|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
একেবারে শেষ মুহূর্তে আমাদের অনিবার্য প্রেম-সম্ভাবনা চিরতরে তিরোহিত হয়ে গেলো অতি তুচ্ছ একটা কারণে। কারণটা আমার কাছে যদিও ‘তুচ্ছ’ কিন্তু এখন মনে হচ্ছে আমার আরাধ্য ব্লগকন্যা এটিকে এক এবং একমাত্র কারণ হিসাবে ধরে নিয়ে তার লাভার-লিস্ট থেকে আমাকে ডিলিট করে দিয়েছে। 
ব্লগকন্যাকে নিয়ে একটা গল্পের প্লট ফেঁদেছিলাম। এটা পাঠ করে ব্লগকন্যা হিরোশিমার আণবিক বোমার মতো বিস্ফোরিত হলো।
‘এই তর আমারে নিয়া গল্প লেখা? তুই একের ভিতর পাঁচজনের কথা লিখছস। অর্থাৎ তর বিবির সংখ্যা ৫জন। কিন্তু আফসোস, ঐ ৫জনের মধ্যে আমি নাইক্যা। আমি তর গল্পখানা ৩৩বার পড়ছি, কিন্তু আমারে নিয়া তুই একটা শব্দও লিখিস নাই। ফেইসবুকে এখন আমি সর্বকালের সেরা সেলিব্রেটি। ‘আমি গোসল করছি’- এমন একটা মামুলি স্টেটাসেও ঘণ্টায় সাড়ে সাতহাজার ‘লাইক’ পড়ে আর ১৫শ শেয়ার হয়। নিজের রেকর্ড নিজে ভাইঙ্গা গিনেস বুকে ৩বার নাম লিখাইছি। তুই ভুইলা গেছস যে তর যে কোনো স্টেটাসে সবার আগে আমিই লাইক আর কমেন্ট দিতাম। সেই আমি’রে তুই অবজ্ঞা করলি? অপমানে আমার শরীর জ্বইলা যাইতেছে। যাক, ভালোই করছস। তর সাথে আমি আর নাই। তুই তর ৫বিবি নিয়াই থাক। আজ থেকে তরে আমি তিন-তালাক দিয়া জন্মের লাইগ্যা ব্লক মারলাম।’
বোঝেন অবস্থাটা। যার সাথে বিয়ে তো দূরে থাক, প্রেমও হয় নি, সেই মেয়ে আমাকে তিন-তালাকসহ ব্লক করে দিল? যদিও তার প্রতিটা অভিযোগই খণ্ডনযোগ্য, কিন্তু আমাকে ব্লক করে দেয়ায় তাকে আর ইনবক্স করা গেলো না। এ নিয়ে স্টেটাস হয়তো একটা দেয়া যেতে পারে, কিন্তু স্টেটাসও তার গোচরীভূত হবে না, যেহেতু সে আমাকে দেখতে পাবে না। এমন অবস্থাটাকে কী বলা যায়? ফেবুর করাত?
তার ‘৫জন বিবি’ সংক্রান্ত কথাগুলো অশ্লীল, রুচিবহির্ভূত, বিদ্বেষমূলক এবং সতীন-ভাবাপন্ন বা সতীনদাহের সমতুল্য। আমি এ কথার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
৫জন না, অন্তত ৫০জন মানসীর মানসিক ও শারীরিক বৈশিষ্ট্যকে একত্র করে একজনের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখানে একটু চালাকি আছে বৈকি, যারা বুদ্ধিমান ও ট্যালেন্টেড তারা সহজেই এই চালাকিটা ধরতে পেরেছেন এবং তা নিয়ে ইনবক্সে বিস্তর মত বিনিময় করেছেন।
আসলে পুরো ব্যাপারটা হলো রাশিফল বর্ণনার মতো। আপনি যে রাশির জাতকই হোন না কেন, যেটি পড়বেন সেটিই মনে হবে আপনার সম্পর্কে বলা হয়েছে। গল্পে যে গুণবতী প্রমীলাকে চিত্রায়িত করা হয়েছে, তা মেয়েদের কমন বৈশিষ্ট্য। যে পড়বে তারই মনে হবে গল্পটি সম্ভবত তাকে নিয়ে লেখা। গল্পে মেয়েদের আকাঙ্ক্ষিত গুণগুলো হাইলাইট করা হয়েছে; কোনো কোনো গুণ হয়তো কারো মধ্যে অনুপস্থিত থেকে থাকবে, কিন্তু মনে মনে তারা নিজেদের মধ্যে ঐ গুণগুলোও কামনা করবে।
ফেইসবুক ও ব্লগের পাঠকের অনেক বড় একটা দুর্বলতা দেখতে পেলাম। যারা নীলপরীর ভক্ত, তারা সব মেয়ের মধ্যেই নীলপরীর গুণাবলি দেখতে পান। অতএব, তারা ধরেই নিলেন যে, গল্পটি যাকে নিয়ে লেখা হয়েছে সে হলো এক এবং অদ্বিতীয়া নীলপরী অমৃতভাষিণী।
আবার যারা নীলপরীকে চিনেন না, কিন্তু তাহমীনার একনিষ্ঠ ফ্যান, তারা ভাবলেন- তাহমীনা রীমা - এমন কবিতার মতো মেয়েটি, সর্বগুণে গুণান্বিতা মহিয়সী পৃথিবীতে দ্বিতীয়টি আর কেউ নেই।
মালতী ঘরের দরজায় হেলান দিয়ে ঘাড়খানি সামান্য কাত করে দাঁড়িয়েছিল। মুখ ছিল ঈষৎ অবনত। তার মুখের হাসি মোনালিসার জগৎবিখ্যাত হাসিকে ম্লান করে দেয়। ফেইসবুকে তার এ ছবিটি দেখার পর আমার জবান ‘হাঁ’ হয়ে গিয়েছিল। তার কবিতা পড়ে মনে হয়েছিল, বাইরের রূপের চেয়ে তার ভিতরটা আরও অনেক বেশি সুন্দর ও মহিমান্বিত। কবিতার মতো এই মেয়েটিকে দেখে আমি আস্ত একটা বইয়ের নাম ‘কবিতার মতো মেয়েটি’ করে ফেললাম। ফেইসবুক ও ব্লগে তার ছবিসহ কবিতা পোস্ট করলাম। কিন্তু আশ্চর্য, আমার এই তুখোড় পোস্টটি তার চোখ এড়িয়ে গেলো।
একদিন তার চোখে আঙ্গুল দিয়ে বললাম, ‘তোমারে নিয়া এত ব্যাপক একটা কবিতা পোস্ট করলাম, একবার ফিরাও চাইলা না?’ মালতী চটজলদি জবাব দিল- ‘হায় রে, আমি তো জানিই না আপনি আমাকে নিয়ে পোস্ট দিয়েছেন। দাঁড়ান, আমি পোস্টটা আগে দেখে লই, তারপর কথা বলি।’
মালতি আমাকে ‘আপনি’ করে বললেও আমি তাকে শুরু থেকেই ‘তুমি’ করে বলতাম। সে খুব দ্রুত ‘আপনি’ থেকে ‘তুমি’তে নেমে এলো, এবং আমার জন্মতারিখ দেখে যখন জানতে পারলো সে আমার চেয়ে ৩দিনের বড়, বলা নেই কওয়া নেই একেবারে ‘তুই-তোকারি’তে নেমে এলো।
মালতি জানালো, ‘তুমি এত্ত ভালো কেন? আমাকে নিয়ে কবিতা লিখছ, আবার ছবিও নিয়েছ। নিজেকে ধন্য মনে করছি। কী যে ভালো লাগছে, বোঝাতে পারবো না।’
এরপর আমাদের নিয়মিত চ্যাট হতো। ওর মতো একজন সেলিব্রেটি ফেইসবুকারের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, আমি নিজেই বরং এ নিয়ে গর্ব বোধ করতাম। কিন্তু অত্যন্ত অমায়িক স্বভাবের মালতী খুব বিনয়ের সাথে বলতো, ‘আরেন্নাহ। আমি আবার সেলিব্রেটি হতে যাব কেন? খালি লাইক-শেয়ার-কমেন্ট দিয়া কি মান বিচার হয়? আবাল পোলাপানগুলা আমার রূপ দেইখা লাইক মারে। আমিও একটু চালাকি করি। লাই দিয়া ওদেরকে মাথায় তুইলা নেই।’
মালতী দিনে দিনে প্রস্ফুটিত হতে থাকলো। আগে সে সামান্য ‘মুটকি’ ছিল; কিছুদিন আগে জ্বরে পড়লে শুকিয়ে আরও স্লিম ও সুইট হয়ে ওঠে। সকালবেলা ফেইসবুকে ঢুকে সদ্যতম ছবির জন্য মালতীর হোমপেইজে ঘোরাঘুরি করি। মিষ্টি হাসি। বুক ভরে যায়। মালতীর প্রতি আমি ক্রমশ দুর্বল ও ধাবিত হতে থাকি। আমার প্রতি ওর আচরণে মনে হয় সেও যে-কোনোদিন বলে ফেলবে- ‘তরে খুব ভালো লাগে। তরে এতো ভালো লাগে ক্যান রে? তুই কি জাদু জানোস?’  
মালতীকে নিয়ে যে গল্পটির প্লট করেছিলাম, তাতে সযতনে মালতীকে উহ্য রেখেছি। মালতীর কী প্রতিক্রিয়া হয় তা দেখাই ছিল আমার মূল উদ্দেশ্য। মালতী আমাকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছিল। তা না হলে ওর প্রতিক্রিয়া এতো ভয়াবহ ও বিধ্বংসী হতো না। 
কিন্তু মালতি এটা কী করলো- আমাকে একেবারে ব্লকই করে দিল! ওর মনে যে বিষও ছিল তা কি আমি ঘুণাক্ষরেও জানতাম?
২৩ জুলাই ২০১৫
 ৭৮ টি
    	৭৮ টি    	 +২/-০
    	+২/-০  ২৩ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২৮
২৩ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি এভাবেই সব সময় পাশে থাকবেন 
২|  ২৩ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২৪
২৩ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২৪
ডার্ক ম্যান বলেছেন: ঘরে বিবি রাইখা অনলাইনে মালতির লগে পিরিত। ব্যাপার না। এক মালতি গেছো তো কি হয়েছে আরো অনেক মালতি অপেক্ষা করছে আশেপাশে। বেস্ট অফ লাক।
  ২৩ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২৯
২৩ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, এই আর কী। দোয়া করবেন জনাব।
৩|  ২৩ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৪৬
২৩ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৪৬
ঢাকাবাসী বলেছেন: কুনু চিন্তা নাই, বাজারে মালতির(?) অভাব তো নেই মনে হয়! গোলি মারো!
  ২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:০২
২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনারা আছেন। আশা দিচ্ছেন ভরসা দিচ্ছেন। ভালো লাগছে। গুল্লি মারতেই হয় মালতীরে।
৪|  ২৩ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৫৪
২৩ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:৫৪
শায়মা বলেছেন: আহালে ভাইয়া কে তোমাকে ব্লক করেছে এখুনি তার নাম বলো, ফেবু বলো আমরা গিয়ে তাকে দিয়ে আনব্লক করাই ছাড়বোই!!!!!!! 
  ২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:০৪
২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: [email protected]
কিছু একটা করে দেখান।
৫|  ২৩ শে জুলাই, ২০১৫  বিকাল ৪:০২
২৩ শে জুলাই, ২০১৫  বিকাল ৪:০২
কাবিল বলেছেন: প্রয়োজন নেই আনব্লক করার, আমাদের কি রাগ নেই।
  ২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:০৬
২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অবশ্যই আমাদের রাগ আছে। এক মালতী চলে গেছে, তাতে কী, হাজার মালতী লাইনে খাড়াবে।
৬|  ২৩ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৯
২৩ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৬:৫৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নতুন সংযোজন মালতী!!!!   
 
শায়মা বলেছেন: আহালে ভাইয়া কে তোমাকে ব্লক করেছে এখুনি তার নাম বলো, ফেবু বলো আমরা গিয়ে তাকে দিয়ে আনব্লক করাই ছাড়বোই!!!!!!! সবাই জোরে জোরে তিনবার বলেন, মাইরালা...
  
   
   
  
  ২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:০৭
২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাইরালা
মাইরালা
মাইরালা
কেউ আমারে ধইরা মাইরালা 
  
  
 
৭|  ২৩ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:০৪
২৩ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:০৪
তানজিলা হক বলেছেন: valo
  ২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:০৯
২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালোই তো 
৮|  ২৩ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৫
২৩ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৫
লিংকন১১৫ বলেছেন: আহারে.....আপনার জন্য কষ্ট হচ্ছে .......। 
এমুন ভাবে ছেক খাইলেন   এটা কোন ব্যাপার না , আপনি আপনার সিভি আমারে পাঠান আমি আপ্নের জন্য মাইয়া খুইজ্জা আইন্না দিমুনে ।
  এটা কোন ব্যাপার না , আপনি আপনার সিভি আমারে পাঠান আমি আপ্নের জন্য মাইয়া খুইজ্জা আইন্না দিমুনে ।
  ২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:১০
২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্লিজ, আপনার ইমেইল এ্যাড্রেস পাঠান। আমার সিভি আপনাকে পাঠাতেই হবে। এমন উপকারী বন্ধু আর কে আছে জগতে?
৯|  ২৩ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৯
২৩ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৩৯
সুমন কর বলেছেন: সোনা ভাই, প্রথম দিকে পড়মু না, হাসুম।   বেশ মজা পাইলাম।
  বেশ মজা পাইলাম। 
তবে ভাইজান, মালতী জানি কে????  
আমি কি, "ই-কার" দিয়া সার্চ দিমু নাকি "ঈ-কার"----আপনি এখানে চালাকি কইরা দু'ভাবে লিখেছেন !!! 
কাজটা ভালা করেন নাইক্যা !!
অনেক ভালো লাগল।
  ২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:১২
২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আবার কী চালাকি করলাম? চালাকিটা ধরাইয়া দেন 
ই বা ঈ দুটোতেই পাওয়া যাবে, বাংলা এবং ইংরেজি যে কোনো ভাষায় 
১০|  ২৩ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৭
২৩ শে জুলাই, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:  
   
  
  ২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:৩৩
২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
   
  
১১|  ২৩ শে জুলাই, ২০১৫  রাত ৮:৩২
২৩ শে জুলাই, ২০১৫  রাত ৮:৩২
শায়মা বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: নতুন সংযোজন মালতী!!!!   
 
শায়মা বলেছেন: আহালে ভাইয়া কে তোমাকে ব্লক করেছে এখুনি তার নাম বলো, ফেবু বলো আমরা গিয়ে তাকে দিয়ে আনব্লক করাই ছাড়বোই!!!!!!! সবাই জোরে জোরে তিনবার বলেন, মাইরালা...
হায় হায় ভাইয়া তুমি মরতে চাও কেনো?????? 
  ২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:৩৬
২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অল্প সুখে কাতর, অধিক সুখে মরতে চায় 
১২|  ২৩ শে জুলাই, ২০১৫  রাত ৯:২০
২৩ শে জুলাই, ২০১৫  রাত ৯:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লকতো কোরবই ! 
আমি ইন , আপনি আউট !  
  ২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:৩৭
২৩ শে জুলাই, ২০১৫  রাত ১০:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ইন হইয়া গেলেন? ঠিক আছে, আপনার জন্য শুভ কামনা থাকলো।
১৩|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ১২:২৬
২৪ শে জুলাই, ২০১৫  রাত ১২:২৬
অন্যসময় ঢাবি বলেছেন: মালতির ডরকার াচে বলেন ? এত সুন্দর একটা গল্প লিখে ফেললেন তাই তো অনেক কিছু।
  ২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:১১
২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণভাবে প্রশংসা করলেন তো! ধন্যবাদ ভ্রাতা।
১৪|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ১২:৪৩
২৪ শে জুলাই, ২০১৫  রাত ১২:৪৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কিছু কমুনা ।  
  
  
  
   
  
 
  ২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:১৩
২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও না  
  
  
  
  
  
 
১৫|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ১২:৫৩
২৪ শে জুলাই, ২০১৫  রাত ১২:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শায়মা আপু, জাতি চিন্তায় আছে; শায়মা, অপ্সরার পর কি তাহলে মালতী? আর সেই মালতী নিজে আইসা বলে কিনা, এড্রেস দাও, ব্লক আনব্লক কৈরা দেই। নিজে ব্লক কৈরা নিজেই আনব্লক, বুদ্ধি খারাপ না   
   
   
 
  
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
  
  ২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২২
২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহআহাহাহাহাহাহাহাহাহাহআহআহাহাহাহাহাহা। এবার আপনার হাসি থামান। আমি হাইসা লই  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
  
 
১৬|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ২:১২
২৪ শে জুলাই, ২০১৫  রাত ২:১২
চানাচুর বলেছেন:  আহা
 আহা
  ২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২৪
২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চুচুচুচুচু
১৭|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ২:৩৪
২৪ শে জুলাই, ২০১৫  রাত ২:৩৪
মিছা মন্ডল ব্যাক বলেছেন: হাহাহহাহা তোমার চেহারা দেখে নাকি শায়মা মূর্ছা গেছে?
  ২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২৬
২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি খুব পর্দানশীল পুরুষ। আমার চেহারা আমার বউ ছাড়া আর কাউরে দেখাই না। ভুল কইরা আপনার ছবি শায়মারে দেখাইছেন কিনা কে জানে 
১৮|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ৩:২৭
২৪ শে জুলাই, ২০১৫  রাত ৩:২৭
মশিকুর বলেছেন: 
আহ্..হা! মালতি যাক না! যে যাওয়ার সেতো যাবেই  আপনি বাকিদের উপর কেন কনসেনট্রেড করতেছেন না..
 আপনি বাকিদের উপর কেন কনসেনট্রেড করতেছেন না.. 
  ২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২৭
২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মন তো বসে না গৃহকাজে, মশিকুর ভাই, কনসেনট্রেড করবো কেমনে?
১৯|  ২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:১১
২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৩:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
কিছু কমু না সোনাবীজ ভাই। ঝাতি সহ্য করবে না।
  ২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২৯
২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার সহ্য না হইলে ঝাতির সহ্য হইবো কেমতে?
২০|  ২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২৬
২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২৬
শায়মা বলেছেন: ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৩ ০
 বোকা মানুষ বলতে চায় বলেছেন: শায়মা আপু, জাতি চিন্তায় আছে; শায়মা, অপ্সরার পর কি তাহলে মালতী? আর সেই মালতী নিজে আইসা বলে কিনা, এড্রেস দাও, ব্লক আনব্লক কৈরা দেই। নিজে ব্লক কৈরা নিজেই আনব্লক, বুদ্ধি খারাপ না   
   
   
 
বোকাভাইয়া এত চালাক হলে কিন্তু একদম বোকা থেকে এইবার বোবা বানাই দেবো!!!!!!!!!!!  
  ২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৩৫
২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহআহআহাহআহআহাহা
২১|  ২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২৮
২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:২৮
শায়মা বলেছেন: মালতী নাম পছন্দ হলোনা। তার থেকে মালতীলতা বা মাধবীলতা হওয়া যেতে পারে। সমরেশের মাধবীলতা বা রবিঠাকুরের মালতীলতা দোলে ,দোলে পিয়াল তরুর কোলে .......
  ২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৩৬
২৪ শে জুলাই, ২০১৫  বিকাল ৫:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সন্ধ্যা মামির একটা গান আছে- মধু মালতী কারে চায়, নামটা ওখান থেকে নেয়া হয়েছে 
২২|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ৮:০৩
২৪ শে জুলাই, ২০১৫  রাত ৮:০৩
হামিদ আহসান বলেছেন: মালতি যাবে মাধবী অাসবে এইত.......যাই হোক গল্প জটিল হইছে ......
  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ১০:৩২
২৪ শে জুলাই, ২০১৫  রাত ১০:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মালতী যাবে মাধবী আসবে- জি ভাই, সবই মায়া, পৃথিবীতে কে কাহার!  
 
২৩|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ৮:১৭
২৪ শে জুলাই, ২০১৫  রাত ৮:১৭
চানাচুর বলেছেন: আপনার কি আর প্রেম করার বয়েস আছে!! 
  ২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:১৫
২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সংবিধানে প্রেমের বয়স কত লেখা আছে? 
  
২৪|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ৮:৪৭
২৪ শে জুলাই, ২০১৫  রাত ৮:৪৭
মশিকুর বলেছেন: 
নিচের ছবিতে একটা গল্পের প্লট আছে... দেখি আপনি চ্যালেঞ্জটা গ্রহন করেন কিনা... 
 
  ২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:২১
২৫ শে জুলাই, ২০১৫  দুপুর ২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খাইছে, এটা কীভাবে বানাইলেন? 
মালতী ইজ ইন এ রিলেশনশিপ উইথ মোখলেস আনদ ৪ আদারস!!!! আমি তো তাহলে নাই!!!!
২৫|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ৯:০৮
২৪ শে জুলাই, ২০১৫  রাত ৯:০৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: @ শায়মা ওরফে মালতী আফা   
 
  
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
  
  ২৮ শে জুলাই, ২০১৫  রাত ১২:১৪
২৮ শে জুলাই, ২০১৫  রাত ১২:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
  
  
  
  
 
 
  
  
  
 
 
  
  
 
 
  
 
 
 

২৬|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ৯:৩০
২৪ শে জুলাই, ২০১৫  রাত ৯:৩০
শায়মা বলেছেন: বোবাভাইয়া!!!!!!!!!!!!!
আমি মালতী আফা নাাাা!!!!!!!!!!!!!!!
এইটা খলিলভাইয়ার  অহনা মানে আমাদের ভাবীজি!!!!!!!!!!!!
  ২৮ শে জুলাই, ২০১৫  রাত ১২:১২
২৮ শে জুলাই, ২০১৫  রাত ১২:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
ঠিক    
২৭|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ৯:৪০
২৪ শে জুলাই, ২০১৫  রাত ৯:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আইই আইয়ে অঅঅ ওয়ে আয়ে আ। এয়া ও, এএয়া আআই ঐইয়ে আয়ে আ। এয়া উইই, উইই, উইই @ আয়আ আউ 
  
   
 
  
   
  
  ২৮ শে জুলাই, ২০১৫  রাত ১২:০২
২৮ শে জুলাই, ২০১৫  রাত ১২:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
  
  
  
  
  
  
  
  
  
  
 
 
  
  
  
  
  
  
  
 
  
    
    
    
   
২৮|  ২৪ শে জুলাই, ২০১৫  রাত ১১:২০
২৪ শে জুলাই, ২০১৫  রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: ট্রাজেডি ! আমার হৃদয়মালতী কবিতার কথা মনে পরছে । মালতী উদার হোক ।
  ২৮ শে জুলাই, ২০১৫  রাত ১২:০০
২৮ শে জুলাই, ২০১৫  রাত ১২:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: থাক, মন খারাপ করবেন না প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। আপনার মালতী একদিন না একদিন উদার হবেই।
২৯|  ২৫ শে জুলাই, ২০১৫  রাত ১২:০৯
২৫ শে জুলাই, ২০১৫  রাত ১২:০৯
জেন রসি বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: আইই আইয়ে অঅঅ ওয়ে আয়ে আ। এয়া ও, এএয়া আআই ঐইয়ে আয়ে আ। এয়া উইই, উইই, উইই @ আয়আ আউ  
   
  
   
   
 
কেউ একজন একটু ডিকোড কইরা দিলে ভালো হয়!!! 
  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ১১:৪৯
২৭ শে জুলাই, ২০১৫  রাত ১১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিমাকি তুপাত্মিন্দর ছালা ব্যাক্লাচিঙা মপংগ্রীসাটুনা 
উয়তাধসা@ইয়াকুবুমিনাত্তা
৩০|  ২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৪:১০
২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৪:১০
মশিকুর বলেছেন: 
উইনডোসের সাথে যেই পেইন্ট সফটওয়্যার আছে ওইটা দিয়া করছি  সবাই দেখি ফটোশপ নিয়া লাফালাফি করে, অথচ পেইন্ট দিয়াই নিখুঁতভাবেই এডিটিং করা যায়। তবে ফটোশপে ব্যাপারটা অনেক ইজি হয়, কিন্তু আমি পারি না
 সবাই দেখি ফটোশপ নিয়া লাফালাফি করে, অথচ পেইন্ট দিয়াই নিখুঁতভাবেই এডিটিং করা যায়। তবে ফটোশপে ব্যাপারটা অনেক ইজি হয়, কিন্তু আমি পারি না  
 
**********
খালি আপনেই মজা নিতে পারেন? মালতী পারে না??? রসিকতায় সে আপনার থেকেও কয়েক ডিগ্রি উপ্রে   
 
দেখি কি হয়... 
  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ১১:৩৮
২৭ শে জুলাই, ২০১৫  রাত ১১:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তো ভাই রসের হাঁড়ি ভাইঙ্গা দিলেন। রসে এখন চারদিক তলাইয়া যাইতেছে। আমি সাঁতার জানি নাহ
৩১|  ২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৪:২১
২৫ শে জুলাই, ২০১৫  বিকাল ৪:২১
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: সবই আল্লাহ'র ইচ্ছা, তাঁর হুকুম ছাড়া দুনিয়াতে কিছুই হয় না
  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ১১:৩০
২৭ শে জুলাই, ২০১৫  রাত ১১:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম শিরোধার্য।
৩২|  ২৬ শে জুলাই, ২০১৫  রাত ১২:২৩
২৬ শে জুলাই, ২০১৫  রাত ১২:২৩
বুরহানউদ্দীন শামস বলেছেন: হায় রে,
শেষ পর্যন্ত ব্লক মেরে দিল।
  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ১১:২৯
২৭ শে জুলাই, ২০১৫  রাত ১১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কপালের লিখন না যায় খণ্ডন 
৩৩|  ২৬ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৪৪
২৬ শে জুলাই, ২০১৫  সকাল ৯:৪৪
লেখোয়াড়. বলেছেন: 
প্রেম কখন আসে বলা বড় মুসকিল, সে হোক ব্লগে কিংবা বাইরে।
  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ১০:৫০
২৭ শে জুলাই, ২০১৫  রাত ১০:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, আমার গুরু কিংবা দাদার দাদাও জানতেন না কখন, কীভাবে তারা প্রেমে পড়েছিলেন 
৩৪|  ২৭ শে জুলাই, ২০১৫  ভোর ৫:৩৫
২৭ শে জুলাই, ২০১৫  ভোর ৫:৩৫
মৃদুল শ্রাবন বলেছেন: ৫ মালতির এক মালতি না হয় ব্লক মারলো বাকি চারজন?   
দারুন সিরিজ। পরের প্ররবের অপেক্ষায় রইলাম।
  ২৭ শে জুলাই, ২০১৫  রাত ১০:৪৮
২৭ শে জুলাই, ২০১৫  রাত ১০:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১ পর্বে সমাপ্ত নাটক বৃতি আপুর উসকানিতে ২য় পর্বে নিয়েছি। আপনার ঠেলাঠেলিতে পড়ে তো এখন ৩য় পর্ব পর্যন্ত টানতে হবে। এতো টানলে ছিঁড়ে যাবে যে মশায় 
হ্যাঁ, বাকি চারজন হলো আমার দিঘি, সেখানে আমার মন স্বচ্ছন্দে সন্তরণ করবে 
৩৫|  ৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১০:২০
৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১০:২০
শায়মা বলেছেন: হ্যাপী বার্থডে ভাইয়া!!!!!!!!!!!!!
অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা !!!!!!!!!!!!!!!!
আরও আরও সফল হও!!!!!!!!!!!!!!! সবাইকে নিয়ে অনেক বেশি ভালো থাকো!!!!!!
  ৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১১:০৭
৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
একটা জিনিস বুঝতে পারছি না। আগে জন্মদিনের একটা বেলুন উড়ানো হতো ব্লগে। আমি গতরাত থেকে খুঁজছি। এটা কি ডিজএ্যাবল করা হয়েছে?
৩৬|  ৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১১:০৮
৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১১:০৮
শায়মা বলেছেন: হা হা হা মনে হয় ভাইয়া!!!!!!!!!
কত্ত কিছু পাল্টে গেছে!!!!!!!!!!!!!!!!!!!!!
তো তুমি হঠাৎ এই বয়সে বেলুনের জন্য উতলা হয়ে উঠলে কেনো ভাইয়ামনি!!!!!!!!!!!!
  ৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১১:৩৪
৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগের পুরোনো ভার্সনের জন্য মন খুব উতলা হয়। ব্লগ টাইটেল ৫-৭দিন আগে যা ছিল, এখন দেখি তা নাই। ‘পর্যবেক্ষণ’ পোস্ট নিয়েও ঝামেলায় আছি, আবার নোটিফিকেশনগুলো নিয়েও ঝামেলা- এগুলো নামানো যাচ্ছে না।
৩৭|  ৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১১:১৩
৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১১:১৩
শায়মা বলেছেন:  
  
এই নাও এত্তগুলা বেলুন ভাইয়া!!
  ৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১১:৩৫
৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১১:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বেলুনের জন্য ধন্যবাদ 
৩৮|  ৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১১:৪২
৩১ শে জুলাই, ২০১৫  সকাল ১১:৪২
শায়মা বলেছেন: লেখক বলেছেন: ব্লগের পুরোনো ভার্সনের জন্য মন খুব উতলা হয়। ব্লগ টাইটেল ৫-৭দিন আগে যা ছিল, এখন দেখি তা নাই। ‘পর্যবেক্ষণ’ পোস্ট নিয়েও ঝামেলায় আছি, আবার নোটিফিকেশনগুলো নিয়েও ঝামেলা- এগুলো নামানো যাচ্ছে না। 
থাক কি আর করবা!!!!!!!!!!!
সব কিছুই মেনে নিতে হয়!!!!!!!!!!!
 পুরান হলে ........  
  
 
  ০৩ রা আগস্ট, ২০১৫  দুপুর ১:০৯
০৩ রা আগস্ট, ২০১৫  দুপুর ১:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ আপু, ধীরে ধীরে মানিয়ে নিতে হবে আর কী।
৩৯|  ০৫ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৫
০৫ ই আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার শোক কাহিনীতে শোকাপ্লুত হবো ভেবে যেইনা কমেন্টের সিড়ি বেয়ে নামছি..
অমা.. কমেন্টের বাহার আর ডিকোডিং   পইড়া শোক ভুইলা সূখাপ্লুত হইয়া গেলাম কোন ফাকে টের পাই নাইক্কা
 পইড়া শোক ভুইলা সূখাপ্লুত হইয়া গেলাম কোন ফাকে টের পাই নাইক্কা  
 


++
  ০৫ ই আগস্ট, ২০১৫  রাত ৯:১০
০৫ ই আগস্ট, ২০১৫  রাত ৯:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। আপনার সুখাপ্লুত হৃদয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো 
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০১৫  দুপুর ২:৪২
২৩ শে জুলাই, ২০১৫  দুপুর ২:৪২
কাবিল বলেছেন: আপনার দুঃখে দুঃখিত হইলাম।