নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কবিতার মতো মেয়েটি সুচারু ছন্দে হাঁটে, কখনো-বা আনমনে।
দু চোখে দূরের বাসনা, চুলের কিশলয়ে গন্ধকুসুম, প্রগাঢ় আঁধারে হাসনাহেনার ঘ্রাণ; কপোলে একফোঁটা তিল, তেমনি একফোঁটা লালটিপ কপালে।
কবিতার মতো মেয়েটি নিজ্ঝুম বনের মতো; কখনো-বা দরজায় হেলান দিয়ে দিগন্তে মেলে ধরে দৃষ্টি; দু চোখে দূরের বাসনা, কবিতার মতো দুর্জ্ঞেয়। ডানগালে হেলে পড়ে দু-এক গোছা চুল, কখনো-বা পেলব বাতাসে নাচে; তার হাতে মেহেদির আলপনা, কবিতার মতো কারুকার্যে ভরা।
কবিতার মতো মেয়েটি কমনীয় ফুলের মতো; গোধূলির লজ্জার মতো স্নিগ্ধ হাসে, নাম তার সুস্মিতা; তার কণ্ঠে ঝরে পড়ে কবিতা ও কাকলি; সে বড্ড কবিতা ভালোবাসে, অপর্ণা মৃণ্ময়ীর মতো। নিক্কণে সন্ধ্যা নামে; চুড়ির শব্দে ঘুম ভেঙে নেচে ওঠে ভোরের দোয়েল।
কবিতার মতো মেয়েটি শাশ্বত বাঙালিনী, শাড়ি পরে, লতানো গ্রীবায় কবিতার ঘ্রাণ। বারান্দার ছায়ায় কেদারায় গা এলিয়ে অলক্ষ্যে হারিয়ে যায়; গাছের শাখায় দোল খায় দোলনায়; চোখে তার স্বপ্নের ভিড়।
কবিতার মতো মেয়েটি বই পড়ে, গান গায়, নৃত্য করে। কখনো-বা কবিতা লেখে, অপূর্ব স্বরে পাঠ করে কবিতা। তার কণ্ঠে ঝরে পড়ে মেঘরাগ মাধুরী।
কবিতার মতো মেয়েটি বনলতা, নীরা কিংবা লাবণ্য’র মতো। শবনম শায়মা, অথবা অদিতি আফ্রোদিতি। অরিহ অলকার মতো। নদীর মতো অবিরাম স্রোতস্বিনী। অনসূয়া অরুন্ধতী। সজীব স্নেহের মতো নরম ও নিষ্কাম, নীলকণ্ঠ প্রেমের মতো নিবিড় কামিনী।
কবিতার মতো মেয়েটি সিঁথির মতো শুভ্র ও সুন্দর, গাংপাড় ধরে কাশবনে হাঁটে। কবিতার মতো মেয়েটি বরুণার মতো, সারিকার মতো, অহনার মতো, প্রমীলার মতো,
যারা কেবলি হারিয়ে যেতে ভালোবাসে।
কবিতার মতো মেয়েটি দুর্বোধ্য কবিতার মতো একখণ্ড অনাঘ্রাত সুখ।
১ জানুয়ারি ২০১৫
উৎসর্গ
যারা কথা রাখে নি, এবং যারা রেখেছে
জন্মের আগে কিংবা পরে, কবিতার সবটুকু জুড়েই থেকেছে
**
অসম্পর্কের ঋণ, একুশে বইমেলা ২০১৫ ডাউনলোড লিংক
বিশেষ কৃতজ্ঞতা এবং ক্ষমাপ্রার্থী
জেনে, কিংবা না জেনে যাঁরা কবিতা হয়ে গেলেন।
১০ ই মে, ২০১৮ দুপুর ২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+
২| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ সুন্দর ।
অনেক শুভেচ্ছা কবি।
১০ ই মে, ২০১৮ দুপুর ২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পদাতিক চোউধুরি। শুভেচ্ছা আপনাকেও।
৩| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
১২ ই মে, ২০১৮ দুপুর ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৪| ১০ ই মে, ২০১৮ বিকাল ৩:২৮
জাহিদ অনিক বলেছেন:
ডাউনলোড করে রাখলাম ভাইয়া
১২ ই মে, ২০১৮ দুপুর ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ডাউনলোড করার জন্য।
৫| ১০ ই মে, ২০১৮ বিকাল ৩:৩২
জাহিদ অনিক বলেছেন:
৩ টা ছবি চিনেছি
১২ ই মে, ২০১৮ দুপুর ১২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম জনের নাম সিঁথি সাহা। একজন গায়িকা/অভিনেত্রী। আশা করি, তাঁকে চিনেছেন। ২য় জনের নাম ভুলে গেছি- একসময় ফেইসবুকে কানেকটেড ছিলেন। বাকিরা সেলিব্রেটি, না চেনা ক্রিমিনাল অফেন্স।
৬| ১০ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৫
সাইন বোর্ড বলেছেন: প্রথম এবং শেষ মেয়েটি কিছুটা কবিতার মতো মনে হয়েছে, বর্ণনা মোটামুটি ভাল লাগল ।
১২ ই মে, ২০১৮ দুপুর ১২:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম আর শেষ মেয়েটিকে চিনতে পারেন নি?
পড়ার জন্য ধন্যবাদ।
৭| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৩৮
সোহানী বলেছেন: মানেটা কি!! এরাই বা কে?????? একজনকে ও চিনি নাই, এইটা আমার ব্যার্থতা কারন ফেইসবুকে যেমন কম সংখ্যক ফ্রেন্ড তেমনি ব্লগেও কম পরিচিত !!!!!!!
যাহোক, সুন্দরীদের দেখতে যেমন ভালো লাগে তাদের নিয়ে কবিতা পড়তে ও ভালো লাগে.........................
১২ ই মে, ২০১৮ দুপুর ১২:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আর কিছু নয় মানে
এঁরা সবাই সেলিব্রেটি, সকল লোকে জানে
লাস্ট লাইনের জন্য আপনাকে সালাম ও কদমবুচি।
৮| ১২ ই মে, ২০১৮ দুপুর ১২:৫০
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
আগাগোড়াই কবিতার শাড়ীতে জড়ানো মেয়েটি । সে হাসে, কাঁদে , খেলে । অন্তর্বাসেও তার কবিতার গন্ধ । সে উর্বশী-মেনকা । নাচে, গায়, ছেলে ভোলায় । সে ইভ । স্বর্গ থেকে পতন তার মাটির পৃথিবীতে । তাইতো তাকে চেনা চেনা মনে হয় ।
সে যে আমাদেরই কন্যা-জায়া-জননী ।
এরা কথা রাখেনা । কবিতার মতোই এই ফুটে ওঠে, এই ঝরে যায় । অসম্পর্কের ঋণে এরা থেকেই যায় অধরা । হয়ে ওঠে ঋণখেলাপী .............................
চমৎকার লেখা , কবিতার মেয়েটির মতোই ব্রীড়াময়ী ।
১২ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবারও স্বদেশ হাসনাইন। আমার এক পোস্টে তাঁর বিশদ কমেন্ট পড়ে আমি লিখলাম- কবিতা কোনটা, আমার পোস্ট, নাকি আপনার কমেন্ট? তো, আপনাকে নিয়েও সেই মধুর স্মৃতির অনন্য সুখ পাচ্ছি। কবিতার উপর আপনার কমেন্ট এমন হয়ে যায়, যার মাহাত্ম্য মূল কবিতাকে ছাপিয়ে ভাস্বর হয়ে ওঠে।
অন্তর্বাসেও তার কবিতার গন্ধ । - একটা অনন্য পঙ্ক্তি হয়ে গেছে। কোথায় কবে কোন কবিতায় এটা বসিয়ে দেই বলা যায় না- লাইনটা আমার নিজের নামে নিয়ে নিলাম, অর্থাৎ এর স্বত্বাধিকারী স্বয়ং আমিই
হ্যাঁ, এরা কথা রাখে- এরা কেবলি হারিয়ে যেতে ভালো লাগে।
আপনার সুকোত্রো'র কিছু বৃক্ষ মনে হয় স্বপ্নেও দেখে ফেললাম। আর্টিকেলটার ইফেক্ট এতখানি।
ধন্যবাদ আহমেদ জী এস ভাই পাঠ ও মন্তব্যের জন্য।
৯| ১২ ই মে, ২০১৮ রাত ৮:৫৬
জুন বলেছেন: প্রথমাকেও চিনতে পারিনি দ্বিতীয় পক্ষকেও চিনতে পারিনি ছাই ভাই। তবে বাকী দুজন ভীষন চেনা। শেষেরজনকে বহু বছর পর দেখলাম
১৩ ই মে, ২০১৮ রাত ৯:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথমার নাম সিঁথি সাহা। Click This Link
আর যাকে চিনলেন না, তিনি একসময় আমার ফেইসবুক ফ্রেন্ডলিস্টে ছিলেন। তবে পরিচয় নেই।
শেষের জনকে এখন ব্লগে দেখি না
এই আর কী
১০| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় সোনাবীজ ভাই, আপনি এখানে যাদের ছবি ব্যবহার করেছেন, তাদের সকলের অনুমুতি কি নেয়া আছে?
১৩ ই মে, ২০১৮ রাত ৯:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় জাদিদ ভাই, এটা একটা পুরোনো পোস্ট। ব্লগে পাবলিশ করার আগে অনুমতি নেয়া হয় নি। এজন্যই পোস্টের নীচের বিশেষ কৃতজ্ঞতা ও ক্ষমা প্রার্থনা পোস্ট পাবলিশ হওয়ার পর কবিতার মেয়েরা খুব সন্তুষ্ট হয়েছিলেন। তবে, প্রথম ছবিটা সিঁথি সাহার, যেটি পাবলিক ডোমেইনে পাওয়া যায়।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০১৮ দুপুর ২:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+