নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কবিতা কিংবা গদ্যর ভিতরকার সব পার্থক্য বিলীন হয়ে সকল কবিতা গদ্যর ভিতর, কিংবা সকল গদ্য কবিতায় ডুবে গিয়ে একাকার হবে। আমাদের লেখাজোখার আদিরূপ পদ্যনির্ভর ছিল, যা ছিল বেজায় আভিজাত্যের প্রতীক। এরপর আমরা গদ্যেই উৎকর্ষ হয়েছি বেশি কবিতার চেয়ে, আর কবিতা এখন তুমুল গদ্যমুখী।
৪০ শতকের সরহপাগণ গদ্যে আধুনিক চর্যাগীতিকা লিখবেন; একজন হরপ্রসাদ শাস্ত্রী অথবা ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ‘মেঘনাদ বধ’ কিংবা ‘গীতাঞ্জলি’র মমি খুঁজে বেড়াবেন বাংলা থেকে বাংলান্তরের গ্রন্থকুঞ্জে। এসব বড্ড দুষ্প্রাপ্য মহামূল্য ফসিল! একেকটা প্রাপ্তি একেকটা দিগ্বিজয় আর বিস্ময়ের ঘোর।
কখনো ভয় হয়, তাঁরা হয়তো হেসে কুটিকুটি হবেন আমাদের এ যুগের কবিতা পড়ে।
৪ মে ২০০৯
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি। আপনার কী খবর?
২| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৯
কলমের কালি শেষ বলেছেন: কবিতাতো আমিও লিখি । লেখার সময় ভাবি গদ্য হয়ে যাচ্ছে না তো আবার !!..হয়তোবা হয়েও যায় তা বুঝতে পারি না
তবে অনেকে দেখি কাহিনীভিত্তিক গদ্যকেও কবিতার রুপ করে লিখে । এইটাকি অজানা বা নতুন কোন ট্রেন্ড তা জানা নেই ।
ভাল থাকবেন ।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে কারোরই নিজস্ব ট্রেন্ড থাকতে পারে। কিন্তু সব মিলিয়ে একটা সমন্বিত ট্রেন্ডও জেগে ওঠে। এজন্য ৬০০, ১২০০, ১৬০০, ১৮০০ ও ২০০০ সালের কবিতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য বোঝা যায়।
ধন্যবাদ কলমের কালি।
৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: এখনকার ট্রেন্ড হইল কবি যা লিখবো তাই কবিতা।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর বলেছেন।
৪| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: ভাষা আর সাহিত্যতো সবসময়ই বিবর্তিত হচ্ছে ভ্রাতা , কি জানি তখন কি হবে ! প্রকাশ ভিন্ন হলেও আবেগে কি ভিন্নতা থাকবে !
ভালো থাকবেন
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মনে হয় আবেগ অপরিবর্তিত থাকে, তবে আবেগ প্রকাশের মাধ্যম বিবর্তিত হতে থাকে।
ধন্যবাদ রায়হান ভাই।
৫| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৯
আমিনুর রহমান বলেছেন:
হাসবে আর বলবে সোনাবীজ কি ধুলোবালি ছাই লিখছে
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহআহাহা আমিনুর ভাই
৬| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৬
নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লিখেছেন ভ্রাতা
সূ দূর প্রসারি চিন্তা
পড়ে খুবি ভাল লাগল
আনেক শুভেচছা
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নুর ভাই।
৭| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
৪০০০ সালের কবিতাটি খুব ভালো লাগলো
অ/ট: আমি কেন কবিতা লেখার দুঃসাহস করি না, এবার তার একটি জুতসই কারণ পাওয়া গেলো।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহআহাহাহাহআহাহাহাহা। আমরাও তাহলে বুঝতে পারলাম আপনি কেন গদ্যের মতো আসলেই কবিতাই লিখছেন
৮| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১
অদৃশ্য বলেছেন: ভাইজান আমি আপাতত ৪০০০ সালের একটি কবিতা নিয়া ভাবতেছি !
নির্ঘাৎ একটা কিছু লিখে ফেলবো... এই পেইনাটা ধরায়া দিলেন আপনি... নাছাড়া শান্তি হবেনা...
শুভকামনা...
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব খুশির খবর। অতি শীঘ্রে শেয়ার করুন। পরাণ আনচান করছে।
৯| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৮
অন্ধবিন্দু বলেছেন:
বাজে কথা। দুর্বল পর্যবেক্ষণ
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সঠিক বলেছেন। তীক্ষ্ণ পর্যবেক্ষণ।
১০| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২০
আবু শাকিল বলেছেন: আমিনুর ভাইয়ের কমেন্টস এ লাইকা দিলাম
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও আমিনুর ভাইয়ের কমেন্টে লাইক দিলাম।
১১| ২০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫১
ডি মুন বলেছেন: ৪০০০ সালের আগেই কবিতা যাবে নির্বাসনে। আর কবিরা হয়ে যাবে ডাইনাসোরের ফসিল।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহহাহাহাহাহা। মজা লাগলো কথাগুলো।
১২| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
মামুন রশিদ বলেছেন: ৪০০০ সালে কবিতা নামে কিছু থাকবে না । সকল মানবিক আবেগ অনুভুতির প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা থাকবে ।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কে সেই স্বৈরশাসক? তাঁকে আজই ধরিয়ে দিন
১৩| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
এম ই জাভেদ বলেছেন: ৪০০০ সালের কবিতা হতে পারে পরমাণু কাব্য টাইপ, খালি চোখে পড়া যাবেনা। আজকাল অনুকাব্যের চল বেড়েছে। পরের ট্রেন্ড তো পরমানু কাব্য হওয়া উচিত।
অনেকে যেমন আজকাল একলাইনের গল্প লেখা শুরু করেছে তেমনি এক লাইনের কবিতা চালু হওয়া আজ সময়ের দাবি।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক লাইনের কবিতা অনেক আগে থেকেই চালু হয়েছে
আমরা জীবদ্দশায়ই কিন্তু তারুণ্য ও বার্ধক্যের পার্থক্য দেখে যেতে পারবো। এমনকি নিজের লেখারও বিবর্তন লক্ষ করা যায়।
ধন্যবাদ জাভেদ ভাই।
১৪| ২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
জাফরুল মবীন বলেছেন:
আজ থেকে ২০০০ বছর পরে
যে পড়বে মোর পোস্টখানি
খুঁজে পেয়ে প্রত্নতত্বের ভান্ডারে
অবাক হয়ে বলবে হয়ত
কী বলতে চেয়েছিলো সোনা?
আফসোস! শত গবেষণায়ও হয়ত সেটা
রয়ে যাবে তোমাদের অজানা!
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহআহাহাহাহাহআহা। সুন্দর বলেছেন মবীন ভাই
১৫| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৭
এহসান সাবির বলেছেন: তখন কি আমি বেঁচে থাকব ভাই?
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিশ্চিতভাবেই না। অযুত বছর বেঁচে থাকার কোনো রেকর্ড আছে বলে জানি না আমরা ৬০০ বছর আগে জন্মগ্রহণ করি নি, কিন্তু সে সময়ের লেখা পড়ি
ধন্যবাদ এহসান ভাই।
১৬| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আমার ধারণা আবার কিছুটা গোঁড়ায় ফিরে যাবে। ঠিক যেমনটা হয় ফ্যাশনে।
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কাছে এটা অসম্ভব মনে হচ্ছে। ১০০০ বছর আগেকার বস্তুর সাথে এখনকার ভাষার বিস্তর তফাত। ফ্যাশনের মতো ভাষাও গোড়ায় ফিরে যাবে এমনটা হওয়া সম্ভব হলে বিগত ২/৩ শ বছরেও তা হতে পারতো। হয় নি।
ধন্যবাদ অভি ভাই।
১৭| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২২
জাহাঙ্গীর.আলম বলেছেন:
শব্দ থাকলে শব্দশিল্পও থাকবে ৷ ততদিন অপেক্ষা ৷
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই।
১৮| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শব্দ ও শব্দশিল্প থাকবে। কিন্তু আমরা সেটা দেখতে পাব না।
ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আশা করি এতদিন ভালো ছিলেন।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
১৯| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৭
নাহিদ হাকিম বলেছেন: আমি আপনাদের জানাবো কী হয় তখন! হাহাহাহা
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা
২০| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , তাইতো !
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
২১| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৭
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ৪০০০ সালে কবিতা!!! আবেগ অনুভূতি থাকলে তবে তো কবিতা আসবে।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আচ্ছা, আবেগের কথাটা বার বারই উঠে আসছে। আজ থেকে ১২০০ বছর আগের মানুষদের আবেগ কি আমাদের চেয়ে কম ছিল? তার প্রমাণ কী? আজ থেকে ৩২০০ বছর পরেও আবেগের দশা এমনই থাকবে।
ধন্যবাদ আপামণি।
২২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:১৮
ঊণ মানব বলেছেন: এখনই আমার কবিতা পড়ে হেসে কুটি কুটী হচ্ছে.....তখনকার কথা তো অনেক পরের...
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহহা। তাই তো
২৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: আচ্ছা ভাইয়া মধ্যযুগের শব্দগুলো কি আবার ফিরে আসতে পারে , যখন থেকে ধরা হয় মানুষ সভ্য হয়েছে , আলাদা প্রতিষ্টিত বর্ণমালা আছে সেই সময়ের বাক্যের প্যাটার্ণ গুলো ?
আগেকার যুগে রাজা বাদশাহ দের মহলে যেসব কবিরা ছিলেন , তেমন কবিতা যদি কেউ লিখতো এখন পড়তে বেশ হতো কিন্তু
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মনে হয়, শব্দ বা ভাষা নিয়ত পরিবর্তনশীল, এগুলো পেছনের দিকে যায় না। ১৭০০-১৮০০ সালের কবিতা পড়তে গেলেই তো অনেক কিছু বোঝা যায় না। পুরোনো পুঁথির ভাষাও জটিল মনে হয়, অর্থাৎ আমরা ঐভাবে লিখি না। ১৯৩০ সালের আগে কবিতার ভাষা যেরূপ ছিল, মাত্র কয়েক দশকেই তা কত বদলে গেছে। ৮০ সালের সাথে ২০১৪ সালের পার্থক্য সুস্পষ্ট।
গত ২/৩ শ বছরে কোনো পুনরাবৃত্তি দেখা যায় নি, আগামীতেও দেখা যাবে বলে মনে হয় না।
আপনার আগ্রহ ভালো লাগলো অভি ভাই। ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি তাই বললাম।
ধন্যবাদ।
২৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮
লেখোয়াড় বলেছেন:
৫০০০ সালের বললে ক্ষতি কি হতো শুনি?
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা
তাইতো, দশ হাজার সালের কবিতা বললে মনে হয় আরও সুদূরপ্রসারী হতো
ব্যাপারটা আর কিছু না, বর্তমানে আমরা ২০০০ সালে আছি। এর সাথে আরও ২০০০ সাল যোগ করে ৪০০০ সাল পেয়েছি আর কী
ধন্যবাদ লেখোয়াড়।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কখনো ভয় হয়, তাঁরা হয়তো হেসে কুটিকুটি হবেন
আমাদের এ যুগের কবিতা পড়ে।
হেসে কুটিকুটি হবেন অথবা কেঁদে বুক ভাসাবেন !
ক্যামন আছেন সোনাভাই ?