|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
এত গান, এত সুর নিয়ে আচানক নেমে এলে
সদর দরজায়; আমার তখন বুভুক্ষু হৃদয়; হৃদয়ভর্তি 
কলকল নদী। সুরেয় সুধায় প্রমত্ত রাত নাচে;
আমরা ভুলে যেতে থাকি ভুলের ভুবন; তখন হরষে
বিপুল চমকে সুরভিরা ফুলপরী; তখন আমরা
প্রকৃতই প্রেমে পড়ি।
তখন নিমিষে রক্তস্রোতে উথলে ওঠে সুর। 
উথলে ওঠে অতীত আঁধার, ঢেউয়ের সমুদ্দুর;
মুহূর্তে চোখের সামনে রূপবান আর তাজেলের দ্বৈরথ, 
হয়ত-বা জানো না, এমন একটি
সঘন রজনি জীবনেও আর আসবে না। 
ভালোবাসা এক অন্ধ আবেগ; আমাকে ছিনিয়ে নিয়ে যায়
দূর ভুবনের সোনালি জঠরে, যেখানে হারিয়ে ফেলেছি 
অজর কুসুমের অমূল্য সুঘ্রাণ- কাঁচবন্দি প্রাণের মতো আজো 
সে ঘ্রাণ প্রতিটা নিশীথে মুক্তির নেশায় কাঁদে আর বিদীর্ণ করে 
কাঁচের দেয়াল। 
হে আমার সুরের দেবী, আমাকে প্রেম দাও। 
হে আমার ঈশ্বরিনী, আমাকে সুর দাও। 
আমাকে সুর দাও, গান দাও। কী ভীষণ ক্ষুধা; অসহ্য 
আমার যন্ত্রণা। তোমাকে নিঃশেষে 
সবটুকু চাই, আজ এই বিশুদ্ধ সঙ্গীতে। 
কাল ভোরে কার বাহুতে তোমার ঘুম ভাঙবে, 
কে তোমার হৃদয় ছিঁড়ে রক্তাক্ত করবে, তা তুমি জানো না। 
জানি না আমিও।
হয়ত-বা আমিও জলের গভীরে মহাকাল লুকিয়ে
অন্য একটি সূর্য ফোটাবো। হয়ত-বা 
এই সুর, এই গান, উন্মাতাল ক্ষুধা ও জ্বালা 
সহসা নিভে যাবে কোনো এক নিগূঢ় ফুৎকারে!
কাল রাতে হয়ত-বা আসবে না তুমি। 
কাল রাতে গানে গানে ঘুমাবো না, জানি। 
কাল রাতে মৈথুনের সব রং ফিকে হয়ে যাবে।
কাল রাত ডুবে যাবে নিস্তব্ধ অন্ধকারে, হয়ত-বা। 
প্রেমিকারা কবিতার মতো। চলে গেলে ফিরে না তারা।
গান আর সুর; সুর আর গান- আমার হিরন্ময় প্রেমিকারা।
সুরের হৃদয় ফুঁড়ে উথলে ওঠে প্রেম; আমি ডুবে যাই। 
আমি ফিরে যাই ফেলে আসা অনন্যার কাছে,
যে আমাকে চিরকাল কাঙাল করেছে, সৃষ্টি করেছে ক্ষুধা ও তৃষ্ণা; 
অদ্যাবধি যে আমায় নিরবধি হত্যা করে, নিবিড় অলক্ষ্যে
নিপাতনে কুরে কুরে খায়।
২৭ নভেম্বর ২০১৬
 ১৪ টি
    	১৪ টি    	 +৫/-০
    	+৫/-০  ১২ ই জানুয়ারি, ২০১৮  রাত ৮:২৮
১২ ই জানুয়ারি, ২০১৮  রাত ৮:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুর ও প্রেমের কবিতা কি সব এলাকায় বিস্তৃতি লাভ করছে?  কোন কোন এলাকায় কবিতা এখনো গমন করেন নি, তাহা আমার জানা নাই 
মনোযোগ দিয়া পড়ার জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।
২|  ১২ ই জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৫
১২ ই জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৫
শায়মা বলেছেন: অনেক অনেক দিন পরে অনেক অনেক সুন্দর এক অনন্যার কবিতা পড়লাম ভাইয়া!
অনেক অনেক ভালো লাগা!!! 
  ১২ ই জানুয়ারি, ২০১৮  রাত ৮:৫৫
১২ ই জানুয়ারি, ২০১৮  রাত ৮:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অর্থেই অনেকদিন পরে  
   
   
 
ধন্যবাদ এবং ধন্যবাদ।
৩|  ১২ ই জানুয়ারি, ২০১৮  রাত ৯:০৫
১২ ই জানুয়ারি, ২০১৮  রাত ৯:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৭
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ+
৪|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  ভোর ৬:২২
১৩ ই জানুয়ারি, ২০১৮  ভোর ৬:২২
জাহিদ অনিক বলেছেন: 
চমৎকার কবিতা
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৭
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক।
৫|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৭:২০
১৩ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৭:২০
আটলান্টিক বলেছেন: 
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৮
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি ভালো আছেন।
৬|  ১৩ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৩
১৩ ই জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৩
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৮
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।
৭|  ১৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:২০
১৯ শে জানুয়ারি, ২০১৮  দুপুর ২:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা কবি।
সুর প্রেম ভালবাসা আর জীবন 
অনুভবের মালায় দারুন গাথুনি 
++++
  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৯
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী কবি।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৮
১২ ই জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৮
চাঁদগাজী বলেছেন:
কবিতার এক লাইন, "কাল রাতে মৈথুনের সব রং ফিকে হয়ে যাবে"
সুর ও প্রেমের কবিতা কি সব এলাকায় বিস্তৃতি লাভ করছে?