নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
(জানি, কখনো এ কবিতাটি তোমার হাতে পৌঁছুবে না। কিন্তু ধরো, দৈবাৎ একদিন পৌঁছুলোই,
সেদিন প্রথমবার অমনোযোগে চোখ বুলিয়ে যাবে, যেতে যেতে এক জায়গায় হঠাৎ তোমার চোখ
আটকে যাবে- হয়ত, তখন তুমি আবার ‘শুরু’ থেকে পড়তে শুরু করবে- হয়ত-বা, নিশ্চিত নই,
পড়তে পড়তে কিংবা পড়া শেষ হলে নিগূঢ় মনে ভাববে- কে লিখেছে এ কবিতাটি? আমাকে তুমি
চিনতে পারবে না, কিংবা পারবে- নিশ্চিত নই। তবে নিশ্চিত জেনো, এটি আমিই লিখেছি)
ইদানীং সারাটা সময় বড্ড আবেগাক্রান্ত থাকি
মাথা-মুণ্ডু কত কী যে করি, কবিতা লিখি,
গান, গল্প, উপন্যাস লিখি, ছবি আঁকি
স্বরচিত বইয়ের প্রচ্ছদের।
ঘণ্টা দুয়েক পর যখনই পুনর্বার পড়ি, দেখি এসবের
কিছুই হয় নি - কবিতা, গান, গল্প
কিংবা উপন্যাস -গাঁজাখুরি সবই।
তিনবেলা ভাত খাওয়ার মতো
তিনবেলা যায় না কবিতা লেখা, তাহলে
এদেশের চৌদ্দ কোটি জনগণের প্রত্যেকেই হতে পারতো কবি।
এখনো নিবিষ্ট মনে প্রতিদিন তোমার ভালোবাসার দিনলিপি পড়ি,
পড়ি আর মুগ্ধ বিস্ময়ে উপলব্ধি করি
কী এক ‘আগুন-প্রতিভা’ ঘুমিয়ে তোমার ভেতরে।
তখনও হয়ত-বা কবিতাই চেনো না তুমি, ততদিনে
অন্তত দশটি বছর ধরে
সাহিত্যে আমার নীরব পদচারণা, আরো দেখেছি হিসেব করে
পৃথিবীতে তোমার আগমন আমার থেকে
ঠিক-ঠিক দশটি বছর পরে।
তুমি যদি হও ‘পঁচিশ’ বছরের ‘খুকি’
আমি তবে ‘পঁয়ত্রিশ’ বছরের ‘বুড়ো’,
অথচ কবিতায় তুমি এক পরিণত মূর্ত মহিয়সী,
আর আমার আজ, কাল অথবা পরশু জন্ম হলো।
আজকাল সন্ধ্যা হলেই বড্ড আবেগাক্রান্ত হয়ে উঠি :
সহসাই তোমার ফোন আসবে, কিংবা মুঠোফোনে সংকেত-
ই-মেইলে এইমাত্র পাঠিয়ে দিয়েছো
একগুচ্ছ সতেজ কবিতা। তোমার কবিতার ঘ্রাণে
আবিষ্ট হবার আগে আমি বহুক্ষণ আমাতে
বুঁদ হয়ে পড়ে থাকি, অকস্মাৎ
সম্বিৎ ফিরে পেলে দ্রুত মুঠোফোন খুলে দেখি
বিরান খাঁ-খাঁ মরুভূমি।
তবুও আশায় থাকি
আশায় থেকে-থেকে
থেকে-থেকে
থেকে-থেকে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে
অধীর নিশ্বাসে ই-মেইল খুলতেই
বিশাল পর্দা জুড়ে ভেসে ওঠে ধবধবে ‘শূন্যতা’।
তিনবেলা ভাত খাওয়ার মতো সত্যি তিনবেলা
যায় না কবিতা লেখা; কিন্তু
আমি জানি তিনবেলারও অধিক- সারাবেলা
কলমে কর্ষণ করো তুমি, তোমার
অনলবর্ষী কবিতা অহর্নিশি আমার অন্তরে আগুন জ্বালে,
তোমার কবিতার ফল্গুনদী আমার হৃদয়ে এখনো দিব্যি প্রবহমান।
কতদিন তোমার কবিতা পড়ি না, গল্প পড়ি না,
উপন্যাস, কিচ্ছুটকুন পড়তে পাই না-
আমার অন্তর্দহনের জ্বালা কী করে বুঝবে তুমি?
আমার কী দোষ ছিল, কবি? একবারও বলো নি
কী আমার অপরাধ ছিল।
আমাকে যন্ত্রণায় বিদ্ধ করে অপার্থিব সুখ তুমি পাও। বক্র
ওষ্ঠে সতত ধরে রাখো অতি ক্ষীণ ক্রূর হাসিরেখা-
আমার দুঃখগুলো কবে উবে যেতো, যদি বলতে
আমাকে কষ্ট দিয়ে তুমিও সুখে নেই, তুমিও
নিদারুণ কষ্টে বেঁচে আছো।
আজও তুমি কিছুই বললে না।
• ২০০৪
-----
'অন্বেষা', একুশে বইমেলা ২০০৫
-----
এমনিতেই কবিতা হয় না, এর উপর স্কুল জীবনে লেখা- এসব হাবিজাবি নিয়ে 'অন্বেষা'।
কবিতা কত কাঁচা ও দুর্বল হতে পারে, তা দেখতে চাইলে ডাউনলোড করতে পারেন।
এগুলো দেখে কেউ কেঁদে ফেললে তার দায়ভার একমাত্র আমারই। নিজের দোষ অন্যের
উপর চাপাইতে লজ্জা করে
অন্বেষা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
উৎসর্গঃ সেই অকুতোভয়, সংশপ্তক পাঠক, যাঁরা এটা পড়লেন বা পড়লেন না, 'অন্বেষা' ডাউনলোড করলেন বা করলেন না, কিন্তু 'উৎসর্গ'র উপর চোখ বুলিয়ে গেলেন
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কবিতা যে আপনাদের চোখে পড়ছে এবং অতীতেও পড়েছিল, তা জেনে আপ্লুত হচ্ছি। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
২| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার লেখার আলাদা একটা আকর্ষণ আছে। পুরোটা পড়ে মুগ্ধ হলাম! এত সহজ-সরল ভাবনাগুলো কবিতার মাধ্যমে সুচারুভাবে ফুটিয়ে তুলেছেন যে ভাল না লেগেই পারে না।
প্লাস।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার লেখার আলাদা একটা আকর্ষণ আছে। এহহেরে ভাই, খুব গলে গেলাম। একদা এক মেয়ে খুব আবেশ জড়ানো স্বরে ঘাড় কাত করে বলেছিল, 'আপনাকে আমার কী যে ভালো লাগে!' এ কথা শুনে আমি লাফ দিয়ে উঠেছিলাম। লাফের চোটে মাঝপথেই স্বপ্নটা ভেঙে যায়। ভাবছি, এটাও স্বপ্ন কিনা।
অনেক ধন্যবাদ সম্রাট, দ্য এমপেরর।
৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৯
সোহানী বলেছেন: কঠিন ভালোবাসার কবিতা, কঠিন আবেগীয় কবিতা.......... অনেক ভালোলাগা।
ডাউনলোড এ মূহুর্তে করতে পারছি না কারন অফিসে। বাসায় যেয়ে আয়েস করে পড়বো...........
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাঝে মাঝে আপনার কিছু কমেন্টে ঘোর লেগে যায়। এটাও একটা স্বপ্নের মতোই, যদি কিছু পরে ঘুম ভেঙে যায় !
ধন্যবাদ আপু, একনিষ্ঠ পাঠ ও উৎসাহব্যঞ্জক কমেন্টের জন্য।
৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৯
সেলিম আনোয়ার বলেছেন: মোটামুটি হয়েছে আর কি।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ+
৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনকে দিন পর এলেন ভায়া !
সেই প্রথম আবেগের কোন তুলনা হয়নাই। যা অনুভব তাই সত্যি! নিরেট! কাঁচা! নির্ভেজাল
+++
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম আবেগের কোনো তুলনা হয় না, এবং তা ভোলাও যায় না।
ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।
৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মনোরম মন্তব্যের জন্য
৭| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১০
প্রামানিক বলেছেন: মন্দ নয়
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
৮| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৫
সোহানী বলেছেন: হাহাহাহাহা..... আপনার প্রতি উত্তরে আমারই ঘোর লেগে গেল।
সত্যিই কঠিন দৈাড়ের উপর আছি। কাজ করছি একটু ঢু মারি ব্লগে, আবার ফোনে ক্লাইন্ট ডিল করি সাথে আবার উকিঁ দেই.........হাহাহাহাহাহা। মে পর্যন্ত মারাত্বক বিজি অফিসে দেন বিজি হবো নেক্সট পড়াশুনায়.......... বহুত ঝামেলার লাইফ!
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তো দেখি বিরাট ব্যস্ত!!! এর মধ্যেও যে ঢুঁ মারলেন আমার ব্লগে, সত্যিই আনন্দিত।
ভালো থাকবেন।
৯| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:২১
জাহিদ অনিক বলেছেন: বাহ! দারুন ভাইয়া।
উৎসর্গটাও দারুন।
কেমন আছেন?
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উৎসর্গটাও দারুণ! পুলকিত হলাম
ধন্যবাদ জাহিদ অনিক।
১০| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ২:৩৩
ফারজুল আরেফিন বলেছেন: ডাউনলোড দিলাম ভাইয়া, অনেক বছর আপনার কবিতা পড়া হয় না।
আশাকরি ভালো আছেন.....।
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক বছর পর ব্লগে দেখছি। ভালো লাগছে। আমি ব্লগে আছি না থাকার মতোই।
আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো।
ভালো থাকবেন। শুভেচ্ছা।
১১| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একটি কবিতা পড়লাম। ল্যাপটপে বসলে ডাউনলোডের ইচ্ছা আছে----
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গিয়াস ভাই।
১২| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৯
নীলপরি বলেছেন: আবেগের কবিতা ভালো লাগলো ।
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নীলপরী।
১৩| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫
অনাহূত বলেছেন: ত্রস্ত হৃদয় কি কবিতার প্রতিই এতো অাবেগাক্রান্ত হয়ে ছিলো নাকি কবির প্রতি? দারুন অাবেগ। নিয়ে রাখলাম অন্বেষা।
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হায় আল্লাহ, আপনি কোথা থেকে হঠাৎ??? প্লিজ্যান্ট মিটিং।
কবিতার প্রতি আবেগ থাকলে তা নিয়ে আর কবিতা লেখা হতো না
ধন্যবাদ অনাহূত।
১৪| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আবেগ না থাকলে কবিতা ভালো লাগেনা। চমৎকার হয়েছে।
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অনন্য দায়িত্বশীল।
১৫| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬
অনাহূত বলেছেন: অামি তো ভাবলাম ভুলে গেছেন, তাই কবিতা পড়ে মন্তব্য দিয়ে চলে গেলাম। হা হা হা। ভালো অাছেন নিশ্চয়, প্রিয় কবি, প্রিয় খলিল ভাই।
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কীভাবে ভুলবো? যাদের সাথে আমার ইন্টার্যাকশন হতো, তাদের কাউকে ভুলি নি, যদিও পুরোনোদের অনেকেই এখন আর ব্লগে আসেন না।
যাই হোক, আশা করি এখন থেকে ব্লগে থাকবেন।
শুভেচ্ছা রইল।
১৬| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অন্বেষা ডাউনলোড করলাম। আস্তে আস্তে সব পড়বো।
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইল।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা চোখে পড়লো। অবশ্য কয়েকদিন আগে কয়েকটি পড়েছিলাম।
ডাউনলোড করলাম।