নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমি কোনোদিন সেরা হতে পারি নি

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫

আমি কোনোদিন সেরা হতে পারি নি- না প্রেমে, না যুদ্ধে। আমি পাঠ করেছি প্রেম, কাগজের হৃৎপিণ্ড ফুঁড়ে তীব্র ফুঁসে উঠেছে সাপ অথবা আগুন। আমি যুদ্ধে জড়িয়ে পড়েছি নিজের কোনো অনুমতি ছাড়াই। আমার শত্রুরা আমার হাত হতে অস্ত্র ছিনিয়ে নিয়ে আমাকেই খুঁচিয়ে বিপর্যস্তু করে জয়োল্লাসে দূর্গে ফিরে গেছে।

আমি কোনোদিন সেরা হতে পারি নি। আমি হেরে যেতে যেতে, মৃত্যুর দরজা থেকে কোনোরূপে ফিরে এসে প্রকাণ্ড পাহাড়চূড়ায় নিজেকে খুঁজে পেয়ে আসমানে তাকিয়ে দেখি, ‘স’ ও ‘ব’ বর্ণের যে-দুটি পাখি আমার বাবা আমাকে বাল্যকালে উপহার দিয়েছিলেন, নক্ষত্রের মতো এখনো তারা দারুণ জাজ্বল্যমান। আমি হাত বাড়িয়ে তাদের ছুঁতে যাই। অমনি পা ফস্‌কে পাহাড়ের ঢাল বেয়ে পড়ে যেতে থাকি। পড়ে যেতে যেতে, যেতে যেতে, বিকট গহ্বরে ডুবে যাওয়ার মুহূর্তে আমি দেখি- আমার অবসন্ন দেহটি একজোড়া পাখার উপর নরম আরামে ভাসছে।

১৫ অক্টোবর ২০১৪



উৎসর্গ


সেরাদের ভিড়ে আমি কোনোদিনই ঠাঁই পাই নি। বউচি অথবা গোল্লাছুট খেলতে গিয়ে হোঁচট খেয়ে পা জখম হয়ে গেলে সবাই আমাকে ধাক্কা মেরে দলের বাইরে ছুঁড়ে ফেললে শবনম শায়মা ওর নরম চোখ দিয়ে আমার হৃদয় ছুঁয়েছিল।

তোরা সেরাদের দলে নাম লিখিয়ে নে। আমি শবনম শায়মার হৃদয়ে আজীবন ঘুমিয়ে কাটাতে চাই।

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৮

আবু শাকিল বলেছেন: খুব সুন্দর উপলব্ধি ।

আজকাল জীবনের চাওয়া পাওয়ার খুব হিসাব মিলাচ্ছেন।

বয়স কি আসলেই বেড়ে যাচ্ছে =p~ =p~ =p~

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাহ, বয়স তো কমে যাচ্ছে, শাকিল ভাই ;)

ধন্যবাদ।

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১০

এহসান সাবির বলেছেন: আমিও
কোনোদিন সেরা হতে পারি নি না প্রেমে, না যুদ্ধে.......... :( :(

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসুন, হাত মিলাই :)

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: অামিও পারিনি !!! চমৎকার লেখা।

"স" অার "ব" বর্ণের পাখি দুটি কি কি?

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই প্রশ্নের জন্য। আপাতত উহ্য থাক। কোনো কোনো পাঠক হয়তো কিছু একটা আন্দাজ করবেন, বলে দিলে সেই সুযোগটা আর থাকে না।

শুভেচ্ছা।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫

এহসান সাবির বলেছেন: হাতে হাত.........

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ;)

৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬

সজীব বলেছেন: আমিও
কোনোদিন সেরা হতে পারি নি না প্রেমে, না যুদ্ধে...... :( :(

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনার নাম যে দেখতে পাচ্ছি না, এটা কীভাবে সম্ভব?

৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৫

অদৃশ্য বলেছেন: Aha ki onuvuti ! ... Shuvokamona sroddheeo...

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাকী অরিন্দম ভাই, অনেকদিন পর দেখলাম। দেখা দেয়ার জন্য ধন্যবাদ।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩০

আহসান জামান বলেছেন:
অনেক চমৎকার। ভালো থাকবেন কবি।

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আহসান ভাই। আপনিও ভালো থাকবেন।

৮| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++

তোরা সেরাদের দলে নাম লিখিয়ে নে। আমি শবনম শায়মার হৃদয়ে আজীবন ঘুমিয়ে কাটাতে চাই।

সেরা হতে চাই না ।

ভালো থাকবেন অনেক :)

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতগুলো প্লাসের জন্য ধন্যবাদ রায়হান ভাই।

আচ্ছা, আপনার নিকনেইম কি আগে ‘অপুর্ন’ ছিল?

৯| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আবু শাকিল বলেছেন: খুব সুন্দর উপলব্ধি ।

আজকাল জীবনের চাওয়া পাওয়ার খুব হিসাব মিলাচ্ছেন।

বয়স কি আসলেই বেড়ে যাচ্ছে =p~ =p~ =p~

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাহ, বয়স তো কমে যাচ্ছে, অভি ভাই, বাড়ছে না ;)

ধন্যবাদ।

১০| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

জাফরুল মবীন বলেছেন: স=সততা/সাহস,ব=বিদ্যা/বিবেক?

এসব কুইজ মার্কা সংকেত দিয়া আমার মাথাটা কেন খারাপ করেন?জানেন না চান্স পাইলেই গবেষণায় নেমে পড়ি! :P X(( =p~

অনেক শুভকামনা রইলো আপনার জন্য।ভাল থাকুন ভাই।

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন। আমার মনে হয় সংকেতের পাখি দুটো এরকম হওয়াই বেশি যুক্তিযুক্ত।

আপনার গবেষণার মান দেখে চমৎকৃত হলাম মবীন ভাই। আপনার দ্বারাই সম্ভব।

ভালো থাকবেন।

১১| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০২

নাসরিন চৌধুরী বলেছেন: লেখাটি পড়ে ভাবনার অতলে হারাচ্ছিলাম।

বেশ লিখেছেন---ভাল থাকবেন।

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

১২| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৪

কলমের কালি শেষ বলেছেন: স এবং ব মানে মনে হচ্ছে সততা এবং বিবেক জাফরুল মবীন ভাই থেকে ধার নিয়ে বললাম । :P :P :P । আর তাই যদি হয় তাহলে জীবন বিনা হিসেবেই স্বার্থক । কোন হিসাবেরই দরকার নেই । B-) B-) B-)

আমি শবনম শায়মার হৃদয়ে আজীবন ঘুমিয়ে কাটাতে চাই। ;) ;)

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি শবনম শায়মার হৃদয়ে আজীবন ঘুমিয়ে কাটাতে চাই।


তবে ‘স’ এবং ‘ব’ দ্বারা ভিন্ন কিছুও হতে পারে কিন্তু। চিন্তা করলেই বেরিয়ে আসবে।

ধন্যবাদ কলমের কালি।

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৩

মিজভী বাপ্পা বলেছেন: অসাধারণ অনুভূতি ভাই। তবে আমিও কোন দিন সেরা হইপার পারি নাই তাই বলিয়া দুঃখ নাই। কারণ সেরার পিছনে না দৌঁড়িয়ে এমন কাজ করতে হবে যে সেরারাই আপনার পিছনে দৌঁড়ায় :)

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সৎ ও পরিশ্রমী মানুষেরা আপাত দৃষ্টিতে পশ্চাদপদ, দরিদ্র, হতভাগ্য ও বঞ্চিত হয়ে থাকে। নানান ঘাত-প্রতিঘাতে মহামূল্য ‘সততা’, ‘বিশ্বস্ততা’, ‘বিবেকবুদ্ধি’র প্রতি মাঝে মাঝে তাঁরা বীতশ্রদ্ধ হয়ে উঠার পর্যায়ে চলে যান। কঠিনচিত্ত ও দৃঢ় মনোবলের মানুষের জন্য ওটাই অগ্নিপরীক্ষা। দুর্বলেরা পা ফসকে পড়ে যান, পদস্খলন হয় তাঁদের। কিন্তু যারা সত্যিই সৎ জীবনযাপনে অভ্যস্ত, কঠিন প্রতিকূলতার মধ্যেও তাঁদের মনের মধ্যে শান্তি প্রশান্তি জাগরূক থাকে। সততা তাঁদেরকে সাহস যোগায়। তাঁরা অমিত শক্তিমত্তার অধিকারী হোন, যার মূলে রয়েছে এই সততা। তাঁরা কখনো আলস্যকে প্রশ্রয় দেন না। একাগ্রতা, নিষ্ঠা ও পরিশ্রম এবং সততার সমন্বয়ে গড়ে ওঠা সংসার জীবনে তাঁরা কোনো একদিন নির্মল শান্তি স্পর্শ পাবেনই।

লেখাটা পাঠকের মন ছুঁতে পারে নি, এটা আমার ব্যর্থতা। আমি একটা সিরিয়াস বিষয়ের উপর লিখেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি পাঠকের কাছে বিষয়টা খুব হালকা ও হাস্যরসের বিষয় হিসাবে অধীত হয়েছে। ব্যর্থতা মেনে নিলাম।

ধন্যবাদ বাপ্পা ভাই।

১৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৯

টুম্পা মনি বলেছেন: হাহাহাহা মজা পেলাম।

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজা পেয়েছেন জেনে আমিও মজা পেলাম আপু। অনেকদিন পর দেখা হলো। আশা করি ভালো আছেন।

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অবজেকশন, অবজেকশন, অবজেকশন। আপনি বলেছেন,
মৃত্যুর দরজা থেকে কোনোরূপে ফিরে এসে প্রকাণ্ড পাহাড়চূড়ায় নিজেকে খুঁজে পেয়ে আসমানে তাকিয়ে দেখি

প্রকাণ্ড পাহাড়চূড়ায় নিজেকে খুঁজে পেয়েছেন, আর আমরাতো ভাই এতোএতো মানুষের ভিড়ে নিজেকেই খুঁজে পাই না.... :(( :(( :((

আপনিতো আমি কোনোদিন সেরা হতে পারেন নাই, আমরা যে কিছুই হইতে পারি নাই... :(

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। খুব ভালো বলেছেন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো বোকা মানুষ।

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহাহা.... ভালো সিদ্ধান্ত........ =p~ =p~ =p~ =p~
এরকম হলে সেরার শিরোপা পরিত্যাগ করতেও রাজি ;)



প্রথম লাইনটি বেশ সম্মোহন করেছে আমাকে:
//কোনোদিন সেরা হতে পারি নি- না প্রেমে, না যুদ্ধে।//

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম লাইনটাই কবিতার সারাংশ। বাকি অংশ তো সাপোর্টিং ফ্রেজেস।

ধন্যবাদ মইনুল ভাই। ভালো থাকবেন।

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১০

আমিনুর রহমান বলেছেন:




অসাধারণ। মজা করেও যে গভীর ভাবনার লিখা যায় জানলাম :)

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: থাকবেন আমিনুর ভাই। কেমন আছেন?

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৮

খাটাস বলেছেন: মাঝে মাঝে কি জিনিস না জানলে ও খাইতে ভাল লাগে সেরকম একটা ব্যাপার। ভাল লেগেছে । অন্তরিনিহিত এক সুর আছে। ++++

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ খাটাস। এ কবিতায় যা বলতে চেয়েছিলাম তা উপরে বাপ্পা ভাইয়ের কমেন্টের রিপ্লাইয়ে বলে ফেলেছি। মামুলি কথাবার্তা।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

১৯| ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৭

জসীম অসীম বলেছেন: One of the nice writing. it is good. I am wached this blog now. but why ? . I am so disappointed. After a long time read your writing. Thanks.

১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জসীম অসীম। আপনাকেও অনেকদিন পর দেখছি। কী কারণে আপনাকে ওয়াচে রাখা হয়েছে তা আমার জানা নেই। ব্লগের নিয়ম বহির্ভূত কিছু করলে তা হতে পারে। সেরকম কিছু করেছেন কিনা আমার জানা নেই। না করে থাকলে সমস্যা নেই, আপনার মতো ব্লগিং করতে থাকুন। কর্তৃপক্ষের নজরে আসার চেষ্টা করুন।

শুভ কামনা।

২০| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৮

ডি মুন বলেছেন: বাহ,

কবি-হৃদয়ের বিষণ্ণ পাণ্ডুলিপি।

সুন্দর।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ডি মুন।

২১| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৭

বৃতি বলেছেন: সেরা হওয়ার দরকারটা কি? সেরা না হয়েই শবনম শায়মার হৃদয় ছুঁতে পেরেছেন।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ;) কথা ঠিক আপামণি।

ধন্যবাদ। ভালো থাকবেন।

২২| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

মামুন রশিদ বলেছেন: ঘুমাও কবি, আমরণ ঘুমাও প্রিয়তমার উষ্ণ ওমে :P

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি এখন ঘুমোচ্ছি
আমার চোখ জেগে আছে, অর্থাৎ আমি সবকিচ্ছু দেখতে পাচ্ছি, যেমন টিভিতে
‘সুন্দরী’ নারীদেহ
আমার জিহ্বা নড়াচড়া করছে, অর্থাৎ আমি খাচ্ছি, যেমন চানাচুর, খইভাজা, নেবুনচুষ
সবচেয়ে বড় কথা আমি ল্যাপটপের কি-বোর্ডে দিব্যি লিখতে পারছি- ঘুমোতে যাবার
অব্যবহিত আগে এ স্ট্যাটাস সমগ্র

আমি জেগে থেকে যে-কাজগুলো করে আরাম পাই, ঘুমিয়েও সেগুলোই করি
তাই আপনাদের মনে হচ্ছে লোকটা এসব আবোল-তাবোল বকছে জেগে থেকে
এমনই আমার ঘুমের প্রকৃতি

আদতে এইমাত্র আমি ঘুমোতে যাচ্ছি - যেভাবে প্রতি রাতেই ঘুমোই
শুভ ঘুমাহ্ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.