নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমি আপনাদের কাছ থেকে মাত্র দুটি জিনিস চাই- সততা এবং বিশ্বস্ততা। আমি হিমাচলের মতো স্থির, আমার সততা এত গভীরে প্রোথিত যে আমাকে কোনোক্রমেই আমার সততার পথ থেকে বিচ্যুত করা সম্ভব নয়। সবার জন্য আমার উন্মুক্ত চ্যালেঞ্জ- আমাকে আজ পরীক্ষা করুন, কিংবা আজ থেকে আরও ২০ বছর পর, কিংবা আমার মৃত্যুর সময়ে। আমার সততা আমার অহংকার। আমি কোনো অসৎ ব্যক্তিকে ভয় করি না। আমি কাউকে তোয়াচ করি না। আমি কঠোর পরিশ্রমে অভ্যস্ত। দায়িত্বে অবহেলা আমার গুরুতর অপছন্দের। আপনারা যাঁরা কাজে ফাঁকি দিতে অভ্যস্ত, তাঁরা আমার তিরস্কার গ্রহণ করুন।
আমি কিছু উদাহরণ দিচ্ছি আপনাদের জন্য। ছোটোবেলায় আমরা মাটির স্লেট আর মাটির পেনসিলে লিখতাম। একদিন স্কুল ছুটির পর হয়তো দেখতে পেলাম বেঞ্চির উপর একটা মাটির পেনসিল পড়ে আছে। আমি নিয়ে নিলাম, এবং পরদিন ক্লাসে কাউকে জিজ্ঞাসা করলাম না ওটি কার পেনসিল ছিল। ১০ পয়সা দামের মাটির পেনসিলে আমি আনন্দের সাথে লিখতে থাকলাম। মাসখানেক পর হঠাৎ হাতের চাপ লেগে আমার দুই টাকা দামের স্লেটটি ভেঙে গেলো। ক্লাস ফোর বা ফাইভে পড়ার সময়ে আমার অতি সুন্দর দামি পাইলট কলমটি কীভাবে যেন হারিয়ে গেলো। আপনারা ভাবছেন এগুলো সবই মামুলি ঘটনা? না। এখানে মহান সৃষ্টিকর্তার অনেক ইশারা রয়েছে। আপনি অবৈধ উপায়ে ৫ হাজার টাকা অর্জন করলেন। ইদ বোনাসসহ ৩০ হাজার টাকা সঙ্গে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালেন। কিন্তু হায়, মলম পার্টির খপ্পরে পড়ে আপনার ৩০ হাজার টাকা খোয়া গেলো, আপনি অসুস্থ ও অজ্ঞান অবস্থায় নিজেকে এক হাসপাতালে আবিষ্কার করলেন। হয়তো হঠাৎ খবর পেলেন, আপনার ছেলেটি বাসের নীচে চাপা পড়ে মারা গেছে। আপনার মেয়েটি পুকুরে ডুবে মারা গেছে। আপনার ছোটো ভাই গাছ থেকে পড়ে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ভাবছেন, এগুলো খুব মামুলি ঘটনা? এর পেছনে কোনো কারণ বা কারো হাত নেই? না। আল্লাহপাক আছেন। তিনি নীরবে বিচার করেন। ভয়ঙ্কর সুষ্ঠু সেই বিচার।
আপনি অবৈধ পথে ৫, ১০, ২০, ৩০ লাখ টাকা উপার্জন করলেন। বিল্ডিং তুললেন। যেদিন ঘরে ঢুকলেন, ঐদিন বিল্ডিংটি ধসে পড়লো। কিংবা নদীর গর্ভে আপনার বিল্ডিং তলিয়ে গেলো। ঝড়ে আপনার টিনের ঘর উড়ে গেলো। আপনার ছেলে একটা দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হলো, যার জন্য ৬০ লাখ টাকার প্রয়োজন। এই যে এসব ঘটছে, এগুলো হলো আপনার পাপের প্রতিদান। অবৈধ অর্থ হলো বিষ। আপনি খাবেন, আপনি আক্রান্ত হবেন।
আমি সততা এবং বিশ্বস্ততার একটা উৎকৃষ্ট উদাহরণ হিসাবে নিজেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি আপনাদের নিয়ে থাকবো। আমি যেরূপ, আপনাদেরকেও আমি সেইরূপ দেখতে চাই। দয়া করে আমার গ্রামে যান। আমার ব্যাপারে আমার প্রাণপ্রিয় এলাকাবাসীকে জিজ্ঞাসা করুন। আমার প্রিয় গ্রামবাসী, আমার প্রিয় বন্ধুরা আমার ব্যাপারে যা যা বলবেন- আমি বেশি কিছু চাই না, আপনাদের গ্রামবাসীও যেন আপনাদের ব্যাপারে ঠিক অনুরূপ সত্যায়ন তুলে ধরেন।
আপনি সৎ রুজি করুন। সবচেয়ে বড় পুরস্কার হলো, আপনার মনের মধ্যে থাকবে প্রশান্তি, যা টাকা দিয়ে কেনা যায় না। আপনার সততা আপনাকে কঠিন আত্মবিশ্বাসী করে তুলবে, আপনি নিঃস্নঙ্কোচ নির্ভীক হবেন। আপনাকে কোথাও কারো সামনে মাথা নত করে কথা বলতে হবে না। বরঞ্চ, অসৎ লোকেরা আপনার সামনে ভয়ে কম্পমান থাকবে।
সততা হলো এমন বস্তু যা কেনাবেচা করা যায় না। এটা অমূল্য। আপনারা কি এই অমূল্য সম্পদের অধিকারী হতে চান না?
আপনারা কি পরিবারের সাথে সুখ ও শান্তিতে জীবনযাপন করতে চান না?
আমার প্রিয় সহকর্মীবৃন্দ, অধীনস্থগণ- এটা আপনাদের প্রতি আমার আকুতি- আপনারা দয়া করে আমার অনুসারী হবেন। যে সততা ও বিশ্বস্ততা আমার সবচেয়ে বড় শক্তি ও অহঙ্কার, আমি চাই, আপনারাও সবাই সেই মহৎ গুণাবলির অধিকারী হোন।
সবাই ভালো থাকুন। পরিবারকে সময় দিন। শান্তিতে থাকুন।
আমিন।
৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২২
জাফরুল মবীন বলেছেন: খুব দামী কথা বলেছেন।আর আহবানও পূণ্যপথের।
আপনার এ মাসের লেখাগুলো জীবনকে গভীরভাবে বিশ্লেষণ ও তা সরলভাবে প্রকাশের তাড়নায় পরিপূর্ণ।মনে হচ্ছে আপনার মনোজগতে কোন নব ভাবের ডায়নামিজম কাজ করছে।দোয়া করি সেটা যেন শুভ ও মঙ্গলময় হয়।
অনেক অনেক শুভকামনা রইলো ভাই সোনাবীজের জন্য।
৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাফরুল মবীন ভাই।
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনারা কি এই অমূল্য সম্পদের অধিকারী হতে চান না?
আপনারা কি পরিবারের সাথে সুখ ও শান্তিতে জীবনযাপন করতে চান না?
আমার প্রিয় সহকর্মীবৃন্দ, অধীনস্থগণ- এটা আপনাদের প্রতি আমার আকুতি- আপনারা দয়া করে আমার অনুসারী হবেন। যে সততা ও বিশ্বস্ততা আমার সবচেয়ে বড় শক্তি ও অহঙ্কার, আমি চাই, আপনারাও সবাই সেই মহৎ গুণাবলির অধিকারী হোন।
সুন্দরতম আহবানের জন্য সালাম ও অভিবাদন।
নিশ্চয়ই মুক্ত আত্মা, মুক্তি পিয়াসী আত্মা এবং যারা কোমল হৃদয় সত্যকে ধারন করতে চায় সকলেই অনুভব করবে এর মর্মার্থ। এবং আল্লাহ যাদেরকে কবুল করবেন তারা সকলেই ধীরে ধীরে সেই সথ্যের দিকে এগিয়ে যেতে থাকবে এক কদম করে।
নফছে মুতময়িন্না বা সেই প্রশান্ত চিত্তের আত্মার লোকদের দলে প্রবেশের জন্য।
+++
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী।
৪| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৯
টাবলীগহেপী বলেছেন: এই রহম লেখলে- আপনিও "ব্যান্ড"- উরি বাপরি!!!
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাহ্, ব্যান্ড হবো কেন? ব্যান্ড হওয়ার মতো কোনো কনটেন্ট এখানে নেই।
ধন্যবাদ।
৫| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২১
কলমের কালি শেষ বলেছেন: সবগুলোই দামী কথা ।
অসৎ উপার্জনের মৌহ একটা দূরারোগ্য ব্যাধি । যারে পেয়ে বসে সে কুঁড়ে কুঁড়ে মরে । তাই ছোট ছোট অবৈধ কাজগুলো থেকে নিজেকে সরিয়ে রাখা উত্তম কারন এইকাজগুলোই মৌহ ধরা থেকে দূরে রাখবে এবং পরকালের পথও সহজ করে দিবে ।
ভাল এবং নিরাপদে থাকবেন । শুভ কামনা ।
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কলমের কালি।
৬| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩
নুসরাতসুলতানা বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে আপনার এ লেখাটা চোখে পড়ল। 'শব্দ' নির্বাচনে আমি সবসময় সতর্ক থাকি। তবে আজ এ লেখাটা পড়ে মনে হল কিছু সময় কিছু শব্দ ব্যবহার করা , কিছু শ্রুতি মধুর নয় এমন কথা বলা জরুরি হয়ে যায় , 'চোরা না শুনে ধর্মের কাহিনী' --- কথাটা জানেন তো ? 'অসৎ লোকেরা আপনার সামনে ভয়ে কম্পমান থাকবে।' -- সত্যি কি মনে করেন এমন দিন এখন আছে ? '' যে সততা ও বিশ্বস্ততা আমার সবচেয়ে বড় শক্তি ও অহঙ্কার, আমি চাই, আপনারাও সবাই সেই মহৎ গুণাবলির অধিকারী হোন।''----- এভাবে নয় , বলতে হবে - ----- অসৎ পথ অবলম্বন করতে চাইলে অন্য কোন সুবিধাজনক জায়গায় চলে যাও, নতুবা ব্যবস্থা নেয়া হবে।
আপনাকে এমন ভাবে লিখতে দেখিনি। ভাল আছেন তো ?
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪
এহসান সাবির বলেছেন: সবাই ভালো থাকুন। পরিবারকে সময় দিন। শান্তিতে থাকুন।
আমিন।
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই।
৮| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১
মামুন রশিদ বলেছেন: ছোটবেলা কাজিনের সাথে মারামারিতে না পেরে বদদোয়া দিতাম, ওর হাতে যেন ফোস্কা পড়ে । পরেরদিন দেখতাম আমার পায়ে ফোস্কা ফুটে রয়েছে
সত্যম শিবম মঙ্গলম !!
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সত্য চিরদিনই মঙ্গলময়। ধন্যবাদ মামুন রশিদ ভাই।
৯| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১
অন্ধবিন্দু বলেছেন:
আমিন।
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অন্ধবিন্দু।
১০| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমিন!!!
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শোভন ভাই।
১১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩৪
আমিনুর রহমান বলেছেন:
খলিল ভাই আর কিছু পাই কি না পাই তবে শান্তি পাই মনের মধ্যে আর মাথাটা উচু করে দাঁড়িয়ে থাকার সাহস পাই
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো আমিনুর ভাই। ভালো থাকবেন।
১২| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৩৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব খাঁটি কিছু কথা বলেছেন।
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
১৩| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:১২
মন ময়ূরী বলেছেন: কথাগুলো মেনে চলতে পারলে সমাজে শান্তির অভাব হবে না।
৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মন ময়ূরী।
১৪| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৬
নাহিদ হাকিম বলেছেন: আমি একটা সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক। আমার মনে হচ্ছে প্রতিদিন যেই কথা গুলো আমার সহকর্মীদের বলি ,আপনি সে-ই কথাগুলি লিখে দিলেন সাবলীল ভঙ্গিমায়, সুন্দর সুন্দর যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে। আমি আপনার সাথে শতভাগ একমত।
ইচ্ছে করছে আপনার সাথে একবার দেখা কিংবা কথা বলে নিজেদের অনুভূতিগুলো শেয়ার করি।
আপনাকে ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ নাহিদ হাকিম ভাই।
আশা থাকলো, একদিন আমাদের দেখা হবে। শুভেচ্ছা।
১৫| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৪
সুমন কর বলেছেন: অসাধারণ বলেছেন। চেষ্টা করি দু'টোই অনুসরণ করতে। এগুলো অনুসরণ করলেই কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায়।
সব খাঁটি কথা!!!
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
১৬| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: সবাই তো নগদে বিশ্বাসী, আর ভাল কাজের প্রতিদান পেতে সময় লাগে, তাই এই সমাজে এ জাতীয় গুরুত্বপূর্ণ কথা গুলো বড্ড বেমানান।
আর এই বেমানান কথাগুলো আমাদের জন্য অনেক বেশী প্রয়োজন।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাই।
১৭| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১২
দৃষ্টিসীমানা বলেছেন: পোষ্টে ++++++++++++++++++ । শুভ কামনা রইল ।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা।
আপনার জন্য একটা রিসিপিঃ কীভাবে পানি গরম করবেন।
থাক, এটা তো আপনি পারেনই, কষ্ট করে আর কী লিখবো?
১৮| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪
শ্রাবণধারা বলেছেন: " আপনি অবৈধ উপায়ে ৫ হাজার টাকা অর্জন করলেন। ইদ বোনাসসহ ৩০ হাজার টাকা সঙ্গে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালেন। কিন্তু হায়, মলম পার্টির খপ্পরে পড়ে আপনার ৩০ হাজার টাকা খোয়া গেলো, আপনি অসুস্থ ও অজ্ঞান অবস্থায় নিজেকে এক হাসপাতালে আবিষ্কার করলেন। "
তার মানে টাকাটা বৈধ পথে আয় হলে মলম পার্টির খপ্পরে পড়ার সম্ভাবনা কমে যেত? আর মলম পার্টি আর বিপদের সম্ভাবনা না থাকলে অবৈধ টাকা উপার্জনের যৌক্তিকতা তৈরি হত? এই সব অদ্ভুত লজিক পান কই ভাই? এই সব নিকৃষ্ট কুসংস্কার সমাজে বিদ্যমান বলেই বাংলার ঘরে ঘরে চোর। অন্ধকার দিয়ে অন্ধকার মোচন হয়না। সততা জিনিসটা আনকন্ডিশনাল, মলম পার্টির হাতে পরলেও সৎ হতে হবে, না পরলেও সৎ হতে হবে; সৃষ্টিকর্তা পশ্চাৎদেশে ফোড়া দিলেও সৎ হতে হবে, ফোড়া না উঠলেও সৎ হতে হবে।
আর পরিশেষে বাংলার চোরদের জন্য শক্ত মাইরের ব্যাবস্থা করতে হবে (কুসংস্কার নয়, আইনের প্রয়োগ) -কুসংস্কারের চেয়ে মাইর অনেক কার্যকরী।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শ্রাবণধারা। কেমন আছেন?
১৯| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০২
ডি মুন বলেছেন: অবৈধ অর্থ হলো বিষ। আপনি খাবেন, আপনি আক্রান্ত হবেন।
ভীষণ দামী কথা। জীবনে বাস্তবায়ন করার ইচ্ছা রাখি।
শুভেচ্ছা সতত।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ডি মুন।
২০| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৩
ডি মুন বলেছেন: নির্বিষ জীবন যাপন যেন করতে পারি। আর আপনি ঠিকই বলেছেন,
আপনি সৎ রুজি করুন। সবচেয়ে বড় পুরস্কার হলো, আপনার মনের মধ্যে থাকবে প্রশান্তি, যা টাকা দিয়ে কেনা যায় না। আপনার সততা আপনাকে কঠিন আত্মবিশ্বাসী করে তুলবে, আপনি নিঃস্নঙ্কোচ নির্ভীক হবেন। আপনাকে কোথাও কারো সামনে মাথা নত করে কথা বলতে হবে না। বরঞ্চ, অসৎ লোকেরা আপনার সামনে ভয়ে কম্পমান থাকবে।
পোস্টে +++
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবারও ধন্যবাদ ডি মুন।
২১| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৭
আহসানের ব্লগ বলেছেন: অবৈধ অর্থ হলো বিষ। আপনি খাবেন, আপনি আক্রান্ত হবেন। +++++
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আহসান ভাই।
২২| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমি বাংলা বলছি, 'তাই হোক'..........
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন ভাই।
২৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২২
ফারগুসন বলেছেন: সত্য প্রকাশিত হচ্ছে, মিথ্যা দুর হবেই। ধন্যবাদ
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফারগুসন।
২৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৯
লাবনী আক্তার বলেছেন: আপনি সৎ রুজি করুন। সবচেয়ে বড় পুরস্কার হলো, আপনার মনের মধ্যে থাকবে প্রশান্তি, যা টাকা দিয়ে কেনা যায় না। আপনার সততা আপনাকে কঠিন আত্মবিশ্বাসী করে তুলবে, আপনি নিঃস্নঙ্কোচ নির্ভীক হবেন। আপনাকে কোথাও কারো সামনে মাথা নত করে কথা বলতে হবে না। বরঞ্চ, অসৎ লোকেরা আপনার সামনে ভয়ে কম্পমান থাকবে।
সহমত।
সৎ ভাবে বেঁচে থাকতে না পারলে সে জীবনের কোন মূল্য নেই।
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ লাবনী আক্তার আপা।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৭
খেলাঘর বলেছেন:
স্ক্রুগুলো ঢিলা হয়ে যাচ্ছে?