|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
গোলাপ দেখি না
অথচ তার ঘ্রাণ কতদূর ভেসে যায়
বইয়ের পাতায় কয়েকটা কলি শুকিয়ে মচমচে
আজও  এক অদ্ভুত গন্ধ ছড়ায়।
এমনি একদা সব কথা হঠাৎ কবিতা হয়ে ওঠে
বাতাসে তুফান
তারপর কী যে হয় উথাল পৃথিবী
হয় কি অনুমান?
তুমি তো কবিতা বোঝো না কবিতাবুড়ি
শুধুই লিখে রাখো
কুমার যেমন শিল্প বোঝে না, অবলীলায় শিল্প বুনেও
তুমি সুন্দর যতটা কৃষ্ণ তুমি নও
বিপুল মুখরা, গোলাপগন্ধা রমণীয় যবে হও। 
১৬ জানুয়ারি ২০০৯
 ১৬ টি
    	১৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ১০ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:০০
১০ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল।
২|  ১০ ই মার্চ, ২০১৭  বিকাল ৫:৫৮
১০ ই মার্চ, ২০১৭  বিকাল ৫:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর কবিতা।
  ১০ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:০০
১০ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই।
৩|  ১০ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:২৭
১০ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৬:২৭
অবনি মণি বলেছেন: তুমি সুন্দর যতটা কৃষ্ণ তুমি নও
বিপুল মুখরা, গোলাপগন্ধা রমণীয় যবে হও।
  ১০ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:০৪
১০ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
৪|  ১০ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৩০
১০ ই মার্চ, ২০১৭  সন্ধ্যা  ৭:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল। ভালো লাগা রেখে গেলাম ভাই।
  ১১ ই মার্চ, ২০১৭  রাত ৮:১০
১১ ই মার্চ, ২০১৭  রাত ৮:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।
৫|  ১১ ই মার্চ, ২০১৭  বিকাল ৩:৫০
১১ ই মার্চ, ২০১৭  বিকাল ৩:৫০
মধ্য রাতের আগন্তক বলেছেন: সুন্দর
  ১১ ই মার্চ, ২০১৭  রাত ৮:১৩
১১ ই মার্চ, ২০১৭  রাত ৮:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আগন্তুক। শুভেচ্ছা।
৬|  ১২ ই মার্চ, ২০১৭  বিকাল ৪:৫৭
১২ ই মার্চ, ২০১৭  বিকাল ৪:৫৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: এমনি একদা সব কথা হঠাৎ কবিতা হয়ে ওঠে
  ১৩ ই মার্চ, ২০১৭  দুপুর ১২:১০
১৩ ই মার্চ, ২০১৭  দুপুর ১২:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে। শুভেচ্ছা।
৭|  ০৭ ই এপ্রিল, ২০১৭  সকাল ৯:২৮
০৭ ই এপ্রিল, ২০১৭  সকাল ৯:২৮
রেজওয়ান তানিম বলেছেন: এই লেখাটি পাঠ করেছি, দেখেছেন জেনে ভাল লাগছে। আপনার আরও ভাল লেখা পাঠ করা যেত কিন্তু প্রস্তুতি না থাকায় করা বেশ কঠিন ছিল। নিজগুনে ক্ষমা করবেন।
  ২৯ শে মে, ২০১৭  বিকাল ৪:১১
২৯ শে মে, ২০১৭  বিকাল ৪:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় তানিম ভাই। শুভেচ্ছা।
৮|  ০৭ ই এপ্রিল, ২০১৭  সকাল ৯:৪৮
০৭ ই এপ্রিল, ২০১৭  সকাল ৯:৪৮
নিশাত১২৩ বলেছেন: সোনাবীজ ধুলোবালি ছাই, 
বেশ অনেকদিন পর আপনার কবিতা পড়া হলো। মুগ্ধপাঠ ।
  ২৯ শে মে, ২০১৭  বিকাল ৪:১২
২৯ শে মে, ২০১৭  বিকাল ৪:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর। আশা করি ভালো ছিলেন এবং আছেন।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৭  বিকাল ৫:৪৯
১০ ই মার্চ, ২০১৭  বিকাল ৫:৪৯
আরণ্যক রাখাল বলেছেন: অনেক অনেক সুন্দর