|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

দয়াল বাবা দরগা ছাইড়া যাইবা যদি যাও
নিজের দাম বাড়াইতে বুঝি এত্ত ঢং দেখাও
যাইবার চাইয়া আর গেলা না
করলা খালি টাল বাহানা
বারে বারে যাও খাড়াইয়া
ভক্তরা সব পা জড়াইয়া
টাইন্যা ধইরা দেয় বসাইয়া
ভাবছো তুমি দেশ জুড়িয়া ফাটাই দিছো নাম
এবার বুঝি দরগাখানার বাইড়াছে খুব দাম
ভাব মারো সবজান্তা তুমি, লম্বা জ্ঞানের হাত
সবাই তোমার শিষ্য, সবার তুমিই ওস্তাদ
দেখাইতে চাও তেলেসমাতি
ধান্দাবাজির কেরামতি
একটুখানি টোকা দিলেই আসলটা যায় শোনা
খালি কলশ বাজে তোমার ঠনঠনাঠনঠনা
মন্ত্র তুমি পড়ো কী যে!
তুমিই কি তা বোঝো নিজে?
মাথাও নাই মুণ্ডুও নাই এমন মন্ত্র পড়ো
পয়লা কথায় যেইটা বলো
পরের লাইনে উলটা চলো
সবগুলারে মাখাই ফেলে পণ্ডিতি ভাব ধরো
মূর্খ তোমার ভক্তরা কয়-
‘এমন মন্ত্র আর কিবা হয়?
বাবার মতো আর কে আছে দয়াল মস্ত বড়ো?’
ধরাটাকে তখন তুমি সরাটা জ্ঞান করো।
মুরগি ছাগল হাঁসের ছানা
চাল-ডালও তো কম পাইলা না
একটুখানি বেজুত হলেই ভক্তরে দাও লাথি।
ভক্ত যদি লাত্থি খাইয়া
একটুখানি দেয় কামড়াইয়া
অমনি তুমি গোস্বা কইরা দাও নিভাইয়া বাতি
হায়-হুতাশে ভক্তরা সব চাপড়ে ফাটায় ছাতি।
তুমি ভীষণ ভণ্ড বাবা, ভণ্ড তোমার বাপ
মূর্খ তোমার ভক্তরা কি বুঝবে তোমার পাপ?
তোমার মতো ভণ্ড দয়াল
দেখবো বলো আর কতকাল
এই দুনিয়ায় দয়াল বাবার এতই কি অভাব?
যেই না আমার দয়াল বাবা, তারও আবার ভাব।
হদ্দবোকা ছাগলা দয়াল গণ্ডমূর্খ ওরে
ওস্তাদেরও আছেন গুরু কেউ বলে নি তোরে?
চতুর্দিকে দেখ তাকাইয়া কত দয়াল সাঁই
তাদের কারো নখের সমান এখনো হস নাই
কত দয়াল আসলো গেলো কার হয়েছে কী?
তুই ব্যাটা ভাগ জলদি, তবেই দরগাতে শান্তি।
১৯ সেপ্টেম্বর ২০১৭
 ২২ টি
    	২২ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:২৩
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমারে ব্যান কইরা বাবারা যদি কলা খাইয়া মজা পায়, ব্যান করুক  আমি আমার নিজের গাছের কলাই খামু নে
 আমি আমার নিজের গাছের কলাই খামু নে 
২|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:২৯
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:২৯
মোঃ তানজিল আলম বলেছেন: বাবাদের সাঠে বেয়াদবি!!! তাদের নিয়ে প্যারোডি !!! 
সাবধান। বাবারা এমন শাপ দেবে,এমন শাপ, যে পাগল হইয়া জংলায় জংলায় দৌড়ানোও লাগতে পারে।   
  
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৩৭
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাবারা মহামহিম, মহামহোপাধ্যায়  বাবাদের জন্য আমার পক্ষ থেকে কদমবুচি
 বাবাদের জন্য আমার পক্ষ থেকে কদমবুচি  আর ভণ্ড বাবাদের জন্য রইল একগুচ্ছ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন
 আর ভণ্ড বাবাদের জন্য রইল একগুচ্ছ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন 
৩|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৩৮
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: 
হা হা হা। আপনার গানে বাস্তব দৃশ্যপট ফুটে উঠেছে ।  
প্রথম গানটা বেশ রসাত্বক । হোয়াট হিজ ডান্স !! 
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৪৬
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেহেহেহে
এই ক্লাউনের গানে আমি মুগ্ধ অভিভুত বিবাহিত বাকরুদ্ধ শ্বাসরুদ্ধ এবং অবশেষে গর্বের সহিত মৃত 
৪|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৪০
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৪০
ভ্রমরের ডানা বলেছেন: 
সোনাবীজ ভাই রসিক মানুষ, কবিতাখানি পুরোই একটা রসের সরোবর হয়ে আছে.... না হেসে পারলাম না......  হা হা হা...
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৪৮
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
কবিতাখানি পুরোই একটা রসের সরোবর হয়ে আছে....  খাঁটি খেঁজুরের রস দিয়ে রান্না করা তো!
৫|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৪৬
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৪৬
জাহিদ অনিক বলেছেন: কত দয়াল আসলো গেলো কার ছিঁড়েছে কী?
তুমি বরং বিদায় হলেই দরগাতে শান্তি।   হা হা হা হা 
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫০
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখনো ঘুমান নাই? আমি ঘুমাইতেছি 
৬|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫৪
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫৪
জাহিদ অনিক বলেছেন: না ভাইয়া এখনো ঘুম আসে নাই। একটু আগেই বাসায় ফিরেছি। 
আমি ঘুমাইতেছি  বেশ। শুভ রাত্রি
  বেশ। শুভ রাত্রি
  ২০ শে সেপ্টেম্বর, ২০১৭  ভোর ৫:৪৯
২০ শে সেপ্টেম্বর, ২০১৭  ভোর ৫:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো এখনো ঘুমাইতেছি। ঘুমের চাইতে উপাদেয় কিছু নাই। যে ঘুমাইল না, সে যেন জীবনে কিছুই পাইল না।
৭|  ২০ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৩৯
২০ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৩৯
সুমন কর বলেছেন: হাহাহা.........চমৎকার। না হেসে, পারলাম না !!
  ২০ শে সেপ্টেম্বর, ২০১৭  ভোর ৫:৫২
২০ শে সেপ্টেম্বর, ২০১৭  ভোর ৫:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুমন ভাই, আপনার হাসিটা চমৎকার ছিল  চমৎকার হাসি উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য এক প্যাকেট অরিজিন্যাল ইউকে-তে তৈরি সেনসোডাইন টুথপেস্ট গিফট রইল
 চমৎকার হাসি উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য এক প্যাকেট অরিজিন্যাল ইউকে-তে তৈরি সেনসোডাইন টুথপেস্ট গিফট রইল 
৮|  ২০ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৩৯
২০ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: "বাবা"বিরোধী মঞ্চ থেকে আপনাকে পূর্ন সমর্থন দেয়া হলো।।
  ২০ শে সেপ্টেম্বর, ২০১৭  ভোর ৫:৫৩
২০ শে সেপ্টেম্বর, ২০১৭  ভোর ৫:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সমর্থন পাইয়া খুব আরাম বোধ করিতেছি। শক্তিও বাড়িয়া গিয়াছে 
৯|  ২১ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:৪৯
২১ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: "এ মঞ্চ কিন্তু আমার একার দ্বারাই গঠিত!!
  ২১ শে সেপ্টেম্বর, ২০১৭  ভোর ৫:৫১
২১ শে সেপ্টেম্বর, ২০১৭  ভোর ৫:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি একজন একনিষ্ঠ সমর্থক 
১০|  ২১ শে সেপ্টেম্বর, ২০১৭  ভোর ৫:৪৭
২১ শে সেপ্টেম্বর, ২০১৭  ভোর ৫:৪৭
গড়াই নদীর তীরে বলেছেন: কোবতেখানি পড়িয়া হৃদয় জুড়াইয়া গেল।
প্রেক্ষাপট কি ব্লগ না দেশমাতৃকা? যাহাই হউক মোক্ষম আঘাত হানিয়াছেন ভণ্ড বাবাদের। আমার পক্ষ হইতে আপনার জন্য রইল এক বালতি তালিয়া।
  ২১ শে সেপ্টেম্বর, ২০১৭  ভোর ৫:৫৪
২১ শে সেপ্টেম্বর, ২০১৭  ভোর ৫:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একটা বিখ্যাত বহুমাত্রিক কবিতা। এতে ধর্মতত্ত্ব থেকে শুরু করে দেশপ্রেম, রমণীপ্রেম, অর্থপ্রেম, আধ্যাত্মিকতাসহ সবই আছে। কী নেই এতে তা ব্যাপক গবেষণার বিষয় বাংলার সাহিত্যাকাশে এটা একটা অনন্যসাধারণ রচনা, যার রচয়িতা স্বয়ং আমি ছাড়া আর কেহ নহেন।
১১|  ০৭ ই এপ্রিল, ২০২১  রাত ১১:০৯
০৭ ই এপ্রিল, ২০২১  রাত ১১:০৯
মা.হাসান বলেছেন: যদিও ব্লগে এর আগেই রেজিস্ট্রেশন করেছিলাম, ব্লগ কি সে বিষয়ে ধারণা একেবারেই ছিলো না, ব্লগে নিয়মিত হতে শুরু করি অক্টোবর ২০১৮ থেকে, এই কবিতা এ কারণেই চোখে পড়ে নাই। 
এই ঘটনার সিলসিলা মনে হয় ব্লগে অনেক পুরাতন। 
সকল সাধক ও সাধিকাদের সাষ্ঠাঙ্গ প্রনাম। 
এি লেখা লেখার পর প্যারোডি লেখককে কারা কারা ব্লক করেছেন জানতে মঞ্চায় 
  ১০ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:৩৬
১০ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
হাহাহাহাহা। এত পুরোনো পোস্টে আপনার কমেন্ট পেয়ে মজা পেলাম প্রিয় মাহাসান ভাই।
যে-কোনো লেখার জন্য একটা উসকানি বা পটভূমি বা উপাদান থাকে, অন্যদের খবর জানি না, কিন্তু আমার বেকায় এটা প্রায় শতভাগ সত্য। ঐ ব্লগারের কিছু দাম্ভিক কমেন্ট ও ব্লগ ছেড়ে চলে যাওয়ার ঘোষণা থেকেই আমার এ লেখার প্রণোদনা পাই। তবে, ব্লগে এটা কোথাও উল্লেখ করি নি, তবে ই-বুকে নোট আকারে এর পটভূমি জুড়ে দেয়া হয়।
তাই, ব্লক খাওয়ার সৌভাগ্য হয় নি 
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:১৯
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:১৯
মোঃ তানজিল আলম বলেছেন: হাটা বাবা , কাটা বাবা, মাটি বাবা, তালা বাবা, লেংটা বাবা, ছালা বাবা,কলা বাবা সহ সকল বাবাদের পক্ষ হইতে আপনাকে ব্যান করা হইল ।