নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

প্রেম ও নারী

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৬


এক শব্দের যত মানে
(সেলিনা শিরীন সিকদারকে)

যারা বলবার বলুক না তা, তুমি কেন বলো ও-কথা?
রামগরুড়ের জ্বর সেরে গেলে হাসবেই সে অযথা।
আমার ছিল না এত মানে জানা, তুমিই এসব শেখালে;
কাল থেকে আর ঘুমুবো না রাতে, একটু ঘুমুবো সকালে।
এসবও তোমার ঠিক জানা আছে, জানা নেই শুধু সে-কথা :
পথে পথে তুমি সোনা বুনে গেছো, আমায় দিয়েছো ঋদ্ধতা।

২৪ ফেব্রুয়ারি ২০১১



বিভ্রম

ধবল জ্যোৎস্নার মতো ফরসা নার্স-রমণীরা দরজার পর্দা গলে অবিন্যস্ত দাঁড়ায়। তাদের কোমরের খাঁজে মাখনের মতো তকতকে লাবণ্যরা - স্মিত ভেসে থাকে- আচানক আরেকটা জীবন, অনেক অনেক দূর থেকে আচানক জ্বলে ওঠে দেশলাই’র বারুদের মতো।

এ ছিল বিভ্রম। করুণ স্যানোটোরিয়াম! - এখানে-ওখানে স্যাঁতসেঁতে ছত্রাক, যাবতীয় দুর্বিষহ গন্ধের ভেতর কীভাবে এতদিন বেঁচেছিলে- তুখোড় বিস্ময়!

৬ নভেম্বর ২০১২



প্রেম

প্লেটোনিক প্রেমই সবচেয়ে গভীর প্রেম। তোমার প্রেমে যেদিন যৌনাকাঙ্ক্ষা জাগ্রত হবে, সেদিনই প্রেমের অনিবর্চনীয় সুখ ও মাহাত্ম্য চিরতরে তিরোহিত হবে। সম্ভোগ তোমাকে বাহ্যিক সুখ দেয়। চিরস্থায়ী সুখ একমাত্র নিষ্কাম প্রেমেই সম্ভব।
যাকে অদৃশ্যে থেকে যুগ যুগ ধরে ভালোবেসেছ, তার সামনে যেয়ো না, তাকে হারাবে। কবিতার মতো যে মেয়েটি তোমাকে পাগলের মতো ভালোবাসে, তাকে ছুঁয়ে দিও না। সে তোমার ধ্যানের সামগ্রী। তাকে পূজোর আসনে বসিয়ে একাগ্রচিত্তে তার ধ্যান করো।
ভোগে নয়, ধ্যানেই শান্তি।
১ জানুয়ারি ২০১৫

***

পেলব স্নেহে ভরা মায়াময় চোখ, বিশুদ্ধ কচুরিফুলের মতো শুভ্র তার মন ও অবয়ব, সকল পাপ ও পঙ্কিলতার উর্ধ্বে সেই নারী, অনাঘ্রাত কুসুমের মতো সজীব এবং পবিত্র, যাকে কখনো ছুঁয়ে দেখতে নেই, কেবল নিবিড় চোখে তার ঐশ্বর্য অবলোকন করতে হয়- এমন একটি মেয়েকে দেখলেই মনের ভিতর যে ভাবের উদয় হয়, তা হলো- ‘কবিতার মতো মেয়েটি’।




উৎসর্গ : সকল নারীকে, যারা প্রেম গ্রহণ করে, এমনকি হরণও করে।

মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

বিজন রয় বলেছেন: সকল নারীকে, যারা প্রেম গ্রহণ করে, এমনকি হরণও করে।

মেনে নিলাম নত মস্তকে।
++++

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মেনে নেয়ার জন্য ধন্যবাদ, প্রিয় বিজন রয়। শুভেচ্ছা।

২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯

সকাল রয় বলেছেন: বেশ বেশ!

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: !!

৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উৎসর্গ : সকল নারীকে, যারা প্রেম গ্রহণ করে, এমনকি হরণও করে।


কবিতা তো বহু পড়েছি, এবার উৎসর্গই পড়লাম। শুভ সকাল কবি।

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ সকাল জাদিদ ভাই। উৎসর্গ পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৪| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১২

অলওয়েজ ড্রিম বলেছেন: কবিতা চমৎকার হয়েছে।

তবে প্লেটোনিক প্রেম নিয়ে চিরকালই বিতর্ক ছিল, এখনও আছে, পরেও থাকবে।

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্লেটোনিক প্রেম নিয়ে চিরকালই বিতর্ক ছিল, এখনও আছে, পরেও থাকবে। একমত।

ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

৫| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯

তাসলিমা আক্তার বলেছেন: নাম দেখেই পোস্টে এসে দেখলাম, অনুমান মিথ্যা নয়। যথারীতি সুন্দর লেখা। আপনি অনেক ভালো লিখেন। কিশোরকে বলেছিলাম আমার জন্য কবিতা লিখতে। সে লিখেনি......

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ ও অনেক কৃতজ্ঞতা আপু। ভালো লাগছে আপনার উপস্থিতি। শুভেচ্ছা।

৬| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২১

সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর হয়েছে। শুভ সকাল।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাই। শুভেচ্ছা।

৭| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পড়তে ভাল লেগেছে ।উৎসর্গে বৈচিত্র আছে ।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

৮| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সোনাবীজ তো সোনাই ফলাবে!!!! :)

দারুন লেখনিতে মুগ্ধতা একরাশ... ভন্নমাত্রার উৎসর্গেতো বটেই :)

+++++++++++++++

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু। শুভেচ্ছা।

৯| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪

কাবিল বলেছেন: সব গুলোই উৎসর্গের মতই সুন্দর।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

১০| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৮

আমিই মিসির আলী বলেছেন: উৎসর্গ জটিল হইয়াছে।
+

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জনাব মিসির আলী :)

১১| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:২০

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতাগুচ্ছ । সবগুলোই নিষ্পাপ অর্থবহ । ভালো লেগেছে ।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

১২| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




লেখার ক্রমকাল দেখে মনে হলো পথে পথে কেউ সোনা বুনে গেছে বলে ক্রমাগত আপনার লেখায় এসেছে ঋদ্ধতা।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন্তব্যে খুব মজা পেলাম প্রিয় আহমেদ জী এস ভাই। অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৩| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর পোস্ট।


প্লেটোনিক প্রেমই সবচেয়ে গভীর প্রেম। তোমার প্রেমে যেদিন যৌনাকাঙ্ক্ষা জাগ্রত হবে, সেদিনই প্রেমের অনিবর্চনীয় সুখ ও মাহাত্ম্য চিরতরে তিরোহিত হবে ----- এইটা মানি না।

উৎসর্গটা অন্যরকম। মজা পেলাম একরকম।

অনেক ভালো থাকবেন।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐটা কেউ মানবে, কেউ মানবে না- ফর্মুলা এটাই :)

কমেন্টে অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

১৪| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০

তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর !!!!!!!!!!!

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তাহসিনুল ইসলাম। শুভেচ্ছা।

১৫| ১১ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রায় অসম্ভব সুন্দর লেখনী!।

মুগ্ধ!

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুগ্ধ হয়েছেন জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

১৬| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯

দেবজ্যোতিকাজল বলেছেন: অবশ্যই ভাল ।।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রেম নিষ্কাম এই কথাটার মধ্যে ভণ্ডামি আছে । প্রকৃতি বাদ দিলে কেন প্রম কেনই বা ভাললাগা । কেনই বা দুটো প্রকৃতি এক হওয়া । চুমু হাগ সেক্স এসব বাদ গেলে আর যায় বল 18 একুশের প্রেম না ।
মা বাবাও কিন্তু সন্তানকে ভালবাসে । সেটি হয়তো নিষ্কাম ।এটাই প্রেমের শ্রেণীবিভাগ । মানলে জীবন পাওয়া যায় । প্রকৃতিকে অপমান করা হয় না ।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মতামতের সাথে আমার বিনীত দ্বিমত পোষণ করছি। শুভেচ্ছা।

১৮| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার কবিতা গুচ্ছ।
খুব ভাল লেগেছে।
শুভ কামনা জানবেন।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক। শুভেচ্ছা।

১৯| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৪

জেন রসি বলেছেন: সময়ের সাথে প্রেম বিষয়ক ভাবনারও পরিবর্তন আসে। আবার ভিন্ন অবস্থায় ভিন্ন রকম প্রেমের অনুভূতি। সবগুলোই চমৎকার হইছে। শুভকামনা। :)

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

২০| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

ঘনায়মান মেঘ বলেছেন: খুব ভালো লাগলো কবিতা।

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ঘনায়মান মেঘ। শুভেচ্ছা।

২১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:



প্লেটোনিক,
ফিজিক্যাল,
মেটাফিজিক্যাল !


প্রেমের শেষ নাই রে ভাই!
তবুও ভালোলাগা জানাই। +++

অনেকদিন পর আপনাকে পেলাম, শরীরের অবস্থা এখন কেমন ?

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শরীরের অবস্থা বেশ ভালোই। গত একমাস ধরে হাসপাতালে আছি। দোয়া করবেন।

মন্তব্যের জন্য ধন্যবাদ গ্রানমা।

শুভেচ্ছা।

২২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০৬

ঈশান আহম্মেদ বলেছেন: সত্যিই অসাধারণ লাগলো কবিতাগুলো।আপনি অনেক সুন্দর লিখেন। :)
কিভাবে লিখেন। :(

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঈশান আহম্মেদ। শুভেচ্ছা।

২৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১:১৩

মাটিরময়না বলেছেন: Utshorgo ta jotill hoise ......:
+++++

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাটির ময়না। শুভেচ্ছা।

২৪| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:২২

নাসির ভাই বলেছেন: সুন্দর কবিতা

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নাসির ভাই। এত দেরিতে রিপ্লাই দেয়ার জন্য দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.