নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার মানে

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৯

ভালোবাসা মানে তোমার জন্য মন করা আনচান
ভালোবাসা মানে তোমার আঘাতে বুক ভেঙে খানখান।
ভালোবাসা মানে বহুদিন ধরে সযতনে তুলে রাখা
নীল-আসমানী শাড়িখানি পরে একা একা বসে থাকা।
ভালোবাসা মানে মুঠোফোনটিকে খুব বেশি ভালোবাসা
ভালোবাসা মানে ভালোবেসে বেসে বেঁচে থাকবার আশা।
ভালোবাসা মানে তোমার কণ্ঠে গুনগুন গান শোনা
ভালোবাসা মানে মুঠোফোনটার মিস্‌ডকলগুলো গোনা।
ভালোবাসা মানে আমার জন্য বসে থাকা পথ চেয়ে
ভালোবাসা মানে খুব করে পাওয়া সুচারু-হৃদয় মেয়ে।
ভালোবাসা মানে ফিরে ফিরে এসে দর্পণে মুখ দেখা
ভালোবাসা মানে বিনিদ্র রাত সুদীর্ঘ চিঠি লেখা।
ভালোবাসা মানে তোমায় দেখতে ভোর কী গভীর রাতে
রুদ্ধশ্বাসে ছুটে চলে আসা উদগ্র বাসনাতে।
ভালোবাসা মানে হঠাৎ হঠাৎ প্রিয় বইগুলো পাওয়া
ভালোবাসা মানে ভালোবাসাতেই খুব বেশি ঋণী হওয়া।
ভালোবাসা মানে তোমার জন্য আকুল অস্থিরতা
ভালোবাসা মানে খুন হয়ে যাওয়া ভাবিয়া তোমার কথা।
ভালোবাসা মানে মান-অভিমান, অকারণ খুনসুটি
ভালোবাসা মানে এক হয়ে যাওয়া আমাদের মন দুটি।

২০০৬

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


মুঠোফোনটা বড় বেশী বিপ্লব এনে দিলো ভালোবাসায়? বিপ্লব সবকিছুকে হঠাৎ করে বদলে দেয়!

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা সেই সময়ের ছড়া, যখন মুঠোফোনের ক্রেজ তুঙ্গে ছিল :) সেই ক্রেজে নির্মলেন্দু গুণ দুই পর্বে মুঠোফোনের কাব্য লিখে ফেললেন। আমরা তো কোন ছার :(

ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৬

পুলহ বলেছেন: "ভালোবাসা মানে বহুদিন ধরে সযতনে তুলে রাখা
নীল-আসমানী শাড়িখানি পরে একা একা বসে থাকা।"-- এই দু'টো লাইন সব থেকে বেশি ভালো লেগেছে।
চাদগাজী ভাই এর মন্তব্যটাও ভালো লাগলো।
শুভকামনা !

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐ দু লাইন আমারও খুব প্রিয়। ধন্যবাদ আপনাকে। এবং শুভেচ্ছা।

৩| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২২

ইমরান আল হাদী বলেছেন: পুলহ ভাইয়ের উদ্ধৃতি করা লাইন দুটি আমিও মন্তব্যে দিতে চেয়ে ছিলাম, উনি দিলেন তাই দিলাম না কবিতার সবচেয়ে সুন্দর এই চরন দুটি।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ এবং শুভেচ্ছা।

৪| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৮

গেম চেঞ্জার বলেছেন: পড়তে আরাম পেলাম! :)

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ার জন্য খুব আরামদায়কই বটে। ধন্যবাদ গেম চেঞ্জার।

৫| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভালোবাসায় মুগ্ধ হলাম, সোনাবীজ ভাই!


//ভালোবাসা মানে খুন হয়ে যাওয়া ভাবিয়া তোমার কথা।//
ভাষারীতির কাব্যিক পরিবর্তন ;)

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা; কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷


আবেগকে আরো সাবলীল ও গতিশীল করার জন্য, কিংবা ছন্দ রক্ষা বা ছন্দকে অধিক জোরদার করার জন্য ক্রিয়াপদের সাধুরূপের ব্যবহার নতুন নয়। তা ছাড়া, কবিতায় সাধু ও চলিত রীতির মিশ্রণ দোষের নয়।

ধন্যবাদ মাঈনুদ্দিন ভাই।

৬| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৯

নতুন নকিব বলেছেন:



খলিল ভাই,
বিশাল মজার! এটা কবেকার ভালবাসা?

এই বয়সে?

ভাল থাকবেন।

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালোবাসার তো কোনো বয়স নেই? আমার প্রায় দ্বিগুণ বয়সের নির্মলেন্দু গুণের কথা স্মরণ করুন :)


ধন্যবাদ নকিব ভাই।

৭| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৬

হাতুড়ে লেখক বলেছেন: ভালবাসার নির্দিষ্ট কোন মানে হয় না।

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

৮| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল। শুভেচ্ছা।

৯| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫

জাহিদ অনিক বলেছেন: ভালোবাসা মানে হঠাৎ হঠাৎ প্রিয় বইগুলো পাওয়া
ভালোবাসা মানে ভালোবাসাতেই খুব বেশি ঋণী হওয়া।



২০০৬ এর লেখা । বুঝতেই পারা যাচ্ছে । এই লাইন দুটো বেশ ভাল লেগেছে ভাইয়া ।

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা।

১০| ১০ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা। কেমন আছেন?

১১| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩১

আমি ইহতিব বলেছেন: ভালোবাসা মানে বিনিদ্র রাত সুদীর্ঘ চিঠি লেখা। - চিঠির ৩টা প্যাকেট সযতনে রাখা আছে আজো। ইচ্ছে আছে বুড়ো বয়সে কোন এক অলস বিকেলে বসে পড়বার।

ভালোবাসার কবিতায় ভালোবাসা রইল।

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি একা একা পড়লে তো আমরা বঞ্চিত হব আপু? আমাদের জন্যও কিছুটা শেয়ার করুন :)


শুভেচ্ছা রইল।

১২| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮

জুন বলেছেন: ভালোবাসার যে কত মানে তা জানা হলো আপনার কবিতায় ছাই ভাই :)

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। ভালোবাসার যে আরো কত শত মানে আছে, তা যারা ভালোবাসছে তারাই ভালো বলতে পারবে :)


ধন্যবাদ দেশি আপু।

১৩| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,



এই যে ভালোবাসার এতো বয়ান দিলেন তার সারকথা এই --- :( :P

ভালোবাসা মানেই
কারুকাজময় স্তনের মিনার,
ভালোবাসা মানেই
উদগ্র বাসনা তোমার আমার ...........

১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার বলেছেন প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।

১৪| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৮:১০

খায়রুল আহসান বলেছেন: স্নিগ্ধ সুন্দর কবিতা! + +
ভালবাসার অনেকগুলো মানে জানা হলো, অনেকগুলো আগে থেকেই জানা ছিল।
ভালোবাসা মানে ভালোবাসাতেই খুব বেশি ঋণী হওয়া -- চমৎকার একটি চরণ। এর মানেটা খুব ভাল করে বুঝেছি।
@আমি ইহতিব, চিঠির ৩টা প্যাকেট সযতনে রাখা আছে আজো। ইচ্ছে আছে বুড়ো বয়সে কোন এক অলস বিকেলে বসে পড়বার-- কৌতুহল এবং আফসোস, দুটোই জাগিয়ে গেলেন। কারো কারো চিঠির প্যাকেট বহ্ন্যুৎসবে ভস্মীভূত হয়ে যায়!!!!
@আহমেদ জী এস, সেরা মন্তব্যের জন্য কোন পদক থাকলে আপনিই সেটা পেতেন (১৩ নং মন্তব্যের জন্য)।

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার বিশদ মন্তব্য খুব ভালো লাগে স্যার। ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। শুভেচ্ছা।

১৫| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২২

মেহবুবা বলেছেন: কত শত মানে!

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


এক শব্দের যত মানে
(সেলিনা শিরীন সিকদারকে)

যারা বলবার বলুক না তা, তুমি কেন বলো ও-কথা?
রামগরুড়ের জ্বর সেরে গেলে হাসবেই সে অযথা।
আমার ছিল না এত মানে জানা, তুমিই এসব শেখালে;
কাল থেকে আর ঘুমুবো না রাতে, একটু ঘুমুবো সকালে।
এসবও তোমার ঠিক জানা আছে, জানা নেই শুধু সে-কথা :
পথে পথে তুমি সোনা বুনে গেছো, আমায় দিয়েছো ঋদ্ধতা।

২৪ ফেব্রুয়ারি ২০১১

১৬| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩১

অতঃপর হৃদয় বলেছেন: খুব সুন্দর লাগল।

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।

১৭| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৯

রবি১০ বলেছেন: বিনীত ধন্যবাদ এবং শুভেচ্ছা।

http://naeemabbas1.cabanova.com/

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

১৮| ১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০০

কানিজ ফাতেমা বলেছেন: প্রযুক্তির কল্যানে এখন সেটা ফুলে-ফেঁপে একেবারে মহীরুহ .........।
সহজপাঠ্যতায় কবিতাটি অগ্রগণ্য ।

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.