃ আজ দেখি হাসতে হাসতে আমার জান শেষ হয়ে যাচ্ছে ;)


তবে সাহিত্যে ‘নোবেল’ রহিত করে ‘অস্কার’ দেয়ার ভাবনা আমার ভালো লাগলো ;)


ধন্যবাদ বোকা মানুদ ;)

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ইসস রবিবাবু একালে হলে তাহার নোবেল লইয়া যারপর নাই টানাহেঁচড়া পড়িয়া যাইতো সুনিশ্চিত ৷

ব্লগ নিয়ে ব্লগামি আর কৌতুকবোধে বেশ ভাল লাগিল ৷

'তবে আমার ফুলবাগানের ফুলগুলিকে' লিখে গুগল মামায় সার্চ দিলে অনেক চোর ধরা পড়িল ৷ দেখতে পারেন B-)

হাসি ও কষ্ট দুটোই পেলুম মিনিগল্পে ৷

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মজার ও বুদ্ধিদীপ্ত কমেন্ট পড়ে কিঞ্চিৎ হাসলাম। সত্যিই ভাবুন তো একবার, ঐসব মহারথীদের কালে ব্লগ আর ফেইসবুক থাকলে কী দশা হতো? ;)


অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। ভালো থাকবেন।

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ২য ভালোলাগা ভ্রাতা :)
সন্দেহজনকভাবে কবিতাখানিকে আমার আমার বলিয়া স্মরণ হইতেচে ;)
ভালো থাকবেন :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগার জন্য প্রীত বোধ করছি ;)

কবিতাটা যদি আপনার হয়ে থাকে, তাহলে রানি ভানুসিংহীর পক্ষে আমি আরজ করছি, কবিতাটি মহাশয়ার নামে সম্প্রদান করে দেয়ার জন্য ;)

ধন্যবাদ অপূর্ন ভাই।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অবশেষে ত্যক্ত-বিরক্ত হয়ে নিজের সুবিশাল সাহিত্যভাণ্ডার থেকে একটামাত্র কবিতা খোয়া গেলে কোনো বিরাট ক্ষতি হয় না এই মর্মে নিজেকে সান্ত্বনা দিয়ে রবীন্দ্রনাথ ব্লগ ছেড়ে চিরতরে হারিয়ে গেলেন।

হি হি হি হি :D

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :) :) :) :) :) :) :) :) :)

ধন্যবাদ আপু।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: জয় রাণী ভানুসিংহী :)

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব :)

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

জসীম অসীম বলেছেন: আপনার লেখা পড়েছি । ভালো লাগলো । লেখার ভিতরের বিষয়ে অন্য সময় মতামত প্রকাশ করবো। আমি এখন ব্লগে লিখলে লেখা লেখা প্রথম পাতায় প্রকাশ হয়না। এ বিষয়ে আপনি কি আমাকে কোনো সহযোগিতা করতে পারেন ? ভীষণ দুশ্চিন্তায় আছি। উপযুপরি অনিয়ম আমি কিভাবে করেছি, আমি জানি না। আমার লেখা কতদিন প্রথম পাতায় প্রকাশ হবে না। মডারেটর উপস্থিত উপস্থিত থাকলে তার তার বিবেচনা সাপেক্ষে আমার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। কিন্তু সেটা কিভাবে সম্ভব ? ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা কোথায় জানতে পারবো ? আমাকে এ বিষয়ে সমাধান দিতে পারবেন কি? আমার উপর নজর রাখা বন্ধ হওয়ার জন্য আমি কি করতে পারি ? প্লিজ, সম্ভব হলে আমাকে সহযোগিতা করুন। আমি ব্লগিংয়ের সকল নিয়ম মেনেই লিখতে চাই। ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক ভালো থাকবেন।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার লেখা কি এখন প্রথম পাতায় আসে?

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার মগজের ভুতগুলো বেশ মজার !
কখনও তারা নাচানাচি করে আবার কখনও
হিমালয় সন্ন্যাসীদের সাথে বসে ধ্যানমগ্ন !

চমৎকৃত হইলাম আপনার বহুরূপী ভূতে ! ++

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহে স্বপ্নচারী গ্রানমা, আপনি এখন কোথায়? ব্লগে কি আসেন? যেখানেই থাকুন না কেন, ভালো থাকুন। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.