নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমি হারিয়ে যেতে ভালোবাসি

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪৩

যেমন তুমি ভুলে যেতে ভালোবাসো,
আমিও তেমনি হারিয়ে যেতে ভালোবাসি।
যেমন করে সারাটা দিন কাউকে না ভেবে কাটিয়ে দিতে পারো
তেমনি আমিও গভীর অরণ্যে ডুবে যেতে পারি।
তুমি এক স্বচ্ছন্দ পাখি, কতদূর উড়ে যাও অজস্র সঙ্গীর সাথে
দু চোখে বিস্তৃত আকাশ, অনাবিল ঢেউ
পেছনে কেউ ছিল, ভুলে যাও অনায়াসে

একফোঁটা বৃষ্টিও ঝরবে না, একটা পাতাও কাঁদবে না
ফেলে যাওয়া পায়ের ছাপগুলো দুঃখে হিম হবে না
তুমিও যেমন ছিলে তেমনি হেসেখেলে, গানে গানে মাতাল করবে রাত
দার্জিলিঙের পাহাড় ভেঙে স্কাইলাইনে তুমি
পৃথিবীর সবকিছু স্বাভাবিক নিয়মেই চলবে
কারো কোনো ক্ষতি নেই, কারো এককণা কষ্ট হবে না আমি যদি হারিয়ে যাই

জানি না, কী তোমার হাসিতে ছিল, কী তোমার প্রেমে
কী তুমি দিয়েছিলে তোমার অজান্তে, জানি না
জানি না, তোমাকে ছেড়ে যেতে বুকের তন্তুগুলোয় কেন এতো টনটনে ব্যথা
যেহেতু তুমি ভুলে থাকতে ভালোবাসো
আমিও তেমনি হারিয়ে যেতে ভালোবাসি

আমাকে কেউ খুঁজবে না, জানি।
তবু অযথাই বলে যাই, হঠাৎ ভুল করে মনে পড়লে বুঝে নিও
আমি নিশ্চিত হারিয়ে গেছি।

৬ এপ্রিল ২০১৫

মন্তব্য ৭৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: একাকিত্বের কবিতা মন ছুঁয়ে গেল। +++


তোর হয় হোক পাখির মতো মন
আমি রইব সারাক্ষণ; কোথাও দূর নির্জন। :)

ভাল থাকবেন ভাইয়া। অনেক। সবসময়।

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তোর হয় হোক পাখির মতো মন
আমি রইব সারাক্ষণ; কোথাও দূর নির্জন।


চমৎকার। ধন্যবাদ রাজপুত্র।

২| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০২

আরণ্যক রাখাল বলেছেন: ভালোই লেগেছে। তবে সকালে উঠে এধরনের মন খারাপ করা কবিতা খুব একটা মন কারে না

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

ধন্যবাদ আরণ্যক রাখাল। শুভেচ্ছা।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৬

সুমন কর বলেছেন: গতকাল ফেসবুকেই পড়েছিলাম।

সুন্দর হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৬

কাবিল বলেছেন: যেহেতু তুমি ভুলে থাকতে ভালোবাসো
আমিও তেমনি হারিয়ে যেতে ভালোবাসি


বাহ !!!!!! রসে ভরা অভিমান
অনেক ভাল লাগল।

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

ঠিক। অভিমান।

ধন্যবাদ কাবিল। শুভেচ্ছা।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৮

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তাহসিনুল ইসলাম। শুভেচ্ছা।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৬

বিদগ্ধ বলেছেন:
সুন্দর কবিতা। আবেগপূর্ণ সমাপ্তি।

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিদগ্ধ ব্লগার। শুভেচ্ছা নিন।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৩

জেন রসি বলেছেন: আমাকে কেউ খুঁজবে না, জানি।
তবু অযথাই বলে যাই, হঠাৎ ভুল করে মনে পড়লে বুঝে নিও
আমি নিশ্চিত হারিয়ে গেছি।

ভালো লেগেছে কবি।

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জেন রসি। শুভেচ্ছা জানবেন।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৪

সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য। ভালো থাকবেন।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫১

কলমের কালি শেষ বলেছেন: বিস্বাদময় অভিমানী কবিতা । আমি হারিয়ে যেতে ভালোবাসি । আহা এমন করে সবাই যদি হারিয়ে যেতে পারতো তাহলে কেউ হারাতো না ।

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি হারিয়ে যেতে ভালোবাসি।

অনেক ধন্যবাদ কলমের কালি। শুভেচ্ছা।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৬

আহমেদ চঞ্চল বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আহমেদ চঞ্চল ভাই। শুভেচ্ছা।

১১| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। ভালো থাকবেন।

১২| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: কয়েকবার পড়লাম
ভালো লাগা প্রতিবারই।

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কয়েকবার পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা জানবেন।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৮

এনামুল রেজা বলেছেন: তুমি এক স্বচ্ছন্দ পাখি, কতদূর উড়ে যাও অজস্র সঙ্গীর সাথে[/su
এই লাইনটায় মুগ্ধতা। কবিতা ভাল হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ এনামুল রেজা ভাই। শুভেচ্ছা।

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২

শামছুল ইসলাম বলেছেন: একফোঁটা বৃষ্টিও ঝরবে না, একটা পাতাও কাঁদবে না
ফেলে যাওয়া পায়ের ছাপগুলো দুঃখে হিম হবে না
-- একাকীত্ব, দুঃখ দুঃখ ভাবটা চমৎকার ফুটিয়ে তুলেছেন ।
++ ভাল লাগা ।

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ শামছুল ইসলাম ভাই। শুভেচ্ছা।

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কারো কোনো ক্ষতি নেই, কারো এককণা কষ্ট হবে না আমি যদি হারিয়ে যাই... আমাকে কেউ খুঁজবে না, জানি। তবু অযথাই বলে যাই, হঠাৎ ভুল করে মনে পড়লে বুঝে নিও আমি নিশ্চিত হারিয়ে গেছি।

এগুলো যে আমার কথা, আপনি কিভাবে জানলেন? ;) :P

অনেক অনেক ভালোলাগা ++++++

শুভকামনা রইল আপনার প্রতি।

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আর আপনি তাহলে এক ও অভিন্ন। আপনার কথাগুলো বলতে পেরেছি দেখে ভালো লাগছে।

ধন্যবাদ বোকা মানুষ। শুভেচ্ছা।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫১

মিঠু জাকীর বলেছেন: বাহ !

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিঠু জাকীর। শুভেচ্ছা।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

নক্ষত্রচারী বলেছেন: বরাবরের মতই ভাল্লাগলো সোনাবীজ ভাই ।
ভালো থাকবেন ।

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নক্ষত্রচারী। অনেকদিন পর আমাদের দেখা হলো। আশা করি ভালো আছেন। শুভেচ্ছা জানবেন।

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০০

আবদুর রব শরীফ বলেছেন: যেমন তুমি ভুলে যেতে ভালোবাসো,
আমিও তেমনি হারিয়ে যেতে ভালোবাসি।


তাই হারিয়ে গেলাম, নাইবা কিছু না পেলাম ৷ :((

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আবদুর রব শরীফ। শুভেচ্ছা।

আপনার এখনো হারিয়ে যাবার সময় আসে নি, মনে করিয়ে দিলুম :)

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৩

সোহেল মাহমুদ বলেছেন: চমৎকার আবেগপূণর্ কবিতা। ভাল লাগল খুব।

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সোহেল মাহমুদ ভাই। শুভেচ্ছা।

২০| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া!!!!!!!

তুমি আবার হারাতে চাও কেনো???:(

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

ফেরা

এখনো তোমাদের মধ্যে খানিকটা বেঁচে আছি কী নাই
তা জানতেই মাঝে মাঝে বহুদূর চলে যাই।
যখনই জানা হয়ে যায় এখনো অন্তত একবিন্দু বেঁচে আছি
অমনি রুদ্ধ নিশ্বাসে ছুটে আসি তোমাদের কাছাকাছি।

একদা অবশ্যই আর হবে না কখনো ফেরা ফেলে যাওয়া পথে
যেদিন নিঃশেষে ফুরিয়ে যাবো তোমাদের অন্তর হতে।

• ২০০৪

২১| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগা জানবেন :)

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অভি ভাই। শুভেচ্ছা।

২২| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমাকে কেউ খুঁজবে না, জানি।
তবু অযথাই বলে যাই, হঠাৎ ভুল করে মনে পড়লে বুঝে নিও
আমি নিশ্চিত হারিয়ে গেছি।

কি সুন্দর লাগলো লাইন গুলি!

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই লাইনগুলো অনেকের কাছেই সুন্দর লেগেছে জেনে খুব ভালো লাগছে। শেষের এই ৩ লাইনকেই সবচেয়ে বেশি সংখ্যক বার এডিট করা হয়েছে।

ধন্যবাদ আপু। শুভেচ্ছা নিন।

২৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৮

প্রেতরাজ বলেছেন: "আমাকে কেউ খুঁজবে না, জানি।
তবু অযথাই বলে যাই, হঠাৎ ভুল করে মনে
পড়লে বুঝে নিও
আমি নিশ্চিত হারিয়ে গেছি।"
কি লিখব,কিছুই বুঝতে পারছি না।বাকরুদ্ধ আমি।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রেতরাজ। শুভেচ্ছা।

২৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:২৪

চৈত্র শেষে বলেছেন: অদ্ভুত সুন্দর

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চৈত্র শেষে। শুভেচ্ছা নিন।

২৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

মুগ্ধপাঠ!!!

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। শুভেচ্ছা।

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//যেমন তুমি ভুলে যেতে ভালোবাসো,
আমিও তেমনি হারিয়ে যেতে ভালোবাসি।//


-আহারে! কী অভিমানের কথা! শেষেও অভিমান রেখে দিয়েছেন।

অনেক সুন্দর কবিতা।

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)


আহারে! কী অভিমানের কথা! শেষেও অভিমান রেখে দিয়েছেন।


মান-অভিমান না থাকলে প্রেম-ট্রেমের ব্যাপার-স্যাপার মনে হয় পৃথিবীতে থাকতো না, আর কারো কোনো মনোকষ্টও থাকতো না। অভিমানের ব্যাপারটাই গোলমেলে :)

যাই হোক, মন যেহেতু একটা আছে, তার মান-অভিমানও কিছুটা আছে আর কী :) মুছে সাফ করে দিতে পারলে খাসা হতো ;)

অনেক ধন্যবাদ প্রিয় মাঈনউদ্দিন ভাই।

২৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৮

আরজু পনি বলেছেন:

পড়তে পড়তে অমন মন খারাপ হলো কেন বুঝলাম না :(

মনের মধ্যে দুঃখের বাস তাই সুখে থাকলেও আমায় ভুতে কিলায় :|

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'মনের মধ্যে দুঃখের বাস'- কথাটা সুন্দর লাগছে। কিন্তু সুখে থাকলেও যেহেতু ভূতে কিলায়, এবার আপনি ভূতকে কিলানোর জন্য প্রস্তুতি নিন :) বস্তুত, মাঝে মাঝে মনে হয়- এসব মন-টনের বালাই যত ঝামেলার জিনিস। মানুষের মন পাষাণে তৈরি হলে কত ভালো হতো না!


ধন্যবাদ আপু। আশা করি ভালো আছেন। শুভেচ্ছা থাকলো।

২৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩০

আরজু পনি বলেছেন:

যেহেতু তুমি ভুলে থাকতে ভালোবাসো
আমিও তেমনি হারিয়ে যেতে ভালোবাসি


এটুকুর জন্যে ফেসবুকে একটা স্ট্যাটাসই দিয়ে দিলাম । :(

০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
স্টেটাসটা আমি দেখেছি আপু।

বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগ পর্যন্ত যেভাবে কবিতাচর্চা করতেন, আশা করি এখনো সেটা অব্যাহত রাখবেন।


আপনার দ্বিধার কোনো কারণ দেখি না। আপনি এমনিতেই খুব রিসোর্সফুল। লেখার হাতও খুব পরিণত। কলম ধরলে একটা কিছু না হয়ে যায় না।

শুভ কামনা আপু। আশা করছি আজই আপনার নতুন একটা কবিতা পেয়ে যাব।

২৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: পৃথিবীর সবকিছু স্বাভাবিক নিয়মেই চলবে
কারো কোনো ক্ষতি নেই, কারো এককণা কষ্ট হবে না আমি যদি হারিয়ে যাই
....ভালো লাগল :(

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আমার বাংলাদেশ। শুভেচ্ছা।

৩০| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭

অন্ধবিন্দু বলেছেন:
কবিতায় নির্মলেন্দুর ছোঁয়া পেলুম ...

আসুন আমরা আগুন সম্পর্কে বৃথা বাক্য
ব্যয় না করে একটি দিয়াশলাইয়ের কাঠি
জ্বালিয়ে দিয়ে বলি এই হচ্ছে প্রকৃত আগুন


সোনাবীজ,

কবিতা নিয়ে নয় বরং এভাবেই কবিতা লিখুন। কবিতার কথায় কথা বাড়ে বহু; আমি বলি কবিতা ! সে-তো কবিই লিখে... হাহ হা।

ধন্যবাদ জানবেন।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

কবিতা নিয়ে নয় বরং এভাবেই কবিতা লিখুন।

প্রিয় অন্ধবিন্দু, আমি বলি কী, শুধু কবিতা লেখাই নয়, কবিতা নিয়েও লিখতে হবে। কবিতা নিয়ে লিখতে গেলেই বরং কবির চোখ সম্প্রসারিত হয়, এবং তিনি অপর কবির না হলেও অন্তত নিজের কূপমণ্ডকতা সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। কবিতা নিয়ে যিনি লিখেন, তিনি আদতে কবিতা সম্পর্কে কবির চেয়েও বেশি জ্ঞান ধারণ করে থাকেন, তা না হলে কবিতা নিয়ে লেখা যায় না। এজন্য যারা কবিতা লেখেন, তাঁদেরকে কবিতা ঘাঁটাঘাঁটি করতে হবে, নিজে জানতে হবে এবং সতীর্থদের উপকারার্থে তা প্রকাশও করতে হবে।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

৩১| ০৯ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০০

সংগ্রামী বালক বলেছেন: আপনার কবিতা পড়ে অতীতের কথা মনে পড়ে গেলো।সেই সাথে চোখের সামনে ভেসে এসেছিলো পুরনো সেই মায়াবতীর মুখটি।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

আশা করি মায়াবতীর মুখটি সারাজীবনই আপনাকে সুখ দিয়ে যাবে।

ভালো থাকবেন। শুভ কামনা।

৩২| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫২

শ্যামল সোম বলেছেন: ভালোবাসি তোমাকে। অসম্ভব সুন্দর একটা লেখা পড়লাম।আপনার লেখা পড়ে ভাবলাম কি অসাধারণ লেখেন আপনি ধন্যবাদ আপনাকে।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে খুব খুশি হলাম। অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন। শুভ কামনা।

৩৩| ০৫ ই মে, ২০১৫ রাত ১০:৪৬

আহমেদ জী এস বলেছেন:

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,



হঠাৎ ভুল করে মনে পড়লে বুঝে নিও
স্বপ্ন দেখছিলে এতোক্ষন
স্বচ্ছন্দ পাখি হয়ে স্বপ্নেই
হারিয়ে গেছে সে জন ........

শুভরাত্রি ।

০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব সুন্দর লিখেছেন ৪ ছত্র।

অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। ভালো থাকবেন।

৩৪| ০৮ ই মে, ২০১৫ রাত ১২:২৯

এফ.কে আশিক বলেছেন: অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম,
অসাধারণ লিখেছেন ভাইয়া..... :)

০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আশিক ভাই। ভালো থাকবেন।

৩৫| ১১ ই মে, ২০১৫ রাত ১১:০৪

ভ্রমরের ডানা বলেছেন: একাকীত্বের বেদনা, তীব্র প্রেমের হাহাকার। কবিতার আবেদন হৃদয় ছুঁয়ে গেল। অনেক ভাল লেগেছে ভাইয়া।

১১ ই মে, ২০১৫ রাত ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা। শুভেচ্ছা।

৩৬| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৪০

মশিকুর বলেছেন:
প্রথম সাত লাইন খুবই ভাল লেগেছে + শেষের দিকে এসে দেখলাম কবিতায় রোমান্সের ভাঁটা চলছে :( তাই কমেন্টের জবাবে একখানা রোমান্টিক কবিতা আশা করছি; শত হলেও মনটা ভাল করার দায়িত্ব আপনারই।

ধন্যবাদ :)

***************************************
একদিন একটা কবিতা আপনার আবৃতিসহ পোস্ট করেন না। আপনার আবৃতি শোনার ইচ্ছা রয়েছে।

আপনার বড় ছেলে (লাবিব) কোথায় ভর্তি হয়েছে? সে কি কবিতা লেখে?
***************************************

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই। আপনি যে অনেক রসিক মানুষ তার প্রমাণ অনেক আগেই পেয়েছি ;) তবে মাঝখানে অনেকদিন আপনি ব্লগে ছিলেন না, আপনার হিউমার মিস করেছি।

বড় ছেলে বিউপিতে বিবিএ পড়ছে।

আমার আবৃত্তি ও উচ্চারণ দুটোই খুব খারাপ। তাই এ এ্যাটেম্পট নেয়া আগুনে ঝাঁপ দেয়ার সমান। বরং আপনিই একটা আবৃত্তির পোস্ট দিন। ব্লগ থেকে আপনার নির্বাচিত কবিদের কবিতা নিয়ে আবৃত্তির পোস্ট। আপনি চাইলে অডিও’র সাথে আমি ভিডিও যোগ করে দিতে পারি। হাহাহহা।

ভালো থাকবেন।

৩৭| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৬

আহসান জামান বলেছেন:
আমাকে কেউ খুঁজবে না, জানি।
তবু অযথাই বলে যাই, হঠাৎ ভুল করে মনে পড়লে বুঝে নিও
আমি নিশ্চিত হারিয়ে গেছি।
------------------------------------------------------------------
চমৎকার, ভালো লাগা।

০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অাহসান জামান ভাই। ভালো থাকবেন।

৩৮| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৩

যুগল শব্দ বলেছেন:
আমাকে কেউ খুঁজবে না, জানি।
তবু অযথাই বলে যাই, হঠাৎ ভুল করে মনে পড়লে বুঝে নিও
আমি নিশ্চিত হারিয়ে গেছি।


আপনার প্রোফাইল কথনের মত মনে হল কথাগুলো।
হারিয়ে যাওয়া নয়, জীবন মিছিলের নিমন্ত্রন জানাই! ++

২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রোফাইলের লেখাগুলো চেঞ্জ করেছি অনেক আগেই। কিন্তু আপনি কি ব্লগে নেই?

কতদিন পর কমেন্টের রিপ্লাই দিলাম, শুধু একবার এসে দেখে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.