|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
মাঝে মাঝে সংসার থেকে ছুটি নিতে হবে
সন্ততির কোলাহল-মধুর সান্নিধ্য ছেড়ে বেরিয়ে পড়তে হবে
বর্তমানের খোলস ছিঁড়ে উদ্দাম অষ্টাদশে ফিরে যেতে হবে
সবুজ পেয়ারাগাছে যে যুবতী এ-ডাল ও-ডাল ছুটে বেড়াচ্ছে, লাল রঙের
ওড়না পেঁচিয়ে কোমরে, সোনালি চরণে রুপোর পায়েল, 
চিকন আগডালে ঝুলে পড়ে তুলে আনছে পক্ব পেয়ারা, মুখভর্তি রস- 
কারণে অথবা অকারণে হেসে গড়িয়ে পড়ে বান্ধবীদের গায়;
সে তখন বালিকা- চপলাচপল হেঁটে যায় রাস্তায়
স্কুল অথবা কলেজে-  
একটি যুবক প্রতিদিন চৌমাথায় দাঁড়িয়ে থাকে, যে-পথে যুবতী হেঁটে যায়
একটি যুবক প্রতিদিন চুপিচুপি পিছু নেয়, যে-পথে যুবতী এঁকেবেঁকে চলে
একটি যুবক মিছেই খুব ভীরু ছিল, একদিন সাহসী হয়ে ওঠে, তির ছোঁড়ে
শরাহত বালিকা কতো না উদগ্রীব ছিল ঘায়েল হবার জন্যেই- আহা, 
নিমেষেই কুপোকাত।
একদিন মেয়েটির কাছে ফিরে যেতে হবে- 
চলো, কিছুদিন ছুটি নিই। 
গেরস্থালির হাড়মাংস ঝেড়েঝুড়ে নিপাট নির্জনে যাবো।
আঠার অথবা বিশ- টগবগে, দুর্ধ্বর্ষ দিন
আমাদের মাঝখানে বিলকুল কিছু নেই, আমরা দুজন যাবতীয় জঞ্জালহীন।
সদ্য প্রেমে পড়া যুগলের মতো একদিন ছুটে যাবো শালবন বিহার, যমুনার চর,
আনন্দ রাজার দিঘি, ধনবাড়ির পুরোনো জমিদার বাড়ি। 
একদিন ভোরে রিভার ভিউ’র ভেজা বালুতে খালি পায়ে হাঁটবো। বেড়ালের লোমের
মতো শাদা ও নরম থোকা থোকা কাশফুল, স্নিগ্ধ মনোরম- তোমার গাল ছুঁয়ে দেবো, 
আর চোরা চোখে চারদিক পরখ করে বার বার ‘অসভ্য’ হবো।
টিএসসি চত্বরে আর নয়, একুশে বইমেলা আরেক জীবনে। সিনেপ্লেক্স বড্ড যান্ত্রিক। 
আজকাল সেভাবে সিনেমা দেখে না কেউ। আমরা পালিয়ে 
সিনেমা দেখবার লোভে খুঁজতে যাবো ‘জয়পাড়া সিনেমা’ হল, যার দালানের গায়ে 
একদা কে যেন লিখেছিল ‘খ’ যোগ ‘ল’।  
মাঝে মাঝে ছুটি নিতে হবে, ভুলে যেতে হবে আমাদের বয়স বেড়েছে
প্রতি ৫ মিনিটে মিস্ড কল না পেলে বাঘিনীর মতো হিংস্র হয়ে উঠবে
ডেটিং প্লেসে পৌঁছবো না, কিংবা পৌঁছবো ঠিক ঠিক একবেলা দেরি করে
আর তুমি ভয়ানক ফণা তুলে বিড়ায় বসে ফুঁসতে থাকবে
গভীর ভিড়ের মধ্যেও মওকা খুঁজবো, রিকশাতে হুড ফেলে দেবো, 
একটু অন্ধকার পেলেই যত্তসব ‘অসভ্যতা’- তুমি সবেগে
হাত ফিরিয়ে দাও- অথচ মনে মনে জোর করো!
আমরা লঞ্চের রেলিঙে বসে ঝালমুড়ি খাবো- বান্দুরা-কলাকোপা-ইছামতির ঢেউ
আমরা ভুলে যাবো মর্ত্য অথবা অমরাবতীর কথা–তোমার অমৃতের চেয়ে
আর কিছু আরাধনা নেই
ভাটিমাইন চূড়ায় যেদিন হেলিকপ্টার নামলো, মাটিতে পা ফেলে ২০ গজ দূরে
এক ভিক্ষু’কে দেখি- ভিক্ষু নয় সে, সন্ন্যাসী। সন্ন্যাসী নয় সে, মহান প্রেমিক।
কী গভীর তার ধ্যান! তার ক্ষুদ্র একটা ছাপরাঘর ছিল। ছিমছাম অন্ধকার। 
দিন যায়, রাত আর কুয়াশা, এবং মেঘ উড়ে আসে ছাপরাঘরে। 
থির সন্ন্যাসী জেগে থাকে ধ্যানের ভিতর- পিঁপড়া, মশা, সরীসৃপ দংশন-
বেজায় নস্যি।
সংসার পেছনে পড়ে থাক, সন্তানেরা একদিন ওদিকটা সামলাক-  
ওদেরও ছুটি চাই, শাসন-বারণ থেকে বিস্তর স্বাধীনতা চাই। 
ওরা নিজেরাই একদিন নিজেদের মা অথবা বাবা হয়ে উঠুক। 
দেখা যাক- লাবিবের গোসল হলো কিনা, ইশকুলের হোমটাস্ক কে করে দিল; 
ঐশীর টিফিন কে বানালো, আর সাইফকে কে দিল ঘুম থেকে জাগিয়ে।
আমরা একদিন ছুটি নিয়ে হাইকিঙে যাবো, ১৮০৩ ফুট আপ-হিল বেয়ে
ভাটিমাইন চূড়ায় উঠবো- বিস্তৃত কালাপাহাড় পুরোটাই দখলে;
ভিক্ষু'কে দিয়ে ছুটি
ক্ষুদ্র ছাপরাঘরে গড়বো আমাদের জন্য অন্য একটি পৃথিবী।
জীবনে সজীবতা আনে ছুটি, ছুটিতে ভীষণ চাঙ্গা হয়ে উঠি-  
এজন্য একদিন ছুটি নিতে হবে, ভাবনাহীন নির্ভেজাল ছুটি।
চলো, ছুটি নিই আজই।
২৩ জানুয়ারি ২০১২
ভাটিমাইন চূড়া
পার্বত্য চট্টগ্রামের সুদীর্ঘ কালাপাহাড় রেঞ্জে আমার জানামতে সর্বোচ্চ চূড়ার নাম ভাটিমাইন, যার উচ্চতা ১৮১৮/১৮০৩/২১০০ ফুট– সঠিক মনে নেই। এটি আমার একটি প্রিয় জায়গা, স্বপ্নের মতো। কবুতরের মতো ডিগবাজি খেতে খেতে এ চূড়াটিকে উপর থেকে দেখলে এক অদ্ভুত সুন্দর ঢেউখেলা সবুজ চোখের সামনে উদ্ভাসিত হয়। অবর্ণনীয়। ধ্যানমগ্ন ভিক্ষু’র কথা আমি আজও ভুলতে পারি না। অমন সবুজ চূড়ায়, নির্জনতার অনুপম সুখ ও স্বাদ পাওয়া যায়। 
ভাটিমাইনের পথ অতিশয় দুর্গম। সকাল ৬টায় পাদদেশ থেকে ক্লাইম্বিং শুরু করলে দুপুর ২-৩টায় পৌঁছা যাবে ভিক্ষু'র ছাপরায়। আমি অবশ্য ভার্টিক্যাল ল্যান্ডিং করেছিলাম।
 ৬০ টি
    	৬০ টি    	 +১০/-০
    	+১০/-০  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ১১:২৫
২৭ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ১১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লেখোয়াড়। শুভেচ্ছা নিরন্তর।
২|  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:০৮
২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:০৮
তামান্না তাবাসসুম বলেছেন: আপনার লেখাতো সবসময়ই ভাল  কিন্তু আপনি এখন ভাল আছেনতো প্রিয় লেখক? আপনি অসুস্থ শুনেছিলাম
 কিন্তু আপনি এখন ভাল আছেনতো প্রিয় লেখক? আপনি অসুস্থ শুনেছিলাম 
  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৩৪
২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অামি অাল্লাহর রহমতে ভালো আপু। শুভেচ্ছা।
৩|  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:২৪
২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:২৪
ভারসাম্য বলেছেন: পড়লাম পুরোটাই। ভালও লেগেছে অনেক, কিন্তু আগের সেই মুগ্ধতাটা পাচ্ছি না। এটা অবশ্য কবিতার স্বাদের অভাবে না, আমারই স্বাদ্গ্রহণ ক্ষমতা কমে যাওয়ার কারণেই হয়তো। ছেলেবেলায় অমৃত মনে হওয়া কাঠি-লজেন্স যেমন বুড়োবেলায় এসে ভাল লাগে না, তেমনিই হয়তো কিছুটা। 'রিভার ভিউ'/'ডেটিং প্লেস' শব্দগুলো বাংলায় বদলে নেয়া যেত হয়তো, কারণ ইংরেজিটা অপরিহার্য হয়ে উঠতে পারে নি বলেই মনে হল এখানে।
আপনার শরীর কেমন এখন? দেশে আছেন, না বিদেশে? যেখানেই থাকুন, ভাল থাকুন।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৪১
২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ২২ ডিসেম্বরে চায়না এসেছি। শিজিয়াঝুয়াং কিডন ডিজিস হসপিটালে ভর্তি আছি। ১০দিন পর টেস্টরিপোর্ট দেখে বোঝা যাবে কতখানি উন্নতি/অবনতি হলো, নাকি আনচেঞ্জড। এখানে ফেইসবুক, গুগল পাচ্ছি না। আশা করি সবাই ভালো আছেন। শুভেচ্ছা থাকলো।
রিভার ভিউ হলো বসুন্ধরার একটা প্রজেক্টের নাম, ঢাকার দক্ষিণে পোস্তগোলার অপর পাড়ে। এটার বাংলা করে লাভ নাই  তবে ডেটিং প্লেসের বাংলা কী হতে পারে তা মাথায় আসে নি
 তবে ডেটিং প্লেসের বাংলা কী হতে পারে তা মাথায় আসে নি 
গঠনমূলক মন্তব্যে ভালো লাগা।
ধন্যবাদ অভী ভাই।
৪|  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৪২
২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৪২
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে কবিতা। শান্তি , স্থির হয়ে বসা লিখিত কবিতা এমন। 
কবিতায় বা গদ্যে ইংরেজি ছোটখাটো দুই একটা শব্দ ব্যবহার মাঝে মাঝে আমার কাছে খারাপ লাগে না কিন্তু এখানে "মওকা" শব্দটা কেন চোখে বেজে গেলো জানি না!
সুস্থ থাকুন সবসময়।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৫৩
২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতদিন খটকা লাগে নি, আপনি বলার পর আমারও এখন কানে বাজলো দেখি! ‘মওকা’ কেটে ‘সুযোগ’ বা ‘ছুঁতো’ করলে কেমন হয়?
ধন্যবাদ আপু। আপনিও ভালো থাকুন।
৫|  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৫০
২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রথমে আপনার শরির এর উন্নতি কামনা করছি। অাপনি আমার প্রিয় ব্লগারদের একজন আপনার লেখা খুজেই পড়ে থাকথাম। এইটাও পড়লাম । অনেক ভাল লাগল। আবারো আপনার শারিরিক উন্নতি কামনা করছি।
  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৫৮
২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো জেনে যে আমি আপনার প্রিয় ব্লগারদের একজন। এজন্য অনেক ধন্যবাদ। কবিতা পাঠ ও সুস্থতা কামনার জন্য আরো একবার ধন্যবাদ এবং সুভেচ্ছা, সুজন ভাই।
৬|  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:০৯
২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:০৯
নেক্সাস বলেছেন: ছুটি কবিতায় ছুটির আমেজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন দোয়া করি
  ২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৪৩
২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই।
৭|  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:৪৪
২৭ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:৪৪
আলোরিকা বলেছেন: ' ছুটি '- ছোট্ট শব্দটি শুনলেই মন আনন্দে নেচে ওঠে  । 
কবিতা পড়েতো  এখনি ছুটি নিতে ইচ্ছে করছে  
ভাল থাকুন কবি , অনেক অনেক শুভ কামনা ।   
  ২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৪৩
২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাহলে আজই ছুটি নিন  আপনিও ভালো থাকুন। ধন্যবাদ।
 আপনিও ভালো থাকুন। ধন্যবাদ।
৮|  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৩২
২৭ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৩২
অগ্নি সারথি বলেছেন: ভাটিমাইন ভ্রমন নিয়ে একটা পোস্ট দেন ।
  ২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৫০
২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেখি, একদিন দেয়া যায় কিনা  ধন্যবাদ।
 ধন্যবাদ।
৯|  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৫৮
২৭ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৫৮
কল্লোল পথিক বলেছেন: বেশ চমৎকার হয়েছে।
  ২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৫১
২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই। শুভেচ্ছা।
১০|  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৬
২৭ শে ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:০৬
সুমন কর বলেছেন: চলো, কিছুদিন ছুটি নিই।
গেরস্থালির হাড়মাংস ঝেড়েঝুড়ে নিপাট নির্জনে যাবো।
আঠার অথবা বিশ- টগবগে, দুর্ধ্বর্ষ দিন
আমাদের মাঝখানে বিলকুল কিছু নেই, আমরা দুজন যাবতীয় জঞ্জালহীন। 
পুরো কবিতাই বেশ হয়েছে। ভাটিমাইন সম্পর্কে জানা ছিল না।
এখন কেমন আছেন?
  ২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৫২
২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখন ভালো আছি আপনাদের দোয়ায়। ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা।
১১|  ২৭ শে ডিসেম্বর, ২০১৫  রাত ৮:১৩
২৭ শে ডিসেম্বর, ২০১৫  রাত ৮:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা প্রিয় কবি। কিন্তু আপনার পোস্টে মুগ্ধতার পারদ যে উচ্চতা ছুঁতে চায় সেখানে কিছুটা কমতি রয়ে গেছে।  
সুস্থতা কাম্য। কমেন্ট পড়েই জানতে পারলাম।
  ২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৫৩
২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভবিষ্যতে আরো মনোমুগ্ধকর কবিতা লিখবার চেষ্টা থাকবে রাজপুত্র। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
১২|  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  রাত ১২:১০
২৮ শে ডিসেম্বর, ২০১৫  রাত ১২:১০
ডি মুন বলেছেন: সুন্দর সুন্দর শব্দের মনোহরী ব্যবহার মুগ্ধ করেছে। 
এই যায়গাগুলো খুব ভালো লেগেছে - 
উদ্দাম অষ্টাদশে
আমাদের মাঝখানে বিলকুল কিছু নেই
আমরা ভুলে যাবো মর্ত্য অথবা অমরাবতীর কথা
--তোমার অমৃতের চেয়ে
আর কিছু আরাধনা নেই 
ভালো থাকুন কবি
শুভেচ্ছা 
  ২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৫৭
২৯ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ৮:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  --তোমার অমৃতের চেয়ে আর কিছু আরাধনা নেই। আমার একটা প্রিয় লাইন।
ধন্যবাদ ডি মুন ভাই। শুভেচ্ছা।
১৩|  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  রাত ১২:১২
২৮ শে ডিসেম্বর, ২০১৫  রাত ১২:১২
রক্তিম দিগন্ত বলেছেন: কবিতা না কাব্যিক উপন্যাস? 
চমৎকার লাগলো পড়ে। পড়ার সময়টায় আলাদা একটা অনুভূতি ঘিরে রেখেছিল যেন।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১৪
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ রক্তিম দিগন্ত। শুভেচ্ছা।
১৪|  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:৫৮
২৮ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:৫৮
গেম চেঞ্জার বলেছেন: কবিতাটি মনে ধরলো ভাই,
আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠবেন। আন্তরিক শুভেচ্ছা রইল।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১৫
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটা আপনার মনে ধরেছে জেনে খুব ভালো লাগলো ভাই। উইশ করার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা।
১৫|  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:০১
২৮ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন: 
সব ছুটি কি আনন্দের, কিছু ছুটি চিরদিনের।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১৮
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হায়, অফিসের ছুটি না মিললেও একদিন চিরদিনের ছুটি মিলবেই, সেটা কেউ নামঞ্জুর করতে পারবে না।
ধন্যবাদ কাণ্ডারি ভাই। শুভেচ্ছা।
১৬|  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:৪১
২৮ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:৪১
খেয়ালি দুপুর বলেছেন: অসাধারণ লেগেছে সত্যি বলতে। শুভকামনা অনেক।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১৯
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। ভালো থাকুন।
১৭|  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৮
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৫:৪৮
এহসান সাবির বলেছেন: মাঝে মাঝে সংসার থেকে ছুটি নিতে হবে........
আমার তো সব সময় ছুটি নিতে ইচ্ছা করে।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:২২
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমারও। কিন্তু অফিসে না গেলে তো চাকরি নট হয়ে যাবে 
১৮|  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৫
২৮ শে ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৫
জেন রসি বলেছেন: সময় হারিয়ে গেলেও মায়া থেকে যায়। তাই মানুষ যা কিছু হারিয়ে ফেলে তাই আবার খুঁজে বেড়ায়। অসাধারন হয়েছে।শুভেচ্ছা।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪১
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর ও যথার্থ বলেছেন। অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।
১৯|  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  রাত ৮:০৩
২৮ শে ডিসেম্বর, ২০১৫  রাত ৮:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: চাইলেই কি মেলে ছুটি!
ভিক্ষু মন কতবার বাঁধন কাটাতে চেয়েছে
ততবারই আষ্টেপৃষ্ঠে আকড়ে ধরেছে..
মোহ, কাম, লোভ, মায়া!
যদি অন্তর থেকে ছেড়ে যেত পঞ্চভুত
সর্বতেই ভবন্তু ভাটিমাইন ! 
++++++++++++++
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪৪
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টে প্লাস নিন, একটা কবিতা লিখে ফেলেছেন। অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।
২০|  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  রাত ৯:০০
২৮ শে ডিসেম্বর, ২০১৫  রাত ৯:০০
আবু শাকিল বলেছেন: চমৎকার কবিতা  ।দারুন শব্দমালা ।
ভাইয়া আপনার ব্যাপারে সব শুনেছি -দোয়া করি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
দিন গুলা ভাল কাটুক ।
সালাম জানবেন।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৪
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় আবু শাকিল ভাই, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি।
কবিতা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
২১|  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৪২
২৮ শে ডিসেম্বর, ২০১৫  রাত ১০:৪২
কিরমানী লিটন বলেছেন: জীবনে সজীবতা আনে ছুটি, ছুটিতে ভীষণ চাঙ্গা হয়ে উঠি- 
এজন্য একদিন ছুটি নিতে হবে, ভাবনাহীন নির্ভেজাল ছুটি।
চলো, ছুটি নিই আজই। - নান্দনিক চাওয়ার মুগ্ধ অনুবাদ- অথচ অভিমান... ! দারুণ!!! 
সতত শুভকামনা প্রিয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই  ...
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৭
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  বিকাল ৩:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো কিছু উদ্ধৃতির জন্য খুশি হলাম। অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।
২২|  ২৯ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:০১
২৯ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:০১
মশিকুর বলেছেন: 
খুব ভাল লাগলো কবিতা এবং আপনাকে দেখে। আপনার স্ট্যাটাস ছাড়া ফেসবুক ফাঁকা ফাঁকা লাগে 
ভাল থাকুন 
  ০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:১৭
০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই। কিন্তু আপনাকে মিস করছি অনেকদিন ধরে। কোথায় আপনি?
২৩|  ২৯ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:৫১
২৯ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১২:৫১
জুন বলেছেন: দেশি ভাই মন্তব্যের ঘরে  আপনার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির কথা শুনে অনেক খারাপ লাগলো ।  দোয়া করি আল্লাহ আপনার পুর্ন সুস্থতা দিক।  ভাবীর কথা আপনার বাচ্চাদের মুখগুলো মনে পড়ছে।  
আমিও নিজেও ভালো নেই ছাই ভাই।  কিডনীর ব্যপারে আমিও খুবই চিন্তিত।  সামনে হয়তো বাইরে যাবো এ ব্যপারে।  
ভালো হয়ে উঠুন শীঘ্রই আর আমার জন্যও দোয়া করবেন। 
  ০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:১৯
০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দেশি আপু। অসুস্থতার জন্যই সবগুলো কমেন্টের উত্তর দেয়া হয়ে ওঠে নি, মিস হয়ে গিয়েছিল। ভালো থাকবেন।
পানি খাবেন প্রচুর। আমি ডেইলি কমপক্ষে ৫ লিটার খাচ্ছি। পানি পানের অভ্যাস না থাকলে শীঘ্র শুরু করেন। শুরুতে ইউরিন পাস হবে খুব ঘন ঘন, এরপর ঠিক হয়ে যাবে। পর্যাপ্ত পানি পানে প্রতি ২ ঘণ্টায় একবার ইউরিন পাস হলে তা স্বাভাবিক। পানি কিডনিকে সজিব রাখে।
২৪|  ৩০ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:১৬
৩০ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ১:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: বৈচিত্র্যহীন জীবন অসাড় মনে হয় । মনের অাকুলতার নিদারুণ বহিঃপ্রকাশ!
  ০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২০
০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ রূপক বিধৌত সাধু। শুভেচ্ছা।
২৫|  ০১ লা জানুয়ারি, ২০১৬  সকাল ৯:৩৩
০১ লা জানুয়ারি, ২০১৬  সকাল ৯:৩৩
মাহমুদ০০৭ বলেছেন: কার থাকা উচিত, কার মরা দরকার, 
   ভাবনাহীন নির্ভেজাল ছুটি , পূর্ণ হোক পূর্ণ হোক , হে ভগবান । 
 খাটি রোমান্টিক কবিতা । কয়েকবার পড়লাম । অনেকদিন পর   চমৎকার মনসবুজে কবিতা  দিয়ে ফিরলেন। 
 সরাসরি মন ছুলো। 
 আপনাকে ব্লগে দেখে কি আনন্দ পেলাম ভাষায় প্রকাশ করার মত নয় । ভাবনায় ছিলাম আপনাকে নিয়ে । 
 নক করতে মানা করেছেন, তাই আপনার অসুবিধা  হবে জেনে করিনি । 
 আল্লাহ আপনাকে ভাল রাখুক । 
মাঝে মাঝে সংসার থেকে ছুটি নিতে হবে আপনার উদ্দাম মনের জয় হোক।  
 নতুন বছরের শুভেচ্ছা রইল
  ০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২২
০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই। এত তরতাজা আর ইন্সপায়ারিঙ একটা কমেন্টের রিপ্লাই করা হয় নি দেখে খুব খারাপ লাগছে এখন।
আপনাকে ব্লগে এখন দেখছি না 
ফিরে আসুন।
২৬|  ০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:১৩
০২ রা জানুয়ারি, ২০১৬  রাত ১০:১৩
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
  ০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২২
০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা- ২০১৮ (অগ্রিম) 
২৭|  ০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ৮:৫৫
০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ৮:৫৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: অসুস্থ ছিলেন, মন্তব্য দেখে বুঝলাম। আশা করি উন্নতি হয়েছে এখন।
কবিতা সুন্দর।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩৪
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আল্লাহর রহমতে ভালো বোধ করছি। সাবধানে চলছি, এই আর কী। অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব। শুভেচ্ছা।
২৮|  ০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:১৮
০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ৯:১৮
সোমহেপি বলেছেন: খলিল ভাই সুস্থ হয়ে আসুন
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৪
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইমন ভাই। ভালো থাকুন।
২৯|  ১২ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৩
১২ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৩
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: সুস্থ্য হয়ে ফিরে এসো। ভাটিমাইন চূড়ার এতো গল্প শুনালে যে দেখার লোভ সামলানো যাচ্ছে না। ’কালের চিহ্ন’ বইয়ের একটা উৎসব ওখানে করে আমাদের দাওয়াত দাও। ভালো থেকো নিরন্তর।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১১
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তোমার প্রস্তাব খুব ভালো। আমারও মন খুব উল্লসিত হয়ে উঠলো। তবে সারাক্ষণ ঘরেই চুপচাপ বসে থাকার ব্রতে আছি, পূর্ণ বিশ্রাম আর কী। ডাক্তার বলেছেন বিশ্রামে থাকতে।
ভালো থেকো। শুভকামনা সব সময়।
৩০|  ১২ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৪
১২ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৪
রাবার বলেছেন: আল্লাহু শাফি
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:২৬
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১০:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাবার। আমি আল্লাহর রহমতে ভালো আছি।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ১১:২১
২৭ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ১১:২১
লেখোয়াড়. বলেছেন:
অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
আপনার লেখা মানেই সজীবতা, বোধ জাগ্রততা।
শুভকামনা।