|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি মেদিনীর পথে,
বঙ্গোপসমুদ্র থেকে নিশীথের অন্ধকারে গভীর সাগরে
অনেক ঘুরেছি আমি; কেওক্রাডাং পাহাড়ের রহস্য জগতে
বহুকাল নিমগ্ন ছিলাম; আরো দূর অন্ধকারে পাবনা নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারি দিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল টালিগাঁ'র সুচিত্রা সেন।
চুল তার কবেকার গাঁজাখোর মাতালের নিশা,
মুখ তার দ্য ভিঞ্চি'র কারুকার্য; অতি দূর সমুদ্রের পর
বৈঠা ভেঙে যে মাঝিটি হারায়েছে দিশা
হরিৎ শর্ষের ক্ষেত যখন সে চোখে দেখে সেন্ট মার্ট দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘কতদিন পরে এলেন! আগে নাস্তা করেন।’
পাখির নীড়ের মতো চোখ তোলে টালিগাঁ'র সুচিত্রা সেন।
সমস্ত দিনের শেষে দানবের চিৎকারের মতন
বিকট শব্দে ট্রাক আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে বক;
শহরের সব বাতি নিভে গেলে জেনারেটর করে আয়োজন
তখন গল্পের তরে জলরঙে ছবি আঁকে রুপসিনী কবি শায়মা হক;
সব স্বামী ঘরে আসে - সব স্ত্রী - ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে দুটো বেত-চেয়ার, পাশাপাশি বসিবার সুচিত্রা সেন।
**
'সুচিত্রা সেন', একুশে বইমেলা ২০১৯
উল্লেখ্য, আপনি যতবারই ডাউনলোড করুন না কেন, এই লিঙ্কে 'সুচিত্রা সেন' কবিতাটি পাবেন না।
**
আজকাল নকল-ফকলের যে হিড়িক পড়ছে, কে আবার এসে খাড়াইয়া যায়- এইটা তো আমার কোবতে, আপনে চুরি করছেন। কে চোর, কে মালিক, এটা প্রমাণ করাই তখন দায় হবে। এজন্য এই ডিসক্লেইমার। এটা আমার অরিজিন্যাল পোয়েম। নিজ আঙ্গুলে লেখা। জীবনানন্দ দাশ বা জাহিবুল দাশ, কারো কবিতা থেকেই আমি এই কবিতা নকল করি নাই। বরঞ্চ, আমি খুবই শঙ্কিত যে আমার এ যুগান্তকারী সৃষ্টি যুগ যুগ ধরে নকলবাজ কবিরা চুরি করে স্বনামে বেনামে বইয়ে ছাপিয়ে থাকতে পারেন। তাঁদের প্রতি আমি তেব্র নিন্দা জ্ঞাপন করিতেছি। উল্লেখ্য, এটা আমার ২০১৯ সালে প্রকাশিত বিখ্যাত কাব্যগ্রন্থ 'সুচিত্রা সেন' বইয়ের অন্তর্গত।
  
   
***
উৎসর্গঃ বনলতা খান
 ৩০ টি
    	৩০ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২৯
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা। টাসকি খাওয়া কি থামছে?
২|  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪০
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেড়ে লিখেছেন ভাই! চুল তার কবেকার......  
 
বাই দ্য ওয়ে, নিচের ছবিটা কোন কোম্পানীর টুথপেস্টের বিজ্ঞাপন?   বিজ্ঞাপনটা খুব একটা ফোটেনি।
 বিজ্ঞাপনটা খুব একটা ফোটেনি।  
   আরেকটু ঝিকমিক করার দরকার ছিল।
  আরেকটু ঝিকমিক করার দরকার ছিল।  
  
  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৫৮
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, ওটা ম্যাজিক টুথ পাউডারের বিজ্ঞাপন। কবিতায় 'অন্ধকার' শব্দটার সার্থক প্রয়োগ দেখানোর জন্য বিজ্ঞাপনটা কিঞ্চিৎ অন্ধকারময় রাখা হইয়াচে।
ধন্যবাদ। আবার আসবেন। যাবার কালে এক কৌটা ম্যাজিক টুথ পাউডার কিনে নিয়ে যাবেন।
৩|  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪১
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৪১
শায়মা বলেছেন: আমার থেমেছে কিন্তু যারাই ঢুকিবে এই পোস্টে তাহারাই খাইবেক !!!!!!!   
  
তবে আমি আরও খাওয়ানোর ব্যাবস্থা করি পোস্ট শেয়ার দিয়ে  হা হা হা হা
  ২৪ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:৪২
২৪ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
   
  
হ্যাঁ দেখলাম, সুব্যবস্থা করিয়াছেন 
৪|  ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৫০
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:৫০
শায়মা বলেছেন: সম্রাট ভাইয়াজী 
একখানা রঙ্গীন ঝিকিমিকি আমি উপহার দিতে পারি লিপিত্তিকের বিজ্ঞাপন হিসাবে .... দেবো???
  ২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৫১
২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেই বিজ্ঞাপন দেখার অপেক্ষায় সমগ্র জাতি
৫|  ২৪ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০০
২৪ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:০০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: নো নো আপু। লিপিত্তিক তো অলরেডি নিজ স্থানে স্বমহিমায় সগৌরবে নিজের উপস্থিতি ঘোষণা করিতেছে। বরং স্নো বা ক্রীমের বিজ্ঞাপন যুতমত হইবেক।  
  ২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৫০
২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আ হা হা রে
৬|  ২৪ শে মার্চ, ২০১৮  দুপুর ১:০২
২৪ শে মার্চ, ২০১৮  দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: তার অভিনয় আমাকে বারবার মুগ্ধ করে।
  ২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৫০
২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তথ্যটা জেনে আপ্লুত হলাম রাজীব নুর ভাই।
৭|  ২৪ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:৪২
২৪ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:৪২
আমার বিদ্রোহ বলেছেন: তাঁর মধ্যে আমি দেখি দীপাবলিকে । তাই বার বার আমায় তাঁর ছবি দেখতে হয়।
  ২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪৯
২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই কবিতাটি দীপাবলিকে উৎসর্গ করুন।
৮|  ২৪ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:৪৫
২৪ শে মার্চ, ২০১৮  বিকাল ৫:৪৫
জাহিদ অনিক বলেছেন: 
হা হা হা, কতদিন পরে এলেন, আগে নাস্তা করেন ! 
আমাদের  সুচিত্রা সেনও কোনদিকে কম নয়।
  ২৪ শে মার্চ, ২০১৮  রাত ১০:২৪
২৪ শে মার্চ, ২০১৮  রাত ১০:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহা, কতদিন পর এলেন, আপনিও নাস্তা খান। আমাদের আরেকজন অতিথি আসবেন, সুচরিতা খান।
৯|  ২৪ শে মার্চ, ২০১৮  রাত ১০:২৫
২৪ শে মার্চ, ২০১৮  রাত ১০:২৫
জাহিদ অনিক বলেছেন: 
ডিনার করব না !! এখন এত রাত ! 
কেমন আছেন ভাইয়া ?
  ২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪৮
২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি। তো ঠিক আছে, এখন তো হক্কাল হইয়া গেছে, আসেন নাস্তা করি 
১০|  ২৪ শে মার্চ, ২০১৮  রাত ১০:৪৩
২৪ শে মার্চ, ২০১৮  রাত ১০:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: নীচের ছবিটা কার?
এতো দেখি রূপের আধার।
এমন হাসি হাসে নাই কেহ কোন কালে
এ যে রূপে অপরূপা,
যে আনন্দময়ীর প্রতিচ্ছবি
এখন বহিবে প্রেমের নদী
তাহার তরে
হৃদপিন্ড মোর কাঁপিছে যেন
কাল বোশেখী ঝড়ে।
রূপের মেয়ে প্রাণের কাছে আয়
জীবনটা তো ভরিয়ে দেবো অপার ভালোবাসায় ।  
 
  ২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪৭
২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ+
১১|  ২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৭:৪১
২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৭:৪১
সোহানী বলেছেন: হাঁ পুরানকাল আর আধুনিক কালের সুচন্দাকে দেখে মুগ্ধ। বাসার একজন রাতদিন সুচন্দা উত্তম দেখতে দেখতে চোখ অন্ধ করে ফেলছে, এখন আপনি ও দেখি একই পথের পথিক!!!!!!!!!!
তবে জীবনান্দ দাস যদি এ কবিতা দেখে তাহলে সোজা হার্টফেল করবে।
  ২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪৭
২৫ শে মার্চ, ২০১৮  সকাল ৮:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তো নিয়মিতই আসেন আমার ব্লগে। তো আসুন, এই সক্কালবেলা নাস্তা করি এক লগে।
সুচন্দা আপুকে দেখে যদি কেউ চোখ অন্ধ না করে ফেলে, তাহলে বুঝতে হবে তিনি অন্ধ 
জীবনানন্দের কথা আর বলিয়েন না, তিনি নাকি আমার এ কবিতাটির একটা প্যারোডি বানাইছেন। কন দেখি কী করি।
১২|  ২৫ শে মার্চ, ২০১৮  সকাল ১০:১১
২৫ শে মার্চ, ২০১৮  সকাল ১০:১১
সোহানী বলেছেন: আপনার সকাল আর আমার এখানে রাত বারোটা.......... নাস্তা করার কোন উপায় নেই। মাত্রই ডিনার করলাম কারন আজ শনিবার তাই শান্তিতে আছি।
হাঁ, আমি নিয়মিত। চেস্টা করি আমার পছন্দের ব্লগগুলো যেন মিস না হয়!!!!!!!!!!!!
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১৭
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হঠাৎ এতদিন পর এই কথা কেন বলছেন কিছু মাথায় আসছে না। আমি কি আগের কমেন্টে কোনো প্রশ্ন রেখেছিলাম? যাই, উপরে গিয়ে দেখে আসি
১৩|  ২৫ শে মার্চ, ২০১৮  সকাল ১০:২৮
২৫ শে মার্চ, ২০১৮  সকাল ১০:২৮
শায়মা বলেছেন: 
হায় হায় সুচন্দা সুচরিতা ববিতা !!!!!!!!!!!!
এই যে আমি একখানা তাহাদের কম্বাইন্ড চিত্র আঁকিয়াছি....  
  
 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১৯
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও রে আল্লাহ রে আল্লাহ। এটা যে কম্বাইন্ড তা বোঝার জন্য আমাকে কোর্স করতে হবে, তারপর গবেষণা করে দেখতে হবে কথা কতটা সঠিক
১৪|  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৫৬
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৫৬
শায়মা বলেছেন: গবেষণা করো ভাইয়া!!!! 
  ০৭ ই মার্চ, ২০১৯  রাত ১১:২৯
০৭ ই মার্চ, ২০১৯  রাত ১১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওকে। এতদিন পর এ আমি কোথায় এলাম?
১৫|  ০৮ ই অক্টোবর, ২০২৪  দুপুর ১২:১২
০৮ ই অক্টোবর, ২০২৪  দুপুর ১২:১২
জুল ভার্ন বলেছেন: সোনা ভাই, সত্যি বলছি- চমৎকার লিখেছেন! অসাধারণ!!!
  ০৮ ই অক্টোবর, ২০২৪  দুপুর ১২:১৮
০৮ ই অক্টোবর, ২০২৪  দুপুর ১২:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিংকে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। অনুপ্রাণিত হয়েছি।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২৫
২৪ শে মার্চ, ২০১৮  সকাল ১১:২৫
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!
 
   
   
  
 
  
তোমার কবিতার প্রথমেই ছবিতাটা দেখে ভাবছিলাম ১০ দিনের স্প্রিং ব্রেকে সুচিত্রা সেনের টলটলে চোখের ছবিখানি এঁকে ফেলবো আমি!!!!
তুমি আমার মনের কথা কিভাবে আগেই বুঝলে!!!!!!!!!
আর শেষে এসে সুচিত্রা সেনের ভূতের বনলতা খানের ছবি দেখে মরেই গেলাম টাসকি খেয়ে !!!!!
হা হা হা হা হা হা হা ......