|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
যারা আমায় কষ্ট দিয়েছ আর ক্রূরহাস্যে 
দলে গেছ থোকা থোকা কচিফুল
প্রত্যেক পদাঙ্করেখায়, মনে রেখো, নিভৃতে 
তোমরাই লিখে গেছ অসত্য ইতিহাস
ইতিহাস মহীরুহ, সর্বভুক নদী
প্রত্যহ বীজ বুনি উষর খামারে; সারে সারে 
তোমাদেরও নাম লিখে রাখি। জেনে রাখো,
একদিন তোমরাই সাক্ষ্য দেবে- আমাকে 
খুন করেছিল কোনো এক দুরক্ষরা নারী
১৩ আগস্ট ২০০৯
 ২২ টি
    	২২ টি    	 +৭/-০
    	+৭/-০  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৭:৪৮
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৭:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর আপনাকে আমার ব্লগে নিয়মিত দেখে ভালো লাগছে। আচ্ছা, "২০০৯ সালে অপ্সরা খুন করেছিল" কথা দ্বারা আপনি কী বোঝালেন, অনুগ্রহ পূর্বক একটু বলবেন?
২|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৫২
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৫২
সুমন কর বলেছেন: ভালো লাগল। +।
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৭:৪৮
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৭:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। ভালো থাকবেন।
৩|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৫৭
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৭:৪৯
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৭:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। এই পোস্টটা বিশেষ করে আপনার জন্য  খুব ছোট্ট না? নাকি আরো ছোট্ট লাগবে?
 খুব ছোট্ট না? নাকি আরো ছোট্ট লাগবে? 
৪|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:২৫
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:২৫
কাছের-মানুষ বলেছেন: ইতিহাস মহীরুহ, সর্বভুক নদী
প্রত্যহ বীজ বুনি উষর খামারে; সারে সারে 
তোমাদেরও নাম লিখে রাখি। জেনে রাখো,
একদিন তোমরাই সাক্ষ্য দেবে- আমাকে 
খুন করেছিল কোনো এক দুরক্ষরা নারী  
 এত আগেই লিখেছিলেন ! চমৎকার !
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৭:৫১
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৭:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এগুলো ১৯৮৪/৮৬ সালে লেখা   
ধন্যবাদ। ভালো থাকবেন।
৫|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:২৯
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো, 
ইতিহাসে খারাপ ভালো সবই স্বতন্ত্র, ইতিহাস চাপা থাকেনা কখনো।
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৭:৫২
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৭:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন জাহাঙ্গীর ভাই। ধন্যবাদ।
৬|  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:২৬
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:২৬
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:৪০
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।
৭|  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:৩১
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: আমার জন্য কবিতা লিখলে অনেক বড় লিখতে হবে ।  
 
গল্প ছোট হলেই পড়তে ভাললাগে ।
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:৪১
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কন কি মোমিন, প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই! এটা তো জানতাম না। জানলে গল্পের চেয়েও লম্বা কবিতা দিতাম 
৮|  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:৩৯
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  দুপুর ২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা ভাইয়া !! 
 "দুরক্ষরা " শব্দ টা বুঝে উঠতে পারি নি ; আপনার সদয় প্রতি উত্তরের অপেক্ষায় থাকলাম । 
শুভ কামনা !
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৭
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুরক্ষরা বলতে তাদের বোঝানো হয়েছে, যারা খুব মুখরা, বা ভর্ৎসনাকারিণী, কথায় কথায় কটূক্তি করে, ইত্যাদি। 
লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ভালো থাকবেন।
৯|  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ৮:১০
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ৮:১০
জুন বলেছেন: ছোট কবিতায় অনেক ভালোলাগা রইলো ছাই ভাই ।
+
  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:৫২
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
১০|  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩৯
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩৯
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই  , 
আপনাকেও সাক্ষ্য দিতে হবে, এমন কষ্ট করে আমাদের নাম লিখে রাখার জন্যে ................
সুন্দর !
  ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:৫৭
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। আসল জায়গায় দেখি হাত দিয়া দিলেন 
১১|  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:২৭
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: 
এ তো কালের গর্বে হারিয়ে যাওয়া কবিতা দেখছি ! জেগে উঠেছে যেন হৃদয় খুঁড়ে !! 
  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ২:৫০
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ২:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইনি হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে উঠে এসেছেন 
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৪৪
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৪৪
এডওয়ার্ড মায়া বলেছেন: ২০০৯ সালে অপ্সরা খুন করেছিল 
   
  