নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

প্রেম চলে যাবার পর

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৮

প্রেমের প্রস্থান হলো যেদিন, সেদিন থেকেই কবিতার নেশা হলো জল।
আমার উৎফুল্ল দুপুর আর সুগন্ধি সন্ধ্যাবেলারা ঢাকা পড়ে গেলো
কঠিন বাস্তবতা আর সীমাহীন ব্যস্ততায় সেদিন থেকেই, যেদিন
প্রেমের যবনিকাপাত হলো।

কারো প্রতি কোনো অভিযোগ কিংবা অভিমান এখন আর যন্ত্রণা করে না মনে
কাউকে কখনো কোনো কৈফিয়ত দিতে হবে, এমন আশঙ্কা
আমার একটুও নেই আজকাল। আমার প্রিয় মুঠোফোনটা অনাদরে
দূরে পড়ে রয়, কখনো ড্রয়ারে, বিছানায়, বালিশের নীচে,
চোখের অনেক অনেক আড়ালে। অতি জরুরি
দু-একটা কল আসলেও আসতে পারে, তাতেও বড্ড উদাসীন ইদানীং আমার মন
ভালোবাসার তত্ত্বানুসন্ধানে কিছুটা সময় কাটাবো, আমার সময় হয় না তাও।

তোমারও আজকাল সময় হয় না বিগত প্রেমিকের এক-আধটু খবর নেবার।
পরম সুখকাল এখন তোমার। অভূতপূর্ব স্বাধীনতা,
দ্বিধাভয়-বন্ধনহীনতা তোমাকে অনিন্দ্য সুখ দিয়ে যায়। ঘর থেকে বেরোলেই কিংবা
ঘরে ফিরে মুঠোফোনে দু’বার মিস্‌ডকল দিতে হবে - এ প্রত্যাশা ভুলে গেছি।
‘আজ তুমি কোথাও যাবে না’ বলার একদা একটা স্নিগ্ধ অধিকার ছিল,
আজ আর একটুও সে-লোভ জাগে না। ‘সারাবেলা আজ তুমি আমাতেই
মগ্ন থেকো’- এ বলার সাধ চলে গেছে প্রেম চলে যাবার পথ ধরে ধরে।
একদণ্ড সান্নিধ্যচ্যুত হতে চাও নি কখনো। কখনো তৃষ্ণায় তেতো হতো কণ্ঠনালি,
অমনি মুঠোফোনে আমায় খুঁজতে - ‘একমিনিট কথা বলো না, বাবু’। তখনই
তোমার কণ্ঠে অমৃতবারি, মুহূর্তে দেহমনে প্রশান্তির ধারা।
বহুদূরে কেউ একজন সারাক্ষণ করতো তোমাকে নিয়ন্ত্রণ- অমর্ত্যের সুখ পেতে তুমি।
নিয়ন্ত্রণের অদৃশ্য সুতোটি ছিঁড়ে গেছে প্রেম চলে যাবার সময়টিতে।

তুমিও কত ব্যস্ত থাকো সংসারে; অবসরে মেতে ওঠো মুঠোফোনে-
পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রিয় বন্ধুদের কাছে পৌঁছে যেতে থাকে তোমার কণ্ঠস্বর।
ওদের সবাইকে তুমি যতটুকু দাও, ঠিক ততটুকুই আমাকে কম দিয়েছিলে।
প্রাণোচ্ছল আড্ডায় হাওয়ায় হাওয়ায় ভাসে তোমার বুকের ঘ্রাণ-
উন্মাতাল যুবকের মন।
আমার জন্য তুলে রাখা রমণীয় হাসি অক্লেশে অন্যকে বিলিয়ে দাও।
‘তুমি আর ওদের আড্ডায় যাবে না। তুমি আর
ওদের দিকে চেয়ে অমন করে হাসবে না। আমি বিনা
পৃথিবীতে আর কেউ তোমার বন্ধু বা প্রেমিক হতে নেই। আমি বিনা
পৃথিবীতে আর কারো সাথে মুঠোফোনে তোমার কোনো কথাই থাকতে পারে না।’ এমন
কলহে একদিন তুমুল অতিষ্ঠ করেছি তোমায়।
কী অবাক এ মন, দেখো! এখন আমার কোনো ঈর্ষা নেই
তোমার কোনো বন্ধু বা প্রেমিকের প্রতি, কোনো ক্ষোভ নেই তোমার প্রতিও-
তোমার মন অন্য যুবকের মন যদি চায়- কী ক্ষতি তাতে?
আমার জন্য একফোঁটা ভালোবাসা
আর অবশিষ্ট নেই জেনেও এখন একটুও প্রবঞ্চিত মনে হয় না নিজেকে।

কোনো কোনোদিন আমারও মনে হতো প্রেম ছাড়া জীবন চলে না। অথচ দেখো,
প্রেমের প্রস্থান হবার পর আমি তো ভালোই আছি। তোমারও স্বামী-সংসার হয়েছে,
শয্যায় রমণে করো শরীর শীতল। আমারও রমণী হয়েছে একজনা; কোনোদিনই
সঙ্গমকালে অপরাধ জাগে নি মনে, তুমি বিনা অন্য নারীকে বক্ষে ধরেছি বলে
প্রেমের প্রস্থান হবার পর আমি তো ভালোই আছি।

প্রেম এক আশ্চর্য অনুভূতি, আশ্চর্য আবেগ
এবং বড্ড ক্ষণস্থায়ী
প্রেম চলে যায়, ভালোবাসা চলে যায়, চলে যায় আবেগের ক্ষণস্থায়ী মায়া।

২০০৬

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৭

Imtiaz Arnab বলেছেন: প্রকাশভঙ্গিমা দারুন ছিল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা সব সময় একটা নির্দিষ্ট রেখায় থাকে না।
সময়ের সাথে-সাথে তা বদলে যায় ।
কবিত ভাল লেগেছে।
বেশির ভাগ প্রেম হয়তো আপনার কবিতার মতই হয়।++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালবাসা সব সময় একটা নির্দিষ্ট রেখায় থাকে না।
সময়ের সাথে-সাথে তা বদলে যায়।


সুন্দর কথা বলেছেন। আমার ভালোবাসাও এজন্য বদলে গেছে :) এ কথায় আবার কেউ মাইন্ড করে কিনা কে জানে! :)

ধন্যবাদ এত্ত বড়ো কবিতা পড়ার জন্য :)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ কাব্য!
হয়তো কবিতাটা একটানে লেখা হয়েছিল, হয়তো নয়। তবে, এরকম কবিতা সাধারণতঃ একটানেই লেখা হয়ে থাকে।
প্রেমের আগমনে জীবন নানা বর্ণে বিকশিত হয়, প্রেমের প্রস্থানে শুভ্রতা আসে, জীবন সমৃদ্ধ হয়।
কবিতায় ভাল লাগা + +

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ধারণাই ঠিক স্যার - একটানে লেখা। ভালো হোক মন্দ হোক, একটানে লিখে ফেলাই আমার অভ্যাস, তবে সময় পেলেই আমি এডিট করতে থাকি। এজন্য অনেক সময় পরিমার্জিত লেখাটি আদি লেখা থেকে অনেকখানিই বদলে যায়।

আপনার উদার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম স্যার। ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

সোহানী বলেছেন: ওরে বাপরে...........

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খাইছেন আমারে! ভয় পাইছেন নি?

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

উদাস মাঝি বলেছেন: কালকে রাতেই দেখেছি ,

সাইজ বড় বলে পড়া হয় নাই ;)
মাইন্ড খাইয়েন না আবার :-B

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ বড়ো কবিতাটা পোস্ট করেছিলাম প্রিয় কবি সেলিম আনোয়ার ভাইয়ের জন্য। তিনি বড়ো গদ্য এড়িয়ে গেলেও বড়ো কবিতায় তাঁর আগ্রহ আছে।

মাইন্ড খাওয়ার কিছু নাই ভাই। আমি কিছুদিন ধরে তেমন সময়ই পাচ্ছি না ব্লগে থাকার জন্য, আপনি তো তবু এসে ঢুঁ মেরে গেলেন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: কোনো কোনোদিন আমারও মনে হতো প্রেম ছাড়া জীবন চলে না। অথচ দেখো,
প্রেমের প্রস্থান হবার পর আমি তো ভালোই আছি।


ইহাই জীবন এর সত্য

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই। শুভেচ্ছা।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

মিরোরডডল বলেছেন:




কী অবাক এ মন, দেখো! এখন আমার কোনো ঈর্ষা নেই
আমার জন্য একফোঁটা ভালোবাসা
আর অবশিষ্ট নেই জেনেও এখন একটুও প্রবঞ্চিত মনে হয় না নিজেকে।
কোনো কোনোদিন আমারও মনে হতো প্রেম ছাড়া জীবন চলে না। অথচ দেখো,
প্রেমের প্রস্থান হবার পর আমি তো ভালোই আছি।
প্রেম এক আশ্চর্য অনুভূতি, আশ্চর্য আবেগ
এবং বড্ড ক্ষণস্থায়ী




১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ উদ্ধৃতির জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.