নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমার শৈশবের দুঃখগুলো প্রতিভোরে, সন্ধ্যায়
পেলব মাতৃস্নেহের মতো স্পর্শের সুগন্ধি ছড়ায়। অনেক দূরের শৈশব
আগামীর পায়ে পায়ে অন্তরঙ্গ ছায়ার মতো নীরবে হেঁটে চলে
সুমধুর সময়ের ছন্দে।
আমার দুঃখিনী মা আজও
ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে আছেন কুটিরের কোনা ধরে
কোটরাগত চোখে। বাবার মাথায় দুঃখের ঝাঁপি,
চোখে তাঁর ভবিষ্যতের উজ্জ্বল ফুল।
শৈশবের দুঃখকে ভোলা যায় না। শৈশবের দুঃখের উপর দাঁড়িয়ে
শণের চালঘরে অবিরাম গড়ে ওঠে অনাবিল সভ্যতা।
আমার দুঃখেরা অমর সঙ্গীতে দুলে ওঠে শৈশবের আড়িয়াল বিলে,
তার নরম জলবিছানায় নিবিড় ঘুমিয়ে পড়ে
বিনম্র ঢেউগুচ্ছের অকাতর মূর্ছনায়।
এসব শৈশবসঙ্গী দুঃখের উপর নিয়ত ভেসে থাকি- কপোলে, গ্রীবায়,
শার্টের কলারে সূক্ষ্ম লিপস্টিকে স্ত্রীর প্রেমচিহ্ন গাঢ়তর
সুখের মতো বেদনা জাগায়
বিষম দূরভূঁইয়ে। সন্তানদের দেখি- একটা ‘আমি’ থেকে
তিনটা ক্লোনের মতো তিনটা দেহাংশ কী অদ্ভুত আনন্দে আন্দোলিত হয়
আলাদা আলাদা সত্তায়। আমার শৈশবের দুঃখগুলো
রক্তে রক্তে ভেসে ভেসে ভাগ হয়ে যায়। আমার শৈশবের দুঃখগুলো
রক্তে রক্তে সোনাবীজ বোনে।
শৈশবের দুঃখ শেষ হতে নেই। শৈশবের দুঃখ সলতের মতো
জীবন জ্বেলে রাখে। শৈশবের দুঃখকে ভুলতে নেই; যেদিন ভুলে যাবে,
জেনে রাখো, ঝিমুতে থাকবে, কুপির শেষ আলোর মতো এরপর দপ করে নিভে যাবে।
শৈশবের দুঃখকে ভুলতে পারবে না; শৈশবের দুঃখ জীবনামৃত,
এক হিরন্ময় সুখ।
আমার শৈশবের দুঃখগুলো, হে আমার অলঙ্ঘ্য সঙ্গীরা,
তোমাদের স্বর্ণচরণে চির অবনত শির
তোমরা আমাকে দুঃখ দাও নি কখনো
আমাকে অজর অর্ঘ্য দিয়েছো অক্ষয় আগামীর।
২৯ নভেম্বর ২০১০
ঋণ : কবি ব্লগার স্বদেশ হাসনাইন
**
'অসম্পর্কের ঋণ', একুশে বইমেলা ২০১৫
ডাউনলোড লিংকঃ অসম্পর্কের ঋণ
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল।
২| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আমার মনে হয় শৈশবের দুঃখের চেয়ে আনন্দটাই বেশি। কারণ, মানুষের জীবনে সবচেয়ে মধুর সময় শৈশব। তবে দুর্ভাগ্য যাদের শৈশব কেড়ে নিয়েছে তারা শৈশবের আনন্দটা বুঝবে না।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শৈশবের দুঃখ শেষ হতে নেই। শৈশবের দুঃখ সলতের মতো
জীবন জ্বেলে রাখে। শৈশবের দুঃখকে ভুলতে নেই; যেদিন ভুলে যাবে,
জেনে রাখো, ঝিমুতে থাকবে, কুপির শেষ আলোর মতো এরপর দপ করে নিভে যাবে।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: ৈশব তো শুধু দুঃখময় হয় না, আনন্দও থাকে।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার শৈশবের দুঃখগুলো প্রতিভোরে, সন্ধ্যায়
পেলব মাতৃস্নেহের মতো স্পর্শের সুগন্ধি ছড়ায়।
শৈশবের দুঃখ জীবনামৃত, এক হিরন্ময় সুখ।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কবিতা।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কাওসার চৌধুরী। শুভেচ্ছা।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৩
নতুন নকিব বলেছেন:
যেন একমুঠো শৈশব এসে আলতো করে ছুঁয়ে গেল কবিতাপাঠে!
অনেক ভাল থাকার প্রার্থনা।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেন একমুঠো শৈশব এসে আলতো করে ছুঁয়ে গেল কবিতাপাঠে!- দারুণ একটা কথা বললেন তো!! মন্তব্যে মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ নতুন নকিব।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার শৈশবের দুঃখগুলো প্রতিভোরে, সন্ধ্যায়
পেলব মাতৃস্নেহের মতো স্পর্শের সুগন্ধি ছড়ায়।
শৈশবের দুঃখ জীবনামৃত, এক হিরন্ময় সুখ।
খুব সুন্দর মন্তব্যের উত্তর দিয়েছেন।
২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রিক্ত আমি ভক্ত আমি
দেবার কিছু নাই
ব্লগভরা কাব্য আছে
দিয়ে দিলাম সবি
ধন্যবাদ আবারও।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা হয়তো চমৎকার কারন
অনেকেই তা বলেছে। কিন্ত আমার
কাছে কেমন কঠিন লেগেছে।
ভাবার্থ কিছুটা বুঝলেও
কবিতার মতো ভাবতে
পারছিনা। একেই হয়তো
বলে গদ্য কবিতা !!
ভালো থাকবেন।
শুভেচছা রইলো।
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু ভাই। এটা গদ্য কবিতাই। তবে, আমার কাছে গদ্য কবিতা আর পদ্য কবিতা বলে কিছু নাই, সবই কবিতা
শুভেচ্ছা।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৭
জুন বলেছেন: আপনার কবিতা পড়ে মুগ্ধ হোলাম সাথে স্বদেশ হাসনাইনের নাম দেখে তার লেখাগুলোর কথা মনে পরলো ছাই ভাই ।
আপনার কবিতায় আমি আমার গ্রামের মাটির গন্ধ পাই, পাই আঁশ ছাড়ানো পাটের গন্ধ। উঠোনে বোনা গাছ থেকে ঝড়ে পরা পাকা কদবেলের স্বাদ। নু যাই জয়পাড়া হাটে একদিন ।
+
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেশি আপু, অনেকদিন পর আপনাকে ব্লগে দেখছি। অনেক ভালো লাগছে।
আপনার কবিতায় আমি আমার গ্রামের মাটির গন্ধ পাই, পাই আঁশ ছাড়ানো পাটের গন্ধ। উঠোনে বোনা গাছ থেকে ঝড়ে পরা পাকা কদবেলের স্বাদ। নু যাই জয়পাড়া হাটে একদিন । খুব ভালো লাগলো এই কথাটা আপু।
অনেক ভালো থাকবেন আপু। শুভেচ্ছা।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০
সনেট কবি বলেছেন: হায় আমার কপাল! অবশেষে প্রিয় কবি গেদা বাচ্চাতে পরিণত হলো। অবশ্য কবির কবিতা বেশ পরিণত!
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। ঘুমাইয়া আছে গেদারা সব বুইড়াদেরই অন্তরে।
ধন্যবাদ ফরিদ ভাই। শুভেচ্ছা রইল।
১০| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪০
সৈয়দ তাজুল বলেছেন:
শৈশবের স্মৃতিগুলো অতি মধুময়
যদিও সেথায় ছড়িয়ে আছে
কষ্টের সাথে মিষ্টি সময়।
কবিতা ভাল হয়েছে।
প্লাস+++
২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সৈয়দ তাজুল, যতদূর মনে পড়ে, আমার আরেকটা পোস্টেও আপনি এরূপ কবিতার মতো করেই কমেন্ট করেছিলেন। আজও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।
১১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: একটা কবিতায় শৈশবকে তুলে আনা খুব কঠিন ব্যাপার।
আপনি সহজেই সেটা করতে পেরেছেন। ধন্যবাদ।
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ছড়াকার। শুভেচ্ছা।
১২| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
শৈশবের দুঃখগুলিই একসময় জীবনবৃক্ষের ডালে ডালে পেলব মাতৃস্নেহের স্মৃতির কুঁড়ি ধরায় । সে কুঁড়ি থেকে ফুল হয় , ফুল থেকে ফল । সুকোমল দুঃখের পরাগায়নে লালিত সে ফলে কঠোর সোনাবীজ ফলে । আগামীর দেয়ালে সে কঠোরতা এক অক্ষয় পলেস্তারা লাগিয়ে যায় ।
কবিতার ভাবে এমনটাই মনে হলো আমার কাছে । জীবনের সাতকাহন যেন !
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগার স্বদেশ হাসনাইনকে মনে পড়ে আপনার কমেন্ট পড়লে। মূল পোস্টের চেয়ে অনেক সময়ে কমেন্ট আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে। এ এক আশ্চর্য ব্যাপারই বটে।
আমি কী মনে করে এটা লিখেছি তা তো আমিই জানি, কিন্তু পাঠক হিসাবে আপনার আহরিত ভাবই মূল ভাব। একেক পাঠকের কাছে এ ভাব একেক রকম হতে পারে। লেখক হিসাবে এই বহু-অর্থময়তা যে-কেউ উপভোগ করবেন, আমিও উপভোগ করছি।
অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই অসাধারণ কমেন্টের জন্য। শুভেচ্ছা।
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
জুন বলেছেন: প্রিয় দেশী ভাই আপনি যে আমার অনুপস্থিতি এতখানি অনুভব করেছেন জেনে আমি অভিভূত। সব সময় মনে থাকবে আপনার কথা, আপনার স্নেহময় দেশী আপু ডাক সে যদি আমি কখনো হারিয়ে যাই একেবারে।
অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশায়।
শুভেচ্ছা রাত্রির।
০১ লা মে, ২০১৮ রাত ৮:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুপ্রিয় দেশি আপু, যাঁদের অনুপস্থিতিতে ব্লগকে বিষণ্ণ ও পানসে মনে হয়, আপনি তাঁদের একজন। প্রায় প্রত্যেকের ব্লগে আপনার পদচারণা এবং আপনার ব্লগে অসংখ্য ব্লগারের উপস্থিতি ব্লগের একটা বিরাট সৌন্দর্য। আপনি ফিরে এসেছেন, ব্লগ ঝলমল করে হাসছে।
অনেক ভালো থাকুন আমার দেশি আপু।
১৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ শৈশবস্মৃতির উম্মুচন, হৃদয় ছোঁয়া কথামালায় সাজানো প্রতিটি লাইন মনে করিয়ে বন্ধুত্বের অমরত্ব।
অনেক অনেক ভালো লাগা রইল শ্রদ্ধেয় কবিবর।
শুভকামনা আপনার জন্য সবসময়
০১ লা মে, ২০১৮ রাত ৮:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার বিনয়ী মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ প্রিয় নাঈম ভাই। ভালো থাকবেন।
১৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০
শায়মা বলেছেন: শৈশবের সব দুঃখই আসলে আনন্দ হয়ে যায়.....
অনেক ভালো লাগা ভাইয়া।
জুন আপু ঠিকই বলেছে তোমার কবিতায় সকল বর্ণনার স্বাদ গন্ধ পাওয়া যায়।
০১ লা মে, ২০১৮ রাত ৮:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শৈশবের সব দুঃখই আসলে আনন্দ হয়ে যায়..... অনেক সুন্দর একটা কথা বলেছেন। এজন্যই শৈশবের দুঃখকে ভোলা যায় না।
জুন আপু আমার দেশি আপু। আমাকে খুব ভালোবাসেন বলেই তাঁর কমেন্ট এত মায়াভরা।
ধন্যবাদ জুন আপু এবং শায়মা আপুকে
১৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৫
মনিরা সুলতানা বলেছেন: আহা শৈশব !!!
সব সময় ই নস্টালিজক এই শব্দটা !!
ভালোলাগা ভাইয়া।
০১ লা মে, ২০১৮ রাত ৮:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সোনার খাঁচায় দিনগুলি মোর
রইল না রইল না
সেই যে আমার নানান রঙের দিনগুলো।
অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা রইল।
১৭| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৫৫
শিখা রহমান বলেছেন: কবিতাটা বিষণ্ণ কোমল, মোমবাতির আলোর মতো অথবা হারিয়ে যাওয়া শৈশবের মতো। মন কেমন করা কবিতায় মুগ্ধতা ও ভালোলাগা!!
শুভকামনা। ভালো থাকবেন।
০১ লা মে, ২০১৮ রাত ৮:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে আমি মুগ্ধ হচ্ছি। এবং দারুণভাবে উজ্জ্বীবিত ও অনুপ্রাণিত হচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।