নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
১
‘আপনি এখন আছেন কি বাসায় এবং ফ্রি? ইএসপিএন দেখুন না খুলে;
বাংলাদেশের শততম ওডিআই ক্রিকেট ম্যাচ
পাগল ছেলেগুলো আজ দেখবেন, ঠিকই বিজয় আনবে তুলে।’
‘আমি এখন ভীষণ ব্যস্ত, সময় নেই ওসব তুচ্ছ খেলাধুলোয় মন দিতে।
সত্যি বলছি, আপনার কিন্তু বোধজ্ঞানের দারুণ অভাব। যখন তখন
মোবাইল ম্যাসেজে মেজাজ বিগড়ে ওঠে বিরক্তিতে।’
২
‘হ্যালো সবিতা, শুনছেন? বাংলাদেশের তিনটা রেকর্ড হলো আজ।
শততম ওডিআই ক্রিকেট ম্যাচে জয়।
হোমগ্রাউন্ডে প্রথম জয়।
ইনডিয়ার বিপক্ষে প্রথম জয়।
বড্ড পাগল ওরা, ঐ ছেলেগুলো। শুনছেন?’
‘একি, বাচ্চাদের মতো কাঁদছেন কেন? সারা শহর জেগে উঠেছে আনন্দে।
আমি ছাদের ওপর দাঁড়িয়ে; দেখছি, স্টেডিয়াম থেকে
রাস্তায় রাস্তায় মিছিল। ভার্সিটির হলে-হলে চিৎকার। আপনি কাঁদছেন কেন?’
‘না না...হ্যালো সবিতা, কী বলেন, আমি কাঁদছি না...হ্যাঁ হ্যাঁ, কাঁদছি তো বটেই...
প্রথমত আমার প্রতি আপনার সম্মান প্রদর্শনে, আমার
আনন্দোপভোগে আপনিও একাত্ম হয়েছেন, এ কারণে। দ্বিতীয়ত,
এতক্ষণ বেজায় কান্না পাচ্ছিল; এখন মনে হয় খুব ছেলেমানুষি আমার ভাবনা।
যাকে তাকে বললেই তো আর আনন্দ ভাগাভাগিতে এগিয়ে আসবে না;
তাই না, কী বলেন? আমি আপনাকে অনেক অনেক শ্রদ্ধা করি সবিতা, অনেক ভালোবাসি। আপনার জন্য সমুদ্রে এখন উথাল-পাথাল ঢেউ।’
৩
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ওডিআই ক্রিকেটম্যাচ জয়ে
এ দেশের চৌদ্দ কোটি মানুষের আবেগমিশ্রিত অবদান রয়েছে
কেবল আপনারই নেই, প্রিয় রোমেনা।
২৬ ডিসেম্বর ২০০৪
পাদটীকা
সেটি বাংলাদেশের শততম ওডিআই ম্যাচ ছিল। প্রতিপক্ষ ছিল ভারত। ঢাকার মাটিতে সেই ম্যাচে বাংলাদেশ ১৫ রানে ভারতকে হারিয়েছিল। ভারতের বিপক্ষে ওডিআই ম্যাচে ওটাই ছিল প্রথম বিজয়।
বিস্তারিত দেখুন এখানে
আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই শুরু হবে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেট ম্যাচ। বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বপ্ন এখন একটাই - বাংলাদেশ জিতবে, ধাপে ধাপে ফাইনালের পথে এগোবে। আকাশ-কাঁপানো চিৎকারে উল্লাসে ফেটে পড়ার আগের মুহূর্তে আবেগ ধরে রাখা দুরূহ।
১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের মনে রাখতে হবে- কোয়ার্টার ফাইনালও আমাদের কম অর্জন নয়। দুর্ভাগ্যবশত যদিবা হেরেও যাই, ক্রিকেটারদের যেন আমরা বুকের আলিঙ্গন থেকে ধাক্কা দিয়ে সরিয়ে না দিই।
১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সারা দেশ তখন কাঁপছিল, আবেগের ঘোরে। বাংলাদেশ জয়ের প্রান্ত থেকে অল্প একটু দূরে। এমন আনন্দ প্রিয়তম কারো সাথে ভাগ করে নেয়ার মধ্যে আনন্দ আরো অনেক বেশি। আমি রোমেনাকে এসএমএস করলাম- জলদি ইএসপিএন খুলে দেখুন। বাংলাদেশ জিতছে। বাংলাদেশ জিতে যাচ্ছে। রোমেনার নিস্তেজ এবং অপমানসূচক জবাবে আমার অন্তর পুড়ে ক্ষয় হয়ে যাচ্ছিল।
বাংলাদেশ ততক্ষণে জিতে গেছে। আমি আবেগের আতিশয্যে সবিতাকে ফোন করি। সবিতা আমার অন্তর্যামী। আমার অন্তরের ক্রন্দন তাকেও আন্দোলিত করে। সেও আমার সাথে একাত্ম হয়। আমরা সমগ্র বাংলাদেশের আত্মার সাথে মিশে যাই।
২| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধরায়ে দিবানে ।
বিশ্বকাপে ভারেতর বিুরদ্ধে বাংলাদেশের জয় ।
১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগামীকালও বাংলাদেশের একটা দুর্দান্ত জয় দেখার আশায় অস্থির সময় পার করছি।
৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কায়মনোবাক্যে প্রার্থনা বাংলাদেশের সব যেন ঠিকঠাক মতো চলে! টসভাগ্য থেকে ব্যাট বল সব কিছূ!
সব খেলোয়ার যেন শুধু খেলা নয়- দেশের জন্য ১৬ কোটির আন্দের জন্য তারা যুদ্ধ করছে -যেখানে একটা ভুল মানেই ১৬ কোটি দীর্ঘশ্বাস! ১৬ কোটি আহা!
তাই আল্লাহর কাছে প্রার্থনা বিজয়ী করো হে প্রভু! দামাল ছেলেদের মনোবল অটুট রেখো! একপলকের ভুলও যেন তাদের না হয়!
১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কায়মনোবাক্যে প্রার্থনা বাংলাদেশের সব যেন ঠিকঠাক মতো চলে!
৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আবেগপূর্ণ লেখা। আমিও আবেগি মানুষ... আক্রান্ত হলাম।
আমি নিশ্চিত... বাংলাদেশ আগামিকাল ভালো খেলবে এবং জাতি এর সুফল পাবে।
১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমরাও নিশ্চিত... বাংলাদেশ আগামীকাল ভালো খেলবে এবং জাতি এর সুফল পাবে।
৫| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৮
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: আগামীকালই হোক স্মরণীয় ওডিআই......জয়...জয়...শুধুই জয়...বিপরীতটাকে আপাদত কোমায় পাঠিয়ে দিয়েছি................।
১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগামীকাল আরেকটা ইতিহাস হোক। এটাই চাই।
৬| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: সবিতারা শুধু সুফলটা উপভোগ করতে চায়; অথচ অন্য সময় তাদের কোন ভালোবাসা সুলভ সমর্থন পাওয়া যায় না। সবিতারা পরাজিতের দলে থাকে না, তারা সব সময় জয়ীদের দলে। লড়াইয়ের সময় পাবেন না তাদের। তবে লড়াইয়ে জিতলে ঠিকই গলা ফাটিয়ে চিৎকার করবে। এই আবেগের কোন মূল্য নাই আমার কাছে।
কিন্তু কবির চোখের পানি, আবেগের ঝর্ণাধারা এগুলো সবই ভালোবাসার বহিঃপ্রকাশ, যা টাইগারদের পরাজয়ের দিনেও যেমন থাকে, জয়ের দিনেও থাকে। বাংলার মানুষ টাইগারদের এভাবেই সমর্থন করুক আমি চাই। কারণ জয় পরাজয় খেলার অংশ। আত্মিক সম্পর্কের সাথে এদের কোন যোগসূত্র নাই। আর টাইগারদের সাথে বাঙালির সেই আত্মিক সম্পর্কটাই খেলা শেষে বড় করে দেখা উচিৎ, যেখানে জয় থাকলেও সই আবার না থাকেলও সই।
অনেক শুভ কামনা টাইগার্স। লেখায় অবশ্যই কিছু হুজুগে বাঙালির চিত্র আঁকতে সমর্থ হয়েছেন। অনেক ধন্যবাদ সোনাবীজ ভাই।
১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বরাবরের মতো দীর্ঘ ও সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ প্রিয় আতিকুল ভাই। শুভেচ্ছা।
৭| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:২২
কলমের কালি শেষ বলেছেন: ভাঁজ কইরা ফালাবো ইন শা আল্লাহ ।
১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন শা আল্লাহ।
৮| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টিম অলরেডি জিতে গেছে। আমাদের মন। আগামীকাল শুধু আনুষ্ঠানিকতা হবে।
১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চারদিকে ফুলচন্দন। ফুলচন্দন।
৯| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: লক্ষ্য রাখি- ইমোশনালি ইনভেস্টেড হয়ে খেলা দেখতে বসে যদি আপসেট ঘটে, ভারত জিতেও যায়, তবে পরাজয়ে যেন আমরা ছেলেগুলোকে দূরে ঠেলে না দেই। এতদূর আসাটা সম্পূর্ণ ওদের অর্জন- এটা মনে রাখি।
১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের মনে রাখতে হবে- কোয়ার্টার ফাইনালও আমাদের কম অর্জন নয়। দুর্ভাগ্যবশত যদিবা হেরেও যাই, ক্রিকেটারদের যেন আমরা বুকের আলিঙ্গন থেকে ধাক্কা দিয়ে সরিয়ে না দিই।
শুভেচ্ছা।
১০| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩১
সুমন কর বলেছেন: প্যারডি চমৎকার হয়েছে।
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। কিন্তু প্যারোডি!!!
১১| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪০
ডি মুন বলেছেন: আবেগমিশ্রিত অবদান রইলো।
দেখা হবে বিজয়ে। শুভকামনা আমাদের টাইগারদের জন্যে।
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ডি মুন ভাই।
একটা বড় দুর্ঘটনা বা ঘটনা একটা জাতিকে কিছুক্ষ্ণের জন্য হলেও এক করে দেয়। ১৯ মার্চ ২০১৫-তে মেলবোর্নের ক্রিকেট মাঠে বাংলাদেশের 'নিষ্ঠুর হার' জাতিকে খুব সফলভাবে 'একমনা' করেছে। জাতিধর্মমত নির্বিশেষে আমরা গায়ে গা মিলিয়ে 'ক্ষোভ' প্রকাশ করেছি, 'জোরপূর্বক' হারের জন্য গলা ফাটিয়ে কেঁদেছি। আমরা 'এক' হয়ে গেছি। আমাদের ভিতরগত এতো বিভেদের মধ্যে গতকালের 'হার' থেকে এই একটা পজিটিভ বিষয় আমরা লাভ করেছি। এই হারটা কি তাহলে আমাদের খুব প্রয়োজন ছিল?
১২| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১:২৬
তুষার কাব্য বলেছেন: আবেগ যে বাঁধ মানেনা
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবেগ আটকে রাখা দুরূহ।
১৩| ১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৭
অলওয়েজ ড্রিম বলেছেন: এই মুহুর্তে আমরা মাঠে শুধু এগার জন ভারতীয়দের বিরুদ্ধেই নয় আম্পায়ারদের বিরুদ্ধেও লড়ছি।
জানি না কী হয়। যাই হোক প্রিয় বাংলাদেশ, আমরা আছি অহর্নিশি।
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিশ্বকাপে বাংলাদেশ যদি শোচনীয়ভাবেও হেরে যেতো, এতো খারাপ লাগতো না। এখন যতই সময় যাচ্ছে, বুকের ভিতরে 'ক্ষোভ' দানা বাঁধছে। স্বাভাবিক হতে বেশ সময় লাগবে।
১৪| ১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা খুব কষ্ট পাচ্ছি। তবু চলুন, টাইগারদের বুকে জড়িয়ে ধরি। ওরা আমাদের প্রথম কোয়ার্টার ফাইনালের উত্তেজনা দিয়েছে। আমাদের অনেক ব্যর্থতা আর অপ্রাপ্তির মধ্যে এটা এক সুবিশাল প্রাপ্তি।
অভিনন্দন টাইগার্স।
১৯ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মাথা উঁচু করেই টাইগাররা মাঠ ছেড়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো, আম্পায়ারগণ য-কটা ভুল করেছেন, তার সবগুলোই গেলো বাংলাদেশের বিপক্ষে।
যাই হোক, থ্রি চিয়ার্স ফর বাংলাদেশ।
১৫| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৮
আবু শাকিল বলেছেন: পড়লাম ভাইয়া
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই।
১৬| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৬
আরজু পনি বলেছেন:
ছিলাম, আছি... সাথেই।
অভিনন্দন টাইগার্স।
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
১৭| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪২
জুন বলেছেন: টাইগারদের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ
২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: টাইগারদের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
১৮| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাথা উঁচু করেই টাইগাররা মাঠ ছেড়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো, আম্পায়ারগণ য-কটা ভুল করেছেন, তার সবগুলোই গেলো বাংলাদেশের বিপক্ষে।
যাই হোক, থ্রি চিয়ার্স ফর বাংলাদেশ।
২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। শুভেচ্ছা।
১৯| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩২
এহসান সাবির বলেছেন: জয়ী আমরাই হয়েছি........
২৪ শে মার্চ, ২০১৫ রাত ১২:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নৈতিক জয় আমাদেরই। ধন্যবাদ এহসান সাবির ভাই।
২০| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৫৮
মশিকুর বলেছেন:
বিশ্বকাপে কি ঘটেছিলো তা উল্লেখ করতে চাই না। বর্তমানের ঘটনাও উল্লেখ করতে চাই না। শুধু বলতে চাই সুখে আছি এবং তা চিরস্থায়ী হোক
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
ঢাকাবাসী বলেছেন: জয়ী হবই।